![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কয়দিনে একটা জিনিশ বুঝে গেছি যে অনলাইনে এই বেজন্মাগুলোর 'আজাইরা' প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে ইগনোর করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা জোর করে ঘুমিয়ে থাকার ভান করে পড়ে থাকে, তাদেরকে কোনদিনই জাগানো সম্ভব নয়। তারা তাদের নোংরামী করে যাবেই। এদেরকে থামানোর সবচাইতে ভালো উপায় হচ্ছে এদের অস্তিত্বকেই অস্বীকার করা। এদের কথার উত্তর দেয়ার মানেই হচ্ছে এদের অস্তিত্ব স্বীকার করে নেয়া। তাই এখন আর এদের কথায় মিজাজ খারাপ করি না, শুধু ফেইসবুকে তাদের কমেন্টের পাশের ক্রস চিহ্নটা চেপে স্প্যাম রিপোর্ট করে দেই আর ব্লগে সুন্দর মতন রিপোর্ট বাটনটা চেপে পোস্টটা রিপোর্ট করে দেই। যে সময়টা এদের পেছনে নস্ট করতাম জবাব দিতে গিয়ে, সেই সময়টুকুও এখন আন্দোলনের কাজে লাগিয়ে দেই। এক ঢিলে দুই পাখি- ছাগুও মারা হল, মিজাজও খারাপ হল না!
ওহ! আর যারা ভাবছেন যে এদের কথার জবাব না দিলে মানুষ বিভ্রান্ত হতে পারে, তাদেরকে বলছি- ভাই, আপনি যখন আন্দোলনে যোগ দিয়েছিলেন, তখন কি আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিলো? তারপর থেকে এখন পর্যন্ত আপনাকে কি কেউ বিভ্রান্ত করতে পেরেছে? তাহলে অন্যরা কেন বিভ্রান্ত হবে? তারা কি ফিডার খায়? তাদের কি বুঝ-জ্ঞান নেই? এতবড় একটা গণজাগরণ ৭ দিন ধরে চলছে, এরপরও যদি কাউকে বুঝিয়ে দিতে হয় যে এখানে কি হচ্ছে, তাহলে তার আসারই দরকার নেই, সে ঘরে বসে ফিডার খাক আর ডোরেমন দেখুক!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
খুব সাধারন একজন বলেছেন: ওহ! আর যারা ভাবছেন যে এদের কথার জবাব না দিলে মানুষ বিভ্রান্ত হতে পারে, তাদেরকে বলছি- ভাই, আপনি যখন আন্দোলনে যোগ দিয়েছিলেন, তখন কি আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিলো?
পিলাচ পিলাচ পিলাচ হবে
ভালু পুস্টে পিলাচ হবে।