![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন অন্য সবকিছুর চেয়ে সাভারের রানা প্লাজা ট্রাজেডিতে আহতদের জন্য জরুরি ভিত্তিতে এই জিনিশগুলো দরকার। এগুলি কিনে এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অথবা সাভারে স্থাপিত গণজাগরণ মঞ্চের ফিল্ড হাসপাতালে হস্তান্তর করুন।
গণজাগরণ ফিল্ড হাসপাতালে যোগাযোগঃ
সঙ্গীতা ইমাম- ০১৭১১৬৪৬৮৭৭
বাঁধন- ০১৬৭৪৭৭৪৬৩৩
প্রয়োজনীয় জিনিশের তালিকা এবং সেগুলোর আনুমানিক দাম (ফার্মেসি ভেদে তারতম্য হতে পারে)
১) Inj. Ceftriaxone - ১ মিলিগ্রাম ১৮০ টাকা, ২ মিলিগ্রাম ৩০০ টাকা
২) Inj. Ketorolac - ৫৫টাকা
৩) Inj. Omeprazole - ৭০ টাকা
৪) Inj. TT - ৬০ টাকা।
৫) Inj. TIG - ১০২৩ টাকা
৬) IV Saline - ২৫০ মি.লি ৪৭ টাকা, ৫০০ মি.লি ৭০ টাকা।
৭) IV Hartman Solution - ৬০ টাকা।
8) Thread Silk - ১০ মিটারের রোলের দাম ৫০ টাকা
৯) Oxygen Spray - মূল দাম ৭৫০
১০) ব্যান্ডেজ, তুলা, গজ ডেটল
১১) মেডিকেল গ্লাভস-৭ ইঞ্চি
১২) মাস্ক
১৩) জুস
১৪) এয়ার ফ্রেশনার অথবা গোলাপজল
১৫) পরনের কাপড়
# লাজ ফার্মাতে সাভারের কথা বললে প্রতিটি ঔষুধে ডিসকাউন্ট পাবেন।
# বেশি পরিমানে মাস্ক কিনে আনুন। গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না।
# এনাম মেডিকেল কলেজে পানির স্বল্পতা দেখা দিয়েছে। আপনারা যারা পানি নিয়ে যাচ্ছেন, তারা সাভারের রানা প্লাজার সামনে পানি নিয়ে ভীড় না করে এনাম মেডিকেলে পানি দিয়ে আসুন।
# এয়ার ফ্রেশনার এবং অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কারণ এগুলো অত্যন্ত দাহ্য, তাই এয়ার ফ্রেশনারের পরিবর্তে গোলাপ জল সরবরাহ করতে পারেন।
#সম্ভব হলে উদ্ধার করে আনার পর অক্সিজেন দিন, ভবনের ভেতর পাইপ দিয়ে অক্সিজেন দেয়া অনেকসময় বিপদজনক হতে পারে।
#উদ্ধার করা শমিকদের অনেকরেই বিশেষ করে মহিলাদের অনেকেরই কাপড় ছিঁড়ে নস্ট হয়ে গেছে, তাই সম্ভব হলে দয়া করে কিছু পরনের হালকা কাপড় সাথে নিয়ে আসুন।
# চর্ট লাইট দিলে অবশ্যই সাথে ব্যাটারি, অথবা চার্জার দিবেন। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশি টিকছে না চার্জের অভাবে।
# দয়া করে প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করুন। অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভীড় করে উদ্ধার এবং সেবার কাজে বাধার সৃস্টি করবেন না।
# মিডিয়াকর্মীদের কাছে অনুরোধঃ লাইভ কাভারেজ করতে গিয়ে উদ্ধার কাজে বিঘ্ন ঘটাবেন না।
আপনার একটুখানি সাহায্যের হাতই পারে একটা মানুষের জীবন বাঁচাতে।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
চৌধুরী_সাহেব বলেছেন: মন কারোই ভালো নেই, এর মধ্যেই কাজ করে যেতে হবে। সাহায্য থামালে তো আর চলবে না!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: মন ভাল নেই, কিছুই ভাল লাগছে না ।
Click This Link