নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র দেখলাম, "লোকজন বঙ্গবন্ধুকে পাগলের মত ভালবেসেছে "

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান নিয়ে প্রণব সাহার গবেষণা ও পরিচালনায় প্রামাণ্যচিত্র দেখলাম। অসাধারণ সব তথ্য আর ফুটেজ। অনেক অজানা অজানা তথ্য।



শেখ মুজিব চার্চিলের কথা বললেন, তাকে তার ভালো লাগতো।

ছোট বেলায় স্কুলে পড়ার সময় দুই বন্ধু মিলে ক্লাস ক্যাপ্টেন হতে চাওয়াতে স্কুল শিক্ষক দুজনকেই ক্যাপ্টেন বানিয়ে দিয়ে বলেন, এটাই গণতন্ত্র, সবার সমান অধিকার। শেখ মুজিব স্মৃতিচারণে এই ঘটনা উল্লেখ করে বলেন, এখান থেকেই তার গণতন্ত্র পাকাপাকি ভাবে মাথায় গেঁথে যায়। শৈশবের বেড়ে উঠা,পূজা প্লাবন ইত্যাদি তার অসাম্প্রদায়িকতার চেতনাকে শানিত করে।

ছয় দফা দাবি, তাতকালীন সময়ের মানুষদের বঙ্গবন্ধু নিয়ে দেশ নিয়ে যে স্লোগান, তা এক কথায় শিহরন জাগানোর মত।

বারবার শিহরিত হইছি। রাজপথে নারীদের দেশ মুক্তির দাবিতে মিছিল।

মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে সবাইকে একাত্মা করার জন্য তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব বলে যখন সমস্বরে স্লোগান দিচ্ছিলো, কি বলবো? তাদের জয় বাংলা, জয় বাংলা ধ্বনি, কি বলবো! না দেখা পর্যন্ত কোন উপলব্ধি বোঝানো যাবেনা। অস্থায়ী সরকার গঠনের সময়কার প্রামাণ্য ফুটেজ! পৃথিবীতে এমন বিরল সরকার ব্যবস্থার শপথ গ্রহন,যেখানে কুলি, মজুর কৃষক,সাংবাদিক, বুদ্ধিজীবী সবার উপস্থিতি!!! যখন সরকার থেকে সাধারণ জনগণের একই চাওয়া মুক্তি একাত্ম ঘোষনা হয়ে যায়, পৃথিবীর সেরা সরকার ব্যবস্থার অস্থায়ী সরকার শপথ নেয়।

অনেক ইফেক্টিভ ভাষণ, কোন দিন দেখাই হতোনা।



শেখ মুজিবুর রহমানের বিদেশী সাংবাদিকের কাছে দেয়া ইন্টারভিউ এর ফুটেজ। কথোপকথন, পাট আছে, শ্রম আছে, জমি আছে, মাছ আছে দেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় তার বক্তব্যে ।



লোকজন সব পাগলের মত শেখ মুজিবকে ভালবেসেছে,রাস্তাঘাট, গ্রাম মহল্লা, লোকালয়, স্কুল সব যায়গা। একজন মানুষ ঘিরে সবার আকাংখা, মূর্ত প্রতীক হয়ে রাজনীতিক কবি তার কবিতায় মানুষ মুক্তির কথা বারবার ভাষণে ব্যক্ত করলেন।

প্রামাণ্য ফুটেজে যা না দেখে উপলব্ধি করা সম্ভব না।

অনেক কথাই থেকে যাচ্ছে।কর্নেল ফারুকের বিদেশী সাংবাদিকের সাথে ইন্টারভিউ যেখান মুজিব কে হত্যা করার কারণ, কেন ইত্যাদি স্পটতা চলে আসে। প্রামাণ্যচিত্রটি না দেখে কিছুই উপলব্ধি করা সম্ভব না।



শেখ মুজিব তার জীবনের শেষ ভাষণ টা বার বার মনে আসতেছে -

শেখ মুজিব বার বার পেশাজীবীদের দাম্ভিকতা নিয়ে কথা বলতেছিলেন, আইছি, আমি ডাক্তারি পাশ করে আইছি, আমি উকিল হইছি...

তিনি বলতেছিলেন, শ্রমিকদের শ্রমের কারণে আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ইত্যাদি পাশ করছেন, শিক্ষিত হয়েছেন হবেন, আপনারা তাদের সেবায় নিয়োজিত, আপনাদের দাম্ভিকতার কিছু নেই। সকল কিছুর পিছনে শ্রমিকের হাত, শ্রমিকের মজুর....



অসাধারণ সব তথ্য ও প্রামাণ্য ফুটেজ না দেখা পর্যন্ত অনেক কিছুই অদেখা থেকে যায়, অনেক কিছুই

উপলব্ধি করা সম্ভব হয়ে উঠে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:১০

কলাবাগান১ বলেছেন: কোথায় দেখতে পারা যাবে। ইউটিউবে কি আছে?

এত কিছু করার পরও ব্লগে কিছু উঠতি রাজাকার বান্ধব লোকজন উনাকে নিয়ে তামাসা করার ও সাহস দেখায়

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

খাটাস বলেছেন: সুন্দর। লিঙ্ক টা দিলে ভাল হয়।
@ কলাবাগান ভাই, পৃথিবীতে ঈশ্বর, আল্লাহ, যিশু, মোহাম্মদ, মুসা, রাধা- কৃষ্ণ, শিব, বুদ্ধ, লিঙ্কন, স্টালিন, মার্ক্স সবাইকে নিয়েই হাসি তামাসা হয়, সেখানে জিয়া, মুজিব কোন সর্বজন প্রমাণিত ঐশী বানী নিয়ে আসেন নি যে তাদের নিয়ে কিছু বলা যাবে না।
তবে হ্যাঁ জামাত পন্থি শিশু রাজাকারের মুজিব বিরোধিতা অধিকাংশ ক্ষেত্রেই মউদুদি প্রেমের বহিঃপ্রকাশ বলে মনে হয়। আমি অন্তত যত দূর দেখেছি, তাই বিশ্বাস করি।
মত আর বিশ্বাস সব সময় এক হয় না। মত আর বিশ্বাস প্রাপ্ত তথ্যের ওপরেই গড়ে ওঠে। তাই তথ্য আদান প্রদানের চর্চা বরাবরই সাধুবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: মানুষ বড়ই অদ্ভুত। যখন কোন মানুষের মধ্যে নিজের স্বপ্নের বাস্তবায়নের ইশারা দেখে, তখন তাকে পাগলের মত ভালবাসে - আবার সেই মানুষটাই যখন জ্বালিয়ে পুড়িয়ে হাড় কয়লা করে দেয়, নিজের কুলাঙ্গার ছেলেমেয়েদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় তোলে, তখন সপরিবারের হত্যা করে রাস্তায় আনন্দ মিছিল বের করে, লাশ বুড়িগঙ্গায় ফেলে দিতে চায়।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

জাহিদ ১৯৯ বলেছেন: লিংক আছে কিনা আপাতত জানিনা।
আমি টেলিভিশনে দেখছি। কারও
ব্যক্তিগত সংগ্রহে থাকলে অবশ্যই
জানাবো। তবে বাংলাদেশ চলচ্চিত্র
উন্নয়ন কর্পোরেশন এর
তত্ত্বাবধানে নির্মিত, তথ্যমন্ত্রণালয়,
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বিটিভির
আর্কাইভে পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.