নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঙ্গীর হাসান

জাহাঙ্গীর হাসান

জাহাঙ্গীর হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রেমের সৃষ্টি: সুন্দর নাকি কুত্‍সিত ??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

স্যার বলতেন, প্রেমের নাকি সৃষ্টি সুন্দর!! আমিও তাই মাঝে মাঝে ,ডুব দেই সেই সুন্দরের আশায়। কল্পনায় হারিয়ে যাই ,মনের মাঝে ভেসে ওঠে; পুব আকাশে তোমার আমার উদীয়মান প্রেমের সূর্য। সূর্যমুখী ফুলের মত, প্রস্ফুটিত হয় প্রেম। মধ্যগগণে সূর্যের তাপ উপেক্ষা করে ,রেল লাইন ধরে, হাতে হাত রেখে ছুটে চলা 'অসীম গন্তব্যের পাণে'। গোধুলী বেলা, যখন এক চিলতে রোদ তোমার গালে আদর বুলিয়ে দিতে থাকে ,মনে হয় যেন স্বর্গের হুরপরী বসে আছে আমার পাশে। কখনো তোমাকে নিয়ে ছুটে যাই প্রকৃতির মাঝে,জ্যোত্‍স্নাযাপনে। হঠাত্‍ ঝুম করে বৃষ্টি নামে। তার-ই মাঝে চলে তোমার-আমার আদিম নৃত্য! সাথে শুরু হয় চন্দ্রের লুকোচুরি খেলা। মেঘের আড়ালে ভয় জাগে শঙ্কার; আবার তার প্রস্থানে চলে তারার খেলা। মনের মাঝে তখন ,অদ্ভুত এক ভাল লাগা । বজ্রপাতে ধ্যান ভাঙ্গে। মিশ্র অনুভূতি জানান দেয়; প্রেম ভয়ানক ,তবে তার সৃষ্টি সুন্দর। তাসের শেষ চালের আগ পর্যন্ত, জয়-পরাজয় যেকোনটা হতে পারে! মরুভূমির দিকভ্রান্ত পথিকের ন্যায় যার ভবিষ্যত্‍ অনিশ্চিত ,কিন্তু বেঁচে থাকার আকুলতা প্রবল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.