নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

asadeng

বুঝতে চাই

জগলুলআসাদ

i want to share

জগলুলআসাদ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার আটচল্লিশ নিয়ম

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

ক্ষমতার আটচল্লিশ নিয়ম

আমেরিকান লেখক রবার্ট গ্রিন ১৯৯৮ সালে “The 48 Laws of power” নামে একটি বই প্রকাশ করেন। এটি ছিল তার প্রকাশিত প্রথম গ্রন্থ। প্রায় তিন হাজার বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানীরা ক্ষমতা অর্জন ও ধরে রাখার জন্য যে পথ ও পন্থা উল্লেখ করেছেন বইটি তারই সারসংক্ষেপ । ইতিহাসের ক্ষমতাধর ব্যক্তিরা যেমন রাণী প্রথম এলিজাবেথ বা হেনরি কিসিঞ্জার,রাজনীতিক বা সমরবিদ্গণ যে সূক্ষ কৌশলএর আশ্রয় নিয়েছিলেন আধিপত্য বিস্তার ও ক্ষমতা টিকিয়ে রাখতে সেগুলির সংকলন করেছেন রবার্ট গ্রিন অনেকটা ডেল কার্নেগীর ভঙ্গীতে । তার কয়েকটিঃ

১।কখনও প্রভুর ঔজ্জ্বল্য কে ছাড়িয়ে যেওনা।(Never outshine the master)

২।বন্ধুদের উপর অতিরিক্ত আস্থা রেখনা ও শ্ত্রুকে ব্যবহার করতে শিখ।

৩। নিজের ইছাকে গোপন রাখ।

৪।প্রয়োজনের চেয়ে কম কথা বল

৫।সুনামের উপর অনেক কিছু নির্ভর করে তাই এটাকে জীবন দিয়ে রক্ষা কর

৬।যেকনো মুল্যে অন্যের দৃষ্টি আকর্ষণ করো

৭। তোমার হয়ে অন্যদের দিয়ে কাজ করাও,কিন্তু ক্রেডিট টা নিজে নাও

৮।অন্যকে তোমার দ্বারস্থ হতে বাধ্য করো, প্রয়জন হলে টোপ ফ্যাল ।

৯। যুক্তি দিয়ে নয়, কাজ দিয়ে জয় লাভ করতে চেসটা কর

১০।অসুখী ও দুর্ভাগা লোকের সংগ পরিত্যাগ কর

১১।মানুষকে তোমার উপর নির্ভরশীল হতে দাও

১২।প্রতিপক্ষকে ঘায়েল করতে নির্বাচিত ক্ষেত্রে সততা ও উদারতা প্রদর্শন কর

১৩। সাহায্যকারীকে বোঝাও তোমাকে সাহায্য করলে তারই লাভ

১৪। আচরণ কর বন্ধুর মত,কাজ কর স্পাইয়ের মতো

২০। কৌশলে প্রতিশ্রুতি দেয়া থেকে এড়িয়ে চলো

২১। প্রয়োজন হলে আত্নসমরপন কর ,এটি অনেক সময় শ্ত্রুকে টিটকারী করার একটা উপায়।

২৬।নিজের হাতকে পরিচ্ছন্ন রাখবে,আর যথাযথ বলীর পাঁঠা খুঁজে নাও

২৭। মানুষএর বিশ্বাসের জায়গাটা কে ব্যবহার করো, যাতে তারা তোমাকে হতবিহবলের মতো অনুসরণ করে

৩০। লোক দেরকে ভাবতে বাধ্য করো যে তোমার অর্জনগুলো চেস্টাচরিত ছাড়াই অর্জিত

৩২। জনগণকে কল্পনা সরবরাহ কর

৩৮।নিজের মতো করে ভাব,কিন্তু আচরণ করও অন্যদের মতো

৪২।রাখাল কে আঘাত করো ,দেখবে ভেড়ার পাল ছত্রভঙ্গ হয়ে গেছে

৪৩।অন্যদের হ্রদয় আর মনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা কর

৪৭।বিজয়ে কোথায় থামতে হবে জানার চেষ্টা কর

৪৮। নির্দিষ্ট অবয়ব ধারন করনা,যাতে আবার শ্ত্রুরা তোমাকে চিনে ফেলে

কৃতজ্ঞতাঃ উইকিপিডিয়া ও বইটির পিডিএফ ফর্ম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

সফিক৭১ বলেছেন: ব্লগের জগতে স্বাগতম। পুরো আটচল্লিশটা পয়েন্ট পেলে ভাল লাগত। বইটার একটা সামারি করা যায় না?

২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

জগলুলআসাদ বলেছেন: হু,যায় তো ,অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.