![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসপ্তাহে দু'মাসে পড়ল আমাদের ২য় রাজপুত্র, রেদওয়ান। হাত নিশপিশ করছে কবে যে আদর করব, চিমটি কাটব!! কবে যে ওর বাবার ব্যস্ততা কমবে আর কবে ওরা আসবে? কেমন হবে ও? দেশের বড়টার মতো না হলেই হয় (১মটার এসপ্তাহেই ২বছরের হলো)। ওকে ছুতেঁ গেলেই হাত ঝটকা মেরে বলে, "ধা!, ধা!" আর কি ভীষন চোখ কুচঁকানি!!! যতই চেচাঁই, ও ভাবী তোমার ছেলে আমারে ধাইতে বলে!!
ভাবীর উত্তর, না না, ওতো দাদা বলা শিখছে
পিচ্চির অনেকগুলা সুন্দর মায়াকাড়া ছবি পাঠাইলো ভাইয়া, এই সেদিন। দারুন দারুন সব ছবি। এক্কেবারে অপরেশন থিয়েটারে ঘটা খুটিনাটি সবকিছুর . . . থেকে ওরে নিয়ে রোদে বসা ভাবীর অসাধারন হাসি, দু'বোনের জীবন্ত খেলনা পাবার আনন্দ, ভাইয়ার স্মিত হাসি। আম্মার মন যেন ভরে না, মনিটরে হাত ছুইয়ে বসে থাকে।
নাতনি-নাতি নিয়া আল্লাদি আমার মায়ের একটু বেশিই। সবপিচ্চি হবার আগে মেহেদীতে হাতে টোপর পরতে কিযে মজা পান উনি!! আমরা ভাইবোনরা অনেক ক্ষেপাই, তাও করে। এবারও রেদওয়ান-এর সময়ও, তাই করেছে,
জানে কোলে নিতে পারবে না . . . . তাও।
আমাদের বাসার সবাই ওর জন্মের সময় অনেক কেদেছি। সুখের আর দুঃখের কান্না, আনন্দের পাশাপাশি না পাওয়ার কান্না। ঐ একইদিন আমার মায়ের কোলে থাকতে পারত আর একটা রাজপুত্র, তার ৩য় নাতি। যার আসার দিন ঠিক হয়েছিল সেপ্টেম্বরের ৪-৬ তারিখ। ডাবল খুশির আগমনের জোয়ারে কতই না প্রস্তুতি আমাদের . . . . .সে এসেছিলও...... তবে সময়ের বেশ আগেই, মাত্র তিন মাস আগে।
২| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১১
জয়িতা বলেছেন: পিচ্চির জন্য দোয়া রইল।
৩| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১১
সামী মিয়াদাদ বলেছেন: মাশাল্লাহ....
৪| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১২
সংস্থাপক বলেছেন: পিচ্চিটা অনেক কিউট। কোন দেশের রাজার সাথে আপনাদের ওঠাবসা আছে?
৫| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
আউটসাইডার বলেছেন: ও মাই গড। কি সুইট পিচ্চিটা। খুব ভাল লাগলো লেখাটা পড়ে , কিন্তু শেষের দিকে কেমন যেন বিষাদের ছোঁয়া। অনেক ভাল থাকুক পিচ্চিটা।
৬| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
দেবদারু বলেছেন: অনেক আদর কিউট পিচ্চিটার জন্য......... যদিও ও বুঝবে না, তবুও শুভকামনা জানিয়ে ৫!
৭| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫
অন্যরকম বলেছেন: এইটা ত দেখি ঘুমায়া ঘুমায়া হাসতেছে!
উমমমমমমম চুম্মাআআআআআ...... পিচ্চিকে!৫
৮| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
জোনাকি বলেছেন: যেসব পিচ্চি ঘুমায় হাসে তারা দুষ্টু হয়। আর দুষ্ট পিচ্চি আমার খুব পছন্দ হয়।তাই এই দুষ্টু পিচ্চিটারে একটা ঠুকনা
৯| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
রুধীণ বলেছেন: ভাল থাকুক অনেক বেশী।
১০| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮
েজবীন বলেছেন: থ্যাংকু@সংস্থাপক@ আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে
১১| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
েজবীন বলেছেন: ধন্যবাদ - সৌরভ, জয়ি, সামী, দেবদারু, অন্যরকম, জুনাক, রুধীণ
সবার দোয়ায় সুস্হ স্বাভাবিক থাকুক পিচ্চিটা
১২| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
রাশেদ বলেছেন: পিচ্চিটা কিউট খুব।
আমি ভাবতেছিলাম তুমার ফুন নাম্বার চামু!! এখন পিচ্চি আছে!
১৩| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
রাশেদ বলেছেন: এখন দেখি* হবে।
১৪| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
েজবীন বলেছেন: রাশু সেই হিসেবে তো একটা না, পিচ্চি আছে ৫টা।
উদার পেত্নী চাপছে কবে তোমার কান্ধে? ফুন চাওনের পেত্তুনী দেখি জায়গা বদলাইছে!!!!!
১৫| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬
রাশেদ বলেছেন: ও! তুমার ভাইয়ের পিচকা। সুখবর!
উদা না থাকলে কাউরে না কাউরে ত চালাইয়া যাইতে হবে।
১৬| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
রাশেদ বলেছেন: চেদিনো আখাচে চিলো চাআআদ
চব কিচুই আগেল মট
ছুধু ঠুমি নাই ফাছে
আরেকজনরে লেখছিলাম, তুমারেও কুপি মাইরা দিলাম।
১৭| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
অন্যরকম বলেছেন: কি রশি.... এত গিট্টু লাগাও কেন?
১৮| ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
ইকরাম বলেছেন: সুন্দরূূূূ মাসাল্লাহ
১৯| ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
তারিক হাসান খান নিপু বলেছেন: ভেরী কিউটি স্মাইল,
৫ !
২০| ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
মহারাজা বলেছেন: কিং-কুইন এর পক্ষ থেকে মহারাজার শুভেচ্ছা।
২১| ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
রাগ ইমন বলেছেন: ও রে!
মাশাল্লাহ !
মার ডালা !
২২| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: বেশি বেশি কিউট !!!
২৩| ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৭
প্রচেত্য বলেছেন: পিচ্চির হাসিটা যা হয়েছে, ভুলবার নয়
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: শুভ হোক পিচ্চির ভবিষ্যত
!@@!2205963 !@@!2205964 !@@!2205965 !@@!2205966 !@@!2205967 !@@!2205968 !@@!2205969 !@@!2205970?!@@!2205971 !@@!2205972 !@@!2205973 !@@!2205974 !@@!2205975'!@@!2205976 !@@!2205977?