![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
মুসলমানদের কাঁচশিল্পের ক্রমবিকাশ
সপ্তম শতাব্দীর মুসলিম বিজয়ের পর থেকে কাঁচশিল্প বিস্তৃতি লাভ করে প্রায় দুই সহস্রাব্দব্যাপী মিশর এবং পশ্চিম এশিয়া জুড়ে ৷ নানান রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় প্রতিকুলতা ও পরিবর্তন সত্ত্বেও কাঁচশিল্পিীরা তাদের শিল্প চর্চা ও ব্যবসা চালিয়ে যান ৷
পূর্বে থেকে বিভিন্ন মা্ধ্যম ও স্টাইলের অনুশীলন ছাড়াও বাইজ্যানটাইন এবং সাসানিয়ান সামাজ্যের স্টাইলের অনুসরণ ও সংযুক্তি হতে থাকে ৷যার মধ্যে অন্যতম কাচ বাষ্পায়ন বিভিন্ন মাটির ব্যবহার বিভিন্ন আসবাবপত্রের সাথে কাচের ব্যবহার ৷
বাইজ্যানটাইন সামাজ্যের স্টাইল (খ্রিস্টপূর্ব ৩৩০-১৪৫৩)
সাসানিয়ান সামাজ্যের স্টাইল (খ্রিস্টাব্দ ২২৪-৬৫১)
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/161300/small/?token_id=4d6b85ecc16f0f56b082e56b0845850b
সপ্তম শতক থেকে চৌদ্দ শতক পর্যন্ত ননান নতুন নতুন স্টাইল আবিস্কার ও পরিমার্জন-পরিবর্তিত পাত্র-আসবাব হতে থাকে যার মধ্যে কিনারা-সংযুক্তি ও বিভিন্ন পদার্থের সংমিশ্রণ উল্লেখযোগ্য দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র যা বিশ্বব্যাপী আজও অনুকরন হয়ে আসছে সোনার ও রূপার তৈরী কিনারা অন্যতম ৷
তৎকালীন সুলতানের রুচি অনুসৃত ব্যতীতও অনেক পন্য তৈরী হতে থাকে বিভিন্ন সময় ৷ এসময় ইসলামিক ভাবধারায় কিছু নতুন স্টাইল হয় যার মধ্যে undecorated blown vessels থেকে মোজাইক গ্লাস থেকে mosaic glass to mold-blown, hot-worked, cut and engraved, and painted objects যা ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ও বিশ্ববিখ্যাত হয় ৷ যার ঐতিহাসিক গবেষণা আজও চলছে বিভিন্ন কনটেস্টে ৷রঙ-রূপ-আকৃতি-কৌশল-ভিন্নতা দিয়ে এই শিল্পীরা বিশ্বব্যাপী সাধারণ বস্তু থেকে অসাধারণ রূপান্তর ঘটিয়ে চমক দিয়ে আসছে ৷যা প্রাচীন এক শিল্পের অনবদ্য ধারাবাহিকতা ৷
undecorated blown vessels
mosaic glass
mold-blown
hot-worked
cut and engraved
painted objects
প্রত্নতাত্ত্বিক Excavations
বৈজ্ঞানিক excavations ইতিহাস , শিল্প, স্থাপত্য, নগর পরিকল্পনা , এবং একটি নির্দিষ্ট সাইটের দৈনন্দিন জীবনের একটি ভাল বোঝার জন্য অত্যন্ত মূল্যবান . বস্তুগত সংস্কৃতির নিরিখে কাচের বস্তু এবং টুকরা ব্যাপক আকার এর বিভিন্ন, রং, এবং বিশ্লেষণের জন্য প্রসাধন নৈবেদ্য , শুধুমাত্র সবচেয়ে ইসলামী সাইটগুলো থেকে মৃত্শিল্প করার পরিমাণ মধ্যে দ্বিতীয় হয় ৷
নৃ-তাত্তিক খনন ও গবেষণা
৩টি বিখ্যাত ইসলামিক কাচ-শিল্পের খননকৃত স্থান হলো মিশরের ফুছতাত(প্রাচীন কায়রো) ইরাকের সামারা ও উত্তর ইরানের নিশাহপুর ৷
আরোও বিস্তারিত বর্ণনা পোষ্ট করার আগ্রহ রইল পরবর্তীতে ৷
কৃতজ্ঞতাঃ
অনর্জাল ও
আর্টিকেল অব Carboni, Stefano, and Qamar Adamjee. . In Heilbrunn Timeline of Art History. New York
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ৷ সময় ও সুযোগ পেলে আরও বিস্তারিত লিখার ইচ্ছা রইল ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার পোস্ট। ছবিগুলোও সুন্দর। তবে লোড হতে বেশ সময় নেয়।
পরবর্তী পোস্টের অপেক্ষায়।
শুভেচ্ছা রইল।