![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থিঙ্ক ডিফ্রেন্ট কথাটা স্টিভ জবসের।
অনেকে জানি আমরা।
তবে তাঁর এই ভাবাটা আসলে কিভাবে ছিল। আমরা সবাই জানি বিশ্বের টেকনোলজির একটা বড় অংশ জুড়ে আছেন এই স্টিভ জবস।
ভিন্ন ভাবা বলতে অনেকে যেটা ভাবে তাঁর উল্টোটা ভাবা। আসলে উল্টো ভেবে কি নতুন পথ সৃষ্টি করে?
ভিন্নভাবে ভাবা
স্টিভ জবস তাঁর আত্ম-জীবনীতে বলেছেন তাঁর ভাবনা ছিল নতুন কিছু সৃষ্টির দিকে। তিনি সবসময় চেষ্টা করতেন এমন কোন ধারনার জন্ম দিতে যা পৃথিবীতে নেই এমন না, তবে তা পৃথিবীতে যে জিনিসটা আছে তাঁর সর্বাধিক ব্যবহারবান্ধব করে যুগোপযুগিতো করাই, সাথে ১০০ বছর পরেও যেন মানুষ তাঁর সৃষ্টি রহস্য ভুলে না যায় বা বৃথা ভাবে।
আসলে এই ভাবনাটা কিসের। এটাকে তিনি বলেছেন ভিন্নভাবে ভাবা।
ভিন্নভাবে ভাবতে সবাই পারে না।
সব ছোট ছোট ভাবনার ভেতর কিছু এক্সছেপশনাল ভাবনা থাকে, যা সুদর-প্রসারী।
এজন্য চেষ্টা করুন ভিন্ন কিছু না ভেবে ভিন্ন ভাবে কিছু ভাবতে।
জাস্ট থিঙ্ক ডিফরেন্ট।
সাধারণের ভেতর অসাধারণ কিছু বের করার চেষ্টা করুণ।
তাহলেই আপনি অসাধারণ।
©somewhere in net ltd.