নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

লেখক মাত্রই অহংকারী

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫



ঘড়ির কাটা টিক টিক করে রাত বারোটা বাজবে আর অল্প কিছুক্ষণ পরেই।
শুরু হবে ১৯শে জুলাই ।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী ।
হুমায়ূন আহমেদকে নিয়ে আমি এর আগে কখনো কোন ইতিবাচক কথা বলিনি। তার কিছুসংখ্যক লেখা ভাল লেগেছিল এবং অধিকাংশই ভাল লাগেনি। যাক, সেসব কথা না।
হুমায়ূন আহমেদ মূলত মানহীন লেখাগুলো লিখতে শুরু করেন প্রকাশকদের চাপে পড়েই।
পাঠক ডিমান্ড থেকেই তার ঐ অখাদ্য লেখাগুলোর জন্ম হয়েছিল। সেজন্য পাঠক হিসেবে আপনারা যারা হুমায়ূন ভক্ত তারাও কোন অংশে কম দায়ী না। আপনারা মিসির আলী-মিসির আলী, হিমু-হিমু বলে চিল্লাপাল্লা করে করে প্রকাশকদের মাথা খেয়েছেন আর প্রকাশক খেয়েছে লেখকের মাথা । ফরমায়েশি লেখার মান যে ভাল হবে না সেটা তো জানা কথাই।


আমি হুমায়ূনকে লেখক হিসেবে বিচার করতে চাই তার সমগ্র লেখার মধ্য দিয়েই। জনপ্রিয়তা পেতে হলে এবং তা ধরে রাখতে হলে মাসে তিনটা করে উপন্যাসের জন্ম দিতে হবে এমন কোন কথা নেই।
নাম বলছি না, অনেক কবি-লেখকের পুস্তকের সংখ্যা কম কিন্তু গুণগত মান ও পাঠক রেটিং এ তারা হুমায়ূন থেক এগিয়েই আছে।
অন্যদিকে হুমায়ূন আহমেদ একা অনেক কিছুই করেছেন। গান লেখা, সিনেমা বানানো, উপন্যাস লেখা, থ্রিলার লেখা সবকিছুই করেছেন তিনি। তার প্রথমদিকের উপন্যাসগুলো ছিল যথারীতি বেশ উচ্চ সাহিত্য মানের। তার কিছু কিছু গান সত্যি অসাধারণ। কেউ কেউ তামাশা করে বলে থাকেন যে, আর অল্প কিছুদিন যদি হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেন তাহলে হয়ত বাংলা গানের জগতে "হুমায়ূন সংগীত" নামে বিশেষ গানের দেখা মিলত ।

তার শেষ দিকের গল্প-উপন্যাসের ভক্ত না হলেও তার গান ও সিনেমার আমি বেশ ভক্ত।
বাংলা সাহিত্যে তাই তার অবদানকে খাট করে দেখার কোন সুযোগ নেই। তিনি বাঙ্গালীকে বই কিনতে ও বই পড়তে উৎসাহী ও প্রভাবিত করেছেন।
এই লোকটার অবদান তাই অস্বীকার করার কোন সুযোগ নেই।


মৃত্যু দিবসে কামনা, হুমায়ূন ভক্তরা বেঁচে থাকুক চিরকাল, তবে তারা যেন শুধুমাত্র হুমায়ূন সাহিত্যের মাঝেই বেঁচে না থাকে।

হুমায়ূন আহমেদের উক্তিগুলোর মধ্যে আমার প্রিয় উক্তি -
[উক্তিটা ঠিক কি ছিল হুবহু মনে নেই]
তবে ভাবার্থঃ "লেখক মাত্রই অহংকারী"


ছবিঃ গুগল

১৮ জুলাই ২০১৭

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



ব্লগের বেলায়, "লেখক মানেই কমেন্টের প্র‌তাসী"

২০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫২

জাহিদ অনিক বলেছেন: সে তো অবশ্যই । মানুষ চায় সবাই তাকে নিয়ে কথা বলুক ।

২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হুমায়ুন আহমদ তার পাঠককে তার পুস্তকে ধরে রাখতে পারতেন।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন: একদম ঠিক । তবে আপনার এই মন্তব্যের দুইটা কথা বেশ জরুরী, এক) তার পাঠককে এবং ২) তার পুস্তকে

৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: পাঠক ডিমান্ড থেকেই তার ঐ অখাদ্য লেখাগুলোর জন্ম হয়েছিল।
হুমায়ুন আহমেদের কোনো লেখাই অখাদ্য নয়, উনার সব লেখাতেই কিছু না কিছু শেখার আছেই। আপনি মিসির আলি ভালো করে কোনোদিন পড়েন নি। আগে পড়ুন তারপর কথা বলুন। মিসির আলি মূলত লজিক্যাল থিওরি এর উপর ভিত্তি করে লেখা কোনো ভোগাস কথা বার্তা নিয়ে লেখা নয়।
জোছনা ও জননীর গল্প, ফাউন্টেনপেন, ম্যাজিক মুনশী পড়েছেন। বোধহয় না।
উনার সায়েন্স ফিকশন ধর্মী লেখা, "মানবী" বইটা পড়েছেন। পড়ে দেখবেন।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০১

জাহিদ অনিক বলেছেন: ১)হুমায়ুন আহমেদের কোনো লেখাই অখাদ্য নয়- একমত নই ।
২)উনার সব লেখাতেই কিছু না কিছু শেখার আছেই- আমি তার অনেক লেখায় শেখার মত কিছুই পাই নি
৩) আপনি মিসির আলি ভালো করে কোনোদিন পড়েন নি- পড়েছি এবং ভাল লাগে নি । লেখক মিসির আলীর মধ্যেও একটা চমক রাখতে চেয়েছেন সর্বদা। এত চমক আমি পাঠক হিসেবে নিতে পারি নি ।
৪) জোছনা ও জননীর গল্প, ফাউন্টেনপেন, ম্যাজিক মুনশী পড়েছেন। বোধহয় না। - কেন মনে হল পড়ি নি! আপনার উল্লেখিত এই বইগুলো পড়েছি। বলেছি তো, তার প্রথম দিকের লেখাগুলো ভাল , অসাধারণ। দেয়াল ও ভাল করেছেন । বেশ ভাল করেছেন।
আপনার নিশ্চয়ই আনিসুল হকের মা বইটাও ভাল লাগবে ! লাগার কথা !

উনার সায়েন্স ফিকশন ধর্মী লেখা, "মানবী" বইটা পড়েছেন। পড়ে দেখবেন। - ইচ্ছে নেই বাংলাদেশী কোন লেখকের সায়েন্স ফিকশন পড়া আর হলিউড মুভির তামিল লেলেগু রিমেক দেখা একই কথা ।

আপনাকে অনেকগুলো কঠিন কথা বলে ফেলেছি । দুঃখিত । আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক এর নামে এত কিছু বলা উচিত হয় নি । আন্তরিকভাবে দুঃখিত ।

পীরের মুরিদ হয়ে যাব কেন ? পীরের পানিতে পেট ব্যথা ভাল হলেই যে পীর কামিল এমন কোন কথা নেই । পেট ব্যথা এমনি এম্নিতেও সুস্থ্য হতে পারে ।

৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুমায়ূন আহমেদ অত্যন্ত মেধাবী লেখক ছিলেন। তবে 'লেখক মাত্রই অহংকারী' এই কথার সাথে আমি একমত নই। কোন কোন লেখক অহংকারী।


ধন্যবাদ ভাই জাহিদ অনিক।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৫

জাহিদ অনিক বলেছেন: হুমায়ূন আহমেদ অত্যন্ত মেধাবী লেখক ছিলেন । একদম ঠিক কথা । উনি অবশ্যই মেধাবী ছিলেন। সে জন্যই উনি প্রথমে উপন্যাস লিখেছেন এবং পরে পাঠক তৈরী করতে পেরেছেন । পাঠক তৈরী হয়ে যাওয়ার পরে তাকে আর তেমন কিছুই ভেবেচিন্তে লিখতে হয় নি ।

লেখক মাত্রই অহংকারী- হুমায়ূন আহমেদ এই কথা দিয়ে কি বুঝাতে চেয়েছেন জানি না । তনে তার বলা প্রিয় উক্তিগুলোর মধ্যে এটা আমার সবথেকে প্রিয় । দেখুন, আপনার ছেলে যদি ভাল কোন কাজ করে, আপনার কিছুটা গর্ব হবে । সমাজে আপনি কিছুটা বুক ফুলিয়ে চলবেন। লেখকের সন্তান তার লেখা । হয়ত এই অর্থেই বলেছিলেন ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবুহেনা ভাই। আপনার মন্তব্য পাওয়া একটা বিশেষ কিছু ।

৫| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আমারও ভাই অনেকের লেখা ভালো লাগে না, তবে আপনি পোস্টে যেভাবে লিখেছেন সেভাবে আমি কোনদিন লেখিনা।
ভালো না লাগতেই পারে কিন্তু আপনার এভাবে বলা ঠিক না।

হুমায়ুন আহমেদ স্যার সাহিত্যে বিপ্লব ঘটিয়েছে। কারও ঘরে কোনো আউট বুক না থাকলেও হুমায়ুন আহমেদ এর বই পাওয়া যাবেই।

মৃত্যু দিবসে কামনা, হুমায়ূন ভক্তরা বেঁচে থাকুক চিরকাল, তবে তারা যেন শুধুমাত্র হুমায়ূন সাহিত্যের মাঝেই বেঁচে না থাকে।
আর ভাই, উনার ভক্তরা উনার সাহিত্যের মাঝে বেঁচে থাকবে কি না সেটা আপনার বললেও চলবে।

স্যারের মত জ্ঞানী মানুষ শতকে খুব খুব কমই জন্মায়।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৮

জাহিদ অনিক বলেছেন: মৃত্যু দিবসে কামনা, হুমায়ূন ভক্তরা বেঁচে থাকুক চিরকাল, তবে তারা যেন শুধুমাত্র হুমায়ূন সাহিত্যের মাঝেই বেঁচে না থাকে। - আমি আপনাকে বুঝাতে পারি নি ভাই ।

তার পাঠকেরা কেবল তার লেখাতেই যেন মজে না থাকে , তারা যেন অন্যদের বইও পড়ে সেটাই বলতে চেয়েছিলাম । অধিকাংশ দের আমি দেখেছি তারা কেবল ও একমাত্র হুমায়ূন আহমদের বই দিয়েই পড়া শুরু করেছে। আর কারো বই কোনদিন ছুঁয়েও দেখে নি ।

৬| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হুমায়ূন আহমেদ তার সময়ে বাংলা সাহিত্য কে নাড়া দিতে পেরেছিলেন।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৮

জাহিদ অনিক বলেছেন: জ্বি অবশ্যই পেরেছিলেন শাহাদাৎ ভাই ।

ধন্যবাদ

৭| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

আলপনা তালুকদার বলেছেন: আমি হুমায়ূনের একজন ভক্ত। আমার কাছে তাঁর যে গুণটা সবচেয়ে বেশী ভাল লাগতো বা এখনো লাগে তা হলো, অত্যন্ত সাবলীলভাবে অতি তুচ্ছ ঘটনাকে অসামান্য করে তুলতে পারা, অবিশ্বাস্য কোন ঘটনাকে বিশ্বাস করাতে পারা, খুব সহজে পাঠককে তাঁর গল্পের মাঝে আটকে রাখতে পারা, যে কারণে তাঁকে কথার যাদুকর বলা হয়।। বাকের ভায়ের ফাঁসি রদ করার জন্য লোকে মিছিল করেছে, যেটা আর কোন লেখকের বেলায় ঘটেনি। তাঁর কিছু লেখা অসাধারণ, কালজয়ী। সব মাধ্যমেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। এ কারণেই তিনি এদেশের মানুষের মনে বেঁচে থাকবেন দীর্ঘদিন।

তাঁর জন্য দোয়া।
আমি হুমায়ূনের একজন ভক্ত। আমার কাছে তাঁর যে গুণটা সবচেয়ে বেশী ভাল লাগতো বা এখনো লাগে তা হলো, অত্যন্ত সাবলীলভাবে অতি তুচ্ছ ঘটনাকে অসামান্য করে তুলতে পারা, অবিশ্বাস্য কোন ঘটনাকে বিশ্বাস করাতে পারা, খুব সহজে পাঠককে তাঁর গল্পের মাঝে আটকে রাখতে পারা, যে কারণে তাঁকে কথার যাদুকর বলা হয়।। বাকের ভায়ের ফাঁসি রদ করার জন্য লোকে মিছিল করেছে, যেটা আর কোন লেখকের বেলায় ঘটেনি। তাঁর কিছু লেখা অসাধারণ, কালজয়ী। সব মাধ্যমেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। এ কারণেই তিনি এদেশের মানুষের মনে বেঁচে থাকবেন দীর্ঘদিন।

তাঁর জন্য দোয়া।


২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

"কোথাও কেউ নেই" - এটা সত্যি একটা কালজয়ী টিভি ধারাবাহিক নাটক ।

৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৩

বাকরখানি বলেছেন: হুমায়ূনের নামটা দেক্লেই কয়েকজনের গায়ে আগুন ধৈড়া যায়। কারণটা কি সেইটা বুঝা কঠিন না।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১০

জাহিদ অনিক বলেছেন: তাই নাকি ? একটু বুঝায়ে কন তো !

৯| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন ভাই। কষ্টের দিবস জেনেও লাইক দিয়েছি, কারণ, আপনার লেখার ধরণ আমাকে মুগ্ধ করেছে। আপনি অল্পতেই সম্পূর্ণ লেখককে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আলোচনার সাথে সামান্য সমালোচনা বা সমালোচনার সাথে সামান্য আলোচনা সবসময়ই যেকোনো আলোচনা বা সমালোচনার মান বাড়িয়ে দেয়। আপনি তা করতে পেরেছেন। শুভেচ্ছা আপনাকে।

প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধাঞ্জলি।


লেখক মাত্রই অহংকারী' কথাটা কতটা সত্য তা আমি আনদাজ করতে পারছিনা!!

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১১

জাহিদ অনিক বলেছেন: লেখক মাত্রই অহংকারী- হুমায়ূন আহমেদ এই কথা দিয়ে কি বুঝাতে চেয়েছেন জানি না । তনে তার বলা প্রিয় উক্তিগুলোর মধ্যে এটা আমার সবথেকে প্রিয় । দেখুন, আপনার ছেলে যদি ভাল কোন কাজ করে, আপনার কিছুটা গর্ব হবে । সমাজে আপনি কিছুটা বুক ফুলিয়ে চলবেন। লেখকের সন্তান তার লেখা । হয়ত এই অর্থেই বলেছিলেন ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি

১০| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৫২

জগাখিচুড়ি! বলেছেন: আমিও হুমায়ূনের একজন ভক্ত। খুব ভালো মন্তব্য জন্য "ধ্রুবক আলো" ভাইকে ধন্যবাদ! হুমায়ূন আহমেদের স্যারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্য দোয়া।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১১

জাহিদ অনিক বলেছেন: বাহ । ধ্রুবক ভাই'কে প্রতিমন্তব্য করেছি । সেগুলো একটু কষ্ট করে দেখে নিবেন ।

১১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৯

উম্মে সায়মা বলেছেন: আমি হুমায়ূন আহমেদের লেখার একজন বিশেষ ভক্ত। হ্যাঁ এটা মানি কিছু কিছু উপন্যাসের মান একটু খারাপ হয়ে গিয়েছিল। তাতে আপনার যুক্তির সাথে সহমত। তাছাড়া একজন লেখকের সব লেখা ভালো হবে তা তো না। তবে উনার কিছু উপন্যাস অসাধারণ। মিসির আলীর সবগুলোই ভালো। 'মধ্যাহ্ন' পড়েছেন? পড়ে দেখতে পারেন। উনার ব্যাপারে চিন্তাভাবনা বদলে যেতে পারে।
আর 'লেখকমাত্রই অহংকারী' এ কথার সাথে একমত নই। :|| কেউ কেউ হতে পারে।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৪

জাহিদ অনিক বলেছেন: 'মধ্যাহ্ন' পড়েছেন? পড়ি নি । পড়ে দেখব । দেখা গেল সেটা অসাধারণ হয়ে গেল । তাতে কি হবে ?

আপনি নিজেই তো স্বীকার করেছেন, হ্যাঁ এটা মানি কিছু কিছু উপন্যাসের মান একটু খারাপ হয়ে গিয়েছিল।

আমি আমার পোষ্টের কোথাও লিখি নাই হুমায়ূন আহমেদের সব লেখাই ভাল না । আমি তার প্রথম দিকের লেখার ভূয়সী প্রশংসা করেছি ।


লেখক মাত্রই অহংকারী- হুমায়ূন আহমেদ এই কথা দিয়ে কি বুঝাতে চেয়েছেন জানি না । তনে তার বলা প্রিয় উক্তিগুলোর মধ্যে এটা আমার সবথেকে প্রিয় । দেখুন, আপনার ছেলে যদি ভাল কোন কাজ করে, আপনার কিছুটা গর্ব হবে । সমাজে আপনি কিছুটা বুক ফুলিয়ে চলবেন। লেখকের সন্তান তার লেখা । হয়ত এই অর্থেই বলেছিলেন ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা

১২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৫

গেম চেঞ্জার বলেছেন: হুমায়ূন আহমেদকে নিয়ে আমি এর আগে কখনো কোন ইতিবাচক কথা বলিনি। তার কিছুসংখ্যক লেখা ভাল লেগেছিল এবং অধিকাংশই ভাল লাগেনি। যাক, সেসব কথা না।
হুমায়ূন আহমেদ মূলত মানহীন লেখাগুলো লিখতে শুরু করেন প্রকাশকদের চাপে পড়েই।
পাঠক ডিমান্ড থেকেই তার ঐ অখাদ্য লেখাগুলোর জন্ম হয়েছিল। সেজন্য পাঠক হিসেবে আপনারা যারা হুমায়ূন ভক্ত তারাও কোন অংশে কম দায়ী না।

এই ব্যাপারটায় আমার যথেষ্ট আপত্তি আছে। আমি উনার কোন লেখা পড়ে কোনদিন হতাশ হইনি, লেখার মান বিবেচনা করে সেটা তো অবশ্যই! উনার চালু করে যাওয়া নতুন ধারাটার সাথে পরিচিত না হলে এমনটি হতে পারে। জানি না, হুমায়ুন আহমেদের কি কি পড়েছেন আপনি।

আফটার অল ভাল লাগল না লেখাটা।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৫

জাহিদ অনিক বলেছেন: এই ব্যাপারটায় আমার যথেষ্ট আপত্তি আছে। আমি উনার কোন লেখা পড়ে কোনদিন হতাশ হইনি - আমি কয়েকবার হয়েছি।

১৩| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: গেমু ভাইয়ের সাথে আমিও একমত।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৬

জাহিদ অনিক বলেছেন: ওহ, আচ্ছা ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আজ হুমায়ূন স্যারের মৃত্যুদিবস। রসায়নের মত নিরস বিষয়ের শিক্ষক হয়ে বাংলা সাহিত্যে যথেষ্ট রসের সমাহার ঘটিয়েছেন ।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৬

জাহিদ অনিক বলেছেন: নিশ্চয়ই তার অবদান অস্বীকার করার অর্থ বাংলা সাহিত্যকেই অস্বীকার করা । ধন্যবাদ সেলিম আনোয়ার সাহেব

১৫| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতে পারলাম ভাই, প্রতিউত্তরে কৃতজ্ঞ করলেন।
আমি সেভাবে ভাবি নি।

ভাই, থিম সম্পর্কে আমাকে ছোট করে যদি একটু ধারণা দিতেন তো উপকৃত হবো।

শুভকামনা জানবেন।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই । এই মন্তব্যটা আমি দেখতে পাই নি একদম । দুঃখিত। দুঃখিত ।

আর থিম টিমের দরকার নেই ভাই । ল্যাঠা চুকে গেছে ।

১৬| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী বলেছেন:



ব্লগের বেলায়, "লেখক মানেই কমেন্টের প্র‌তাসী"
B-)

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

জাহিদ অনিক বলেছেন: উনি উনার কমেন্টের মাধ্যমে এপিক হয়েই থাকেন।

১৭| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: লেখকের প্রতি শ্রদ্ধা!

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপু B-)

১৮| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

জেন রসি বলেছেন: হুমায়ূন আহমেদের লেখা আমার ভালো লাগে। এবং বিশেষ করে মিসির আলি এবং হিমুর বই আমি খুব আগ্রহ নিয়েই পড়তাম। ব্যাক্তিগতভাবে আমার কাছে কেন ভালো লাগে তার কারন বা যুক্তিগুলো পাঠক হিসাবে আমার কাছে ক্লিয়ার। তবে তার মানে এই না যে এই একই কারনে সবার ভালো লাগতে হবে। যেমন আপনার লাগেনি। আপনার এই ভালো না লাগার সাথে আমার কোন বিরোধ নেই। বরং স্পষ্ট ভাবে আপনার মতামত তুলে ধরায় পোস্টটা আমার ভালো লেগেছে।



১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেন রসি ভাই ।
আপনার মতামতের জন্য কৃতজ্ঞতা । আমিও ঠিক সেটাই বলতে চেয়েছি একজন লেখককে ভাল লাগা মানে এই নয় যে তার সব লেখাই ভাল লাগতে হবে । কিংবা ভাল না লাগাটা অপরাধ ।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: খুব অল্প কথায় বক্তব্যকে স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছেন। সবাই এটা পারেনা।
ফরমায়েশি লেখার মান যে ভাল হবে না সেটা তো জানা কথাই -- হ্যাঁ, তা তো জানা কথাই। তবুও, কোন লেখক যখন প্রতিষ্ঠা পেতে শুরু করেন, তখন এ ধারাটিই শুরু হয়ে যায়।
তিনি বাঙ্গালীকে বই কিনতে ও বই পড়তে উৎসাহী ও প্রভাবিত করেছেন। - এ কথাটিও সত্য। এ দেশের বাঙালীরা তাঁর বইই প্রথম অন্ধভাবে কেনা শুরু করে।
আমার মনে হয়, যেকোন পরিশ্রমী ও সৃষ্টিশীল মানুষের মনে সৃষ্টির সাফল্যে সচেতনে বা অবচেতনে কম বেশী অহংকার এসে ভর করে থাকে।
২ নং প্রতিমন্তব্যটি তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির পরিচায়ক।
চমৎকার একটা মন্তব্যের জন্য (১৮ নং) জেন রসিকে ধন্যবাদ।
আপনার অন্যান্য পোস্টের তুলনায় এ লেখাটার প্রতিমন্তব্যগুলো বেশ পরিপক্ক মনে হয়েছে। অনেকগুলোই ভাল লেগেছে।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্যটি আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জোগালো । বেশ খুঁটিয়ে পড়েছেন পোষ্ট ও মন্তব্যগুলি । অশেষ কৃতজ্ঞতা।

আপনার অন্যান্য পোস্টের তুলনায় এ লেখাটার প্রতিমন্তব্যগুলো বেশ পরিপক্ক মনে হয়েছে। অনেকগুলোই ভাল লেগেছে। - আমি যখন একজন বিখ্যাত ব্যক্তির সমালোচনা করতে যাব তখন তো নিশ্চয়ই তাঁর ও তার সমর্থকদের কথাও মাথায় রাখবো, তার পরেই লিখব। এবং লেখার পরে কি প্রতিক্রিয়া হতে পারে সে ব্যাপারেও নজর রাখব। মূলত সেই জন্যেই এই পোষ্টটা একটু বিশেষভাবে দেখেছি। বুঝেশুনেই মন্তব্যগুলোর উত্তর দিতে চেষ্টা করেছি।

এটা আপনার চোখে এসেছে জানতে পেরে সত্যি ভাল লাগছে । এটাই তো সত্যিকার ব্লগিং এর আনন্দ।
আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২০| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

এম আর তালুকদার বলেছেন: পোস্টটি ভাল লেগেছে । লেখকের প৾তিউত্তর গুলোর সাথে সহমত।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

জাহিদ অনিক বলেছেন: পোষ্ট ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

লেখকের প্রতিউত্তর গুলোর সাথে সহমত। - ধন্যবাদ ভাই এম আর তালুকদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.