![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
নির্ঝর নিঝুম রাতের মাঝে
চাঁদের আলোয় বন্যা
নিরালা প্রাসাদে কার প্রতিক্ষায়
জেগে একা রাজকন্যা ?
ঘুম ঘুম চোখে জানালায় বসে
আলতো আলতো চেয়ে
পূর্ণ চাঁদের মিষ্টি সে আলোয়
কার জন্যই বা রয়ে ?
প্রাসাদ উচু দেয়ালে ঘেরা
প্রহরায় সিংহদ্বার
চারিদিকে তার হাজারো সৈন্য
পাহারার আঁধার ।
এত পাহারার ,দ্বার প্রহরার
চোখ এড়িয়ে, ও কে ?
আসছে প্রাসাদে,লুকিয়ে লুকিয়ে
সাহস তো বেশ বুকে!
চাঁদও যেন এ কান্ড দেখে
ভয়ে শুকিয়ে মুখ
একফালি কালো মেঘকে টেনে
আড়ালে লুকোলো চোখ।
আঁধার নিশির আঁধারে লুকিয়ে
উচু দেয়ালটা বেয়ে
নিঃশব্দে চুপচাপ ,শ্বাসরোধ করে
যুবক যায় এগিয়ে।
ঐতো দেখ ,রাজপ্রাসাদে
জ্বালিয়ে প্রদীপ আলো
বসে আছে দেখ চাঁদমুখ মেলে
যাহারে বেসেছ ভালো ।
আরেকটু পথ দুজনের মাঝে
মিলনতো নয় অদূর
প্রহরা দুজন ,হাটে হেথা হোথা
আগলিয়ে প্রাসাদপুর।
চোখ এড়িয়ে ,ঘনঝুপ দেখে
যুবক এগিয়ে চলে
একটু যেন আশার আলোয়
চাঁদটাও চোখ মেলে।
আলোয় আলোয় আলোর আভাসে
দেখ যুবকের রুপ
চোখদুটো তার মিশমিলে কালো
সুপুরুষ বটে খুব।
কিন্তু একি ছেড়া জামা গায়!
নিত্তান্তই গরিবী হাল
রাজপুত্র নয় ,মন্ত্রীপুত্রও না
কৃষাণের ছাওয়াল।
উচু উচু ঐ দূর আকাশের
দুটো চাঁদই তার অধর
খোদার কি মতি ,জেনে কি হবে
থাকুক তাঁরই ভেতর।
১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৫
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা।
১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৫
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:১২
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৫
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:০৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: কৃষাণের ছাওয়াল এর চাওয়া কি অপূর্ণই রয়ে গেল?
ভালো লাগলো ছন্দে ছন্দে অসমাপ্ত প্রেম কাব্য।
শুভেচ্ছা নিরন্তর।