![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
ক্ষমা করো হে কবি নজরুল
-মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
বিদ্রোহী কবি নজরুল তুমি আছ ,
প্রানের মনি কোঠায় ,তরুণ তরুনীর ভালবাসায়
,খোদার প্রেমে ,নবীর প্রেমে ,
ঈদের খুশিতে, অন্যায়ের প্রতিবাদে
তুমি আছ তুমি থাকবে চির কাল ।
হে কবি নজরুল ,
লিখেছো কবিতা ,লিখেছো গান ,সবাই শুনছে ,
শুনবে যুগের পর যুগ হয়ে ব্যাকুল।
গেয়েছ গান, গেয়েছ রঙ সঙ্গীত ,
লেখায় আর গানে কবিতায় স্লোগানে ,
নাড়িয়েছ ইংরেজের ভিত।
অনুপ্রেরণা তুমি আমার কবিতার ,
কবিতায় হই বিদ্রোহী ,
রাস্তায় ,মাঠে-ময়দানে পারি না,
কলমে অন্যায়ের প্রতিবাদ করি।
শিখিয়েছ প্রেম, শিখিয়েছ ভালবাসা ,
বেসেছিলে ভালো এ দেশেকে,
ক্ষমা করো গুরু ,ক্ষমা কর কবি ,
যোগ্য সম্মান দিতে পারি নাই তোমারে।
জেলে থাকিয়া করিয়াছ প্রতিবাদ, লেখা আর গানে ,
অস্ত্র হাতে লড়িয়াছ সমরাঙ্গনে।
ইংরেজ বেনিয়া বুজেছিলো রুখতে হবে তোমারে ,
রেখেছিলো ষড়যন্ত্রের জালে বাঁধিয়া
ছিলে যে কটি বছর নির্বাক !
তোমার লেখা থেকে বঞ্চিত জাতি,
রাজনীতির আবর্তে আজো খাচ্ছে ঘুরপাক।
ইসলামী সঙ্গীতে আল্লাহর গুন গান নবীর মহিমা ,
করিয়াছ বর্ণনা সুরে তালে মিলাইয়া,
কৃতজ্ঞ আমি তোমার কাছে গুরু ,ভাষা জ্ঞান নাই ,
ব্যাকরণ জানিনা , লিখি পদ্য , লিখি গদ্য লাজ শরম রাখিয়া!
পর পারে দেখা হবে হয়তো ,কবিতা লিখি আমি,
তোমারি ভক্ত তাই বলিয়া ,হে কবি লিখেছিলে সাম্যের গান ,
গেয়েছিলে প্রেমের কবিতা ,
তুমি আছ সদা জগ্রত তোমার কবিতায় কবিতার পংতি মালায়
বেঁচে আছো গানে ,থাকবে কোটি মানুষের হৃদয়ে
যতদিন রবে এই পৃথিবী।
হে কবি নজরুল ক্ষমা করো ,
আমাদের মাঝে আজো হচ্ছে না সাম্যের বন্ধন,
নেই সৌহার্দ ,নেই সম্প্রীতি।
আমাদের শিশু কন্যা হচ্ছে ধর্ষিতা, সন্তার্স চাঁদা বাজি লুট
ক্ষমতার দাপট ,অহংকার ছেয়ে গেছে হৃদয়ের মাঝে।
ময়লা স্তুপে পাওয়া যায় পঁচা লাশ,হাড় ,কঙ্কাল,মাথার খুলি ,
হে কবি ক্ষমা করো ,
তোমার কবিতার মুল্য দিতে পারি নি বলে,
তোমার গানের মর্ম কথা হৃদয়ে লালন করতে পারিনি বলে
ক্ষমা করো “হে কবি নজরুল”।
সিঙ্গাপুর।
২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে লেখাটি।
++++
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৬
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ