![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
মাহমুদুর রহমানকে আটক করা হয়েছে ধর্মীয় উষ্কানী ও স্কাইপিতে বিচারকরের কথোপকথন প্রকাশ করার অভিযোগে।কাবা ঘরের গিলাফ পরিবর্তনের সামনে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে মানববন্ধন।যা কল্পনাপ্রসূত।দৈনিক আমারদের দেশ পত্রিকায় ব্লগারদের নাস্তিক হিসাবে উপস্থাপন।নাস্তিক আস্তিক নতূন করে মানুষের নিকট পরিচয় করে দিয়ে দ্বন্দে উষ্কে দেয়া।মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা।খোঁচা দিয়ে নাস্তিক আস্তিক দ্বন্দে উষ্ক দেয়া যার অভ্যন্তরে ছিলো যুদ্ধাপরাধীদের মুক্তি।মাহমুদুর রহমানের দাবী স্কাইপির কথোপকথন ছিলো দ্য ইকোনমিস্টের অনুবাদ।সর্বোপরিভাবে মাহমুদুর রহমানের উপর আনিত অভিযোগ সুনির্দিষ্ট।
অপরদিকে আটকক্ৃত চার ব্লগারের উপর কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই।সন্দেহমূলকভাবে ৫৪ ধারায় আটক দেখনো হয় তাদের।অতি শীঘ্রই তাদের উপর প্রযুক্তি ও তথ্য আইনে মামলা করা হবে।( সোর্স লিংক)
Click This Link
যুগের পর যুগ শুধু ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ক্ষমতা স্বেচ্ছারিতভাবে প্রয়োগ হয়ে আসছে।১৮৯৮ সালে ব্ৃটিশ বিরোধী গণ আন্দোলন থামাতেই ইংরেজরা সর্ব প্রথম এই আইন তৈরি করে।পুলিশকে ৯ টি কারনে এ ধারায় গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে।ক্ষমতার অপব্যভার রোধকল্পে উপমহাদেশের বিভন্ন আদালতের মতো বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগও সুনির্দিষ্ট গাইড লাইন দিয়েছে।
মাহমুদুর রহমানকে অনেক আগেই গ্রেপ্তার করা হলে বাংলাদেশ গত এপ্রিলের হেফাজতে ইসলামের সাম্প্রদায়িকতার রোষানলে পরতে হতো না।ধর্মীয় উষ্কানি ও স্কাইপির কথোপকথন অনেক আগের প্রমানিত ঘটনা।দেরিতে আটক করা কি বর্তমান সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নয়?
যতদূর শোনা যায় নারী নীতি বাতিলের দাবিতে ২০১০ সালের এপ্রিলে গঠিত হয় হেফাজতে ইসলাম।যার মধ্যে বি এন পি নেত্ৃত্বাধীন পাঁচটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট (আমিনী), খেলাফলে মজলিশ (ইসহাক), জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি , বি এন পি জামাত জোটের শরিক রয়েছে।
হেফাজতের লং মার্চে নাস্তিক ব্লগারদের ফাঁসি চাওয়া হয়।অথচ তাদের উপর আনিত কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই।
তাহলে বলা যায় সরকার আমার দেশ পত্রিকার উষ্কানিতে প্রলুদ্ধ হয়ে ব্লগারদের আটক করে প্রমান করতে চায় তারা নাস্তিক বিরোধী সাম্প্রদায়িক দল।
সরকার,আমার দেশ পত্রিকা ও হেফাজতে ইসলামের মধ্য কোন পার্থক্য নেই।তাদের উদ্দেশ্য ও দাবি একই রকম।প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্লগারদের গিনিপিগ করে ক্ষমতায় যাবার প্রচেষ্টা।
©somewhere in net ltd.