নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

একজন ফুরিয়ে যাওয়া ব্লগার

মেঘ বলেছে যাবো যাবো

শরৎ! খুব প্রার্থিত শরৎ! নরম রোদের বিস্তৃতি পাহাড়বালিকার কাঁধ ছুঁয়ে ফিরে যায় মার্সেনারি পাখিদের ডানায় বর্ষণের পাঠশালা শেষ হয়ে গেলে সব মেঘেরা যায় পাহাড়ে বেড়াতে তখন এ্যামেচার কিছু মেঘ এসে ভীড় জমায় আমার জানলায় শরতের ক্যানভাসে আমি আর আমার জানলাবর্তী মেঘ... মেঘগুলো শুধু বলে যাবো যাবো ... --- অমিত চক্রবর্তী

মেঘ বলেছে যাবো যাবো › বিস্তারিত পোস্টঃ

পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থি...

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১২





প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ দেখি ফোনটা বাজছে।



এত রাতে আবার কে ফোন করে রে বাবা!



স্ক্রীনের দিকে তাকিয়ে দেখি যথারীতি আমাদের দোস্ত বিজু বাবাজী কল করেছেন (কেবল মধ্যরাত্রেই তেনার আমাদের কল করার সাধ জাগে এবং আমরাও একেবারে ধন্য হয়ে যাই আর কি)।



- কি রে বাপ তোর কি খায়া দায়া আর কাজ নাই তুই আবার মাঝরাতে ফোন করছিস?

- ওরে এইদফা আমার বোধহয় আর বিয়ে করা হলো না রে!

- কেন, কি সমস্যা?

- রানুর ফ্যামিলি থেকে খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য।

- হ্যাঁ তো অসুবিধা কোথায়? করে ফ্যাল বিয়ে।

- আরে আমার বাসায় তো একদম রাজি না। মাথার ওপর দুই দুইটা বড় ভাই বোন থাকতে আগ বাড়িয়ে আমাকে আগে বিয়ে দেবে নাকি? বাবা বারবার বলেছেন আমি এখন বিয়ে করলে আমার বিয়েতে উনি যাবেন না। মায়েরও কথা ঐরকমই। ভাই বোন দুটো নেহাত মুখ ফুটে কিছু বলছে না কিন্তু তারাও আমার বিয়ে নিয়ে লাফালাফি দেখে অবাক।

- হ্যাঁ, তা অবশ্য খুবই স্বাভাবিক। কি আর করবি বল, ম্যানেজ করার চেষ্টা কর।

- আরে আমার একটা বড় বোন আছে, তার বিয়ে হওয়ার আগেই আমি বিয়ে করতে চাইবো কেন? কিন্তু পরিস্থিতিটা যে এরকম দাঁড়িয়ে যাবে তা কি আর জানতাম?



'পরিস্থিতি'টা কিরকম একটু দেখা যাক।



রানু এবং বিজু আমাদের খুব ঘনিষ্ঠ দুজন বন্ধু এবং সতীর্থ। বরাবরই তারা ভালো বন্ধু ছিলো কিন্তু তাদের মধ্যে প্রেম বলে কিছু ছিলো না। পাশ করে চাকরি পাওয়ার বেশ কিছুদিন পর বিজুকে রানুর পরিবার থেকে জানানো হলো যে জামাই হিসেবে তাকে ওনাদের বেশ পছন্দ, সে যেন এই ব্যাপারটা নিয়ে রানুর সাথে আলোচনা করে। স্বাভাবিকভাবেই বিজু ধরে নিয়েছিলো যে এতে রানুর মত আছে এবং সে খুব ফরমালি বিয়ের প্রস্তাব দিলো রানুকে। কিন্তু রানুর অন্য একটি ছেলের প্রতি একটা Crush ছিলো এবং সে কোনওভাবেই মাথা থেকে সেটা তাড়াতে পারতো না। কাজেই বিজুর প্রস্তাবে সে রাজি হতে পারলো না।



রানু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পরপরই বিজু খুব অবাক হয়ে খেয়াল করলো যে সে রানুর প্রেমে পড়ে গেছে!



তারপর পদ্মা যমুনায় কত জল গড়িয়ে গেলো। বিজু চাকরি নিয়ে চলে গেলো আবুধাবি, রানুর জন্যও কত পাত্র দেখা হলো, আমরা তাকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, যে ছেলেটিকে নিয়ে রানু স্বপ্ন দেখতো তারও এনগেজমেন্ট হয়ে গেলো, সে নিজে থেকে রানুকে বোঝানোর চেষ্টা করলো যে তাকে নিয়ে পড়ে থেকে লাভ নেই, সে কখনও রানুর ছিলোও না হবেও না, বিজুও বুকের কষ্ট বুকেই চেপে কত দীর্ঘ দিবস দীর্ঘ রজনী পার করে দিলো... তবু সবকিছু যেমন ছিলো তেমনই রয়ে গেলো।



অনেকদিন পর বিজু একদিন দেশে ফিরলে আবারও বন্ধু বান্ধুবের সহায়তায় রানুর মত ফেরানোর চেষ্টা করা হলো। রানু নিজেও বোধহয় খুব ডেসপারেট হয়ে গেছিলো ব্যাপারটা নিয়ে, বিজুর সাথে হাড্ডাহাড্ডি একটা শোডাউনের পর সে বিয়ের জন্য রাজি হয়ে গেলো।



স্বপ্নের মত একটা দিন ছিলো সেটা। আমি নিজে অন্ততঃ ওদের দুজনকে অন্য কারও পাশে কল্পনাও করতে পারতাম না। অনেক আগে থেকেই ওদেরকে আমার একেবারে মেড ফর ইচ আদার জুটি মনে হয়। মনে মনে কতবার যে চেয়েছি এই ব্যাপারটা হোক... সেজন্যই ঐদিনটা আমার কাছে অনেকগুলো ঈদের দিনের চেয়েও অনেক বেশি আনন্দময়।



তারপরই যথারীতি পারিবারিক সমস্যাগুলো দেখা দিলো এবং সেখান থেকেই ঐ ফোনকলের অবতারণা...



- এখন তুই বল ভেবু আমি কি করবো।।

- আরে ধুর ধুর, এগুলো সব ঠিক হয়ে যাবে।

- বলছিস! সত্যি! কিন্তু ক্যামনে কি?

- Baby just wait n see! তুই এগুলো নিয়ে কোনও চিন্তাই করিস না। তুই বরং চিন্তা কর পাত্রীপক্ষের লোক হিসেবে আমি তোর বিয়েতে গেট ধরলে তুই আমাকে কি দিবি। হা হা হা...

- সত্যি যদি বিয়ে হয়, তাহলে তুই যা চাইবি আমি তাই দেবো। প্রমিজ।

- ধুরো ব্যাটা, আমি তো ঠাট্টা করলাম। আমাকে কিছু দিতে হবে না। তুই এখন শুধু ভাব কিভাবে কার্যসমাধা করা যায়। কিন্তু বেশি টেনশন নিস না, জানি না কেন আমার মন বলছে শেষপর্যন্ত ভয় পাওয়ার মত কিছুই হবে না। তোমার বিয়ের সানাই এই বাজলো বলে, বাছাধন! B-)



তারপর ধীরে ধীরে সেই দিনটা ঘনিয়ে এলো। পাত্রীর অর্থাৎ রানুর বাড়ি রাজশাহীতে কাজেই প্রোগ্রামটাও সেখানে। আল্লাহর ওয়াস্তে একাই রওনা দিলাম (আসলে আমার 'জোড়েই' যাওয়ার কথা ছিলো কিন্তু যার সঙ্গে যাবো তিনি ম্যালা ব্যস্ত মানুষ, তাই আমাকে বললেন সকালের বাস ধরতে, তিনি রাতের বাসে আসবেন)। সেদিন এনগেজমেন্ট হবে বলেই ঠিক করা ছিলো, তবে পাত্রীপক্ষ অন দ্য স্পট বিয়ের দাবীতে সোচ্চার ছিলো (কারণ খুব অল্পকিছুদিন পরেই বিজু আবার আবুধাবি ফিরে যাবে, তারপর আবার কবে ফিরবে তার কোনও ঠিকঠিকানা নেই)। আর পাত্রপক্ষও অনড়, এভাবে তারা পরিবারের ছোটছেলের (তায় একমাত্র ইঞ্জিনিয়ারের) বিয়ে দেবে না, অন্তত বড় একটি মেয়েকে অবিবাহিত রেখে তো নয়ই।



তো পাত্রপক্ষ ঘরে ঢুকতে না ঢুকতেই ধুন্ধুমার বেধে গেলো। তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় স্বাগত জানানো হয়নি এবং শরবত-মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়নি (তাদেরও দোষ দেয়া যায় না, একে তো এটা বাংলাদেশ তারওপর তাঁরা আবার বিয়ের অতিথি এবং পাত্রপক্ষ, কিছু খাতিরদারি তো অবশ্যই তাদের প্রাপ্য ছিলো)। অশেষ বাকবিতন্ডার মধ্য দিয়ে আংটি পরানো পর্ব শেষ হলো এবং বিয়ে হবে কি হবে না তারও খুব ফিক্সড কোনও সিদ্ধান্ত হলো না। আমাদের বন্ধুদের মধ্যে একজন ছিলো যার ম্যানেজারিয়াল এবিলিটি খুবই উচ্চমানের, সে আপ্রাণ চেষ্টা করে গেলো বিয়ের ব্যাপারে সবাইকে রাজি করানোর, লাভ কিছুটা হলোও তবে আড়ালে আবডালে, সামনাসামনি নয়। বিজুর মামা খুব রসিক ব্যক্তি, তিনি খুব ভালো বুঝতে পারছিলেন যে তাঁর ভাগ্নে মনেপ্রাণে চাইছে বিয়েটা করে ফেলতে, কাজেই তিনিও চেষ্টা চালিয়েছিলেন তাঁর দুলাভাইকে (অর্থাৎ আমাদের আঙ্কেল বিজুর বাবাকে) রাজি করানোর। আর বিজুর বড়খালাও ছিলেন ঠিক সেরকম। এত বয়স হয়েছে কিন্তু রসবোধ রয়ে গেছে অল্পবয়সের মত। শি অলসো ডিড আ লট ফর দেম। মামা চুপিচুপি আমাদের জানিয়ে গেলেন যে পরেরদিন এসে একটা ব্যবস্থা করে দেবেন।



ফলশ্রুতিতে পরদিন বেলা দুপুর গড়ানোর আগেই বিবাহপর্ব সমাধা হয়ে গেলো।



অসম্ভব গরম পড়েছিলো সেদিন। আশ্বিনের একদম শুরুর দিককার সময় ছিলো কিন্তু গরমটা ছিলো একেবারে জৈষ্ঠ্য মাসের মত। খুব সাদামাটা একটা পুরনো শাড়ি পরে বসেছিলো রানু। আমিই পরিয়ে দিয়েছিলাম। এমনিতেই সে একেবারে শিশুর মত সরল, সেদিন আরোই বাচ্চা লাগছিলো তাকে। গেট ধরা বলতে কেবল ছিলো বেডরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকা। আমি পড়েছিলাম মহাফাঁপরে, যেদিকেই যাই উল্টোদিক থেকে লোকে ডাকতে থাকে। পাত্রীপক্ষ হয়ে গেট ধরার জো নেই, বিজুর (মতান্তরে আমাদের রুয়েট জীবনের) বন্ধুগুলো "আরে তুমি ঐদিকে কেন! তুমি কি খালি রানুর ফ্রেন্ড, বিজুর ফ্রেন্ড না? তুমি এদিকে আমাদের দলে এসো" বলে চিল্লায়। আবার সেদিকে যদিবা যাই সঙ্গে সঙ্গে রানুর খালাতো বোনগুলো চেঁচাতে থাকে "আপু তুমি ওদিকে কেন? তুমি তো পাত্রীপক্ষ! শিগগির এদিকে এসো।" খাবার বলতে আগের রাতে ক্যাটারারদের সার্ভ করা কিছু বাসি খাবার রয়ে গেছিলো, আর ছিলো বাড়ি ভর্তি মিষ্টি। সবাই রোজা ছিলো তাই কারুরই বিশেষ খাওয়ার চিন্তা ছিলো না। ভয়াবহ গরম পড়েছে দেখে নিজ দায়িত্বে বর বউকে লেবুর শরবত করে খাইয়েছিলাম (ওদের খাওয়াতে গিয়ে নিজেই ভুল করে খেয়ে ফেলেছিলাম, মনেই ছিলো না যে রোজা আছি)। :P



অফিসের ছুটি আর বাকি ছিলো না বলে আমরা দু'জন সেই রাতেই ঢাকা ফিরে এসেছিলাম।



পরদিন সকালে অফিস যাওয়ার সময় ভাবলাম ফোন করে ওদের খোঁজখবর নিই। ফোন করতে গিয়ে খুব অবাক হয়ে দেখি, দুজনেরই ফোন বন্ধ। তাহলে কি...



আসলে ওদের বিয়ে হয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছিলো না। বিজুর বাবা মা খুব মন ছোট করে ছিলেন কাজেই শুধু বিয়েটাই হয়েছিলো, ওদের পক্ষে একত্রে থাকাটা সম্ভব ছিল না... অর্থাৎ They were not supposed to spend the night together. অনেক পরে বিজুকে ফোনে পাওয়া গেলে সে জানালো যে মামাই তাকে বলেছিলেন "আরে বিয়ে করলা আর একসাথে থাকবা না এ আবার কেমন কথা!"



এই কাহিনী শুনে আমি এমন মদন হয়েছিলাম যে আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিলো, "কেমন কাটলো রে বাসররাত?"



বিজুও রাম ফাজিল, চোখ মটকে বলেছিলো "অসসসসাধারণ!" ;)



আমিও মুখ ঝামটা মেরে বলেছিলাম, "চুপ থাক শয়তান বান্দর বেহায়া বেয়াদব বেতমিজ বেশরম বেলাজ বেয়াড়া বে... বে... বে.....".... X((



মধুচন্দ্রিমায় তারা কক্সবাজার ঘুরতে গেছিলো। সেই ছবিগুলোর দিকে আমরা বন্ধুরা এখনও তাকিয়ে থাকি। মনে হয় যেন ওরা বিয়ে করে নিজেরা যত সুখী হয়েছে, তারচেয়েও বেশি খুশী হয়েছি আমরা (সবচেয়ে বেশি হয়েছি আমি)।



বিজু আবার আবুধাবি ফিরে গিয়েছিলো, কিন্তু কিছুদিন বাদেই অতি মূল্যবান চাকরিটা ছেড়ে দিয়ে তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরে এসেছিলো। একে তো ওখানে চাকরির নানান সমস্যা, তারওপর রানুকে ছেড়ে বিদেশ বিভুঁয়ে সে শান্তি পেত না কোনওভাবেই। রানুও হাঁপ ছেড়ে বেঁচেছিলো বিজু ফিরে আসায়।



প্রথম প্রথম ওদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। দেশে ফিরে বিজুর তখনো চাকরি হয়নি। রানু একটা ভালো চাকরি করতো কিন্তু নতুন করে সংসার সাজানোর খরচ সামলে তার আর সেভিংস বলে কিছু বাকি ছিলো না। আমি বারবার করে বলে দিয়েছিলাম সংসারের জন্য আর যা কিছুই কিনুক না কেন বিছানা চাদর বালিশ কাঁথা এসব যেন কিছু না কেনে, ওগুলো আমি দেবো, উপহার হিসেবে। ওদের বিয়েটা এত অনাড়ম্বরভাবে হয়েছিলো যে ওরা কোনও গিফট পর্যন্ত পায়নি, মা বাবার কাছে মুখ ফুটে লজ্জার মাথা খেয়ে কিছু চাইতেও পারেনি। আমি খুব শখ করে বড় ডাবল বেড একটা ফোম, মনিপুরি চাদর, বালিশ, দুটো কুশন, ক্রুশ কাঁটায় কাজ করা কুশন কভার দিয়েছিলাম। পরে আমাদের অন্য ফ্রেন্ডরা ওদের ফ্রিজ কিনে দিয়েছিলো। একজন ফ্রেন্ড টাকা ধার দিয়েছিলো বেশ কিছু। আসলে আমাদের অনেকের জন্যই এটা ছিলো একটা ড্রিম রিলেশনশিপ, এর জন্য এটুকু তো করবোই। :)



আমার দেয়া শয্যাটার একটা ছবি দেয়ার খুবই ইচ্ছে ছিলো কিন্তু অনেক চেষ্টা করেও একটা ভালো ছবি বার করতে পারলাম না।



এতগুলো দিন পেরিয়ে গেলো তবু এখনও ওদেরকে দেখতে একটুও পুরনো লাগে না। রানু রান্না করতে পারতো না, বিজু তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে। রানুও একেবারে বিজু অন্তপ্রাণ, একটু চাপা স্বভাবের বলে সে কখনও তার ভালোবাসা নিয়ে কোনও বাগাড়ম্বর করে না কিন্তু আসলে যে ঠিক কতটা ভালোবাসে সেটা খুব স্পষ্ট বোঝা যায়। রানুর বেশ বড় ধরনের একটা অসুখ আছে, কিছুদিন আগে বিজু প্রচুর খরচ আর খাটনি করে তাকে ইন্ডিয়া থেকে চিকিৎসা করিয়ে আনলো। এখনো ওরা মেতে থাকে সেই আগের মতই। আমি আর আমরা মাঝেমাঝেই হানা দিই তদের টোনাটুনির সংসারে, দুপুরের খাবারে আলু ভর্তা কে করবে এটা নিয়ে আমার আর বিজুর মধ্যে মারামারি লেগে যায় আর রানু দেখে হেসে গড়িয়ে পড়তে থাকে...



তারপর কপট ভঙ্গিতে বিজু চেঁচায়, রানু! এই রানু! এটা হয়নি কেন! ওটা হয়নি কেন! (বিশাল একটা মুরুব্বি টাইপ ভাব নেয় আর কি)



আমিও গলা ফাটিয়ে বলি, ওরে বান্দর এত চিল্লাস ক্যান? কপালগুণে রানুর মত একখান বউ পাইছিস তাও এরকম করিস। তোর গলার জোর দেখে তো মনে হয় কোন প্রাইমারি স্কুলের হেডমাস্টার!



বিজুও দাঁত ক্যালায়, আরে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হবো না তো হবো কি? যেটাকে সামলাই সেটা তো কেজি ক্লাসের ছাত্রী! :P



মন্তব্য ১৮২ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১৮২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৯

রাজসোহান বলেছেন: যেটাকে সামলাই সেটা তো কেজি ক্লাসের ছাত্রী:P


=p~ =p~ =p~ =p~

বাসর রাতের কথা কেমনে বললেন???

:P :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলেই, ক্যাম্নে যে বললাম! :P

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২

সাকিরা জাননাত বলেছেন: দারুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তাই নাকি হাস্যমুখী? :)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩

হোসাইন১৯৫০ বলেছেন:
ভাল লাগল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ হোসাইন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা তাদের জন্যে

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনার জন্যও।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৮

চতুষ্কোণ বলেছেন: :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কি মধুর হাসি! :!>

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৩

হোসাইন১৯৫০ বলেছেন:
ও হ্যা , বলতে ভুলে গিয়েছিলাম ,
প্রাণভরা শুভ কামনা রইল রানু-বিজু দম্পতির জন্য ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ! শুভকামনা যথাস্থানে পৌঁছে দেয়া হবে। :D

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৭

ঘাস্‌ফুল বলেছেন: বড়ই সাবলীল লেখোতো তুমি মেঘ ......
অনুভূতির প্রকাশ'ও বেশ সুন্দর।
শুভকামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধন্যবাদ জেনো হে ঘাসফুল ভ্রাতা! প্রশংসা শুনে লজ্জাই পেলাম। :)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: এখন তুই বল ভেবু আমি কি করবো!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার এখন অনেকগুলো নাম :P

আচ্ছা ঠিক করে বলো তো লেখাটা কেমন হয়েছে? ভালো লাগেনি পড়তে? গোলমাল আছে কোনও?

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলে এই পোস্টে যতগুলো নাম ব্যবহার করা হয়েছে সবগুলোই ছদ্মনাম তো (আসল নাম আমি দিই না কখনও), তাই নিজের নামটাও ছদ্মই দিলাম আর কি! :D

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: অনেস্ট অপিনিয়ন....লেখাটা ভালো হৈছে বেশ, তোমার গদ্য লেখার হাত বড়ই ঝরঝরে, হিউমারাস। বাট দ্যা টপিক.. এইসব প্রেম নিয়া জটিলতা, হে রাজি না তারে বুঝাও, বিয়াবাড়ির আয়োজন..

দিজ আর নট মাই কাপ অফ টি

জানোইতো আমি কেমন :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে হবে হবে একদিন তোমারও হবে। সেদিনও এরকম অনেক মজা করবো। মজার মজার গিফটও দেবো। :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৮

অমিত চক্রবর্তী বলেছেন: ভাল থাকুন উনারা।আর আপনিও।

"আগষ্ট রাশ" এলবামের সাথে আপনার লেখাটা খুব সুট করসে।পড়ে মজা পাইসি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অমিত, আপনার লেখা লিরিক এবং কবিতা দু'টোই খুব ভালো লাগে। কিন্তু বলা হয়ে ওঠেনি কখনও।

শুভকামনার জন্য ধন্যবাদ। আর অগাস্ট রাশ কার অ্যালবাম? একটু ডিটেইল দিলে উপকৃত হতাম। :)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৭

গিল্টিমিয়া বলেছেন: এ যে একেবারে উত্তম সুচিত্রার সিনামার মোতোন ঘটোনা। ভালোই লেগেচে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তা বেড়ে বলেচেন দাদা! ;)

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৯

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: অনেস্ট অপিনিয়ন....লেখাটা ভালো হৈছে বেশ, তোমার গদ্য লেখার হাত বড়ই ঝরঝরে, হিউমারাস। বাট দ্যা টপিক.. এইসব প্রেম নিয়া জটিলতা, হে রাজি না তারে বুঝাও, বিয়াবাড়ির আয়োজন..

দিজ আর নট মাই কাপ অফ টি

জানোইতো আমি কেমন :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: রাজু কপি পেস্ট কমেন্ট করতে হয় না। তোমার নিজের কমেন্ট কিন্তু পেন্ডিং থাকলো। X((

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩০

বাবুনি সুপ্তি বলেছেন: হুম :) ভালো থাকুক আপু আর ভাইয়া সেই দোয়া। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হুম... তুমি আর আমাদের হবু ভগ্নিপতি ভালো থাকো সেই দোয়া। :P

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৮

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌ বেশ লাগলো। একটানে পড়ে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ মেঘদূত। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। :)

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৭

পাহাড়ের কান্না বলেছেন: বিয়ার কথা শুনলেই পরাণটা ঠাস কইরা উডে। :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সেকি! এত সুন্দর বিয়ের গল্প পড়েও পরাণ ঠাস করে উঠলো? হায় কপাল........

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৭

নস্টালজিক বলেছেন: ভাল লাগসে।।
প্লাসাইলাম।।
ঝরঝরে লিখা!!!
তোমার লেখা আরো ক্ষুরধার হইতেসে,হইবো।। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধন্যবাদ কবি ভাই। :)

আমার লেখা হয়তো খুব খারাপ না, কিন্তু আমি নিজে থেকে কিছু লিখতে পারি না, অর্থাৎ গল্প কবিতা লিরিক এগুলো লেখার মত কোনও কনসেপ্ট আসে না আমার মাথায়। তাই স্মৃতিকথাগুলো লেখার চেষ্টা করি। কিন্তু সত্যি যদি কোনওদিন নিজে থেকে কিছু লেখার মত উদ্ভাবন করতে পারি, সেদিন খুব খুশী হবো।

অনুর্বর মস্তিষ্ক জিনিসটা খুব শান্তি দেয় না আসলে।

দোয়া রাখবেন। :)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

আমি ভাল আছি বলেছেন: প্রশংসাকুড়ানোমুলক লেখা;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তো দিয়েই যান চারটি প্রশংসা, কুড়িয়েই নিই নাহয়। ;)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

ভাবের অভাব বলেছেন: সুন্দর লেখা।
বেশ ভালো লাগলো পড়ে।

+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ ভাবের অভাব। ভালো থাকুন।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭

অমিত চক্রবর্তী বলেছেন: কম্পলিমেন্ট এর জন্য থ্যাংক্স।আর আগস্ট রাশ একটা মুভি।এই মুভির এলবাম টা পারলে শুনবেন।অসাধারন একটা এলবাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নিশ্চয়ই শুনবো। ফলোআপে রাখলাম। ধন্যবাদ সাজেস্ট করার জন্য। :)

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৩

আমি ভাল আছি বলেছেন: ওকে, প্রশংসা এক, দুই, তিন ও চার।:D কুড়াঁনো শুরু করে দিন:P

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

৪টা প্রশংসা কুড়িয়ে ৪টা আলাদা পাত্রে জমিয়ে রেখেছি। :P

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

রিমি (স. ম.) বলেছেন: বাহ! সুন্দর তো! স্রষ্টা তাদেরকে সুখে রাখুন আজীবন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ রিমি। স্রষ্টা আপনাকেও সুখী রাখুন। :)

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

ভাঙ্গন বলেছেন: আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে... তোমার গন্ধহারা ফুল আমার কাছে সুরভি নেবে... এরই নাম প্রেম... এরই নাম প্রেম... ;
....................

পড়তে পড়তে গলা ধরে এলো।
এত এত সুখ....!
রানু+বিজু
বিজু+রানু
ভেবু+তিনি ম্যালা ব্যস্ত মানুষ (?)

..........
...অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো....!

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শুধু তুমিই বোহয় ট্যাগটা খেয়াল করলা। সাধু ভাঙ্গন! সাধু!

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলে মানুষ কষ্ট না করলে সুখের দেখা পায় না। ওরা অনেক কষ্ট করেছে বলেই (সব কষ্টের কথা এত ক্ষুদ্র পরিসরে লেখার সুযোগ হয়নি) কিন্তু ওদের কেষ্ট মিলেছে। তোমারও হোক এমন। :)

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

আমি ভাল আছি বলেছেন: আপনিতো ভাল কুড়াঁতে জানেন। কোন কালে টোকাই ছিলেন নাকি?? :P:P:D:D:D:D:D

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: টোকাই ছিলাম না তো! তবে পরীক্ষার হলে অনেক টোকাটুকি করছি। ;)

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

ভাঙ্গন বলেছেন: লেখক বলেছেনঃ তোমারও হোক এমন। :)

..........
কবে যে দুয়া কামে লাগবো?!

...........
'তিনি ম্যালা ব্যস্ত মানুষ'

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: জানো, ওনার একটা অ্যাকাউন্টও আছে এই ব্লগে, কিন্তু উনি লেখেন না। :((

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৫

হেমায়েতপুরী বলেছেন: বিয়া কর্তাম্চাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তুমার্বিয়া দেওন এক্কারে জরুরি হয়া পর্ছে। এডি আমি ফরিষ্কার বুঝতারি।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১০

সিনসিয়ার বলেছেন: ঝড়ঝড়ে গদ্য... কিন্তু কালের বিন্যাসটা কেমন যেন লাগছে ... প্রথম প্যারাটা গল্পের সাথে খাপ খাচ্ছে না....(এইটা আঁতলামো)

ভালো হইছে...শুভ কামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কালের বিন্যাস নিয়ে আমি নিজেই একটু প্যাঁচে আছি। ঠিক করা দরকার।

আচ্ছা কোনটুকু খাপ খাচ্ছে না? না না আঁতলামো হবে না... বলুন সরাসরি। সিরিয়াসলি। :)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৩

চাচামিঞা বলেছেন: প্রেম জিনিষটা খুবই কিউট.....এর উৎটকো ঝামেলাগুলো আরো মজার......ইস বুড়া হইয়া গেলাম:(......যদি আবার যোয়ান হইতে পার্তাম:(

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: জোয়ান হওয়া কোনও ব্যাপার নাকি! চাচীর কাছে যান, তারপর ওনার দিকে তাকিয়ে গাইতে শুরু করে দেন

Ay mere johora jabeen
tujhe maaloom nahin
tu abhi tak hain hasin aur main jawaan
tujhpe qurbaan meri jaan meri jaan... ;)

(ওয়াহ! ওয়াহ!) :!>

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পড়ে মজা পেলাম :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যান্কস ডাচম্যান। আপনার পোস্টগুলো পড়েও অনেক মজা পাই।

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯

আমি ভাল আছি বলেছেন: টোকাটুকি করে তো ভালই লেখালেখি শিখছেন;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এবার বুঝেছেন, কেন আপনারা ভালো লিখতে শেখেননি! ;)

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬

শোশমিতা বলেছেন: এরই নাম প্রেম... . সুন্দর লেখা।
বেশ ভালো লাগলো পড়ে।+++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধন্যবাদ, 'সুস্মিতা'। :)

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এখন তুই বল ভেবু আমি কি করবো!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কি খবর? দিনকাল কেমন চলছে?

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১

সকাল রয় বলেছেন: সুন্দর লেখা নিমন্ত্রণ রইলো আসবেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ইনশাআল্লাহ।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮

পাপতাড়ুয়া বলেছেন: মেঘ আপু রে দেখতে এলাম।:):)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার বাবার হার্টের অপারেশন কাল। দোয়া কোরো।

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: মেঘ আপু,বাবা নিশ্চয় সুস্থ থাকবেন।কোন চিন্তা কোরো না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ, পাপী। তুমিও ভালো থেকো। :)

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৬

রাজসোহান বলেছেন: লাস্ট পোস্টে একখান মাইনাস দিয়ে আইসেন ;) :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: প্লাস বা মাইনাস দেয়াটা যার যার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের ব্যাপার। এটা বলে দেয়ার প্রয়োজন নেই।

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

নীরজন বলেছেন: দারুন দারুন দারুন.................++++++++++++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্কস নীরজন। আমরা কিন্তু পূর্ব পরিচিত, তা জানেন তো? ;)

৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

পাপতাড়ুয়া বলেছেন: মেঘ আপু,সোহান একটু ফাজিল টাইপের হৈলেও পোলা ভালো।

রাগ কৈরো না।


তোমার আব্বু এখন কেমন আছেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ব্যাপার না :)

বাবা ভালো আছেন। থ্যাঙ্কস ফর দ্য কনসার্ন ডিয়ার।

৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: আব্বে ওই /:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কি রে পাগলা... মন খারাপ?

৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮

পাপতাড়ুয়া বলেছেন: বাহ...মেঘ আপু দেখি স্বমুখে হাজির।ওয়েল্কু দিদি।:):):)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হা হা হা... মাঝেমাঝেই আমি স্বমহিমায় আবির্ভূত হই, ভ্রাতা! ;)

৪০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

পাপতাড়ুয়া বলেছেন: হায় হায়......কি এএকটা যেন মিসটেক।মাথাডা ঘুরতাসে......:(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ঐ ছবিটায় খুব পঁচা দেখাচ্ছিলো আসলে। ভালো দেখে একটা দেবো দাঁড়াও। :)

৪১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮

পুরাতন বলেছেন: দারুন লাগলো ++++++্

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমারও আপনার গুটলুটাকে দারুণ লেগেছিলো। :D

৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২০

ইব্রাহীম আহমেদ বলেছেন:
ভাল লাগল খুব্বি ।মনটাই উদাস হয়ে গেল ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ ইব্রাহীম। ওদের কথা ভাবলে আমি নিজেই এক একসময় উদাস হয়ে যাই।

৪৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২

আকাশ অম্বর বলেছেন: খাইসে! ইহা কি প্রেমের গল্প! :-B


সুন্দর!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ... ইয়ে... মানে... ইহা প্রেমের বাস্তব ঘটনা, ভ্রাতা! :P

৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৩

রোহান বলেছেন: এডি কার ফডু যানি দেখলাম... হেরলিগা ঢুইকা দেহি দুস্ত আরেক দুস্তের বিয়ার গফ সফ কর্তাছে... ভাল্লাগছে.... হেগো লিগা শুভকামনা...

আংকেল কিরামাছে?

লাষ্ট বাট নট লিষ্ট --- পাহাড়ের কান্না বলেছেন: বিয়ার কথা শুনলেই পরাণটা ঠাস কইরা উডে B:-) /:) :-&

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এডি একখান শ্যাওড়া গাছের পেত্নির ফুটুক দেখলা দুস্তো... হেহেহে :D
শুভকামনার লিগা ধইন্যা।
বাবা ভালা আছেন আল্লাহর রহমতে। দুয়া রাইক্ষো দুস্তো।
আর মিয়া তুমি বিয়া কৈরা সুখেশান্তিতে আছো পুলার বাপ হৈছো, তুমার পরাণ আবার ঠাস করা উডে ক্যান অ্যাঁ! X((

৪৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

রোহান বলেছেন: হে হে বিয়া করো, বান্দর দেইখা সোন্দর একখান ট্যাঁ ট্যাঁ আসুক... হের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে পরাণ ধুপ্পুর ধাপ্পুর কর্বো আর তহন আমার কথার মাজেজা মনে পর্বো... বুঝলা দুস্ত.... =p~

অপারেশনের পরের কয়টা মাস একটু রিস্ক থাকে... আংকেলের যত্ন নিও ভালো মতো....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে দুস্তো বিবাহ আর পুলাপান হৈলোগা দিল্লিকা লাড্ডু... খাইলেও পস্তামু না খাইলেও পস্তামু। তো খাইয়াই দেহি কিমুন লাগে :-B

অপারেশনের পরের ব্যাপারডা জানা আছিলো না, ভালো করসো শেয়ার কইরা। খেয়াল রাখমুনে দুস্তো। ধইন্যা তুমারে।

৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

মুহিত চৌধুরী বলেছেন: সুন্দর বর্ণনা শৈলী ধন্যবাদ তোমাকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ মুহিত। ভালো থেকো।

৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫০

কাঙাল মামা বলেছেন: আরে অনেক সুইট কাহিনী তো!! :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সে আর বলতে!

ডোন্ট ওরি... তোমারও হবে একদিন। :)

৪৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫১

জেরী বলেছেন: শুভকামনা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাই জেরীমণি, কি খবর? আপনার প্রো পিক হারিয়ে গেছে দেখে তো বেশ ভড়কেই গেছিলাম। নতুনটাও দারুণ সুইট হয়েছে অবশ্য ;)

৪৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

শ্রাবনের ফুল বলেছেন: এরাম কাহিনী শুনে দীলের মইধ্যে ধারকান ধারকান করে উঠলো :(( :(( ভেবু আপু আমার কি হপে :(( :((

ভালুবাসা টক ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: উঁহু... ভালুবাসা মাঝেমাঝে টক শ্রাফু ভাইডি, আবার মাঝেমাঝে বড়ই মিঠা! আচ্ছা ঠিক করে বলো তো, প্রেম করো না? :-B

৫০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩

উড়ুউড়ু বলেছেন: আমি কমেন্ট করতে এসেছি কমেন্টের সংখ্যা দেখে...ব্লগ লিখছেন ২ মাস তাতেই ব্যাপক জনপ্রিয়তা!!!!!চালিয়ে যান....যা লিখবেন তাতেই দেখবেন ব্যাপক কমেন্ট...আপনার বর্তমান গড় হল ১২২.৫ cpp(কমেন্ট পার পোষ্ট)। আশা করছি আপনার গড় আরও উন্নত হবে.....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এটা আসলে পুরনো সুসম্পর্কের জের, আর কিছুই নয়। আপনার CPP Calculation দেখে ভালো লাগলো। ভালো থাকবেন।

৫১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭

গোঁপা বলেছেন: অবশ্যই ভাল ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধন্যবাদ।

৫২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৭

পল্লী বাউল বলেছেন: দারুন লাগলো।

শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ, কিন্তু লেখা কমিয়ে দিয়েছেন কেন বাউলদা? অনেক মিস করি আপনার পোস্ট।

৫৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০

ফারহান দাউদ বলেছেন: পুরাই রূপকথা দেখি।
ওয়েলকাম ব্যাক, কিন্তু আগের নিকটা এখনো ছাড়া পায় নাই?

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্কস ফর দ্য হার্টি ওয়েলকাম। আগের নিকটা আর কখনও ছাড়া পাবে না। সে আশাও করি না। :)

তারপর আছেন কেমন বলুন? দিনকাল যাচ্ছে ভালো?

৫৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৮

ভাঙ্গন বলেছেন: :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: 8-|

৫৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭

গৌতম রায় বলেছেন: মানুষের বিয়ে করা ঠিক না! ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ বাবা, কেবল গাধারাই বিয়ে করে। ;)

৫৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

গৌতম রায় বলেছেন: তাইলে আপনি গাধা হচ্ছেন কবে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পরম করুণাময় আমার ওপর অশেষ করুণাশীল হবেন যবে! :)

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২

আবু সালেহ বলেছেন:
লেখক বলেছেন: হ্যাঁ বাবা, কেবল গাধারাই বিয়ে করে। ;)

কইলেন কি??!!!!
আছেন কেমন???

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ঐ যে একটা জোক আছে না, ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে "বাবা গাধার পাশে ওটা কে?" বাবা বললো, "ওটা গাধার বউ"। ছেলে বললো, "তাহলে কি গাধারাও বিয়ে করে"? বাবা বললেন "হ্যাঁ বাবা, কেবল গাধারাই বিয়ে করে!" ঐ ওখান থেকেই মেরে দিলাম আর কি। :D

আছি ভালো আল্লাহর রহমতে। আপনার কি খবর সালেহ ভাই?

৫৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। নিয়মিত পাঠক পেয়ে গেলেন :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সিজার ভাই খুবই লজ্জা দিয়ে ফেললেন। এটা ঠিক না (বুঝতে পারছি না কিসের ইমো দেবো)।

৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮

ভাস্কর চৌধুরী বলেছেন:

+
++
+++
++++
+++++
++++++
+++++++
++++++++
+++++++++
++++++++++অসাধারণ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ ভাস্কর দা। ভালো থাকুন।

৬০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৪

কায়কোবাদ বলেছেন: চমৎকার!!!!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তা তো বটেই! :D

৬১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১১

স্বপ্নকথক বলেছেন: হোসাইন১৯৫০ ভালো আছে, এই মাত্র কথা হলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো জেনে। ওকে বোলো নিজের যত্ন নিতে।

৬২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৪

কাব্য বলেছেন:
বিবাহিত দম্পতি সুখে আছে শুনলে বেশ ভালো লাগে B-)

সোয়ামী আর ইছতিরি
বানাইছে কুন মিছতিরি
সে বড়ই কঠিন কারিগরগো ভইনডি
সে বড়ই আজুব কারিগর।


8-| 8-|8-|8-|8-|

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

তুমারও হৈপে একদিন
সোন্দর একখান ঘর
বানাইয়া দিপে সেই কারিগর গো ভাইডি
বানাইয়া দিপে সেই কারিগর

:D 8-| !:#P

৬৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫

রিমঝিম বৃষ্টি বলেছেন: আপনি ত দেখি দারুন লিখেন। আমার ব্লগ থেকে একবার ঢু মেরে আসবার নিমন্ত্রন দিয়ে গেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা করবো যাওয়ার।

৬৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫

আলোর অভিলাসী বলেছেন: খুবই মিষ্টি লাগলো । শুভ কামনা রইল সবার জন্য । ভাল থাকুন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনার কমেন্টটাও খুবই মিষ্টি। ভালো থাকুন আলোর অভিলাসী।

৬৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৯

বোহেমিয়ান কথকতা বলেছেন: আমার ফাল্গুনি কাব্য!!!
অর্ধজীবন পার করেছি হিসেব নিকেশ কাল গুনে/ তবু এবার রাখছি আশা পাব তাকে ফাল্গুনে!!
:((

কি রুমান্টিক কাহিনী! এত্ত বড় লেখা কেম্নে পইড়া ফেললাম!
লেখা পড়ে আরাম পাইলাম । ভ্লা ভ্লা হইছে ।

বড় বইনেরা দোয়া দুরুদ পড়ে না ছোট ভাই দের জইন্য , পরিষ্কার দেখা যায় /:) :((


১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আইচ্ছা! শ্যাষম্যাশ যখন পেরেম হয়া যাইবো বিয়াও কৈরালাইবা সুখে থাকপা, তহন কিন্তু ভইনের কতাই খিয়াল ঐবো। মনে মনে কইবা " আহহারে ভইনডা দুয়া দিসিলো বৈলাই না এরাম রাজকপাল হইলো!" :D

৬৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২১

এন এইচ আর বলেছেন: চমৎকার...........


ইস আমার যদি বিজুর মতো কপাল হতো.........তাহলে বিয়েটা করেই ফেলতাম........কিসের আবার বড় ভাইয়ের জন্য অপেক্ষা........।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনার সঙ্গীনি তো এখন আমার ফেসবুক ফ্রেন্ড। ওনাকে দেখার বেশ ইচ্ছে ছিলো, কিন্তু উনি তো কোনও ছবি দেননি। :(

৬৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২

সুমন দি গ্রেট বলেছেন:
এইডা কি উপন্যাস ?
এত সুন্দর লেখার জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: উপন্যাস, তবে সরাসরি জীবন থেকে নেয়া। :)
আপনাকেও ধন্যবাদ না জানিয়ে পারছি না।

৬৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: জীবন থেকে নেয়া! বেশ বেশ। (মুরুব্বি টাইপ ভাব নিলাম। :))

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: মুরুব্বি টাইপ ভাবটাও বেশ হলো। ;)

৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬

ব্যতিক্রমী বলেছেন: এত্তো বড়ো লেখা পড়লে তো আমি ক্লান্ত হয়ে যাব।

যা দিলে ক্লান্তি নাই তা-ই দিলাম।+++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: লেখা না পড়ে কেউ প্লাস দিলে কষ্ট লাগে রে ভাই।

৭০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২

বোহেমিয়ান কথকতা বলেছেন: হেহে!! তাইলে তো ভালই!! B-)
নাইলে তেব্র নিন্দা ও পেরতিবাদ করা হইবেক!!! :P

ব্লগার দের
নিয়ে একখানা পুষ্ট লিখব সামনে । আপনাকে নিয়ে কি লিখব বলেন দেখি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমাকে নিয়ে লিখতে হবে না। তোমার ভার্চুয়াল প্রেমিকাদের নিয়ে (ঐ যে থাকে না, নায়িকা/গায়িকা/মডেল যাদের জন্য তোমার দিল দিওয়ানা) লেখো। মজা হবে। :)

৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১১

এন এইচ আর বলেছেন: হুম দেখেছি আপনাকে পেজে......।

এখন গেলে হয়তো দেখতে পারেন......... :P :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে তাই তো! এইমাত্র দেখলাম।

ভালো থাকুন আপনারা। সুখী হোন অনেক অনেক। :)

৭২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

অনবদ্য বলেছেন: :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তাই নাকি?

৭৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

কিবরিয়১৬ বলেছেন: ভাল লেখা ভাল । এত ভাল লেখা কমেন্টস্‌ করতে সমস্যা সৃষ্টি করে বন্ধু ......এসব ঠিক না .......তারপর ও ধন্যবাদ ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভাইডি এডি কি কৈলেন গো অ্যান্টেনার উপ্রে দিয়া গেলু! :|

৭৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: টোনাটুনির জন্য শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ মেঘবৃষ্টি। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

৭৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১

মুকুট বিহীন সম্রাট বলেছেন: লেখক লিখে সন্তুষ্ট হলে পাঠক হতে বাধ্য।আপনার লেখায় সরলতা আছে এটা বলতে পারি।সরল লেখা পাঠকের মগজে ভর করবেই, পাঠক মগজে নিতে পারলে সকল লেখাই সুন্দর।

আপনাকে গদ্য মানায়।
ভালো থাকুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনার মন্তব্যটা চমৎকার। ভাবালো এবং মৃদু হাসালো আমাকে। :)

ভালো থাকুন। সময় করে যাবো আপনার ব্লগে।

৭৬| ০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৫

সুবিদ্ বলেছেন: ভালোই লাগলো..........

০২ রা মার্চ, ২০১০ রাত ১০:৪২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমারও... :)

৭৭| ২১ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫২

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর লেখা।

টোনা-টুনির জন্য শুভকামনা।

২১ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ২ কেজি ধইন্যাপাতা (আল্লায় জানে এখন বাজারে এভেইলেবল কিনা)! :D

৭৮| ১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: নব শুভবর্ষ!

১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: /:)

৭৯| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:৩৭

নৈশচারী বলেছেন: ভালো লাগলো! আর আপনার বন্ধুদের জন্য শুভকামনা রইলো......

০২ রা মে, ২০১০ বিকাল ৩:৪৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্কস আ লট। রানু এখন ভালো রান্না করতে শিখেছে। সেদিন আমাকে ইলিশ মাছ রেঁধে খাওয়াতে চাইছিলো। :D

৮০| ০৪ ঠা মে, ২০১০ রাত ১২:৩০

নৈশচারী বলেছেন: আপু তোমার আর আমার জন্মদিন একেবারে পাশাপাশি! এই মজার কথাটা চুপিচুপি বলতে এলাম! :#> :#> :)

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:২১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: দীপ আহসানের কাছে আগে থেকে বাড্ডে পোস্টের বুকিং দিতে ভুলো না যেন! :P

৮১| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:০৭

প্রচেত্য বলেছেন: আমি ব্যক্তিগত দিকে কিছুটা মানষিক চাপের মধ্যে আছি, কিছুটা হালকা হবার জন্য এ লেখাটি ছিল অনন্য।
সত্যি ভাল লাগল,

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:১১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ প্রচেত্য। এখনও এই লেখাটা পড়তে আমার ভালো লাগে। স্মৃতিকাতর হই কিছুটা। :)

৮২| ০৩ রা জুন, ২০১০ বিকাল ৫:৪৬

মাধব বলেছেন: অনেক মধুর বাস্তবতা কিন্তু যখন পড়ছিলাম তখন গল্প হিসেবে দেখছিলাম আর অন্য রকম একটা ক্লাইমেক্স আশা করছিলাম।

০৩ রা জুন, ২০১০ বিকাল ৫:৪৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভালো লাগলো আপনার একটা বাংলায় লেখা কমেন্ট পেয়ে। :)

৮৩| ০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৩

মাধব বলেছেন: :-)

০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: :)

৮৪| ২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪০

মর্তবাসী বলেছেন: ঘটনাখানি পড়ইরা প্রেম করিতে মনে চাইল কিন্তুক আফসোস কেউ আমার দিকে ভুল কইরাও তাকায় না। :( :( :((

অনেক সুন্দর লাগল আপু।

২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এই পোস্টটা আমারও অনেক প্রিয় জানেন? মাঝেমাঝে রিপোস্ট করতে ইচ্ছে হয়। :)

৮৫| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৬

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: টোনাটুনি সুখে থাকুক আজীবন!

২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অ্যাদ্দিন দু'জনেই ঢাকায় ছিলো, কাছাকাছি পাশাপাশি। এখন একজনের চাকরি হয়েছে রাজশাহীতে, কাজেই আবারও দু'জন হয়ে গেছে আলাদা। খুবই খারাপ লাগে ওদের জন্য। :-(

৮৬| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: :-(

২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওদের একটা ছবি পাঠালাম তোমাকে। :)

৮৭| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৫

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: :)
দেখলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আচ্ছা।

৮৮| ৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২২

মিনহাজ০০৭ বলেছেন: প্রাণভরা শুভ কামনা রইল রানু-বিজু দম্পতির জন্য ।

৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৮৯| ১২ ই মে, ২০১১ রাত ১২:২৪

ইষ্টিকুটুম বলেছেন: যেটাকে সামলাই সেটা তো কেজি ক্লাসের ছাত্রী! : :P :P হাহা, বিজু ভাইজান দেখি ভালই রসিক! =p~ =p~ =p~ ভালো লেখা। +++++

১২ ই মে, ২০১১ সকাল ১০:২২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্কস কুটুমাপা। কথা দিয়ে কথা রেখেছেন দেখে খুব ভালো লাগলো। :)

৯০| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫১

মর্তবাসী বলেছেন: লেখাটা আবার পড়লাম.....যত পড়ি ততোই ভাল লাগে। অনেক ঝরঝরে বর্ননা।

ভাল থেক আপু। আরো সুন্দর সুন্দর লেখা দিও। :) :)

১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: যাক, আমার কোনও লেখা কেউ বারবার পড়ে জেনে ভালো লাগলো।
আপনিও অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.