নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
দেশের অস্থির জনগণের কোন কিছুতেই যেন তাদের স্বাস্তি নেই, মাত্র দুই মাস বয়সি ইউনুস সরকারের প্রতি মানুষের অভিযোগের অন্ত নেই তারা সবকিছু ইন্সট্যান্ট চায়, আজকেই যেন তাদের সমস্ত অধিকার আদায় করে নিতে হবে। যে যেভাবে পারছে ডঃ ইউনুস এবং উপদেষ্টাদের নাম ভাঙ্গিয়ে অবৈধ সুবিধা আদায় করে নেয়ার চেষ্টা করছে, যারা সুবিধা আদায় না করতে পারছে তারাই আবার এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যে কোন ম্যূল্যে ইউনূস সরকারকে হঠাতে হবে এই হচ্ছে তাদের পণ।
এভাবে চলতে থাকলে দেশ চুরান্ত ব্যর্থতায় পর্যাবেশিত হবে, আওয়ামী সরকারের পতনের পর শতভাগ জনগণের রায় নিয়ে ডঃ ইউনুস ভাঙ্গাচুরা এই দেশের হাল ধরেছিলেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই একটি শ্রেণী তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কারণ পরিবর্তীত এই সময়ে তারা দেশের রাজনীতিতে হোমরা চোমরা হয়ে উঠার সুযোগ পাননি তাই তারা ডঃ ইউনুস সরকারকে হঠিয়ে দেশের রাজনীতির হর্তা-কর্তা হতে চায়।
এসব হাউকাউ পার্টি মনে করে তাদের হাতে দেশের দায়িত্ব অর্পিত হলে কোন এক জাদু বলে তারা এক তুড়িতেই দেশের সকল সমস্যার সমাধান করিয়া ফেলবেন, অথচ তারা তো বোকার রাজ্যেই বসবাস করছেন। আম পাবলিকের সস্তা মানসিকতা নিয়ে কখোনোই একটি দেশ পরিচলনা করা যায় না, রাজনীতি ভিন্ন জিনিস ভাই। এরা আসলে সুবিধাবাদী এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।
আসলে এসব করছে তারা হিংসা এবং লোভ থেকে- উড়ে এসে ডঃ ইউনুস কেন জুড়ে বসেছে তা নিয়ে তাদের হিংসার অন্ত নেই, তারা ভাবছে একটু ঘুটু করলেই হয়তো ডঃ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে অঃতপর ক্ষমতার সেই লোভনীয় মসনদ তাদের হাতে চলে আসবে। এসব তাদের ভয়ঙ্কর চিন্তাভাবনা ছাড়া আর কিছুই নয়।
নতুন করে দেশ গড়ার জন্য ডঃ ইউনুসকে কি তিনটি বছর সময় দেয়া যায় না? নির্বাচন দেয়ার জন্য তাকে কেন এত চাপ প্রয়োগ করা হচ্ছে? ভালোমত সংস্কার না করে যদি নির্বাচন দেয়া হয় তাহলে দেশ সেই পূর্বের অবস্থায়'ই ফিরে যাবে, শতশত মানুষের আত্নত্যাগ সব বিফলে যাবে। আমাদের আরেকটু ধৈর্য ধরাণ করতে হবে এত অল্পতেই অস্থির হলে চলবে না।
বলে রাখ প্রয়োজন যে- ইউনুস সরকারের উপর এত তাড়াতাড়িই আস্থা হরানোর কোন প্রয়োজন দেখি না, বর্তমানে তিনিই হচ্ছেন বাংলাদেশের একজন যোগ্যতম অবিভাবক, বহির্বিশ্বে যার রয়ছে নজিরবীহিন প্রভাব তাই উনার উপর আমাদের আস্থা রাখতে হবে, উনাকে সময় দিতে হবে। ডঃ ইউনুস ব্যর্থ হলে পথ হারাবে বাংলাদেশ সেক্ষেত্রে এই দেশ পুরোপুরি ভারত-আমেরিকার কলোনিতে পরিণত হবে অথবা দেশ পুরোপুরি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।
তাই দেশ ও জাতির স্বার্থে ডঃ ইউনুসের বিরোধীতা নয় বরং তাকে সহায়তা করুন, তাকে অপসারণ নয় বরং তার ভুলগুলো ধরিয়ে দিন, তিনি জাতিকে আশাহত করবেন না।
ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: এই নোবেল বিজয়'ই এখন আমাদের একমাত্র আশা।
২| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০০
সোনাগাজী বলেছেন:
উনি পরিচয় লুকানো, প্রতারকদের পদ ও কক্ষমতা দিয়ে ভয়নাক অবস্হানে আছেন; মনে হয়, কোমলমতিরাই উনাকে উনাকে হাতে হারিকেন ধরায়ে দিবে।
০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: সহজ সরল হলেও উনি চতুর লোক, কোমলমতিরা উনাকে ফাঁদে ফেলতে পারবে না।
০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
জ্যাক স্মিথ বলেছেন: আপনি উনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন, দেখেন উনাকে কোন বুদ্ধি পরমর্শ দেওয়া যায় কি না।
৩| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
উনার সাহস কম নয়, শিবিরের গুহায় বসবাস করছেন। গতবার জাসদের সিরাজুল আলম খানকে নিয়ে দল করতে গিয়ে বাতাসা হয়েছেন; এবার প্রতারকদের মুলধন করে চলছেন; কিভাবে উনি টিকে থাকবেন?
০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫১
জ্যাক স্মিথ বলেছেন: যেহেতু উনি নিজে ক্ষমতা দখল করেননি, দেশের জনগণ উনাকে ক্ষমতায় বসিয়েছে, তাছাড়া বহির্বিশ্বেও উনি বেশ জনপ্রিয় তাই খুব সহজে কেউ চাইলেই তাকে ক্ষমতা থেকে অপসরাণ করতে পারবে না।
৪| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫
সোনাগাজী বলেছেন:
।
বাংলাদেশ পথ হারায়েছে ১৯৭৫ সালে; এখন হারাবার কিছুই নেই।
০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৭
জ্যাক স্মিথ বলেছেন: ডঃ ইউনুস ব্রেক ফেইল করে বিপথে চলে গেলে উনাকে নিয়ন্ত্রণ করার মত লোকজন এখনও এই দেশে রয়েছে, সুতরাং ভয়ের কিছু নেই। ইসলামি চরমপন্থীরা সাময়িক লম্ফজম্ফ করলেও বাংলার রাজনীতিতে তারা কখনোই পুরোপুরি চেপে বসতে পারবে না। কৌশলগত কারণে অনেক সময় অনেকের সাথে আতত করতে হয়, উনি সেটাই করছেন।
হ্যাঁ আমাদের হারাবার কিছু নেই, তবে ঠিক এই মুহুর্তে ডঃ ইউনুস ব্যতিত অন্য কেউ বা অন্য কোন গোষ্ঠী ক্ষমতা দখল করলে তা আরও বড় বিপদের কারণ হবে।
০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
জ্যাক স্মিথ বলেছেন: দেশ নিয়ে আমার খুব একটা উচ্চাশা নেই, এবং দেশ নিয়ে আমি খুব একটা ভাবিও না বা সিরিয়াসও না তবে আমি চাই পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ডঃ ইউনুসই ক্ষমতায় থাকুক।
৫| ০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোনো সরকারকে ভালো কি করার জন্য যে সময় এবং সকলের সহযোগিতা দরকার হয় তা এই সরকার পাবে না বলেই আমার ধারনা। ফলে ভালো কিছু আশা করা কঠিন। যেটুকু ভালোর পথে আসবে সেগুটুও উধাও হয়ে যাবে পরবর্তী রাজনৈতিক সরকার আসার পরেই।
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:১১
জ্যাক স্মিথ বলেছেন: তাহলে এ থেকে নিস্তারের উপায় কি?
৬| ০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
পবন সরকার বলেছেন: এই দেশে কেউ ভালো করতে চাইলেও ভালো করতে পারবে না।
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:১৫
জ্যাক স্মিথ বলেছেন: আপনি সঠিক কথাই বলেছেন। ভালো কারোর পক্ষে এই দেশের রাজনীতিকে টিকে থাকা সম্ভব নয়- হয় সে জেলে যাবে, অথবা তাকে হত্যা করা হবে নয়তোবা তার নামে বিপূল কুৎসা রটানো হবে, কোন না কোনভাবে তাকে অপসারণ করা হবেই।
৭| ০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
শাহিন-৯৯ বলেছেন:
বিএনপির ক্ষমতালোভী অংশটুকুবাদে বাকি সবাই চায় এই সরকার কমপক্ষে তিন থেকে চার বছরের হোক।
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:২০
জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির না হয়ে এই সরকারকে সহায়তা করলেই তো পারে, কিন্তু তারা তা না করে পারলে আজকেই ক্ষমতা গ্রহণ করতে চায়। আসলে দেশ গড়তে কেউ চায় না সবাই চায় ক্ষমতা।
৮| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:২০
কামাল১৮ বলেছেন: গনতান্ত্রীক শাসন সর্বোত্তম।সবাই মিলে শাসন করা।
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:২১
জ্যাক স্মিথ বলেছেন: শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠরা গণতন্ত্রের সুফল পায়, এটা গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল।
৯| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:৩০
আহরণ বলেছেন: সুদ ইউনুস ৭১ এর স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করেন না। সম্মনয়ক সার্ভিস আলেমদের তালগোলে তিনি এখন উতালা। ভাইয়া?
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৯
জ্যাক স্মিথ বলেছেন: ডঃ ইউনুস অবশ্যই স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু উনি এখন কিছুটা চিপায় আছেন তাই ভিন্ন সূরে কথা বলছেন।
১০| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১:২৮
প্রহররাজা বলেছেন: চুরা ইউনুস ট্রাম্প আসলেই হাতে হারিকেন ধরবে। বাইদেনের দেয়া ভিক্ষার টাকা ফেরত যাবে।
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২১
জ্যাক স্মিথ বলেছেন: শুনেছি ট্রাম্পের সাথেও নাকি ইউনুসের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, আমি ঠিক শিওর না অবশ্য।
১১| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস এর পোষাক কারখানা গুলোর অস্থিরতা দ্রুত সমাধান করতে হবে।যদি কারখানা বন্ধ হয়ে যায় কোনো ভাবে তাহলে আরো বেকার বাড়বে। শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টার দায়িত্ব পেয়েছে সমন্বয়ক আসিফ। সে এসব বিষয়ে তেমন জ্ঞান রাখে না।
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২২
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলছেন।
১২| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই সময় দিতে হবে ১৬ বছরের জঞ্জাল পরিস্কার করতে ২/৩ বছর লেগে যাবে।
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৯
জ্যাক স্মিথ বলেছেন: উনাকে অবশ্যই ৩ থেকে ৫ বছর সময় দিতে হবে।
১৩| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৮
আমি ব্লগার হইছি! বলেছেন: উনি একটি ব্রেক ফেল গাড়ি চালিয়ে পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩০
জ্যাক স্মিথ বলেছেন: ডঃ ইউনুস ব্রেক ফেইল করে বিপথে চলে গেলে উনাকে নিয়ন্ত্রণ করার মত লোকজন এখনও এই দেশে রয়েছে, সুতরাং ভয়ের কিছু নেই
১৪| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪
আজব লিংকন বলেছেন: বলেছেন ,"আওয়ামী সরকারের পতনের পর শতভাগ জনগণের রায় নিয়ে ডঃ ইউনুস ভাঙ্গাচুরা এই দেশের হাল ধরেছিলেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই একটি শ্রেণী তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কারণ..."
বাংলাদেশের শতভাগ জনগণের রায়ে কিভাবে ইউনূস স্যার এই ভাঙ্গাচুরা দেশের হাল ধরে বুঝলাম নাই। এখানে আপনি একটু ভুল ধারণা তুলে ধরেছেন।
মেজরিটি মতামতের ভিত্তিতে ইউনূস স্যার সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
একটি শ্রেণী তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলতে কি আপনি আন্দোলনের একাংশের স্টেক হোল্ডার অনলাইন অ্যাকটিভিষ্ট পিনাকি, ইলিয়াস কিংবা কনক ভাইদের কথা বুঝালেন? বর্তমান তাদের কথাবার্তার মাঝে তাই বুঝা যাচ্ছে। তারা ইউনূস স্যারের প্রতি মনোক্ষুন্ন। কারণ ইউনূস স্যার কিংবা তার কোন উপদেষ্টা এই পর্যন্ত তাদের সাথে একটি সাধারণ হায় হ্যালো পর্যন্ত করেনি। তাদের নামে চলমান মামলা মোকাদ্দমা ডিসমিস সে তো অনেক দূরের প্রশ্ন।
আপনি বলেছে, "ডঃ ইনুস ব্যর্থ হলে পথ হারাবে হবে বাংলাদেশ"
বোল্ড করে লেখা এই লাইনে কিছু টাইপিং মিসটেকস আছে দয়া করে শুধরে নিয়েন। যাই হোক।
এই উক্তি তেমনি শোনা যাচ্ছে যেমন পূর্বে শোনা গিয়েছিল, শেখ হাসিনা না থাকলে কিংবা ব্যর্থ হলে পথ হারা হবে বাংলাদেশ।
সবার-ই বিকল্প থাকে। সবার-ই বিকল্প হয়। কেউ চিরস্থায়ী নয়।
০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: মিসটেক ঠিক করে দিয়েছি।
অনেক প্রশ্নই করেছেন, সময়ের সাথে সাথে এসবের উত্তর পাওয়া যাবে এই সরকারের সবে শুরু মাত্র।
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
১৫| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৮
নদীকান্ত বলেছেন: প্রফেসর ইউনুস ব্যর্থ হবার সম্ভাবনা বেশি। প্রশাসন, রাজনৈতিক দল আর জনগণের সদিচ্ছা না থাকলে কোন সংস্কার কখনো টেকসই হবে না।
প্রফেসর ইউনুস ব্যর্থ হবেন এই কারণে যে তাঁর সরকারকে মানুষ চেনে এনজিওগ্রাম সরকার হিসেবে। শেখ হাসিনার আমলে অনেক লুটতরাজদের ফলন হয়েছিল আর এবার প্রফেসর ইউনুসের আমলে অনেক এনজিওর বাম্পার ফলন হবে।
০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১
জ্যাক স্মিথ বলেছেন: এনজিওর বাম্পার ফলন হোক তবে মানুষের উপর অত্যাচার না করলেই হলো।
বিগত সরকারের আমালে বিভিন্ন সরকারি বাহিনী যেমন- পুলিশ, র্যাব, ডিবি ইত্যাদি বাহিনী দ্বারা যে পরিমাণে মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়, কোন মতেই সেই বর্বর যুগে আর ফেরত যাওয়া যাবে না।
১৬| ০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৪
নদীকান্ত বলেছেন: এখন কিছু হইলে তার সব দায় চাপানো হয় গত সরকারের উপর। ভাব এমন গত সরকারের আগে যেসব সরকার ছিল তাদের আমলে দেশে শুধু হানি ফ্লো হইতো।
মধ্যযুগের বর্বরতা কোনটা বেঁচে থাকলে সামনে দেখবেন।
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৩
জ্যাক স্মিথ বলেছেন: পূর্বে কোন রাজনৈতিক আমলেই দেশ ভালো ছিলো না, তবে আওয়ামী যুগের শেষের ১০ বছরের বিষয়গুলো হাইলাইটস হয়েছে বেশি।
আওয়ামী যুগে যা হয়েছে এগুলো যেমন মেনে নেয়া যায় না আবার যারা মনে করে আওয়ামী পূর্বের যুগে দেশে হানি ফ্লো হতো সেটাও মেনে নেওয়া যায় না, সব মিলিয়ে উভয় সংকটে আছি।
ছাত্ররা নাকি দেশের রাজনীতিতে রিসেট বাটন প্রেস করেছে, আশা করি এখন থেকে দেশে হানি ফ্লো হবে।
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৮
জ্যাক স্মিথ বলেছেন: হ্যাঁ অন্তত আগামী ১ বছর সব দোষ আওয়ামীলীগের ঘাড়ে চাপানো হবে, তারপর মানুষ আর তা খাবে না।
১৭| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রথমত ড.ইউনুস তার এই সময়ে যা করেছেন তাকে আমরা দুর্নীতিগ্রস্থ সরকারদের কার্যাবলীর সাথে তুলনা করতে গিয়ে তাকে বাহবা দিচ্ছি। পূর্বে শেখ হাসিনার সময়ে আমরা অনেকেই শেখ হাসিনার উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলতে পারিনি। অনেকে তখন শেখ হাসিনার প্রশংসায় সীমানাও অতিক্রম করেছেন। তবে সত্যিকার অর্থেই তা উন্নয়ন নয়, সেটা ভিন্ন আলোচনা বটে।
এখন যদি আমরা একই ভুল করি তবে উন্নয়নের নামে যা পাবো তা অবমাননাকর প্রাপ্তির তালিকায় যুক্ত হবে। যা আমরা চাই না।
ড.ইউনুসের সময়কে তখনই স্বল্প সময় বলা যাবে বলে আমার মনে হয়, যদি এই সময়ের মধ্যে উনার সরকার ব্যাপকভাবে বিনির্মাণের কাজে হাত দিয়ে থাকে তবে। আর যদি এখনো করা হবে জাতীয় বাক্য শুনতে হয়, তবে সেটা উনাদের ব্যর্থতা।
ড.ইউনুস সরকারের উচিৎ, স্পষ্টভাবে অন্তত এক মাসের করে হলেও কর্ম পরিকল্পনা প্রকাশ করা, যেখানে রাজনৈতিক দলের চাইতে জনগণের অধিকার আদায়ের বিষয়টি প্রকাশ পাবে। মাস শেষে তাদের পরিকল্পনার কোন কাজ ব্যর্থ হলে সেটার দায় নিজেরাই স্বীকার করবেন। এরকম এক মাস যদি নিজেদের কার্যপরিকল্পনা প্রকাশ পরবর্তী বাস্তবায়ন করেন। তাহলে তাদের মধ্যকার একেকজন দায়িত্বশীলের একেক কথার জন্য পরিবেশ ঘুলাটে হবে না। এটা সবার সামনে পরিস্কার থাকবে। আর সব কিছুর জন্য কেবল পূর্বের সরকারকে দোষারোপ করা থেকে বিরত থেকে জনগণের কাজগুলো কী তা স্পষ্ট করে দিতে হবে। এতে করে জনগণ ও সরকারের দূরত্ব কমে এসে রাষ্ট্র বিনির্মাণে দেশেরই উপকার হবে।
০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২
জ্যাক স্মিথ বলেছেন: আপনার সুচিন্তিত মতামত পেয়ে বাধিত হলাম।
১৮| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্যর্থতা অনিবার্য হতে পারে
০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
জ্যাক স্মিথ বলেছেন: হুমম হতে পারে অনেক কিছুই তবে, ব্যর্থতা অনিবার্য হতে পারে - এই বাক্যে গ্রামাটিক্যাল ভুল রয়েছে।
১৯| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটা বিষয় সকলের মনে রাখা দরকার যে, এটা কোন সংবিধানসম্মত সরকার নয়।
ভবিষ্যতে এটাকে কেউ যে সংবিধান সংশোধন করে নেবে সেই নিশ্চয়তা নাই।
০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
জ্যাক স্মিথ বলেছেন: এই দেশেরই তো কোন নিশ্চয়তা নেই, সেন্টমার্টিন যেতে এখন নাকি ভিসা লাগে, আর কয়দিন পর চট্রগাম যেতেও কি ভিসার প্রয়োজন হবে?
২০| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটি দেশ অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে শক্তিশালী ও প্রভাবশালী না হলে সেই দেশের সরকার প্রধান কখনোই বিশ্বের প্রভাবশালী হতে পারে না ।
আপনি অযথাই মানুষকে সান্তনা দিচ্ছেন ।
আপনি নিজে শান্ত থাকতে পারেন।
সেটাই যথেষ্ট।
একটা বিষয় সকলের মনে রাখা দরকার যে, এটা কোন সংবিধানসম্মত সরকার নয়।
ভবিষ্যতে এটাকে কেউ যে সংবিধান সংশোধন করে নেবে সেই নিশ্চয়তা নাই।
০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
জ্যাক স্মিথ বলেছেন: অস্থির জনতাকে আমি একটু শ্বান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।