নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ পড়ি, ব্লগ লিখি...

আমি একজন নিরাপদ ব্লগার

চৌধুরী_সাহেব

অ, আচ্ছা...!

চৌধুরী_সাহেব › বিস্তারিত পোস্টঃ

যে গান শুনলে এখনও দুই হাত মুস্টিবদ্ধ হয়ে উপরে উঠে আসে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

তীরহারা এই ঢেউয়ের সাগর

গীতিকার ও সুরকারঃ আপেল মাহমুদ





তীরহারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দিব রে।

আমরা ক'জন নবীন মাঝি

হাল ধরেছি

শক্ত করে রে ।

তীরহারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দিব রে।



জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে

জীবনের স্বাদ নাহি পাই।

ঘর-বাড়ির ঠিকানা নাই

দিন-রাত্রি জানা নাই

চলার ঠিকানা সঠিক নাই।



জানি শুধু চলতে হবে

এ তরী বাইতে হবে

আমি যে সাগর-মাঝি রে।



জীবনের রঙে মনকে টানে না

ফুলের ঐ গন্ধ কেমন জানি না

জোছনার দৃশ্য চোখে পড়ে না

তারাও তো ভুলে কভু ডাকে না।



বৈশাখের ওই রুদ্র ঝড়ে

আকাশ যখন ভেঙে পড়ে

ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়।



হাতছানি দেয় বিদ্যুত্‌ আমায়

হঠাত্ কে যে শঙ্খ শোনায়

দেখি ঐ ভোরের পাখি গায়

তবু তরী বাইতে হবে

খেয়া পারে নিতে হবে

যতই ঝড় উঠুক সাগরে।



তীরহারা এই ঢেউয়ের

সাগর পাড়ি দিব রে...




আসুন একবার শাহবাগে, সবার সাথে একটিবার গেয়ে দেখুন আপনার কি প্রতিক্রিয়া হয়!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ব্জ্র নিনাদে গুড় রন সজ্জায়
এক হও বীর বাঙ্গালী
রাস্ট ভাষা ও স্বাধীনতার চেতনায়
দূর হোক অপশক্তি ঘৃণ্য রাজাকার
স্বাধীনতা কেঁদে ফিরে
বাংলায় বারবার
আর নয় অন্যায় , খুন যখম নির্যাতন
পদধলে সফল হোক জনতার জাগরণ ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই এইগান শোনার পরেও কেউ ঘুমিয়ে থাকতে পারে না। তবএ ভাই আমার মতে বাংলাদেশ এর তরুণ ব্যান্ড সিঙ্গারদের এই উপলক্ষয়ে একটা রাজাকার বিরোধী কনসার্ট করা উচিত না শুদু জরুরিও বটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.