![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
পটকা মাছ হয়তো তোমরা অনেকেই চেনো। এরাও কিন্তু বিষাক্ত। এদের বিষক্রিয়ায় প্রায়ই মানুষ আক্রান্তহয়। এই মাছ খেতে গিয়ে প্রায়ই বিষাক্রান্ত হয় মানুষ। মানুষ এই মাছ বিষাক্ত জেনেও খায়। জাপান এবং কোরিয়ার লোকেরা এদের খুব মজা করে খায়। কিভাবে? এদের সব অঙ্গ কিন্তু বিষাক্ত নয়। মস্তিষ্ক এবং চামড়ায় সবচে বেশি বিষ থাকে। জাপানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রাধুঁনিই (Cheff) আছে, যারা জানে এই মাছের কোন কোন অংশ খাওয়া যায়। জাপানি’রা এই মাছ দিয়ে তৈরী স্যুপকে বলে “ফুগু (Fugu)” আর কোরিয়ান’রা বলে “বক-উহ (Bok-Uh)”। ঠিকমতো প্রক্রিয়াজাত করা না হলেই সেগুলো বিষক্রিয়া সৃষ্টি করে।
এরা ছাড়াও অনেক ধরণের প্রাণী আছে যারা বিষধর। কিন্তু এরা হলো কিছু বিশেষ প্রাণী, যারা তাদের বিষের জন্য পরিচিত ভয়ঙ্কর প্রাণী হিসেবেই। তবে পৃথিবীতে যতো বিষাক্ত প্রাণী আছে তাদের সবার বিষের একমাত্র
ব্যবহার হলো শত্রুদের হাত থেকে নিজেকে রা করা কিংবা খাদ্য সংগ্রহ করা। অকারণে মানুষকে বা অন্য কোন প্রাণীকে আক্রমণ করতে এরা কেউই চায় না।
৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
মো: আবু জাফর বলেছেন: যায় তবে ছোট গুলান তবে ওগুলা ও বিষাক্ত !!
২| ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩১
নীল-দর্পণ বলেছেন: পটকা মাছ! মাছের মুখের মধ্যে পাটকাঠি ঢুকিয়ে ফু দিয়ে ফোলানো....আহ! মনে পড়ে গেলো সেই দিন
৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ ভাইজান
৩| ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৬
শায়মা বলেছেন: কি যে সুন্দর মাছটা!
৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৬
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০০
সায়েম মুন বলেছেন: বেলুন মাছটা সুন্দর আছে।
৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৬
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ
৫| ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৪
শাকালাকা বুম বলেছেন: সেন্টমার্টিনে একটা মরা পটকা মাছ দেখেছিলাম।
কিন্তু এমন গোল ছিলো না, কিছুটা লম্বাটে
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
মো: আবু জাফর বলেছেন: পাট কাঠি পটকা মাছের মুখে লাগায় ফু দিলেই বুঝতেন
৬| ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৮
এম আর ইকবাল বলেছেন: শহরের মানুয, ঠিকমত চিনিনা মাছটাকে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১১
নামহীন আমি বলেছেন: বাংলাদেশে কি পাওয়া যায়?