নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

অ্যালকোহল আর মাদকের মধ্যে পার্থক্য কি?

২০ শে আগস্ট, ২০২২ রাত ১:০৯


ফিনিশ প্রাইম মিনিস্টার সানা ম্যরিনের ব্যক্তিগত এক পার্টিতে নাচগান করার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি মদকদ্রব্য গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছে তার বিরোধী পক্ষ। কিন্তু সানা ম্যরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোন মাদক গ্রহণ করেন নি, তিনি শুধুই একটু অ্যালকোহল পান করেছিলেন। বিস্তারিত এখানে এবং এখানে
উন্নত বিশ্বে অ্যালকোহলকে মাদক হিসেবে গন্য করা হয় না; বিষয়টা আমরা সবাই জানি। বিশ্বের মানুষ পানি এবং চায়ের পর সবচেয়ে বেশি পান করে বিয়ার, মানে বিয়ার হচ্ছে পৃথিবীতে তৃতীয় জনপ্রিয় পানীয়। view this link
এখন আমার প্রশ্ন হলো - ১: মদ কি আর মাদকদ্রব্য কি? এ দুটোর মধ্যে পর্থক্য কি এবং এর ক্ষতিকর প্রভাবের তারতম্য কতটুকু?
২: আমাদের দেশে অ্যলকোহল বা মদ এবং মাদকদ্রব্যের মধ্যে শ্রেণি বিন্যাস করে ভিন্ন ভিন্ন আইন আছে কি না? নাকি মদ, মাদকদ্রব্য সবগুলোই একই আইনের আওতা ভুক্ত?
৩: বিয়ারের মত হালকা পানীয়কে সবার জন্য উন্মুক্ত করে দিলে সমস্যা কোথায়?

ছবি: গুগল ইমেজ।






মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: কেমন আছেন আপনি?

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৯

জ্যাক স্মিথ বলেছেন: জ্বী, আমি ভাল আছি। আপনার পোস্টে কমেন্ট করেছি।
ভাল থাকবেন।

২| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
মদ আর বিয়ার পানের বিষয়ে বাংলাদেশও কিছুটা নমনিয়ো হচ্ছে ইদানিং।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: শুনে ভাল লাগলো। মদ না হয় বাদ দিলাম তবে বিয়ারটাকে সবার জন্য উন্মোক্ত করে দেওয়া উচিৎ বলে আমি মনে করি। সামান্য এক ক্যান বিয়ারের জন্য পুলিশি হয়রানি, মামলা ঢুকে দেওয়া, বিশাল অপরাধীর মত আরও অনেক ঝামেলায় ফেলা, বিষয়গুলো মেনে নেয়া যায় না।

আপনার মন্তব্যে প্রীত হইলাম, আপনাকে স্বাগতম আমার নীড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.