নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
উড়াতে উড়াতে অবেলার ফানুস-
বেখেয়ালে ছেড়েছে হাত, পাড়া বেড়ানো মেঘ;
বোঝে না কথা, শোনে না বারণ-
দেখে না চোখের তারা-
মুখ বুজে বোবা মেঘ অকারণে দেয় পাড়ি
কালো মেঘের সাথে আমার আধ জনমের আড়ি;
গুড় গুড় ডাকে কেবল বুকে জমায় বাষ্প-কণা
থর থর কাঁপে শুধু নিথর ওষ্ঠ-জোড়া।
নৈসর্গিক দোলাচলে বয়ে যায় বেলা
উড়ে যায় পঞ্চবর্নী মেঘ; দারুণ অবহেলা।
ছবিঃ গুগল
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
জাহিদ অনিক বলেছেন:
শুভ সন্ধ্যা কবি
ছবিঃ গুগল
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
রিএ্যাক্ট বিডি বলেছেন: MOBILE CHOR (মোবাইল চোর) BANGLA NEW SHORT FILM 2018[Emotional] | Team Rohitpur
Watch Now:- https://youtu.be/kcJnjzeg-mA
Have made from a Story in SomewhereinBlog
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: দশে দশ দিলাম ভাই।
সুন্দর ঝরঝরে হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই।
শুভ সন্ধ্যা
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
মেঘের ছবির কথা বলছি নে কবিতার ভাবের কথা বলেছি!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
জাহিদ অনিক বলেছেন:
যতক্ষণে বুঝেছি ততক্ষনে আহাম্মকি করে ফেলেছি !
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
সবি ভি বুঝিলাম মাগার পঞ্চবর্নী মেঘ কেন কবি!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
জাহিদ অনিক বলেছেন:
নভোবিজ্ঞান বলে আকাশে দশ রকমের মেঘ আছে;
আমি একচোখা- বাকী পাঁচটা দেখেও দেখি না !
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনে কষ্ট থাক লে বৃষ্টি হয়ে ঝড়ুক।।। আর যদি স্বপ্ন হয় তাহলে মেঘের বেলার সাথে উড়ে বেড়াক।।।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার আহ্বান।
ধন্যবাদ শাহাদাৎ ভাই।
শুভ সন্ধ্যা
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
ভ্রমরের ডানা বলেছেন:
লে হালুয়া..... কবির চোখ বলে কথা.... তাহলে পাঁচই সই...
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
জাহিদ অনিক বলেছেন:
হাঃহাঃহাঃ
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
একটা সময় মানুষের মনে ফানুস জ্বলে, তখন কবিতা জন্ম নেয়, বাহিরে সবকিছু এলোমেলো হয়ে যায়।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
জাহিদ অনিক বলেছেন:
গত কয়েকদিনে আপনার ব্লগে ঘুরেফিরে এসেও মন্তব্য করতে পারি নাই।
কি মন্তব্য করব কিছুই খুঁজে পাই নাই।
কবিতা নিজেই ভিতর বাহিরের মধ্যে সংযোগ ঘটায়।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
একটা সময় মানুষের মনে ফানুস জ্বলে, তখন কবিতা জন্ম নেয়, বাহিরে সবকিছু এলোমেলো হয়ে যায়।
আপনি ভাগ্যবান কবি!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা
আপনিও কবি !!!!!!!!!!!!!!!!
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি বোঝেন নাই আমি কি বোঝাতে চেয়েছি।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
জাহিদ অনিক বলেছেন:
বুঝেছি,
চাঁদগাজী আমার কবিতায় এসে কিছুটা বুঝেছেন এবং কাব্যিক মন্তব্য করেছেন যা তিনি সচারাচর করেন না
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
ভ্রমরের ডানা বলেছেন:
এবার বুঝুন আপনাকে কেন ভাগ্যবান বলিলাম....
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
জাহিদ অনিক বলেছেন:
হুম্ম !
কিছুটা বুঝিলাম কিছুটা আন্দাজ করিলাম আর কিছুটা ব্যাকবেঞ্চের ছাত্রের মত জ্বি স্যার বলিলাম।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১
আটলান্টিক বলেছেন: ভাইয়া আজকাল আর মেঘ আসে না।শুধু মেঘদের দূর থেকে থেকে দেখতে হয়।নিজেকে তুচ্ছ মনে হয়।আমি কেন একখণ্ড মেঘের মালিক অধিকারী হতে পারবো না সেটা ভাবি।স্টার সিনপ্লেক্সের বাড়ান্দায় সেদিন এক মেঘবতীর সাথে ভাব জমতে গিয়ে জমলো না
মেঘগুলো আসলেই খুব অবহেলা করে
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
জাহিদ অনিক বলেছেন:
আহারে!
ভাব জমাতে গিয়েও জমাতে পারেন নাই; এ বেদনা সাময়িক।
ভাব হলে গেলে যে বড্ড অভাবী হয়ে যেতেন।
আমি কেন একখণ্ড মেঘের মালিক অধিকারী হতে পারবো না সেটা ভাবি। -- সর্বনাশ! কি সাহস আপনার!
মেঘদের মালিক হওয়া যায় ! হয়েছে কেউ কখনো !
অনেক অনেক ধন্যবাদ
শুভ সন্ধ্যা
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
এম এম করিম বলেছেন: দারুণ লাগল কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা
শুভ সন্ধ্যা
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতা ভালো লাগলো....
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কাফি ভাই
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবি,আমি হলাম লুমান্টিক কবি ! তাই এ কবিতার এতো গভীরে ডুব দিতে পারাটা; আমার পক্ষে একদম মুশকিল।
কবিতা পড়ে মনে হল, এক কথায় বলা যায়, কবিতা অসাধারণ হয়েছে ।
সময়কে কি পাড়ি দেওয়া সম্ভব? তারপরেও আরাধ্য করতে থাকুন, কল্পনায় গড়ে তুলুন বিভীষিকাহীন কোন ছবি !
শুভ কামনা রইল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
জাহিদ অনিক বলেছেন:
ডুব টুব দিতে হবে না!
আপনি রোমান্টিকতার মধ্যে বেশ ডুবে আছেন আর আমার সাথে রসিকতা করছেন!
সময়কে পাড়ি দেয়া যায় না, তবু আরাধনা চলতে থাকে।
ধন্যবাদ কবি।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
kolpobazz বলেছেন: vlo
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কল্পবাজ !
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: আবার আসলাম।
কবিতাটা আর একবার পড়তে।
আমি যদি প্রকাশক হতাম- তাহলে এক আকাশ আগ্রহ নিয়ে আপনার কবিতার বই ছাপাতাম।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
জাহিদ অনিক বলেছেন:
ব্লগে আপনার কিছু কিছু ইচ্ছে আমি পড়েছি।
কিছু কিছু গল্প পড়ে আপনি বলেছেন, আপনি পরিচালক হলে গল্পটা দিয়ে নাটক বানাতেন।
আমাকেও একবার বলেছিলেন, আমার একটা নাটক দিয়ে নাটক বানাতেন। আজকেও বললেন।
আপনার আন্তরিকতায় আমি বেশ মুগ্ধ রাজীব ভাই।
ভাল থাকুন।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া লাইক প্রদান করা হইল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
জাহিদ অনিক বলেছেন:
লাইক পাইয়া খুশি হইলাম।
ধন্যবাদ কুঁড়ের বাদশা
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৭
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে। মেঘেদের ধরে রাখা যায় না।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ জনৈক অচম ভুত
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে জাহিদ অনিক ভাই।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
ভালো থাকবেন সর্বদা
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
সামিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছ ভাইটা
প্রিয়তে নিলাম।।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ সামিয়া আপু।
প্রিয়তে রেখেছেন দেখে বেশ ভালো লাগলো। কৃতজ্ঞতা
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
নীলপরি বলেছেন: কবিতা অসাধারণ ! শেষ লাইনটা অনবদ্য । ++++++
শুভকামনা ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নীলপরি আপু।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগার রেশ রেখে গেলাম
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
জাহিদ অনিক বলেছেন:
রেখে যাওয়া ভালোলাগার রেশ পেয়ে ভালো লাগছে।
অনেক ধন্যবাদ তারেক মাহমুদ ভাই
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
অর্ক বলেছেন: কবিতাটা বেশ ভালো লাগলো। জীবিনের অটল গতিময়তা, অনেককিছু হারাবার অতৃপ্তি, সবমিলিয়ে এক ধরণের শূন্যতা, কবিতায়।
আরও রহস্য হোক, আরও বৈচিত্র্য আসুক কবিতায়। আপনার ভালো দখল আছে শব্দকোষে। পারবেন নিঃসন্দেহে।
অনিবার্য শুভেচ্ছা কবিবর।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
জাহিদ অনিক বলেছেন:
আপনার প্রত্যাশা পূরণে দেখি কতটা সফল হতে পারি।
ভাল থাকবেন প্রিয়
শুভেচ্ছা
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: মিষ্টি + মিষ্টি =অতি মিষ্টি একটুস এগকান কোবতে!
++++
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
জাহিদ অনিক বলেছেন:
বেশি মিষ্টিতে ডায়েবেটিস বেড়ে যাবে!
রক্তে সুগার বেড়ে গেলে সমস্যা!!!!!!!!!!
ধন্যবাদ বিলি ভাই
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ সুমন দা!
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। আমারও -----
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
ভাল থাকবেন।
২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: এই কবিতা টা দারুন । সুন্দর ছন্দ আর অনুভূতি প্রকাশ ।
আপনি বড় কবি হবার প্রবল সম্ভাবনা রয়েছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্যে আপ্লুত হলাম।
আপনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো নূর-ই-হাসফা আপু।
ভালো থাকবেন।
২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫
নাগরিক কবি বলেছেন: আহ হা
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
জাহিদ অনিক বলেছেন:
উ হু !!!!!!!!
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
আটলান্টিক বলেছেন: এই কবিতা টা দারুন । সুন্দর ছন্দ আর অনুভূতি প্রকাশ ।
আপনি বড় কবি হবার প্রবল সম্ভাবনা রয়েছে
কি বলছেন হাফসা আপু জাহিদ অনিক ভাই তো অলরেডি মহাকবিদের কাতারে নাম লিখিয়েছেন
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা
মন্তব্যের মাধ্যমে হাসালনে-------
ধন্যবাদ অ্যাটলান্টিক
৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: মানসিক দশার সচিত্র চিত্রায়ন। নিঃসন্দেহে চমৎকার!
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
জাহিদ অনিক বলেছেন:
ঠিক ধরেছেন সাধু!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
কানিজ ফাতেমা বলেছেন: শেষ লাইন দুটি অনবদ্য .।
শুভ কামনা কবি ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সর্বদা।
কৃতজ্ঞতা
৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগে রইলো ++।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শামিম সাগর ভাই।
পাঠ মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতা
৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাৃ প্রওয় অম্নিক ভাঔ্ই
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কিরমানী লিটন ভাই।
ভাল থাকবেন সর্বদা।
কৃতজ্ঞতা
৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০
তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা জানবেন++
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই।
ভালোলাগা জেনেছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
কৃতজ্ঞতা।
৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: কি বলছেন হাফসা আপু জাহিদ অনিক ভাই তো অলরেডি মহাকবিদের কাতারে নাম লিখিয়েছেন :
লেখার ধরন দিনে দিনে এই ভাবে উন্নতি লাভ করলে ,মহাকবির উপাধি পেতে সে আর বেশি দূর নেই ।
এখনই পড়াশোনা র পাশাপাশি চর্চা করার উপযুক্ত সময় ।
জাহিদ আপনার দহন আর আরাধ্য বেশি ভালো লাগলো ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
জাহিদ অনিক বলেছেন:
দহন আর আরাধ্য বেশি ভালো লেগেছে-- জানিয়েছেন; জেনে বেশ ভালো লাগলো।
কবিতা আসলে জানেনই তো নিজের মনের কথা লিখে রাখা হয়।
প্রফেশনার কবিদের কথা অবশ্য আলাদা। আমার মত আনাড়ির জন্য কবিতা মানে মনের কথা।
সেগুলো যখন অন্যকারো ভালো লেগে যায় তখন সেখানে কিছুটা খুশির জোয়ার বইতে থাকে।
অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা।
অনেক অনেক ভালোলাগা মন্তব্যে।
৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মিথী_মারজান বলেছেন: পাড়া বেড়ানি বিশেষণটা আমার ছোট্ট পরী বাচ্চাটার জন্য একদম পারফেক্ট।
পাড়া বেড়ানি মেঘগুলোও তাই আমার ভীষণ পরিচিত।
পঞ্চবর্ণী মেঘ! (কি দারুণ ইমেজারী!)
অতুলনীয় সুন্দর একটা কবিতা।
আর শেষের অংশটুকুতো অসাধারণ!!!
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার মন্তব্য মিথি আপু।
আপনার ছোট্ট মেয়েটা এতটাই মিষ্টি যে দূর থেকেই আমি ওর ফ্যান হয়ে আছি।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মেঘ আমার পছন্দের সাবজেক্ট।
হাত আর পাড়ার মাঝখানে কিছু দেওয়া উচিৎ আমার মত নির্বোধদের জন্য। কারণ আমি বেশ খানিকটা সময় ধ'রে 'হাত পাড়া' মানে বোঝার চেষ্টা করতেছিলাম। একটা (,) দেওয়া যায় কি?
শোনা না বারণ নাকি শোনে না...
কাঁপে চন্দ্রবিন্দু মনে হয় ভুলে কোন জায়গা থুয়ে আসছে নাকি আমার চন্দ্রবিন্দু একটা বেশি হয়ে গেছে
কবিতা ভালো লাগছে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
জাহিদ অনিক বলেছেন:
কেউ একজন একদম ঠিক বলেছিল, বিরাম চিহ্নের ব্যাপারে শুভ্র সরকার অবিরাম সচেতন; আজ তার প্রমান পেলাম।
অনেক অনেক ধন্যবাদ কবি
৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি মেঘ ছুঁতে গেলাম
বৃষ্টি হয়ে ঝড়ে গেল
মেঘ ধরব বলে হাত বাড়ালাম
মেঘ হাওয়ায় মিলিয়ে গেল ---
মেঘেরা দূর থেকেই মোহনীয়-কাছে যেতে নেই
মেঘ পাহারে গিয়েও মেঘ খুঁজে পাইনি !
বৃষ্টিতে ভিজে যাও বর্ষা থাকতে থাকতে
অধরা মেঘ ছোঁয়া ভেবে পুলকিত হৃদয়ে
কবিতায়
+++
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
জাহিদ অনিক বলেছেন:
সব ঠিক-ঠাক যেভাবে যেমন আছে
ফুলের রেণুতে মৌমাছি ওড়ে
ভীমরুল বাঁধে বাসা জারুলের দেহে
কেবল আমি ধরতে গেলেই
চুপচাপ ডাল ভাঙ্গে
ধন্যবাদ কবি
৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
গালিব আফসারৗ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ভাই,
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই গালিব আফসারৗ
ভাল থাকবেন
৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
মনিরা সুলতানা বলেছেন: আবডালে ,অবহেলে ,উড়ে যাওয়া পঞ্চবর্ণী মেঘের সাথে
যার আধ জনমের অভিমান;
দোলাচলের দোলায় দোলে তার সাম্পান।
গুড় গুড় বাস্পকনা ,আলগোছ অভিমানে লালিমা টুকু
জমা রাখে কিংশুকে;
তা সে যতই অবেলা'র ফানুসে মন ভেজাক।
আর
বেখেয়াল ভাবনায় নিশ্চুপে আঁকা থাকে
কবি 'র খেয়াল কেড়ে নেয়ার খেয়ালী ইচ্ছে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
জাহিদ অনিক বলেছেন:
কোনদিন কোন মেঘের সাথে দেখে হলে
কানে কানে বীজমন্ত্রের মত জপে দিব আপনার কথামালা।
মেঘদের ছোটাছুটি থেমে যাবে, চুপচাপ দাঁড়িয়ে রবে সাগরের উর্মিমালা।
অনেক ধন্যবাদ কবি
৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
সোহানী বলেছেন: কবিতার সাইজ এতো ছোট হয়ে যাচ্ছে কেন দিন দিন???????
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
জাহিদ অনিক বলেছেন:
কবিতারা খেতে পায় না; না খেতে খেতে ছোট হয়ে যাছে !!!!!!!!!
৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২
তপোবণ বলেছেন: কবিতা পড়া হলো, বরাবরের মতো সুখপাঠ্য। বিজ্ঞানীরা যদি জেনে থাকেন দশ রঙের মেঘের কথা তাহলে মনোবিজ্ঞানীরাও জেনেছেন মেয়েদের মনের সমসংখ্যক রঙের কথা। মেঘেরা আসলে উড়েই যায় মনে বাষ্প জমা রেখে, আর বাষ্প শুকিয়ে না যাওয়া পর্যন্ত চলে কবিতার মাতলামি। কেউ লিখে ফেলতে পেরে বাচেঁ আর কেউ যন্ত্রনা নিয়েই বাচেঁ। সেই দিক বিবেচনায় আমাদের অনিকদা যন্ত্রণামুক্ত। আপনার কবিতার কোন চরণ যদি আমি কম বুঝে থাকি মনিরা আপুর মন্তব্যে তা প্রশমিত হলো এবার। দুজনই ত আমার প্রিয়'র তালিকায়।
মনের মধ্যে বারবার ঘুরে ফিরে যাচ্ছে এর রেশ, গানটি শোনা ইচ্ছা প্রবল হচ্ছে...
'মেঘ বালিকা ও মেঘ বালিকা, কতো স্বপ্ন কথা ছিল তোমার সাথে।'
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩১
জাহিদ অনিক বলেছেন:
বিজ্ঞানীদের আবিষ্কৃত মেঘের সাথে নারীর মন-মেঘের কতটুকু মিল অমিল ঠিক জানা নেই- তবে নিশ্চয়ই তা দশ প্রকার মেঘের চেয়ে ঢের অধিক হবে।
আপনি ঠিক বলেছেন, যে লিখে ফেলতে পারে, বলে ফেলতে পারে; তার দুঃখ কিছুটা কমে যায়।
মনিরা আপু ও আপনাকে দুইজনকেই আন্তরিক ধন্যবাদ।
দারুণ মন্তব্য তপোবণ।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
মেঘে ভেলায় ভেসে গেলাম অজানা এক জগতে। কাব্যের কী সুধা! আহা!
চমৎকার লেখেছেন এবং এঁকেছেন কবি!