নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিহীন থাকবে পড়ে কোনো একদিন, দু-এক লাইনের প্রতিটি লিখা অদ্ভুত এ দেয়ালে!

শাকিল রায়হান

আমিই অভিশপ্ত, যাহা ছুঁই তাহা পাথরে পরিণত!

শাকিল রায়হান › বিস্তারিত পোস্টঃ

মানব নাকি দানব!

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

আর কত তানহা'র ধর্ষিতা হওয়ার পর এই নোংরামি থামবে!
আর কত শিশুর প্রাণের বিনিময়ে শেষ হবে এই শিশু হত্যাযজ্ঞ!
আর কত...!
.
মাত্র তিন বছরের তানহাও রেহাই পায় না এই মানবের মুখোশ পরা দানবের হাত থেকে।
ছোট্ট একটি শিশুর ওপর পাশবিক নির্যাতন, তারপর হত্যা! এই নির্মমতা মধ্যযুগকেও হার মানায়।
কতটুকু পাষাণ আর নির্দয় হলে তিন বছরের একটা শিশুকে ধর্ষন করার পর শ্বাস রোধ করে হত্যা করা যায়।
.
কোথায় যাচ্ছি আমরা!
কোথায় আমাদের বিবেক!
কোথায় আমাদের মনুষ্যত্ব!
.
যেখানে তিন বছর বয়সী তানহা বাসার বাহিরে খেলতে যাওয়ার নিরাপত্তা পায় না, তাকে ফিরে আসতে হয় ধর্ষিতা হওয়ার পর মৃত লাশ হয়ে।
সেখানে কি ভাবে তৈরি হবে আগামী প্রজন্ম!
কি ভাবে বাবা মা তার ছোট্ট শিশুটিকে বাহিরে ছাড়বে!
.
এভবে হয় না, এভাবে চলতে পারে না।
এর একটা শেষ দেখা দরকার।
তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি মানুষ রূপি জানোয়ার "শিপন" কে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
আমি এর সঠিক বিচার চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.