![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই অভিশপ্ত, যাহা ছুঁই তাহা পাথরে পরিণত!
বাস্তবতা বড়ই নির্মম!
আজ তাহসান-মিথিলাকে নিয়ে লেখার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে,
কিন্তু সিদ্দিকুর'এর কথা বলার মত তেমন কেউ নেই!
.
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া সাতটি কলেজের ছাত্র-ছাত্রী তাদের রুটিন অাদায় সহ সাতটি দাবিতে সমাবেশ করছিলো।
কিন্তু সেই সমাবেশে পুলিশ নির্মম ভাবে টিয়ারশেল নিক্ষেপ করলে সরকারি তিতুমির কলেজের তৃতীয় বর্ষের "সিদ্দিকুরের" চোখ ক্ষত হয়ে দৃষ্টিহীন হয়ে যায়।
.
সিদ্দিকুরদের দাবী ছিলো যৌক্তিক।
তারা তাদের নায্য দাবি ও অধিকার অাদায়ের জন্য সমাবেশ করছিলো কিন্তু কেন তাদের উপর লাঠিচার্জ সহ টিয়ারশেল এবং রাবার বুলেট নির্বিচারে নিক্ষেপ করা হলো??
এ কেমন বিচার। এ কেমন বর্বরতা অাইন শৃঙ্খলা বাহিনীর??
.
সিদ্দিকুর'রা তাদের অধিকারের দাবীতে আন্দোলন করেছে। তারা তো রাস্তায় নেমে কোনো বিশৃঙ্খলা করেনি।
তারা তো কোন রাজনৈতিক অধিকার অাদায়ের জন্য রাস্তায় নামেনি।
তারা তো কোন সন্ত্রাসী না।
তাহলে কেন অাইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর এমন নির্বিচারে মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালালো??
.
ধিক্কার জানাই পুলিশ নামের এই সব নরপশুদের!!
©somewhere in net ltd.