নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
ঘুমিয়ে যাচ্ছিলাম । ঘুমানোর আগে প্রায় আধা লিটার পানি খেয়েছি। খুব গরম লাগছিল। শুয়ে আছি প্রায় ২০ মিনিট। ঘুম আসছে না। তৃষ্ণা পাচ্ছে। আবার উঠে পানি খেলাম। ফ্যানের স্পিড বাড়িয়ে দিলাম। শুয়ে পড়লাম। আরও ১০ মিনিট গেল। কিছুতেই ভ্যাঁপসা গরম কমছে না।
আমার পাশে ঝিলমিল শুয়ে আছে, একটু ধাক্কা দিয়ে বললাম,
- এই তোমার গরম লাগছে না? ফ্যানের স্পিডটা একটু উঠে বাড়িয়ে দাও না !
সে গায়ের কম্বলটা আরও একটু গুটিসুটি দিয়ে বলল-
একটু আগে তুমিই ফুল স্পিডে দিয়ে এসেছ।
আমি অন্ধকারেই ফ্যানের দিকে তাকিয়ে রইলাম। তাই তো! ফ্যানতো ঘুরছে দৈত্যের মত!
কিন্তু গরম কমছে না কেন? মনে মনে ভাবলাম রুমে একটা এসি লাগাতে হবে। এসি ২৩ ডিগ্রীতে থাকলে এখন বেশ একটা আরামের ঘুম হত।
গত জানুয়ারি তে একটা এসি বসানো হয়েছে অপুর রুমে। এখন আগস্টেই আর একটা এসি কেনা প্রায় অসম্ভব, তবুও চেষ্টা করতে হবে।
অপু, আমাদের ছেলে। বয়স আট। আট বছর বয়সে সে একটা নিজস্ব রুম পেয়েছে, রুমে এসি পেয়েছে।
আর ওর বাপ হয়েও এখনো নিজস্ব রুম পেলাম না, এসি তো বহুত দূরের কথা!
ছোট বেলায় আমার বাবা মা কোনোদিন অনুভবই করেন নি যে তাদের ছেলে বড় হচ্ছে একটা আলাদা রুম তাকে দেয়া উচিত। আমরা দুই ভাই থাকতাম এক রুমে। রুমে একটা খাট থাকত, ফ্যান থাকত। ফ্যানের স্পিড বাড়ানো কমানো নিয়ে প্রায়শই আমাদের মধ্যে কলহ হত।
বাড়ি ছেড়ে যখন আলাদা থাকা শুরু করলাম অর্থাৎ কলেজ ভার্সিটিতে উঠলাম তখন থেকেই হলে, হোস্টেলে ও মেসে থাকছি।
একান্ত ব্যক্তিগত রুম ছিল না সেখানেও। রুমমেট ছিল। কখনো দুইজন কখনো একজন।
কখনো তারা মাঝ রাতে ফ্যানের স্পিড কমিয়ে দিত নাহলে সকাল বেলায় জানালার পর্দা উঠিয়ে দিত। ঘুম ভেঙে যেত।
এরপর বিয়ে করে বউ এলো ঘরে। বউ এর সাথে একরুমেই থাকতে হচ্ছে ।
একা একটা রুম কি তাহলে কবর ছাড়া আর পাব না!
এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে গেলাম।
বউ ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল- কোথায় যাচ্ছ?
উত্তর দিলাম, স্ট্যাডি রুমে।
রাত বেশি বাজে নি। ১২ টা ২৯।
স্ট্যাডি রুমের চেয়ারে বসে থাকতে ভাল লাগছে। এখানেও একটা ফ্যান, তবুও বেড রুমের থেকে গরম কিছুটা কম। বুক শেল্ফ থেকে একটা বই নিলাম।
আগেও পড়া। নতুন বা না পড়া বই নেই।
পড়া বইটার পাতা উল্টাতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ঝিলমিল দাঁড়িয়ে আছে রুমের দরজার পাশে।
আমি বেশ আগ্রহ নিয়ে তাকালাম ওর দিকে, চোখ দিয়ে প্রশ্ন করলাম উঠে গেলে যে?
ঝিলমিল উত্তর দিল,
- রাত জাগবে?
বললাম, জানি না, দেখি।
ঝিলমিল চলে গেল, ১০ মিনিট পরে দু মগ কফি নিয়ে হাজির।
প্রশ্ন করলাম,
- হঠাত কফি?
- কেন খেতে ইচ্ছে করছে না?
আমি কিছু বললাম না। ওর দিকে তাকিয়ে রইলাম।
সে বলে উঠল,
- খাবে না তো বললে কেন?
- আমি আবার কখন বললাম! তুমি তো নিজেই নিয়ে এলে!
দীর্ঘনিঃশ্বাস ফেলল ঝিলমিল। বিয়ের আগে তো প্রায়ই বলতে,
" মাঝ রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এক মগ কফি করে দিত! তাকে দেবী করে রাখতাম ’
আমি তাকিয়ে রইলাম ঝিলমিলের দিকে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ওর হাতে কফির মগটা বেশ মানিয়েছে।
বললাম,
- একদম নড়ো না, এক মিনিটের মধ্যে আসছি।
ঝিলমিল জানে আমি এখন ওর বেশ কয়েকটা ছবি তুলব। এই কাজ আমি আগেও করেছি।
স্ট্যাডি থেকে বেড রুমে গেলাম, ক্যামেরা নিয়ে আবার স্ট্যাডিতে আসতে আমার লাগলো ৪০ সেকেন্ড।
আমাদের দুজনেরই কফি প্রায় শেষ। এই প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যেও কফি খেতে খারাপ লাগছে না।
আমি ল্যাপটপ অন করলাম। ঝিলমিল আমার পাশেই বসা। ভ্রু কুচকে বলল,
- এখন আবার ব্লগে যাবে??
আমি মুচকি একটা হাসি দিলাম।
ল্যাপটপ অন হতেই ব্লগে গেলাম। রাত প্রায় ১ টা, এই সময়েও ৫৭ জন ব্লগার অনলাইনে আছেন। কয়েকজন প্রিয় ব্লগারের নাম দেখলাম অনলাইন তালিকায়। ঝিলমিলকে বললাম,
- দ্যাখো, দ্যাখো ইনাদেরও মনে হয় গরমে ঘুম আসছে না, এরাও ব্লগে আছে।
কিছুক্ষণ স্ক্রল করতে করতে ব্লগের প্রথম পাতা থেকে একটা কবিতা পাঠ করে ঝিলমিল কে শুনালাম।
পড়া শেষে প্রশ্ন করলাম,
- বল তো এটা কার লেখা?
ঝিলমিল একদম ঠিক জবাব দিল।
ব্লগের প্রায় সবাইকেই ঝিলমিল চেনে। আমার মাধ্যমেই চেনে। আমিই রোজ রাতেই শুয়ে শুয়ে ব্লগ থেকে আজ কি কি পড়লাম কার কার লেখায় কি কি মন্তব্য করলাম এসব নিয়ে কথা বলি ঝিলমিলের সাথে। সেখান থেকে প্রায় সঠিক ও নিখুঁতভাবে ঝিলমিল ওর মনের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা একটা চেহারা ও লেখার স্টাইল সিলেক্ট করে রেখেছে।
আরও কিছুক্ষণ পরে নির্বাচিত অংশ থেকে একটা কবিতা পড়ে শোনালাম ঝিলমিলিকে।
বললাম,
- বল, এটা কার লেখা?
ঝিলমিল উত্তর দিল, এটা যার লেখা সে লোকটা মোটেই সুবিধার না, মাঝরাতে বউকে দিয়ে কফি বানায়।
আমি হাসলাম। ঝিলমিলও হাসছে।
ঝিলমিল কে বললাম,
- জানো, এই কবিতাটা আজকে নির্বাচিত পাতায় গেছে।
ঝিলমিল কিছুটা বিদ্রূপ করে বলল,
- ওহ আচ্ছা তাই নাকি!
আমার কবিতা আলোচিত পাতায় গেলে আমার বেশ লজ্জা লাগে সেটা জানে ঝিলমিলি।
ঝিলমিল উঠে গেল, আমি ওর পিছু নিলাম। অপুর রুমের সামনে গিয়ে দেখলাম রুমের লাইট জ্বলছে।
ঝিলমিল আমার দিকে তাকাল, আমি কিছু না বলে অপুর রুমে ঢুকে গেলাম। দেখি অপু বিছানায় বসে আছে। চোখ মুছছে।
- কি হয়েছে অপু, ঘুম ভেঙে গেল কেন ?
- বাবা, অনেক শীত, অনেক শীত ! মা, মা, কম্বল কোথায় ??
(এসির দিকে তাকিয়ে দেখি সেটা ১৮ ডিগ্রীতে)
ঝিলমিলকে বললাম,
- এত কমিয়েছ কেন ?
ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বের হতে হতে ঝিলমিল উত্তর দিল,
- তোমার ছেলে কি কম ইঞ্জিনিয়ার ! সে নিজেই কমাতে পারে।
অপুকে কোলে করে ঝিলমিল বের হয়ে গেল রুম থেকে, বেড রুমে নিয়ে কম্বলের মধ্যে শুইয়ে দিল।
পিছু পিছু আমিও গেলাম। ছেলেটা হাইচ্চু-মাইচ্চুতে আক্রান্ত হয়ে গেছে। আমি মুখ দিয়ে আফসোস করার শব্দ করলাম। ঝিলমিল আমার দিকে রেগে তাকিয়ে বলল,
- ছেলেটাকে দেখ, রান্নাঘরে যাচ্ছি। (হরলিক্স কিংবা স্যুপ বানাতে) ।
অপুকে একটা ধমক দিয়ে বললাম,
- এই ব্যাটা ! এসি এত কমিয়েছিস কেন ?
- খুব গরম লাগছিল বাবা ! কমাতে কমাতে দেখি ১৮’র নিচে আর কমে না!
( কি সাংঘাতিক কথা! সে আরও কমাতে চেয়েছিল! )
ছেলেটার মাথায় হাত রাখলাম, নাহ ! জ্বর-টর নেই। হঠাত অপু বলে উঠল,
- বাবা, একটা গান শোনাও না ! ভূতের গান।
এত রাতে ভূতের গান ! কি আর করা ! অগত্যা ! গান ধরলাম,
আগডুম বাগডুম আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক -ঢোল ঝাঁঝর ………………
ছেলেটা চিৎকার করে উঠল,
- বাবা ! এটা ভূতের গান ? এটা তো বাচ্চাদের ছড়া !
বললাম, হু তাই তো! একটু ওয়েট কর বাবা তোর মা অনেক ভূতের গান পারে। সে আসুক। সে নিজেই একটা ভূত!
কোত্থেকে হুট করে আমার পিছনে ঝিলমিল এসে হাজির।
অপু চেঁচিয়ে উঠল,
- বাবা বাবা, তোমার পিছনে ভূত !
ঘটনাটা ধরতে পেরেছে ঝিলমিল। একবার আমার দিকে তাকিয়ে ছেলের দিকে গেল, খেঁকিয়ে উঠল,
- এই ভুতের বাচ্চা ওঠ ! স্যুপ খেতে হবে।
নাআআআআ !! আমি স্যুপ খাব না, আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাল অপু।
ভাবখানা এমন যেন, “পিতা, এই মহাবিপদ থেকে একমাত্র তুমিই পারো আমাকে রক্ষা করতে।”
অসহায় ভঙ্গিতে অপুর দিকে তাকালাম আমি।
ভাবে-সাবে বোঝালাম, “পড়েছ মোঘলের হাতে খানা খেতে হবে একসাথে”।
একপ্রকার অনিচ্ছাতেই বিছানা থেকে উঠতে উঠতে অপু জিজ্ঞেস করল,
- মা, বাবা তোমাকে ভয় পায় কেন? তুমি কি সত্যিই ভূত ?
ঝিলমিল আমার দিকে না তাকিয়েই বলল,
- তুমি যাও তো এখান থেকে, তোমার স্ট্যাডিতে যাও। ব্লগিং করো, যা ইচ্ছা করো। ছেলেটাকে স্যুপ খেয়ে ঘুমাতে দাও।
মা আর ছেলেকে রেখে আমি পড়ার ঘরে এলাম। টেবিল ঘড়িতে রাত তিনটা কুড়ি ! এত সময় কখন হয়ে গেল কিছুই টের পেলাম না। চেয়ারে টেনে ল্যাপটপ নিয়ে বসলাম, ব্লগে এখনো ৪৫ জন অনলাইনে আছে। এরা এখনো অনলাইনে কেন? এই ৪৫ জনের তো নিশ্চয়ই ৪৫ টা পরিবার আছে। এদের বাচ্চারও কি সর্দি লেগেছে !
ছবিঃ গুগল
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৯
জাহিদ অনিক বলেছেন: এখন থেকে আপনার কাজ কি হবে???
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ৮ বছেরর ছেলে আছে? ভালো
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪
গড়াই নদীর তীরে বলেছেন: বেডরুম থেকে উঠে আসা সাহিত্য! পড়ে মজা পেলুম।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ গড়াই নদীর তীরে।
সুপ্রভাত
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লেখা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬
সাফাত আহমদ চৌধুরী বলেছেন: আপনার স্ত্রী উওর দিল, এটা যার লেখা সে লোকটা মোটেই সুবিধার না, মাঝরাতে বউকে দিয়ে কফি বানায়।
কথাটা অসাধারণ
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
জাহিদ অনিক বলেছেন: যাক! সংলাপটা ভাল লেগেছে দেখে ভাল লাগছে।
অশেষ ধন্যবাদ সাফাত ভাই।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাবী কি ফুল স্পীডে চলা ফ্যানের সময় ভ্যাপসা গরমেও কম্বল গায়ে ঘুমায় নাকি! নাকি আমার বোঝার ভুল?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
জাহিদ অনিক বলেছেন: ভাবী একটু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী।
ধন্যবাদ সম্রাট ভাই
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৪
সুমন কর বলেছেন: মিষ্টি গল্প। আমিও কিন্তু অনেক রাত পর্যন্ত সামুতে অনলাইনে থাকি..............
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
জাহিদ অনিক বলেছেন: সুমন কর ভাইয়া,
আপনাকে দেখি আমি, অনলাইনে আপনি থাকেন সেটা আমি খুব খুব ভাল করেই জানি।
আপনি গল্পটা ধরতে পেরেছেন সেটাও বুঝতে পারছি বেশ ।
অনেক অনেক ধন্যবাদ
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: গল্প ভাল লাগল
+++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭
শায়মা বলেছেন: এক ছিলো ডিমওয়ালা। সে এক ঝুড়ি ডিম নিয়ে বেঁচতে যাচ্ছিলো। যেতে যেতে সে ভাবলো এই ডিম বিক্রি করে সে একটা টং দোকান দেবে। সেখানে সে অনেক লাভ করবে সেখান থেকে সে একটা রেস্টুরেন্ট দেবে। সেই রেস্টুরেন্টে হবে বিরাট ব্যাবসা সেখানে সে অনেক লাভ করবে অনেক লাভ করবে তারপর হোটেল দেবে। হোটেল থেকে আরও বিশাল হোটেল, আরও বিশাল হোটেল। তারপর সে বিয়ে করবে। তার সুন্দর একটা বৌ হবে। বৌ এর নাম খিলখিল। তাদের একটা ছেলে হবে। পরের বছর আরেকটা মেয়ে। তারপরের বছর দুইটা মানে জমজ। তারপরের বছর তিনটা মানে ট্রিপল। অনেক ছেলেমেয়ে অনেক ছেলেমেয়ে। তারা খুব আনন্দে থাকবে। হই চই করবে। মারামারি করবে আমি ওদের অনেক আদর করবো আদর করে বাদর বানাবো । বাদর বানানোর পর যখন তারা মারামারি করবে আমি ওদেরকে মারতে যাবো। এক চড় , দুই থাপ্পড়। তিন/চার/ পাঁচ! ঠাস!!!!!!!!!!!!!!!!!!! বাচ্চাদেরকে মারতে গিয়ে স্বপ্নে এতই বিভোর থেকে ডিমের ঝুড়ি পড়ে হ্যাপী ফ্যামিলীর স্বপ্ন ভঙ্গ!!!!!!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন: ঝিলমিল= খিলখিল,
এসব কি কিছু বুঝি না ! বুঝি বুঝি সব বুঝি ।
এই সপ্তাহে একদিন ছুটি কম পাইছো, সেই রাগটা এখানে এসে ঝেড়ে যাচ্ছ !!
ইউ আর ট্রায়িং টু ইনসাল্ট মি, এজ ওয়েল এজ মাই ফুল ফ্যামিলি !!
অপু যদি জানতে পারে তার মাকে তুমি খিলখিল বলেছ ! সে এ টা কিভাবে নেবে ?
সে তো এর পর থেকে শায়মা আন্টির নামই শুনতে পারবে না !!
হ্যাপি উইকেন্ড
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১
ওমেরা বলেছেন: বন্ধু অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্ত কেবল ভোর ৬টা বাজে আর একটু ঘুমাব । সুখী ফ্যামেলী হয়নি বন্ধু, কারন একটা মেয়ের অভাব আছে ফ্যামেলীতে ।
ধন্যবাদ বন্ধু মজার গল্পের জন্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন: ঘুম থেকে বলবেন নিশ্চয়ই !!!
গল্প মজার লেগেছে জেনে ভাল লাগছে। আশা করি গল্পের ম্যাসেজটাও ভাল লেগেছে !
ধন্যবাদ বন্ধু।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২
শায়মা বলেছেন: একা থাকার হা হুতাশ দেখে বুঝলাম তুমি প্রকৃত ব্লগার। প্রকৃত কবি। প্রকৃত ভাবুক!~
বড় বড় বিখ্যাত কবি, লেখক, ভাবুকদের জীবন পর্যালোচনা করিলে দেখা যায় তাহারা একা থাকিতেই পছন্দ করিতেন। নিজেদের জন্য সময় সেভিং মানে লেখার জন্য, চিন্তার জন্য, ভাবনার জন্য দোকা দোকা ঝামেলা কার ভালো লাগে বলো! তার থেকে লেখা, কবিতা গানে গল্পেই থাকুক তারা দোকা দোকা, তেকা তেকা!!!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন: বুঝলাম তুমি প্রকৃত ব্লগার। - ইহা বুঝতে এত দিন লাগে ? তোমার মাথা দেখি গেছে ! রেগুলার হরলিক্স আর কমপ্ল্যান খাও বেশি বেশি।
তার থেকে লেখা, কবিতা গানে গল্পেই থাকুক তারা দোকা দোকা, তেকা তেকা!!!!!!!!! - গপ্পের গরু তুমি গাছে উঠিয়ে দিয়েছ!
ভাবলাম একটা দারুণ গল্প লিখেছি ! কোথায় একটু প্রশংসা ট্রংশংসা করবে !!!
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... ভালো লিখেছেন ! জাহিদ ভাই ।
শুভ সকাল ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
জাহিদ অনিক বলেছেন:
শুভ সকাল কবি কবীর ভাই
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলপরি আপু।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
এডওয়ার্ড মায়া বলেছেন: লেখায় আরেক্টু ঘষামাজা করলে পড়ায় বেশ আরাম পাওয়া যেত।
এলিমেন্ট ভাল ছিল।লেখাটায় আরেক্টু সময় দিলেন না কেন??
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
জাহিদ অনিক বলেছেন: লেখাটায় আরেক্টু সময় দিলেন না কেন??
মায়া ভাই, কোন কোন জায়গায় কম আরাম পাইছেন একটু বলে দিলে ভাল হয় !!
পড়েছেন দেখে ভাল লাগছে ।
ধন্যবাদ
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুখি পরিবার বটে! পারিবারিক গল্প ভালো লেগেছে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনিকেত বৈরাগী তূর্য্য ভাই।
গল্পের ম্যাসেজটাও ভাল লেগেছে আশা করছি।
কৃতজ্ঞতা
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাহা হা, এটা, যে যেমন তার তেমনি চিন্তা হবে এটাই স্বাভাবিক। গল্পে কি তাই বুঝাইলেন কবি।
অবিবাহিত ছেলের ছেলের জন্য কেমনে দোআ করি রোগ মুক্তির!!!
আমি কাল সারা রাত ঘুমাইনি, রাতের ঘুম সকাল সাতটায়
গল্প তো খুব ভালোই লেখেন কবি.... এই, বৌ বাচ্চার অভিজ্ঞতা পাইলেন কই সেটাই ভাবছি ♪
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
জাহিদ অনিক বলেছেন: ধ্যাত কি যে বলেন নয়ন ভাই !!!
আমার বুঝি বউ বাচ্চা নাই !!!!!
শুভ সকাল ( মনে হয় আমার মতই একটু আগেই ঘুম থেকে উঠছেন)
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪ ০
লেখক বলেছেন: ধ্যাত কি যে বলেন নয়ন ভাই !!!
আমার বুঝি বউ বাচ্চা নাই !!!!!
শুভ সকাল ( মনে হয় আমার মতই একটু আগেই ঘুম থেকে উঠছেন)
হা হা হা হা হা আছে!!!!!!!!! স্বপ্নে!!!!!!!!!!!!! @নয়ন ভাইয়া!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
জাহিদ অনিক বলেছেন: বলছে তোমাকে!!
নয়ন ভাই জানে, আমার বৌ বাচ্চা আছে কি নাই ! সে মজা করতে ছিল।
নয়ন ভাইয়ের ছেলের নাম জয়, আমার ছেলের নাম অপু !
হল ??????
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
শায়মা বলেছেন: ইশ!!!!!!!!
ভাইয়া লিখতে গিয়ে আমার আবার আজকে ভাইয়ুকে মনে পড়ে গেলো!!!!!!!
আমার টেবিলচোর ভাইয়াকে!!!!!!!!
মনে পড়ার অবশ্য আরও কারণ আছে !!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
জাহিদ অনিক বলেছেন: কোন টেবিল চোর !!!!!!
কাহিনী কি ? কহ বিস্তারিয়া !!
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: ঝিলমিল= খিলখিল,
এসব কি কিছু বুঝি না ! বুঝি বুঝি সব বুঝি ।
এই সপ্তাহে একদিন ছুটি কম পাইছো, সেই রাগটা এখানে এসে ঝেড়ে যাচ্ছ !!
ইউ আর ট্রায়িং টু ইনসাল্ট মি, এজ ওয়েল এজ মাই ফুল ফ্যামিলি !!
অপু যদি জানতে পারে তার মাকে তুমি খিলখিল বলেছ ! সে এ টা কিভাবে নেবে ?
সে তো এর পর থেকে শায়মা আন্টির নামই শুনতে পারবে না !!
হ্যাপি উইকেন্ড
**********************
হা হা হা হা হা
চল তবে আজ খেলি
শব্দের মিলমিল
আকাশেতে রোদ ওঠে ঝিলমিল ঝিলমিল....
তাই দেখে অপু( অপু আমার অপু তানভীরভাইয়া না পথের পাঁচালীর দূর্গার ভাই অপু না এ আমাদের ভাইস্তা মানে অনিকের বাইচ্চা কাইচ্চা অপুমনি) হাসে খিলখিল খিলখিল।
খাবেনা সে দানাপানি তাই মায়ে দেয় কিল
ছড়ানো সে খাবারেতে পিঁপড়ার পিলপিল....
এইবার বুঝলি তো শব্দের মিলমিল
রোদ হাসে আকাশেতে ঝিলমিলঝিলমিল
সেও বুঝি তোর বৌ অপুটার মা হয়!
এই শুনে গাঁয়ে মোর আগুনের ঝাঁ হয়।
একদিন ছুটি সাথে নেই তার কোনো যোগ
মিছা কথা শুনে রাগ হয় মোর এই রোগ!
তুই মোর পিচিভাই তোরে করি ইনসাল্ট!!!!!
বলতে এ পারলি ইউ ডগ হুলো ক্যাট!!!!!
তোর বৌ তোর পোলা আমারও যে ফ্যামিলী!
ঐ দেখো বাগানেতে ফোঁটে ফুল চামেলি!
চম্পা ও চামেলীতে যেন দুই বোন বোন
গোলাপ গাঁদার সনে কথা বলে কম কম!
হি হি ভুলিয়েছি তাই তাই নাই নাই
ছু ছা ভুলে যা সব আলাই বালাই কালাই!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২
জাহিদ অনিক বলেছেন: হায় ! হায় ! হায় ! এ কি হেরিনু !!
অপু তানভির !! ওহ নো ! সে দেখলে তো আমাকে মারিয়া করিবে খুন !!!
এই কথা তো ভাবিই নাই !!!
গোলাপ চামেলি হাসনাহেনা জুই বকুল যে যে ফুল ফুটুক আর নাই ফুটুক, আকাশেতে সূর্য উঠুক আর নাই উঠুক, ঝিলমিল খিলখিল করে হাসুক আর নাই হাসুক, তাহারা আছে !!!
ইহাতে এত হাসির কিছুই নেই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
জাহিদ অনিক বলেছেন: তুই মোর পিচিভাই তোরে করি ইনসাল্ট!!!!! (
বলতে এ পারলি ইউ ডগ হুলো ক্যাট!!!!!
তোর বৌ তোর পোলা আমারও যে ফ্যামিলী!
ঐ দেখো বাগানেতে ফোঁটে ফুল চামেলি!
- একবার ভাবো, তুমি, তোমার ভাই ভাবী ভাতিজা !!! ( ভাইয়ের বউকে কি বলে, ভাবিই তো তাই না )
কত সুন্দার ফ্যামেলি তাই না !!!
তারপরেও যদি হুলো ক্যাট করে ক্যাট ক্যাট করে তাহলে নাকের উপর ঘুষি দেয়া ছাড়া কি করার !!
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
মানিজার বলেছেন: ইয়ে লাগতাহে আপনের সিংগেল হওয়াতে কিছু মিছু পিপিল খুশী হয় । আর মিংগেল হও্যাতে বেজার ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
জাহিদ অনিক বলেছেন: ইয়ে লাগতাহে আপনের সিংগেল হওয়াতে কিছু মিছু পিপিল খুশী হয় । - শায়মা আপুর কথা বলছেন তো !
শি ইজ কিডিং ! ইনফ্যাক্ট শি ইজ ট্রায়িং টু ইনসাল্ট মি এজ ওয়েল !!
তারপরে তার পরের মন্তব্য দেখুন, হাসি আটকাতে পারেন কিনা সন্দেহ !!
এইবার বুঝলি তো শব্দের মিলমিল
রোদ হাসে আকাশেতে ঝিলমিলঝিলমিল
সেও বুঝি তোর বৌ অপুটার মা হয়! (
এই শুনে গাঁয়ে মোর আগুনের ঝাঁ হয়।
একদিন ছুটি সাথে নেই তার কোনো যোগ
মিছা কথা শুনে রাগ হয় মোর এই রোগ! (
তুই মোর পিচিভাই তোরে করি ইনসাল্ট!!!!! (
বলতে এ পারলি ইউ ডগ হুলো ক্যাট!!!!!
তোর বৌ তোর পোলা আমারও যে ফ্যামিলী!
ঐ দেখো বাগানেতে ফোঁটে ফুল চামেলি!
চম্পা ও চামেলীতে যেন দুই বোন বোন
গোলাপ গাঁদার সনে কথা বলে কম কম!
হি হি ভুলিয়েছি তাই তাই নাই নাই
ছু ছা ভুলে যা সব আলাই বালাই কালাই!!!!!!!!
ধন্যবাদ মানিজার ভাই।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা @শায়মা আপুর কথা কি ঠিক নাকি জাহিদ ভাই! আপনি নাকি এখন স্বপ্নে আছেন? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, স্বপ্নে কিভাবে প্রতিউত্তর আসবে ব্লগে!!
আমি বারোটার দিকে উঠেছি ঘুম থেকে,
বউ বাচ্চা থাক বা না থাক ভাই, আপনার এরকম অভিজ্ঞতা কাজে লাগবে।
শায়মা আপুর ছড়া দারুণ দিছে, ভালো লাগছে আমার।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
জাহিদ অনিক বলেছেন: @শায়মা আপুর কথা কি ঠিক নাকি জাহিদ ভাই! - মোটেই না !! কস্মিনকালেও না
নয়ন ভাই, সে নিজেই স্বপ্নে আছে !! তাই অন্যকেও স্বপ্নে ভাবতেছে।
আমি তো আমার ফ্যামিলি নিয়ে মহা খুশি ।
ধন্যবাদ আবারও ভাই
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: @নয়নভাইয়া
ছড়া আমি লিখি ভালো
সে কথা কি অজানা
অনিভাইয়া বলিলো যা
তাহা ছিলো না জানা!
মানিজার তাহা দেখে
কিয়া কিয়া বলছেন
ঝগড়া লাগিলো ভেবে
আনন্দে ঢুলছেন!
হবে না হবে না লাভ
দেখো ভায়া কি বলে!
আকাশ বাতাস শুষি
শুষে স্থল ও জলে।
এনেছেন কুসুম এক
আকাশেই ফোঁটে তা
তাহা জোরে ঝিলমিল
খিলখিল জোটে যা!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
জাহিদ অনিক বলেছেন: নয়নের নয়নেতে নাই কালা চশমা,
ফকফকা আলোতে সব ঝকঝকা
পোষ্ট পড়ে দেখেছে, মন্তব্য লিখেছে
ঝিলমিল সত্য সে কথা সে জেনেছে ।
আকাশ কুসুম সত্য না মিথ্যা,
সময়েই দেবে বলে নে কোন ভনিতা।
কানেকানে বলি তাই
মিথ্যেয় লাভ নেই ।
খেয়ে পরে আছি ভাল, লয়ে ঘর স্ত্রী পুত্র!
এই বেশ আছি ভালো, সবাই মোর মিত্র !
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২
শায়মা বলেছেন: ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২ ০
লেখক বলেছেন: @শায়মা আপুর কথা কি ঠিক নাকি জাহিদ ভাই! - মোটেই না !! কস্মিনকালেও না
নয়ন ভাই, সে নিজেই স্বপ্নে আছে !! তাই অন্যকেও স্বপ্নে ভাবতেছে।
আমি তো আমার ফ্যামিলি নিয়ে মহা খুশি ।
ধন্যবাদ আবারও ভাই
<<<<<<<<<<<<<<<<<<<<
কি বললি!!!!!!
স্বপ্নেতে মোর নাকি বসবাস
এই কথা শুনে মোর উঠলো যে হাঁসফাঁস
ফাঁস করে দিলি তুই এ তথ্য গোপনা!
বুঝেছি এ দুনিয়ায় নেই কেহ আপনা!
স্বপনেরপুরে থাকি মায়াপুরী রাজ্যে
তাই যাদু মায়া দিয়ে করি সবই কার্য্যে
এর চোখে দেই ধুলা ওর চোখে কাঁদা
গরুটাকে গাধা করি ধূর্তকে গাধা!
মালেকায়ে হামরা যে আমাদের দাসী
যাহা বলি করে আনে তাকে ভালোবাসি!
ইলিমিলি বিলি কিলি হিং টিং ছট
তেড়িবেড়ি করলেই কাঁটে মাথা খট!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
জাহিদ অনিক বলেছেন: কবি বলেছেন স্বপ্ন দেখতে মানা নেই। স্বপ্ন দেখা পাপ না।
দ্যাখো এই বিখ্যাত কবি কি সুন্দর কবিতা লিখেছেন, ঠিক যেন আমার গল্পের মতই।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
মানিজার বলেছেন: হু হাআ ! ঝগড়াঝাঁটি দেখলে মানিজার দৌড়ি আসে মানিজ করতে । আর কিছু না ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
জাহিদ অনিক বলেছেন: অ ! তাই বলেন !!
ঝগড়া আপাতত থেমে গেছে ।
মানিজার সাহেবের পাণ্ডার মত দৌড় দেখলেই তো হাসি পায়, ঝগড়া এমনিতেই থেমে যায় !
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: ২৪. ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫ ০
মানিজার বলেছেন: হু হাআ ! ঝগড়াঝাঁটি দেখলে মানিজার দৌড়ি আসে মানিজ করতে । আর কিছু না ।
সে আর বলতে !!!!!
তাই তো এ মানিজার
নহে ম্যানেজার
মানিজ করেন তিনি
যাহা দরকার!
তবে ভায়া সাবধান
খুড়িতে খোড়ল
নহিলে বলিবে লোকে
গায়ে মানেনা আপনি মোড়ল!!!!!!!!!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
জাহিদ অনিক বলেছেন: মানিজার এলেন , দেখলনে এবং মানিজারি করে গেলেন !
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
এটা গল্প? অবশ্যই খুবই দুর্বল গল্প!
আমি ভেবেছিলাম পারিবারিক ঘটনা, পারিবারিক ঘটনা হিসেবে অনেক সহানুভুতি থাকে, গল্প হলে, সেটাকে মেপে দেখতে হয়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
জাহিদ অনিক বলেছেন: নিশ্চয়ই মেপে দেখবেন।
চেয়ারে টেনে ল্যাপটপ নিয়ে বসলাম, ব্লগে এখনো ৪৫ জন অনলাইনে আছে। এরা এখনো অনলাইনে কেন? এই ৪৫ জনের তো নিশ্চয়ই ৪৫ টা পরিবার আছে। এদের বাচ্চারও কি সর্দি লেগেছে !
লাইনগুলোর গভীরতা মেপে দেখার জন্য অনুরোধ করছি।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
মানিজার বলেছেন: এইটাকে বাস্তব ভাবতে লুকে এত অনীহা কেনু ভাইসতে পাততাছিনা ।
@শায়মা খালামণী
আমি তু নিজেরে মোড়ল কইনীকো খনো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
জাহিদ অনিক বলেছেন: আপনার @শায়মা খালামণী আপানকে উত্তর দিয়েছেন।
দেখে নিয়েন মানিজার সাহেব !
২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
জাহিদ ভাই, বৌরে ভূত কইলে কপালে আর খাট জুটবো না!! সারারাত ফ্লোর বা ল্যাপটপ নিয়াই থাকতে হইবো, হা।(আমি নিশ্চিত শায়মা আপু খুশি হইবে)
তবে, একটা দিক ভালোই হইবো, আমরা কিছু মজার কবিতা আর গল্প পামু
সবই ভালা,
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
জাহিদ অনিক বলেছেন: হা হা হা, ভাল বলেছেন নয়ন ভাই।
বউকে ভূত/পেত্নি বললে খাট তো পাবই না মনে হয় খাবারও পাব না
অনেক অনেক ধন্যবাদ
২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: ২৭. ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬ ০
মানিজার বলেছেন: এইটাকে বাস্তব ভাবতে লুকে এত অনীহা কেনু ভাইসতে পাততাছিনা ।
@শায়মা খালামণী
আমি তু নিজেরে মোড়ল কইনীকো খনো
মোড়ল কি নিজে বলে কেউ কভু কাহারে!
অন্যেরা বলে, করে চুকচুক আহারে।
মোড়ল তো বুঝে নাকো কভু তার মোড়লী
আশেপাশে আগে পিছে শত তার বড়োলী।
তবুও সে সদা থাকে সুখে দুখে শোকে
তবুও মোড়ল কহে বদনাম লোকে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
জাহিদ অনিক বলেছেন: আহ ! মানিজার মানি লোক। তাকে মোড়ল বলাও চলে।
ঠিকই বলিয়াছ, মোড়ল কি নিজেকে মোড়ল বলে কভু !! তা হলে তো গায়ে মানে না আপনা মোড়ল !
৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
"চেয়ারে টেনে ল্যাপটপ নিয়ে বসলাম, ব্লগে এখনো ৪৫ জন অনলাইনে আছে। এরা এখনো অনলাইনে কেন? এই ৪৫ জনের তো নিশ্চয়ই ৪৫ টা পরিবার আছে। এদের বাচ্চারও কি সর্দি লেগেছে ! "
-এই ৪৫ জনের মাঝে ১৫/২০ জন "লগ আউট" করেন না; বাকিগুলো এক সময় লগ আউট করবেন। গল্প মমতা, প্রাকৃতিক ভালোবাসা আছে; ব্লগিং'এর প্রভাব, সন্তানের প্রতি মমতা, অনেক কিছুই আছে; তবে, কাঁচা কাঁচা ভাবও অনেক, যা পারিনারিক ঘটনা হিসেবে বেশী মানায়
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
জাহিদ অনিক বলেছেন: যে ৪৫ জন অনলাইনে আছেন তাদের মধ্যে ক'জন লগ আউট করে দিবেন আর ক'জন সর্বদা অনলাইনে থাকবেন সেটা মূখ্য নয়। এই সংখ্যা ৪৫ থেকে কমে ৫ ও হতে পারত আবার ৫০০ ও হতে পারত।
যেটা বুঝাতে চেয়েছিলাম। এখানে যুগপৎ দুইটা ফ্যামিলির কথা টেনে আনতে চেয়েছিলাম,
এক) ব্লগারের নিজস্ব পরিবার ( বৌ বাচ্চা সে)
দুই) ৪৫ জন বা ৫০০ কিংবা ৫ জন ব্লগার নিয়ে ব্লগ পরিবার।
দুইটা লাইন দিয়ে এই ব্যাপারটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম।
- দ্যাখো, দ্যাখো ইনাদেরও মনে হয় গরমে ঘুম আসছে না, এরাও ব্লগে আছে।
এরা এখনো অনলাইনে কেন? এই ৪৫ জনের তো নিশ্চয়ই ৪৫ টা পরিবার আছে। এদের বাচ্চারও কি সর্দি লেগেছে ! "
আমিই সঠিকভাবে দুইটা ঘটনা টেনে নিয়ে যেতে পাড়ি নি, আমারই দুর্বলতা।
আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি অনিক সাহেব গল্প ভাল লাগল। পাল্টা -পাল্টিও দারুণ হয়েছে। আপনার ভাবনাগুলো শিল্পের রূপায়ন সত্যি চম্যৎকার।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
আপনার মন্তব্য বেশ ভাল লাগলো।
পাল্টা -পাল্টিও দারুণ হয়েছে। - আমার এই দুর্বল প্লটের মধ্যেও আপনি যে ধরতে পেরেছেন সেটাই আমার কাছে বড় পাওয়া।
অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো।
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, আমি এতরাত জাগি না।। প্রবাসে আছি বলেই সময়ের হেরফের হয়ে যায়।।
আর কথোপকথন শুনে ভালই লেগেছে।। সবচেয়ে ভাল লেগেছে শেষে প্রশ্ন।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
জাহিদ অনিক বলেছেন: সবচেয়ে ভাল লেগেছে শেষে প্রশ্ন।। - এই শেষ লাইনটার জন্যেই গল্পটা আর বড় করা হয় নি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সচেতনহ্যাপী আপনাকে।
রাত জাগেন না সেটা খুবই ভাল কথা। সত্যিই, রাত জাগা ভাল নয়। এর অনেক খারাপ প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে।
অনেক অনেক ভাল থাকুন, সুস্থ থাকুন।
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে আমার!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
জাহিদ অনিক বলেছেন: সাধু ! সাধু !
আপনার ভাল লেগেছে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে আমারও।
অনেক ধন্যবাদ রূপক বিধৌত সাধু।
৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
উম্মে সায়মা বলেছেন: ঝিলমিল উত্তর দিল, এটা যার লেখা সে লোকটা মোটেই সুবিধার না, মাঝরাতে বউকে দিয়ে কফি বানায়।
হাউ সুইট ভাইয়া! আপনার কাল্পনিক হ্যাপি ফ্যামিলির গল্প পড়তে ভালোই লেগেছে।
পড়তে পড়তে বারবার ভাবছিলাম কখন এটা ফ্ল্যাশ ফিকশনের দিকে মোড় নেয়। নাহ যাক শেষ পর্যন্ত রোমান্টিক গল্পেই থেকেছে।
আপনি যেমন ব্লগের পেছনের গল্প লিখেছেন, আমি তেমন গল্পের পেছনের একটা গল্প লিখার চেষ্টা করেছিলাম একবার। সময় পেলে পড়ে দেখতে পারেন...
গল্পের গল্প
ভালো থাকুন.....
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
জাহিদ অনিক বলেছেন: এলেন, দেখলেন, পড়লেন, মন্তব্যে ভাল লাগা জানিয়ে গেলেন !
গল্পের গল্পটার লিংক রেখে গেলেন এবং দুর্মূল্যের এই বাজারে একটা প্লাস দিয়ে গেলেন ! আহ !
অসীম সংখ্যক ধন্যবাদ।
৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
উম্মে সায়মা বলেছেন: হাহাহা ভালোই বলেছেন। দুর্মূল্যের বাজার
আপনার কাল্পনিক বউ বাচ্চার জন্য শুভ কামনা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
জাহিদ অনিক বলেছেন:
আমার কাল্পনিক বৌ বাচ্চা ভাল আছে।
ছেলেটার সর্দি কাশি কমেছে
ধন্যবাদ উম্মে সায়মা আপু, আপনিও শায়মা আপুর মতই আমার বউ বাচ্চাকে কাল্পনিক বানিয়ে দিলেন !
৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
উম্মে সায়মা বলেছেন: একটু আগে তো আপনি ই স্বীকার করলেন কাল্পনিক 'আমার কাল্পনিক বৌ বাচ্চা ভাল আছে। '
থাক বেশী কল্পনা করবেন না। পরে রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে দেখবেন সত্যি সত্যি পাশে বউ বাচ্চা। অপু আপনাকে বাবা বাবা ডেকে গলা জড়িয়ে ধরে আছে। তখন ঠেলা সামলাতে খবর হবে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
জাহিদ অনিক বলেছেন: আপনারা এতবার কাল্পনিক কাল্পনিক করে স্লোগান দিলে আমার সত্যিকার বৌ-বাচ্চা তারাও কাল্পনিক হয়ে যেত!
দশচক্রে ভগনবান ভূত হয়ে যায় বলে কথা !
পরে রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে দেখবেন সত্যি সত্যি পাশে বউ বাচ্চা। অপু আপনাকে বাবা বাবা ডেকে গলা জড়িয়ে ধরে আছে। তখন ঠেলা সামলাতে খবর হবে - এমন ঠেলা কে না চায় !
আর বউ যদি হয় আপনার সেই পতিভক্ত বউ গল্পের মত ! তাহলে তো কথাই নেই !
অনেক অনেক ধন্যবাদ
৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
উম্মে সায়মা বলেছেন: সত্যিকার বৌ-বাচ্চা তারাও কাল্পনিক হয়ে যেত!
হাহাহা
তাহলে তো কথাই নেই !
তার উল্টোটাও তো হতে পারে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
জাহিদ অনিক বলেছেন:
আমার বউ আমার ছেলে
থাকবে তারা যেমন আছে,
বাস্তবে না কল্পনাতে
নাকি হাতের আলপনাতে !
এসব ভাবার সময় আছে !
উল্টো হোক সিধা হোক,
ভাল হোক মন্দ হোক।
আদা হোক, জল হোক,
হোক না কাঁচকলা !
আমার তাতে কি আসে যায় !!!
৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন।
পড়তে একটুও কষ্ট হয়নি।
রম্যতে প্লাস +++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই ।
আপনার মন্তব্য কিছুটা সাহস যোগাল ।
প্লাসে কৃতজ্ঞতা
৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: বউ এর সাথে একরুমেই থাকতে হচ্ছে --
ছেলেটা হাইচ্চু-মাইচ্চুতে আক্রান্ত হয়ে গেছে --
এই ৪৫ জনের তো নিশ্চয়ই ৪৫ টা পরিবার আছে। এদের বাচ্চারও কি সর্দি লেগেছে -
রোমান্টিক গল্পে হিউমারের ছোঁয়া- অনবদ্য কম্বিনেশন!
এর চোখে দেই ধুলা ওর চোখে কাঁদা
গরুটাকে গাধা করি ধূর্তকে গাধা! - ২৩ নং মন্তব্যের এ দুটো লাইন দারুণ হয়েছে।
আপনার কল্পিত পরিবারের মত সত্যিই এ ব্লগটাও যেন একটা সুখী পরিবার।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
আমার কল্পিত পরিবারের মতই এ ব্লগটাও যেন একটা সত্যি সুখী পরিবার।
ঠিক বলেছেন, আমিও তাই ভাবি।
রোমান্টিক গল্পে হিউমারের ছোঁয়া- অনবদ্য কম্বিনেশন! - এটুকু বেশ একটা স্বস্তি এনে দিল, বিশেষ আপনার মত কেউ যখন এমন কথা বলে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৪০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: সব কবিরা ভাল গল্প নাও লিখতে পারেন, কিন্তু তারাও ভাল গদ্য লিখতে পারেন। তাদের গদ্য, এমনকি প্রবন্ধ পড়েও বোঝা যায়, এটা কোন একজন কবির লেখা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮
জাহিদ অনিক বলেছেন: আপনার এই কথাটা আগেও যেন কোথায় পড়েছিলাম।
আর কোথাও না, আপনার ফেসবুক ওয়ালেই।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৪১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: আট বছরের বাচ্চা নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন পুরণ হোক ।
গল্প গতিশীল ছিল ,
আরও লিখতে হবে তবেই প্রাণবন্ত হবে।
সময়ের অভাবে দেরিতে পড়তে হোল ।
ভাল থেক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭
জাহিদ অনিক বলেছেন: আরও লিখতে হবে তবেই প্রাণবন্ত হবে। - হুম্ম !! আরও, আরও আরও অনেক লেখা বাকী এখনো, অনেক শেখা বাকী দেখা বাকী !
ধন্যবাদ বুবু।
৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
রাতু০১ বলেছেন: সুন্দর মিষ্টতা। ভাল থাকবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাতু০১
প্লাসে কৃতজ্ঞতা
৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
আমারও গরম লাগছে বলে ব্লগে ঢুকলুম হ্যাপি ফ্যামিলি দেখবো বলে । যদিও বৃষ্টি হওয়াতে এখন বেশ ঠান্ডা। তারপরেও কেন যে গরম লাগছে !!!! গেল ক'দিনের গরমের ভুত হয়তো কাঁধে চেপে আছে ।
যাক গরমের কথা থাক , বলি হ্যাপি ফ্যামিলির কথা ।
হ্যাপি ফ্যামিলি
ইজ রিয়েলি
নাইসলি রিটেন ,
এ্যান্ড য়্যু হ্যাভ বিটেন
অল দ্য অডস অব লাইফ ।
সো য়্যু ডিজার্ভ
এ হাওয়াই ফাইভ !!!!!!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
জাহিদ অনিক বলেছেন: একদম ঠিক বলেছেন, সন্ধ্যার পরে বৃষ্টি হয়ে যাওয়াতে আজকের সন্ধ্যার পরে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা।
তবুও গরম গরম একটা ভাব যেন রয়েই গেছে।
সো য়্যু ডিজার্ভ
এ হাওয়াই ফাইভ !!!!!!!!
হা হা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
কালীদাস বলেছেন: লেখাটা সহজ সরল কিন্তু সাবলীলতাটা ভালই চোখে পড়ে। সুন্দর
আছেন কেমন?
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
জাহিদ অনিক বলেছেন: ভাল আছি কালীদাস ভাই। আশা করি আপনিও ভাল আছেন।
প্রায় অনেক দিন পরেই ব্লগে এলেন। এ যাত্রায় কিছুদিন থাকবেন সেই আশাতেই রইলাম।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
আমি সাধারণত "লগ আউট" করি না; কাজের সময় পাশের কম্প্যুটারে সামু চলতে থাকে; এতদিন আমার কাজ ছিল অনেকটা মনিটারিং করা; এখন বদলে যাবে!