নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে নিয়েছে ইউক্রেন

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০



গত সেপ্টেম্বরে (২০২৩ সালে) বেশ ঢাক ঢোল পিটিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমনের ঘোষণা দিয়েছিলো ইউক্রেন, কিন্তু উক্ত অভিযান খুব একটা সফলতার মুখ দেখেনি। তখন ইউক্রেনের এক ব্যক্তির সাথে আমার যোগাযোগ ছিলো আমি তাকে বলেছিলাম শীতের শুরুতে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে ঢাক ঢোল পিটিয়ে এমন ব্যর্থ অভিযানের ঘোষণা দেয়ার মানে কি? সে বলেছিলো যুদ্ধক্ষেত্রে অনেক কিছুই ঘটে যা দূর থেকে আমাদের মত সাধারণ লোকজনের আসল ঘটনা বুঝা বেশ কঠিন। মিডিয়া যখন ইউক্রেনের অভিযান ব্যর্থ হয়েছে বলে প্রচার চালাচ্ছিলো উক্ত ব্যক্তিটি তখন আমাকে জানিয়েছিলো ইউক্রেনের মূল অভিযান নাকি এখনো শুরুই হয় নি আরও কয়েকমাস পর থেকে আসল অভিযান শুরু হবে। উক্ত সময় আমি ব্লগার সোনাগজীর পোস্টে মন্তব্য করেছিলাম যে এটা ইউক্রেনের ফলস অভিযানের ফাঁদ ছিলো মূল অভিযান আরও কয়েকমাস পর থেকে শুরু হবে। ঠিক তার মাস খানেক পর থেকে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং দ্রুতই তা বাস্তবায়নও হয়।

প্রায় এক বছর পর অবশেষে এ মাসের শুরুতে ইউক্রেন বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে এবং গত ১২ আগষ্ট তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৩০ কিলোমিটার ভিতরে ঢুঁকে পরে এবং ধীরে সামনে অগ্রসর হতে থাকে, বাধ্য হয়ে রাশিয়া উক্ত অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাদেরকে সরিয়ে নেয় রাশিয়ায় কৌশলগত গুরুত্বপূর্ণ আরও এক সেতু গুঁড়িয়ে দিলো ইউক্রেন এবং শেষ পর্যন্ত ইউক্রেন বাহিনী পুরো কুরস্ক অঞ্চল দখলে নিয়ে নেয়, অঞ্চলটি এখন পুরোপুরি ইউক্রেনের দখলে রয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নিয়েছে ইউক্রেনের সেনা।



ছবি: ইউক্রেন বাহিনীর আক্রমনে লন্ডভন্ড কুরস্ক।

কুরুস্কের বাসিন্দা ম্যার্গারিটা বলেছেন: গত শুক্রবারে যখন সাইরেন বাজলো তখন মানুষ শান্ত ছিলো, তারা নিজেদের কাজ করেছে, বাজার করেছে, সবই ছিলো স্বাভাবিক।পরে সীমান্ত থেকে খরব এলো ইউক্রেনের সেনারা আক্রমণ করেছে।




ছবি: ইউক্রেন বাহিনীর আক্রমনের চিত্র।

রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেন এই হামলা সম্পর্কে আগাম তথ্য দিতে পারলো না তা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে। কুরস্কের বাসিন্দা জুলিয়ান বলেছেন- কোন গোয়েন্দা সংস্থা আমাদের আগাম কোন সতর্কতা জারি করতে পারেনি। শ্বেতলানা বলেছেন- কোথায় গেলো আমাদের সিক্রেট সার্ভিস? তারা তো মানুষকে ধোঁকা দিয়েছে। স্থানীয় প্রশাসন মানুষকে শান্ত থাকতে বলেছে।



ছবি: বাসিন্দাদের পালানোর হিড়িক

কুরস্কের এক বাসিন্দা আ্যান্টোলিনা বছেন- তার বোন সুদঝাতে থাকেন কিন্তু সুদঝা এখন ইউক্রেনের দখলে তাই তার বোন জুলিয়া বাড়ি ছেড়ে এসেছেন। ইউক্রেনের আক্রমনের পর মানুষ যে যেভাবে পারছে এলাকা ছেড়ে পালিয়েছে।



ছবি: অস্থায়ী ক্যম্পে বাসিন্দাদের আশ্রয়।

কুরুস্কের আরেক বাসিন্দা ক্ষোভ প্রকশা করে বলেন- আমাদের সবকিছু ফেলে আসতে হয়েছে। তিনি তার ব্যাংক কার্ড-সহ সব ডকুমেন্ট ফেলে এসেছেন তবে তিনি সবচেয়ে বেশি চিন্তিত তার পালিত হাঁস মুরগি নিয়ে।



ছবি: অর্থ ও রেশনের প্রতিক্ষায় করুস্কের বাসিন্দা

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে তাদের রেশন দেয়া হবে এবং ১০ হাজার রুবল দেয়া হবে। কিন্তু বহু মানুষ এখনো রেশন পাননি, এক বাসিন্দা জানিয়েছেন এই অর্থ দিয়ে এক বা দুই দিনের জন্য খাবার ও ওষুধ কেনা যেতে পারে, ফলে তা যথেষ্ট নয়।



ছবি: রাশিয়ার সেনাবহর আক্রমনের শিকার।

করুস্কে ইউক্রেনিয় বাহিনী ঢুকে পড়ার পর তাদের প্রতিহত করতে রাশিয়ান বাহিনী চলে আসলে তারাও আক্রমণের শিকার হয়।


এদিকে ইউক্রেন বাহিনীর এ অভুতপূর্ণ সাফল্যেে তাদের সেনার প্রশংসা করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ''যুদ্ধে কোনো বিরতি থাকে না। কোনো ছুটি থাকে না। আমাদের সেনা চারদিক দিয়ে কুরস্কে ঢুকে পড়েছে এবার রাশিয়ান সেনাদের চরম মূল্য চুকাতে হবে। তিনি পশ্চিমা বিশ্বের পাশিপাশি দক্ষিন এবং পুর্ব এশিয়ার দেশগুলোর কাছ থেকেও বেশি বেশি অর্থ এবং অস্ত্র সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



আসলে চিন্তার বিষয়; পুটিন ইহা উদ্ধারের দায়িত্ব আপনাকে দিলে কোন সমস্যা নেই তো?

১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: ইউক্রেন দখল করতে পুতিনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাকে দায়িত্ব না দেয়া, আমি এতদিনে ইউক্রেন দখল করে দিতে পারতাম। B-)

২| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো সংবাদ। ইউক্রেনের আয়তন আরো বেড়ে যাক।

১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আমাদের বাংলাদেশেরও আয়াতন বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতে হবে, এত ছোট দেশে এত মানুষ দম বন্ধ হয়ে যাবার মত অবস্থা!

৩| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, পুটিন ওদেরকে আরো কিছুটা ভিতরে আসতে দিবে; তারপর, ফেরার পথ বন্ধ করে দিবে; আপনাকে যেতে হবে না।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০২

জ্যাক স্মিথ বলেছেন: বিমান আক্রমণ ছাড়া স্থল পথের আক্রমণে ইউক্রেন বাহিনীকে পিছু হাটাতে পারবে না। পুতিন অবশ্য বেজায় চটেছেন তিনি পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন।

৪| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: ইউক্রেনের উতিচ নিজেদের ভূমি উদ্দার করা এবং কিয়েভের পতন ঠেকানো।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: তারা কিয়েভের পতন খুব ভালোভাবেই ঠেকিয়ে দিয়েছে, এবার পাল্টা আক্রমণের পালা, এ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স, ইউ নো।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: রাশিয়াকে কাবু করতে হলে সবার আগে ধরতে হবে তার সাঙ্গ পাঙ্গদের বেলারুশ সীমান্তে ইউক্রেনের সোয়া লাখ সেনা মোতায়েন এরপর ধরতে হবে উত্তর কোরিয়া আর ইরানকে, অবশ্য ইরান ইতিমধ্যেই হিসু করে দিয়েছে।

৫| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২০

noyon2009 বলেছেন: আসলে রাজনীতি আর সমর নীতি অনেকটা একই। কখন কি চাল দিবে বুঝা মুশকিল। তবে এইটা সম্ভবত রশিয়ার একটা ফাদ হতে পারে। কারন রাশিয়ার মাথায় কি কৌশল আছে আচ করা যাচ্ছে না

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: হতে পারে এবং তা প্রমাণ হবে তারা যদি ইউক্রেন বাহিনীকে বোকা বানিয়ে আটকিয়ে দিতে পারে।
ঘটনা যাই হোক বল এখন ইউক্রেনের কোর্টে বেলারুশ সীমান্তে ইউক্রেনের সোয়া লাখ সেনা মোতায়েন রাশিয়াকে কাবু করতে হলে আগে তার মিত্রদের ঘায়েল করতে হবে।

৬| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২

ধুলো মেঘ বলেছেন: ইউক্রেনের জনসংখ্যা কত? সেনা সংখ্যা কত? পালটা আক্রমণের মত এত সেনা এতদিন বেঁচে থাকলো কিভাবে? কাদরভের বাহিনী করছেটা কি?

২০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: ইউক্রেনের ১৮ বছরের উপরে এখন সবাই সৈন্য মাত্র ৩ মাসের ট্রেনিং নিয়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, দেশ রক্ষা বলে কথা।

পালটা আক্রমণের মত এত সেনা এতদিন বেঁচে থাকলো কিভাবে? - এতদিন ইউক্রেনের সেনারা রাশান বাহিনীর সাথে খুব একটা সম্মুখ যুদ্ধে জড়ায়নি, বেশিরভাগই ছিলো চোরাগুপ্তা হামলা যে কারণে ইউক্রেনের চাইতে রাশিয়ান সেনা হতাহতের সংখ্যা অনেক বেশি। বাইরের কয়েকজন লোকের পক্ষে আপনার গ্রামে গিয়ে আপনাকে মেরে আসা খুব কঠিন কাজ, রাশিয়ান বাহিনীও এমন কঠিন পরিস্থিতর সম্মুখীন হচ্ছে এবং ধীরে ধীরে দূর্বল হওয়া শুরু করছে। সময় এখন ইউক্রেনের। বেলারুশ সীমান্তে ইউক্রেনের সোয়া লাখ সেনা মোতায়েন

৭| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১০

ধুলো মেঘ বলেছেন: রাশিয়া প্রথম ভুল করেছে স্থল বাহিনী নামিয়ে। ইসরাইল-ব্রিটিশ বাহিনী হলে প্রথমেই বিমানের মাধ্যমে সমস্ত সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়ে মানুষের মধ্যে আতংক তৈরি করে তারপর সম্মুখ যুদ্ধে নামতো। রাশিয়া যে সামরিক দিক থেকে কত বড় হাঁদা - সেটা সারা বিশ্বই বুঝে গেছে। বিশ্ব রাজনীতিতে রাশিয়া এখন আর পাত্তা পাবেনা।

২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১

জ্যাক স্মিথ বলেছেন: শুরুতেই সাঁড়াশি বিমান আক্রমণ চালালে এতদিন কিয়েভের পতন হয়ে যেতো, রাশিয়া নিজেদের সৈন্যদের বিপদের মুখেই ঠেলে দিয়েছে শুধু। উপায় অন্তর না দেখে পুতিন এখন কাদরভ বাহিনী স্মরণাপন্ন হয়েছে চেচনিয়ায় ঝটিকা সফরে পুতিন

দূর্বল ইউক্রেনকেই এতদিন পুতিন কিছু করতে পারে নি, এখন আর তেমন কিছু করতে পারবে না (পরমানবিক হামলা ব্যতিত) কারণ ইউক্রেণ এখন অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে।

পুতিনকে সময় মত অপসারণ করা না গেলে পারমানবিক হামলা ঝুঁকি থেকেই যচ্ছে।

২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা আজ দেখি মস্কোতও হামলা চালিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.