![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
লেখালেখি করা ও রচনা সংকলনে ব্যস্ত থাকা সবার দ্বারা হয়ে ওঠেনা। কেউ বলে এটি কারো কারো সহজাত প্রবৃত্তি, কেউ বলে সাধনা করে শিখে নিতে হয়। কোনটি সত্য আমি জানিনা। তবে আর যাই হোক, লেখক হতে হলে কঠিন কঠিন শব্দ জানা থাকতে হবে, এমনটি কিন্তু নয়। মনের কথাটি গুছিয়ে লিখতে পারার নাম সাহিত্য। মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান একবার আমাকে বলেছেন, যে কথা সবাই বুঝতে পারেনা তা কখনো সাহিত্য নয়।
হুমায়ুন আহমদ যা-ই লিখেন, সহজ ভাষায় লিখেন কিন্তু তাতে আনন্দ ও রসের মিশ্রণ থাকে, কাজেই মানুষ তা পড়ে আনন্দ পায়। লেখা হতে হবে নিজের বিশ্বাস থেকে, যে বিষয়ে লিখতে চাই সে বিষয়ে থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান ও ধারণা। সহজ কথামালাকে সুন্দর গাঁথুনি দিয়ে সাজাতে পারলেই একটি সুন্দর লেখা তৈরী হয়ে যায়।
লেখক হতে হলে চাই প্রচুর পড়তে পারার ধৈর্য ও আগ্রহ, লেখার জন্য চাই সাহস ও সাধনা। নিজে যা বিশ্বাস করি না, তা নিয়ে লেখলে পাঠকের হৃদয়ও তা গ্রহণ করে না। লেখা যত সহজ ও সুন্দর হয়, তত তা দীর্ঘস্থায়ী হয়। যারা লেখায় বারবার নিজের প্রসঙ্গ টেনে আনে, নিজের পরিবার ও অতীত নিয়ে কীর্তন করে, এমন লেখা পাঠকের জন্য বিরক্তিকর। লেখায় যদি থাকে তথ্য ও বাস্তবের মিল, তবে তা পাঠককে খুব সহজেই কাছে টেনে নেয়।
©somewhere in net ltd.