নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু তোমার হাতে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মনিটরে একটা কালো ওয়ালপেপার সাঁটিয়ে দিয়ে
নিজের মুখচ্ছবিটা দেখি নানাভাবে,
নিষ্পাপ চোখদুটো দেখে বড্ড অসহায় লাগে; মায়া লাগে নিজের প্রতি
অনেকটা সময় নিয়ে কেবল নিজেকেই দেখি।
নিজের হাসিটা মন দিয়ে খুব শোনাবার চেষ্টা করি
কি ছিল এই হাসিতে যা খুন করেছিল তোমাকে?
নাহ ধ্যাত ! কিছুই পাই না খুঁজে, ভয়াবহ মিথ্যেবাদী তুমি
আবার হাসি, এবার আকাশ পাতাল কাঁপিয়ে অট্টহাসি দেই; বড্ড বিচ্ছিরি লাগে
আজকের মত এমন বাজে কর্কশ হাসি জীবনেও আমি হাসি নি।


একজোড়া বাদামী উলের মোজা পড়ে পায়চারী করি সারা ঘর
তারা ভরা রাতে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকি,
পূবের ঘরে যেতেই শরীরে বিদ্যুৎ কমে আসে
থরথর করে কাঁপতে থাকে আপন শরীরটা!
রাত দিন ফুরবে খুব দ্রুতই বুঝতে পারি,
যতগুলো কবিতা ছিল মুখস্থ মনে মনে জপতে থাকি।


নিজেকে ভাঁড় সাজিয়ে বেঢপ একটা ক্লাউনের পোশাক পড়ে উপস্থিত হই
মাথায় একটা কালো মুখোস পড়িয়ে দেই; ব্যাস ! এবার আমিই যমদূত !
আয়নায় আর দেখতে পাই না নিজেকে।
এটাই মোক্ষম সময়, বিদ্যুৎ চলে গেছে, দুর্দান্ত টাইমিং !
ঘড়িটা বন্ধ করে দিব এখুনি, সময় নেই ওটাতে আর।


আকস্মিক কালো মুখোশের মধ্যে দাঁতে দাঁতে ঝাঁকুনি ওঠে,
খুব ইলিশ ডিমের চচ্চড়ির কথা মনে পড়ে
মনে হল দাঁতের নিচেই ডিমের ঝুরি ভাঙছে !
মনে পড়ে কলমি শাকে চিংড়ি ভাজির কথা,
মুগের ডালের সাথে কাতলা মাছের মোড়া,
আহ! ভীষণ খেতে ইচ্ছে করছে।
মরে গেলে আমার আর এসব খাওয়া হবে না,
ভাবতেই পারি না মরে গেলে আমার আর রাঙ্গামাটি যাওয়াটাই হবে না!


এরকম অজস্র বাহানা বানিয়ে নিজেকে বাঁচিয়ে রাখি আরও কয়েক কোটি বছর,
আবার কোন এক অমাবস্যা রাতে তুমি আমার হাত দুটি খুঁজবে, সেই আশায় আবারো বেঁচে থাকি।
আমি নিশ্চিত, মরার পরে ঠিকই তুমি আমায় পেতে চাইবে
প্রেমের এই অসহ্য কপটতা আর ন্যাকামিটা কিছুতেই আমি সহ্য করতে পারব না।


আমাকে ছাড়া তুমি ভাল থাকবে এটা ভাবতেই পারি না, ভাবলেই পাপে ঘামতে থাকে শরীর ।
কথা না হোক, দেখা না হোক! নাই বা হোক চিঠি চালাচালি !
আমি জানি, বেঁচে আছি এটা শুনতে পেয়েই প্রচণ্ড সুখে থাকবে তুমি
আমি মরে গেছি এই শোক সংবাদ তোমার কাছে পৌঁছাক; চাই না আমি।
নিজেকে নিঃশেষ করার মত এমন বীভৎস কাজ কিছুতেই করতে পারব না,
তোমাকে ভাল বেসে বেসে বড্ড ভীতু আর কাপুরুষ বনে গেছি
নিজেকে যে ভালবেসেছি তোমার থেকেও বড্ড বেশি।


মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


আধুনিক হরমোন-তাড়িত কিশোর কিশোরী, অনলাইনের ও ইয়োইয়ো প্রেমের রাজারাণীদের জন্য পথের দিশা, জীবনের মুল্য বুঝার দীক্ষা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন: যাক আপনার থেকে একটা পজেটিভ মতামত পাওয়া গেল।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাকে ভাল বেসে বেসে বড্ড ভীতু আর কাপুরুষ বনে গেছি
নিজেকে যে ভালবেসেছি তোমার থেকেও বড্ড বেশি।

সাবলীল আবেগে ভাসিয়ে নিয়ে গেলেন কবি!

++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

জাহিদ অনিক বলেছেন: বিদ্রোহী ভৃগু ,

শুভ সন্ধ্যা।
সাবলীল আবেগে ভাসাতে পেরেছি জানতে পেরে খুব খুব ভাল লাগছে।

কৃতজ্ঞতা ভাই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: অসাধারণ ! ++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

জাহিদ অনিক বলেছেন: নীলপরি আপু,

এতগুলা প্লাস সত্যি সত্যি অনুপ্রেরণা দিয়ে গেল।

শুভ সন্ধ্যা।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ছবি আপু।

শুভ সন্ধ্যা।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই কবিতা।
আমি বেঁচে আছি সেটাই হোক তার জন্য গভীর ভালোবাসা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

জাহিদ অনিক বলেছেন: আপনাকে প্রতিবার ধন্যবাদ লিখতে গেলে নিজের কাছেই খারাপ লাগে।
আপনাকে বড্ড আপন ভাবি নয়ন ভাই। আপন মানুষদের ধন্যবাদ দিলে সেটা হাস্যকর ও অস্বস্তিকর লাগে।

তবুও নয়ন ভাই, ধন্যবাদ ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

মৌমুমু বলেছেন: খুব সুন্দর প্রতিটি প্যারা!
খুব ভালো লাগলো ভাইয়া।
ভালো থাকবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

জাহিদ অনিক বলেছেন: মৌমুমু আপু,

অনেক অনেক ভাল লাগলো আপনার মন্তব্যটি।

ভাল থাকুন আপনিও নিরন্তর।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: নিজেকে যে ভালবেসেছি তোমার থেকেও বড্ড বেশি।
সেটাই ভালো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন: সেটাই ধ্রুবক ভাই। নিজেকেই বেশি ভালবাসলাম তবে।

ধন্যবাদ রইলো ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: নিজের থেকে কি কাউকে বেশি ভালবাসা যায় ? আর্টিফেশিয়াল কথা না বল্লে মনে হয় ভালবাসার গভীরতা বুঝানো যায় না নাকি কবিতা হয় না ?
তবে কবিতা ভালই লাগছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

জাহিদ অনিক বলেছেন: আর্টিফিশিয়াল কথা কিনা জানি না।তবে মাঝে মাঝে নিজের খুব আপন বলে তো মনে হতেই পারে ! তাই না ?

কবিতা ভাল লেগেছে জেনে খুশি হইলাম বন্ধু। B-)

ধন্যবাদ ওমেরা ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১

বিজন রয় বলেছেন: অজস্র সংলাপ।

ভালবাসার আটপৌরে প্রতিচ্ছবি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

জাহিদ অনিক বলেছেন: শুধু প্রতিচ্ছবিই নয়,করুণ অথচ প্রেমময় পরিণতিও বলতে পারেন বিজন দা।

বরাবরের মতই আপনার মন্তব্য শুয়ে গেল

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

রাবেয়া রাহীম বলেছেন: ঈদের ছুটিতে দারুণ দারুণ কবিতা বের হয়ে আসছে =p~

কবিতার সরল প্রকাশ ভাল লাগলো ।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা গ্রহন করা হলো :-B

ইদের ছুটিটা ঠিক জমছে না। নানা ঝামেলায় যেতে হচ্ছে। খুব দ্রুতই ঢাকায়ও ফিরতে হবে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

ত্রিকোণমিতি বলেছেন: প্রতিভা কখনো লুকায়িত থাকে না!

অনিক ভাই, পারসোনালি কন্টাক্ট করা যাবে আপপ্নার সাথে??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ত্রিকোণমিতি।

https://web.facebook.com/hmjahidulislamonik এখানে যোগাযোগ রাখতে পারবেন।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২

কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন মনে হয় ঈদের সুসুস্বাদু খানাদানার একটা ইফেক্ট পরেছে লেখায়।
কথায় আছে পেট শান্তিতো দুনিয়া শান্তি।
কবিতার শেষ লাইন গুলো দারুন হয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: কাছের মানুষ,

শেষ লাইনগুলো দারুণ লিখেছেন, এটা একটা অমুপ্রেরণা । অসংখ্য ধন্যবাদ।

ইদের খাবার খেয়ে কবিতা লেখা যায় না,
ভরা পেটে কাব্য হয় না।
খালি পেটে কাব্য জমে।


অবশ্য কবে যেন একবার কি মনে করে লিখেছিলাম,

দুপুর বেলা ভরপেট খাওয়ার পরে নিজেকে রবীন্দ্রনাথের চেয়েও বড় মাপের কবি বলে মনে হয়। B-)

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবি কি দিন দিন আত্নঘাতী হয়ে উঠছেন নাকি?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

জাহিদ অনিক বলেছেন: না না না, কবি দিনে দিনে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে; আর আপনি কিনা বলছেন আত্মঘাতী !!

অনেক অনেক ভাল্ লাগলো ভ্রমরের ডানা আপনার মন্তব্য।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৫

মনিরা সুলতানা বলেছেন: খুব একটা উত্তর লিখতে ইচ্ছে হচ্ছে ;

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

জাহিদ অনিক বলেছেন: একটা উত্তর আমি পেয়েছি মনিরা আপু!!

আরও কয়েকটা হলে কিছু একটা হবে B:-) :-B


এরকম ভাল একটা আইডিয়া দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

রায়হানুল এফ রাজ বলেছেন: বড্ড অভিমান।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

জাহিদ অনিক বলেছেন: রায়হানুল এফ রাজ, 8-| B:-) :-B

কবিতার অভিমানটা ধরেছেন দেখে খুবই ভাল লাগছে।

অসংখ্য ধন্যবাদ

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: মজনু মরেছিল লাইলির কারণে!!!



হয় বেচে থেকে লাভ নেই!!! =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১

জাহিদ অনিক বলেছেন: আপনার জন্য এই গান কবীর ভাই



হয় বেচে থেকে লাভ নেই!!! =p~ - হুম !! আমি বাঁচতাম চাই না !!

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়। তারচেয়েও সুন্দর হয় সেগুলোর সমাপ্তি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

জাহিদ অনিক বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ভাই - কবিতার সমাপ্তিটা মন দিয়ে পড়েছেন বুঝতে পেরে ভাল লাগছে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: উফফ তোমার পাথরকুঁচি দেখি কুঁচি কুঁচি করে তোমাকে কাটা আজও থামায়নি! যাইহোক একটা গান শোনো-

আমার মুক্তি আলোয় আলোয় ঐ আকাশে!!!!!!!
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥

আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।



এই জন্যই সারাদিন তুমি গান পাগলা হয়েছো এতদিনে বুঝলাম ভাইয়ু!!!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

জাহিদ অনিক বলেছেন: অনেক দিন পরে আবার তোমার সেই পাথরকুচির কথা মনে করিয়ে দিলে!!
আমি তো ভুলেই গিয়েছিলাম !!

গানটা ভালো। বেশ ভালো। আমি শুনি তো মাঝে মাঝেই। শুনতে ভাল লাগে, নিজেকে অনেক মুক্ত মুক্ত লাগে B-)

এই জন্যই সারাদিন তুমি গান পাগলা হয়েছো এতদিনে বুঝলাম ভাইয়ু!!!!!!!! - এত দেরী করে বুঝলা টিউবলাইট আপু !!

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

উম্মে সায়মা বলেছেন: কথা না হোক, দেখা না হোক! নাই বা হোক চিঠি চালাচালি !
আমি জানি, বেঁচে আছি এটা শুনতে পেয়েই প্রচণ্ড সুখে থাকবে তুমি
আমি মরে গেছি এই শোক সংবাদ তোমার কাছে পৌঁছাক; চাই না আমি।

আত্মসান্তনা.... #:-S
ভালো লাগল ভাইয়া।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: হাঃহাঃহাঃ ঠিকই বলেছেন উম্মে সায়মা আপু।

আত্মসান্তনাই বটে ! পাগলের সুখ মনে মনে। :-B

অনেক অনেক ধন্যবাদ

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৪

শাহানাজ সুলতানা বলেছেন: ভালো লাগলো ভাই কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহানাজ সুলতানা আপু।
কৃতজ্ঞতা। ভাল থাকুন, সুস্থ্য থাকুন নিরন্তর।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ!






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

জাহিদ অনিক বলেছেন: দেশ প্রেমিক বাঙালী , আবারো আপনাকে আমার কবিতায় পেয়ে ভাল লাগছে খুব।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকুন সব সময়।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: ছবি আঁকতে আঁকতে আমিও পাথরকুঁচিকে ভুলে গেছি ।:(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

জাহিদ অনিক বলেছেন: পাথরকুচির কথা মনে পড়ে গেলে আর কিছুই ভাল লাগে না । আমি অহন কিতা করাম !!!

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: ভুলে যাও তারে ভুলে যাও একেবারে!!!!!!

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেনো মনে রাখো তারে!!!!!!! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা আচ্ছা যাই যাই যাই, এক্কেবারে ভুলে যাই B:-)

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

শায়মা বলেছেন: যাও যাও ভুলে যাও যাওয়ার আগে আমার ঈদ পোস্টে যাও! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন: দেখেছি B-) মাত্রই যাচ্ছিলাম B:-)

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

সোহানী বলেছেন: আচ্ছা বুঝলাম......... বাচ্চালোক প্রেমে পড়লে যা হয়.................. ++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: যথাযথ বলেছেন =p~

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

ফয়সাল রকি বলেছেন: আমি নিশ্চিত, মরার পরে ঠিকই তুমি আমায় পেতে চাইবে
প্রেমের এই অসহ্য কপটতা আর ন্যাকামিটা কিছুতেই আমি সহ্য করতে পারব না।

++++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

জাহিদ অনিক বলেছেন: কবিতা থেকে পছন্দের অংশটুকু তুলে দেয়াতে ভালোই লাগছে ।

অশেষ ধন্যবাদ ফয়সাল রকি ভাই। ভাল থাকুন নিরন্তর ।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,





ইলিশের ডিমের মতো ভাবনাগুলো সুস্বাদু বটে তবে কবিতার নদীতে ইলিশেরা মনে হয় তেমন রূপোলী ঝিলিক তুলতে পারেনি । তবুও কবিতার নদী নদীর মতোই বয়ে চলে কি এক তাড়নায়, কখন যে দম দেয়া ঘড়িতে সময় ফুরিয়ে যায় ..............


০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

জাহিদ অনিক বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য বরাবরের মতই ভাল লাগে আহমেদ জী এস ভাই।

কবিতার নদী একদিন ঠিক ছুটে যাবে ঘড়িতে দম দিয়ে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি কবিতা হিসাবে সুন্দর হয়েছে
কাব্যিক ছন্দময় কথায় বলে গেছে
অনেক অনেক কথা , তবে পরিস্কার
ভাবে বুঝতে পারলামনা
কতদিন পরে বা কখন কি ভাবে
ঘটল এত সব ঘটনা যার কারণে
লিখা যায় এমন কবিতা যথা
আমাকে ছাড়া তুমি ভাল থাকবে এটা ভাবতেই পারি না, ভাবলেই পাপে ঘামতে থাকে শরীর ।
কথা না হোক, দেখা না হোক! নাই বা হোক চিঠি চালাচালি !
আমি জানি, বেঁচে আছি এটা শুনতে পেয়েই প্রচণ্ড সুখে থাকবে তুমি
আমি মরে গেছি এই শোক সংবাদ তোমার কাছে পৌঁছাক; চাই না আমি।
নিজেকে নিঃশেষ করার মত এমন বীভৎস কাজ কিছুতেই করতে পারব না,
তোমাকে ভাল বেসে বেসে বড্ড ভীতু আর কাপুরুষ বনে গেছি
নিজেকে যে ভালবেসেছি তোমার থেকেও বড্ড বেশি।


ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।

শুভেচ্ছা রইল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

জাহিদ অনিক বলেছেন: তবে পরিস্কার
ভাবে বুঝতে পারলামনা
কতদিন পরে বা কখন কি ভাবে
ঘটল এত সব ঘটনা যার কারণে
লিখা যায় এমন কবিতা যথা
- আসলে এটা একটা প্রেমের কবিতা।
যখন নিশ্চিত হয়ে যাওয়া যায় যে প্রেয়সীকে আর পাওয়া যাবে না, তখন নিচে সার্ভাইভ করার একটা আশ্বাস অথবা নিজেকে একটা আত্মসান্তনা দেয়া।

মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞ করলেন ভাইয়া। ধন্যবাদ।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভা্‌ইয়া সেটা আমি বুঝতে পেরেছি আগেই ।
কবিতাটি আমি একবার নয় কয়েকবার পড়েছি
শুধু বুঝতে চেয়েছিলাম কতটুকু কি হলে এমন
অাবেগময়ী ও ভালবাসার কবিতা লেখা যায় ।
আপনার কাছ হতে আরো কিছু জানার জন্য
লিখেছিলাম আমার কাছে পরিস্কার নয় , কারণ
কবিতাটির পিছনে থাকে কবির নিজস্ব কিছু কথা ।

শুভেচ্ছা রইল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০২

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা , ভাইয়া ফিরে এসে মন্তব্য দেয়ার জন্য আবারও ধন্যবাদ।


আপনার কাছ হতে আরো কিছু জানার জন্য
লিখেছিলাম আমার কাছে পরিস্কার নয় , কারণ
কবিতাটির পিছনে থাকে কবির নিজস্ব কিছু কথা ।
- সেটা তো বলা যাবে না ভাইয়া। কবি কি উদ্দেশ্য নিয়ে লিখেছে সেটা বলে দেয়া যায় কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে লেখা হল, এর পটভূমি কি সেটা তেমন গুরুত্বপূর্ণ না আর সেটা ঠিক করে বলাও সম্ভব না। আমার কথা বলতে গেলে আমি যেকোন একটা ঘটনার উপর নিয়ে কবিতা লিখি না। অনেকগুলো ঘটনা জমা করে সেগুলোর পরিনতি চিন্তা করে তারপর একটা নির্দিষ্ট ভাবকে লক্ষ্য করে কবিতাটি লিখি। তাই এখানে কতটুকু ধাক্কা খেলে এই ধরনের কবিতা লেখা যায় সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়।

আপনি নিজের জীবনের কোন ঘটনার সাথে এটার যোগ আছে ভেবে নিতে পারেন- তাতে কবিতাটি বুঝতে ভাল হবে।


অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন:
কবি জীবন ও জগতকে গভীর ভাবে অনুভব করে
সে অনুভব হতেই আসে কবিতা , কবিতা পাঠে
পাঠক বুঝে নিবে এটা যেন তারই জীবনগাথা ।

আমি এ কথাটাই শুনতে চেয়েছিলাম ধন্যবাদ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২০

জাহিদ অনিক বলেছেন: আপনি যেন আমার অবিন্যস্ত কথাগুলোকেই চমৎকারভাবে বিন্যস্ত করে দিলেন। বাহ বেশ ।

আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৪

জাহিদ অনিক বলেছেন: শুভ রাত্রি ভাইয়া

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: "এরকম অজস্র বাহানা বানিয়ে নিজেকে বাঁচিয়ে রাখি আরও কয়েক কোটি বছর"

এটই হয়তো কারো বেচে থাকার প্রেরনা যোগাবে।

যুগোপযোগী কবিতা।


১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন: এটাই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। আপনি সঠিক ধরেছেন।


অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.