নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ - সারেং বৌ

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২



বই - সারেং বৌ
লেখক - শহীদুল্লাহ কায়সার
==
এই ধরনের বইগুলো এখনো আজব লাগে কারণ হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হয়েছে যেখানে সংলাপ বেশি থাকতো । আর এই বইয়ে চারপাশের পরিস্থিতি , মনের ভিতরে চলতে থাকা ঝড় অনেক কিছুর বর্ণনা থাকে ।
কদম সারেং আর তার বৌ নবিতুনের জীবনের প্রবাহই এই উপন্যাসের মূল উপজীব্য । তবে কদম যেহেতু সারেং তাকে বেশিরভাগ সময় সাগরে থাকতে হয় মাঝে সাঝে আসে নিজ বাড়িতে । সেই সাগরের সময়টা কেমন কাটে সারেং-এর আর কেমনই বা কাটে নবিতুনের ? তাদের ঘরে আছে আককি নামের ১০/১১ বছরের এক মেয়ে ।
লেখক , স্বামী ছাড়া বৌয়ের জীবন তুলে ধরেছেন খুবই সুক্ষ্মভাবে যেখানে তার বরের জন্য অপেক্ষার কথা আছে , স্বামীর প্রতি অভিমানের কথা আছে , পাড়া-পড়শীর কথার তীর আছে , বাজে লোকের বাজে দৃষ্টির কথা আছে । কিছুই বাদ যায় নি । নবিতুন চরিত্রটাকে লেখক খুবই শক্তভাবে উপস্থাপ করেছেন । যে প্রচন্ড ঝড়েও ভাঙ্গা তো দূরের কথা , মুচড়েও যায় না বরং উলটো আঘাতও হানতে পারে । যে নিজেকে আগলে রেখেছে তার সারেং-এর জন্য , সারেং-এর অপেক্ষায় যার দিন কাটে ।
আর কদম সারেং–ও জাহাজে থাকাকালী নবিতুনের কথা চিন্তা করেই নিজেকে আগলে রাখে সকল অপকর্মের প্রলোভন থেকে । তার সমস্ত চিন্তা জুড়েই নবিতুনের কোমল মুখ , সেই সরল কথা , সরল আবদার ।
অতঃপর একটা সময় তারা একই সাথে দীর্ঘ একটা সময় পাড় করে । সেই সময়টা যেভাবে পাড় হওয়ার কথা পাঠক হিসেবে আশা করা হয় ঠিক সেভাবে পাড় হয় নি ।
অদ্ভূত এক সমাপ্তির দিকে এগিয়ে যায় উপন্যাসটি যেটি এই উপন্যাসের আরেকটা বৈশিষ্ট্য ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: খুবই সুন্দর মানে মন খারাপ করে দেওয়া একটা বই। তবে সারেং আর সারেং বউদের কথা যেভাবে ফুটে উঠেছে সেটা ভীষন মন খারাপ করে দেয়।:(

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

জাবের তুহিন বলেছেন: কথা সত্য ।
তবে কষ্টের বইয়েও আলাদা একটা ভালো লাগা আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.