নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৪

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৪



পর্ব-১

পর্ব-২

পর্ব-৩





৩৫

ঈশ্বরী পাটনী

“সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী ৷”

অন্নদামঙ্গল ৷

কে তোর তরিতে বসি, ঈশ্বরী পাটনী ?৩৮

ছলিতে তোরে রে যদি কামিনী কমলে,

কোথা করী, বাম করে ধরি যারে বলে,

উগরি, গ্রাসিল পুনঃ পূর্ব্বে সুবদনী ?

রূপের খনিতে আর আছে কি রে মণি ?

এর সম ? চেয়ে দেখ, পদ-ছায়া-ছলে,

কনক কমল ফুল্ল এ নদীর জলে

কোন্ দেবতারে পুজি, পেলি এ রমণী ?

কাঠের সেউঁতি তোর, পদ-পরশনে

হইতেছে স্বর্ণময় ! এ নব যুবতি

নহে রে সামান্যা নারী, এই লাগে মনে;

বলে বেয়ে নদী-পারে যা রে শী্রগতি ৷

মেগে নিস্ , পার করে, বর-রূপ ধনে

দেখায়ে ভকতি শোন্ , এ মোর যুকতি ৷

৩৬

বসন্তে একটি পাখীর প্রতি

নহ তুমি পিক, পাখি, বিখ্যাত ভারতে,

মাধবের বার্ত্তাবহ; যার কুহরণে

ফোটে কোটি ফুল-পুঞ্জ মঞ্জু কুঞ্জবনে !

তবুও সঙ্গীত-রঙ্গ করিছ যে মতে

গায়ক, পুলক তাহে জনমে এ মনে !

মধুময় মধুকাল সর্ব্বত্র জগতে,

কে কোথা মলিন কবে মধুর মিলনে,

বসমতী সতী যবে রত প্রেমব্রতে ?

দুরন্ত কৃতান্ত-সম হেমনত এ দেশে৩৯

নির্দ্দয়; ধরার কষ্টে দুষ্ট তুষ্ট অতি !

নাদেয় শোভিতে কভু ফুলরত্নে কেশে,

পরায় ধবল বাস বৈধব্যে যেমতি!

ডাক তুমি ঋতুরাজে, মনোহর বেশে

সাজাতে ধরায় আসি, ডাক শীঘ্রগতি!

৩৭

প্রাণ

কি সুরাজ্যে, প্রাণ, তব রাজ-সিংহাসন !

বাহু-রূপে দুই রথী, দুর্জ্জয় সমরে,

বিধির বিধানে পুরী তব রক্ষা করে;

পঞ্চ অনুচর তোমা সেবে অনুক্ষণ ৷

সুহাসে ঘ্রাণেরে গন্ধ দে ফুলবন ;

যতনে শ্রবণ নে সুমধুর স্বরে ;

সুন্দর যা কিছু আছে , দেখায় দর্শন

ভূতলে, সুনীল নভে, সর্ব্ব চরাচরে !

স্পর্শ, স্বাদ, সদা ভোগ যোগায়, সুমতি!

পদরূপে দুই বাজী তব রাজ-দ্বারে;

জ্ঞান-দেব মন্ত্রী তব ভবে বৃহস্পতি;

সরস্বতী অবতার রসনা সংসারে !

স্বর্ণস্রোতোরূপে লহু, অবিরল-গতি,

বহি অঙ্গে; রঙ্গে ধনী হে তোমারে !

৩৮

কল্পনা

লও দাসে সঙ্গে রঙ্গে, হেমাঙ্গি কল্পনে,

বাগ্ দেবীর প্রিয়সখি, এই ভিক্ষা করি ;

হায়, গতিহীন আমি দৈব-বিড়ম্বনে,

নিকুঞ্জ-বিহারী পাখী পিঞ্জর-ভিতরি !

চল যাই মহানন্দে গোকুল-কাননে,

সরস বসন্ত যথা রধাকান্ত হরি

নাচিছেন, গোপীচয়ে নাচায়ে; সঘনে

পুরি বেণুরবে দেশ !৪০ কিম্বা শুভঙ্করি,

পুজেন উমায় রাম, রঘুরাজ-পতি,৪১

কিম্বা সে ভীষণ ক্ষেত্রে, যথা শরজালে

নাশিছেন ক্ষত্রকুলে পার্থ মহামতি ৷৪২

কি স্বরগে, কি মরতে, অতল পাতালে,

নাহি স্থল যথা, দেবি নহে তব গতি 

৩৯

রাশি-চক্র

রাজপথে, শোভে যথা রম্য-উপবনে

বিরাম-আলয়বৃন্দ গড়িলা তেমতি

দ্বাদশ মন্দির বিধি বিবিধ রতনে

তব নিত্য পথে শূন্যে রবি দিনপতি 

মাস কাল প্রতি গৃহে তোমার বসতি

গ্রহেন্দ্র প্রবেশ তব কখন সুক্ষণে

কখন বা প্রতিকুল জীব-কুল প্রতি 

আসে বিরামালয়ে সেবিতে চরণে

গ্রহব্রজ প্রজাব্রজ রাজাসন-তলে

পুজে রাজপদ যথা তুমি তেজাকর

হৈমময় তেজঃ-পুঞ্জ প্রসাদের ছলে

প্রদান প্রসন্ন ভাবে সবার উপর ৷

কাহার মিলনে তুমি হাস কুতুহলে

কাহার মিলনে বাম শুনি পরস্পর ৷

৪০

সুভদ্রা-হরণ

তোমার হরণ-গীত গাব বঙ্গাসরে

নব তানে ভেবেছিনু সুভদ্রা সুন্দরি

কিন্তু ভাগ্যদোষে শুভে আশার লহরী

শুখাইল যথা গ্রীষ্মে লরাশি সরে 

ফলে কি ফুলের কলি যদ প্রেমাদরে

না দেন শিশিরামৃত তারে বিভাবরী ?

ঘৃতাহুতি না পাইলে কুন্ডের ভিতরে

স্রিয়মাণ অভিমানে তেজঃ পরিহরি

বৈশ্বানর৪৩ দুরদৃষ্ট মোর চন্দ্রাননে

কিন্তু ( ভবিষ্যৎ কথা কহি ) ভবিষ্যতে

ভাগ্যবান্তর কবি পুজি দ্বৈপায়নে৪৪

তোমার হরণ-গীত তুষি বিজ্ঞ জনে

লভিবে সুযশঃ  সাঙ্গি৪৫ এ সঙ্গীত-ব্রতে 

৪১

মধুকর

শুনি গুন গুন ধ্বনি তোর এ কাননে

মধুকর এ পরাণ কাঁদে রে বিষাদে 

ফুল-কুল-বধু-দলে সাধিস্ যতনে

অনুক্ষণ মাগি ভিক্ষা অি মৃদু নাদে

তুমকী৪৬ বাজায়ে যথা রাজার তোরণে

ভিখারী কি হেতু তুই ? ক৪৭ মোরে

কি সাদে৪৮

মোমের ভান্ডারে মধু রাখিস্ গোপনে

ইন্দ্র যথা চন্দ্রলোকে দানব-বিবাদে

সুধামৃত ?৪৯ এ আয়াসে কি সুফল ফলে ?

কৃপণের ভাগ্য তোর  কৃপণ যেমতি 

অনাহারে অনিদ্রায় সঞ্চয়ে বিকলে

বৃথা অর্থ বিধি-বশে তোর সে দুর্গতি 

গৃহ-চ্যুত করি তোরে লুটি লয় বলে

পর জন পরে তোর শ্রমের সঙ্গতি 

৪২

নদী-তীরে প্রাচীন দ্বাদশ শিব-মন্দির

এ মন্দির-বৃন্দ হেথা কে নির্ম্মিল কবে ?

কোন্ জন ? কোন্ কালে ? জিজ্ঞাসিব কবে ?

কহ মোরে কহ তুমি কল কল রবে

ভুলে যদি কল্লোলিনি না থাক লো তারে ৷

এ দেঊল-বর্গ গাঁথি উৎসর্গিল যবে

সে জন ভাবিল কি সে মাতি অহঙ্কারে

থাকিবে এ কীর্ত্তি তার চিরদিন ভবে

দীপরূপে আলো করি বিস্মৃতি-আঁধারে ?

বৃথা ভাব প্রবাহিনী দেখ ভাবি মনে ৷

কি আছে লো চিরস্থায়ী এ ভবমন্ডলে ?

গুঁড়া হয়ে উড়ি যায় কালের পীড়নে

পাথর হুতাশে তার কি ধাতু না গলে ?

কোথা সে ? কোথা বা নাম ? ধন ? লো ললনে ?

হায় গত যথা বিম্ব তব চল জলে 

৪৩

ভরসেলস্ নগরে রাজপুরী ও উদ্যান

কত যে কি খেলা তুই খেলিস্ ভুবনে

রে কাল ভুলিতে কে তা পারে এই স্থলে ?

কোথা সে রাজেন্দ্র এবে যার ইচ্ছা-বলে

বৈজয়ন্ত-সম৫০ ধাম এ মর্ত্ত্য-নন্দনে

শোভিল ? হরিল কে সে নরাপ্সরা-দলে

নিত্য যারা নৃত্যগীতে এ সুখ-সদনে

মজাইত রাজ-মনঃ কাম-কুতুহলে ?

কোথা বা সে কবি যারা বীণার স্বননে

( কথারূপ ফুলপুঞ্জ ধরি পুট করে )

পুজিত সে রাজপদ ? কোথা রথী যত

গান্ডীবি-সদৃশ যারা প্রচন্ড সমরে ?

কোথা মন্ত্রী বৃহস্পতি৫১? তোর হাতে হত ৷

৪৪

কিরাত-আর্জ্জুনীয়ম্

ধর ধনুঃ সাবধানে পার্থ মহামতি ৷

সামান্য মেনো না মনে ধাইছে যে জন

ক্রোধভরে তব পানে  ওই পশুপতি

কিরাতের রূপে তোমা করিতে ছলন 

হুঙ্কারি আসিছে ছদ্মী৫২ মৃগরাজ-গতি

হুঙ্কারি হে মহাবাহু দেহ তুমি রণ ৷

বীর-বীর্য্যে আশা-লতা কর ফলবতী

বীরবীর্য্যে আশুতোষে৫৩ তোষ বীর-ধন 

করেছ কঠোর তপঃ এ গহন বনে

কিন্তু হে কৌন্তেয় কহি যাচ্ছি যে শর

বীরতা-ব্যতীত বীর হেন অস্ত্র-ধনে

নারিবে লভিতে কভু দুর্লভ এ বর 

কি লাজ অর্জ্জুন কহ হারিলে এ রণে ?

মৃত্যুঞ্জয় রিপু তব তুমি রথি নর ৫৪

৪৫

পরলোক

আলোক-সাগর-রূপ রবির কিরণে

ডুবে যথা প্রভাতের তারা সুহাসিনী

ফুটে যথা প্রেমামোদে আইলে যামিনী

কুসুম-কুলের কলি কুসুম-যৌবনে

বহি যথা সুপ্রবাহে প্রবাহ-বাহিনী

লভে নিরবাণ সুখে সিন্ধুর চরণে

এই রূপে ইহ লোক শাস্ত্রে এ কাহিনী

নিরন্তর সুখরূপ পরম রতনে

পায় পরে পর-লোকে ধরমের বলে ৷

হে ধর্ম্ম কি লোভে তবে তোমারে বিস্মরি

চলে পাপ-পথে নর ভুলি পাপ-ছলে ?

সংসার-সাগর-মাঝে তব স্বর্ণতরি

তেয়াগি কি লোভে ডুবে বাতময়৫৫ জলে ?

দু দিন বাঁচিতে চাহে চির দিন মরি ?



সূত্রঃ ইন্টারনেট,

মধুসূদন কাব্য সমগ্র-বাংলা একাডেমী,

মধুসূদন রচনাবলী-সম্পাদনা সব্যসাচী রায়,কলিকাতা



পাদ-টীকাঃ

৩৮ ৷ ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের প্রসঙ্গ ৷ দেবী অন্নদা ছদ্মবেশে ঈশ্বরী পাটনীর নৌকায় নদী পার হয়েছিলেন ৷

৩৯ ৷ কবি স্বয়ং পাদটীকা করেছেন ফরাসীস্ দেশে ৷

৪০ ৷ রাধাকৃষ্ণপ্রেমলীলার প্রসঙ্গ ৷

৪১ ৷ রামায়ণের লঙ্কাকান্ডের প্রসঙ্গ ৷

৪২ ৷ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রসঙ্গ ৷

৪৩ ৷ অগ্নি ৷

৪৪ ৷কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ৷

৪৫ ৷ সাঙ্গ করে ৷

৪৬ ৷ তুম্বকী একতারা

৪৭ ৷ কথা বলার আঞ্চলিক কথ্যরূপ ৷

৪৮ ৷ সাধে ৷

৪৯ ৷ সমুদ্রমন্থনের প্রসঙ্গ ৷

৫০ ৷ ইন্দ্রের প্রসাদ ইন্দ্রপুরী ৷

৫১ ৷ প্রজ্ঞাবান অর্থে ৷

৫২ ৷ ছদ্মবেশধারী ৷

৫৩ ৷ যিনি অল্পে সন্তুষ্ট হন মহাদেব ৷

৫৪ ৷ এ কবিতর উপাদান মহাভারতের আখ্যান থেকে লওয়া ৷

৫৫ ৷ ঝটিকাসংকুল ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.