নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

এই শীতে যেভাবে উত্তরবঙ্গের তীব্র শীত উপভোগ করবেন

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

চারিদিকে বইছে শীতের আমেজ; ২১ শে পৌষের এই মধ্য শীত মৌসুমে দেশজুড়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের আবহ। শীত আমার বরাবরই প্রীয় ঋতু, শীত কখনোই আমাকে কাবু করতে পারেনি, কিন্তু এবারের শীত আমাকে একদম জেঁকে ধরেছে, জীবনে এই প্রথম গরম পানি দিয়ে গোসল করতে বাধ্য হলাম! B:-) উল্ল্যেখ: শীত যতই পরুক আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত।


ছবি: ভোরের কাগজ

গত শুক্রবার হুট করেই উত্তরবঙ্গের একটা জেলায় আসতে হয়েছে আমাকে, উত্তরবঙ্গে এটা আমার দ্বিতীয় সফর, আগের বার গরমকালে এসেছিলাম। এতদিন শুধু শুনেই এসেছি উত্তরবঙ্গের সেই বিখ্যাত শীতের কথা আর এখন তা হাড়ে হাড়ে অনুভব করছি। সেই লেভের শীত ওরে বাব্বাহ!! প্রথম দুই তিন দিন খুব মজা লেগেছিল; মনে, শীতটাকে খুব উপভোগ করেছি, আর এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। :-<

যা হোক, আমার আজকের পোস্ট শীতকে কিভাবে উপভোগ করবেন তা নিয়ে। আমাদের দেশে শীত থাকেই মাত্র তিন মাস তাই এই শীতকালটাকে উপভোগ করতে হবে আচ্ছামত, শীতকে ভয় পেলে চলবে না, ভয় পেলেন তো শীত আপনাকে জেঁকে ধরবে।
এবার আসি মূল কথায় - কিভাবে উত্তরবঙ্গের এই কনকনে ঠান্ডা উপভোগ করবেন তার একটা ফর্মুলা আমি আবিষ্কার করেছি যা নিচে দেওয়া হলো।
১: যেদিন কড়া শীত উপোভোগ করবেন সেদিন গোসল করা যাবে না, কারণ গোসল না করলে শীতের তীব্রতা একটু বেশি অনুভব হয়।

২: দুপুরের পর থেকেই লেপের নিচে ঢুকে যেতে হবে, ঘুম না আসলেও দুই/তিন ঘন্টা শুয়ে শুয়ে মোবাইল টিপা টিপি করতে হবে। এটা করতে হবে এজন্য যে; শীতকালে শুয়ে থাকলে বা নড়াচড়া কম করলে শীত প্রচন্ডভাবে আক্রমণ করে।

৩: এবার হবে মূল পর্ব - ঘুম থেকে উঠে সন্ধার ঘন্টাখানেক আগে বাইরে বের হতে হবে সাধারণ গরম কালের পোষাক পরে; মানে, কোন ধরনের জ্যাকেট, সোয়েটার, হুডি, হাত-মোজা, পা-মোজা, কান-টুপি, কেডস, বুটস ইত্যাদি পরিধান করা যাবে না। গরমকালে সাধারণত আমরা যে ধরণের পোষাক পরে বের হই সে যাতীয় পোষাক পরে বের হতে হবে। উত্তরবঙ্গে বাসা থেকে বের হলেই তিন চাকার ভ্যান গাড়ি পাওয়া যায়, একটা ভ্যান থামিয়ে ওটার সামনে বসে পরতে হবে, তারপর চালককে বলতে হবে মামা চালাও দেখি যত জোড়ে সম্ভব B-) । কনকনে ঠান্ডা বাতাসে এভাবে অন্তত ১০ কিলোমিটার ভ্যানে ঘুরবেন, ভ্যান যত দ্রুত চলবে তত বেশি হিম শীতল বাতাস আপনার গায়ে লাগবে আর তত বেশি মজা'টা টের পাবেন - শীত কাকে বলে কত প্রকার ও কি কি!!

৪:
ইতিমধ্যে আপনি ঠক ঠক করে কাঁপা শুরু করছেন, আমি জানি ;)। এবার ষোল কলা পূর্ণ করুন; কোন এক মুদি দোনের সামনে ভ্যানটি থামিয়ে ফ্রিজের ঠান্ডা এক বোতল কোক অথবা পেপসি নিন, ( অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানীয় হতে হবে ) তারপর তা ঢকঢক করে গলাধঃকরণ করুন। আর এভাবেই আপনার উত্তরবঙ্গের তীব্র শীত উপোভোগের পূর্ণতা পাবে।

বাইরে আর কালক্ষেপণ না করে তাড়াতাড়ি বাসায় গিয়ে গরম কাপড় পরিধান করুন, আপনার অবস্থা কাহিল এতক্ষণে। :-<

নোট: গত ৫/৬ বছর ধরে আমি শীতকালে অন্তত একবার হলেও এভাবেই শীত উপোভোগ করি।

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ।

ভুল ত্রুটি মার্জনীয়

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:



শীতকালে বাংলাদেশের ধানের মাঠগুলো শুকনো থাকে; চাঁদের আলোয় মাঝরাতে মাঠের মাঝে হাঁটলে অদ্ভুত লাগে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: ওয়াও!! আপনি যা বলেছেন একটু আগে ঠিক তাই করে এলাম, আজ তেমন কুয়াশা নেই, তবে কনকনে শীত এবং আকাশে বড় এক চাঁদ। জোসনা রাতে অদ্ভুত সব জয়গা দিয়ে প্রায় তিন কিলোমিটার হেঁটে আসলাম। সত্যিই এ এক দারুণ অনুভূতি।

আপনার মন্তব্যে সত্যিই আমি কৃতজ্ঞ।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৪

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা ১ম পাতায় যায় না?

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: নাহ যাায় না!! অনেকদিন পর একাউন্টে লগইন করে দেখালাম লেখা প্রথম পাতায় যায় কি না কিন্তু নাহ, কাজ হয় না।
যাক সমস্যা নেই, আমার লেখালেখিতে নিয়মিত হবার ইচ্ছে নেই।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
গত বছর এই সময়ে উত্তরবঙ্গেই ছিলাম।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: আমি আর দুই দিন আছি, দিন দিন যেন শীতের মাত্রা বাড়তেই আছে।
ঢাকাও নাকি এবার শীতে কাঁপছে, শীত আসলে এবার সারা দেশেই পরেছে।

নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

anjanroysnextworld বলেছেন: শুভেচ্ছা নেবেন

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

জ্যাক স্মিথ বলেছেন: শুভ হউক নতুন বছর, হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.