নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
এই উড়নচণ্ডী জীবন আর সহ্য হচ্ছে না
ইচ্ছে হয় কারও নীল আচলে বেঁধে রাখি অবাধ স্বাধীনতা,
যেভাবে যতটা পারা যায় ধীরেধীরে-
আরও সময় নিয়ে মন দিয়ে
একেবারে হ্যাঁচকা টানে গুছিয়ে নেই জীবনটাকে ।
কিশোরীর খোলা চুলে ঐ অত স্বাধীনতা কে দিয়েছে এনে ?
কে জানে সে কি চায় না,
মুঠোভর্তি চুল ধরে কেউ তাকে রাখুক বেঁধে,
পায়ে তার পড়িয়ে দিক শঙ্খ রুপালী শিকল !
শখ করে কেউ যদি পেতে চায় পরাধীনতা
ক্ষতি কি হাতদু’টো তার রাখতে বেঁধে !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ সাবধানে তো থাকতেই হয়-- তার চেয়ে ভালো আছি স্বাধীন আছি
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
মনিরা সুলতানা বলেছেন: হুম
তোমার কবিতা পড়ে আমার প্রিয় কবি 'র কয়েকটা লাইন মাথায় আসলো;
অতটুকু চায়নি বালিকা !
অত শোভা, অত স্বাধীনতা !
চেয়েছিলো আরো কিছু কম,
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী ।
বেশ আলাদা এক জাহিদ কে পেলাম এই কবিতায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
জাহিদ অনিক বলেছেন:
আপনাকে আর আপনার প্রিয় কবি আবুল হাসান, দুইজনকেই অনেক ধন্যবাদ
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
মোজাহিদ আলী বলেছেন: বাহ বেশ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
উম্মে সায়মা বলেছেন: এমন শঙ্খ রুপোলী শিকল বোধহয় সকলের আরাধ্য! এমন পরাধীনতা কে না চায়!
মনিরা আপুর মত বলি, ভিন্ন এক জাহিদ অনিককে পেলাম। বরাবরের মতই ভালোলাগা।
শুভকামনা ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
জাহিদ অনিক বলেছেন:
এমন পরাধীনতা কে না চায় !
তবুও কবিরা বলে,
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় গো, কে বাঁচিতে চায় !
ধন্যবাদ সায়মা আপু।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১
জাহিদ অনিক বলেছেন:
কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
সুন্দর মন্তব্যের জন্য মোবারাকবাদ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
সোহানী বলেছেন: সহমত!!!
উড়নচন্ডী জীবন ছেড়ে কোন আচঁলে বাধাঁ পড়ুক এ প্রত্যাশায়!!!!!!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
জাহিদ অনিক বলেছেন:
প্রত্যাশার জন্য ধন্যবাদ সোহানী আপু।
তেমন কিছু ঘটলে আপনাকে জানানো হইবে।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতাটা পরপর তিনবার পড়লাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮
জাহিদ অনিক বলেছেন:
তিন দশে ত্রিশবার ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ --- গুণে গুণে নিবেন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বেঁধে ফেলুন তারে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮
জাহিদ অনিক বলেছেন:
তারে ধরি ধরি ধরে ফেলি, ধরতে গেলে আর পারি না
ধন্যবাদ কবি
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: শুধু লাইক দিলাম ...
ফিরছি
এ কবিতা আমার জীবনের সাথে মিলে গেছে .....
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ, ধন্যবাদ কবি।
আপনি ফিরবেন সেই অপেক্ষায় রইলাম
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
ওমেরা বলেছেন: আপনি কবিতা ভাল লিখেন তারপরও আপনার যত কবিতা পরেছি এটাই আমার কাছে সবচেয়ে ভাল লাগল ।
ধন্যবাদ অনিক ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! তাই নাকি ! মন্তব্যে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ ওমেরা।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: হুম, এবার তাহলে থিতু হওয়া যাক..............
+।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
জাহিদ অনিক বলেছেন:
এবার তবে কিছুটা সময় তো বাঁচা যাক !
ধন্যবাদ সুমন দা
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: পাখি সবসময় মুক্ত আকাশে উড়তে চায়; পাখি কখনো পরাধীনতা পছন্দ করে না, মনের পাখিকে মুক্ত আকাশে উড়তে দিন।কবিতা পড়ে বুঝলাম,আপনি জীবন নিয়ে চিন্তিত। সমস্যা নেই, এ উড়ালচন্ডীদের মধ্যে লুকিয়ে থাকে সম্ভবনার সুপ্ত বীজ! সময় আর ভাগ্য আপনার সাফল্যর সীমানা পার করে দিবে। কবিতা ছোট হলেও অনেক সুন্দর হয়েছে।। শুভ কামনা রইল প্রিয় কবি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার কথা বলেছনে।
পাখি কখনও পরাধীনতা পছন্দ করে না, আবার স্বাধীনতা অধিক হয়ে গেলে সেটাও অসহ্য লাগে।
অনেক অনেক ধন্যবাদ কবি।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
তারমানে তুমি ও আবুল হাসান পড় !!!!
দারুন তো !!!!!!
অনেক ধন্যবাদ আমাকে আর আমার প্রিয় কবি কে ধন্যবাদ দিয়েছ তাই।
শুভ কামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫
জাহিদ অনিক বলেছেন:
এটাই একমাত্র দুঃখ !
আমি আবুল হাসান পড়ি, অথচ সে আমাকে পড়ে যেতে পারল না !
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা ।
দিনে দিনে আপনার কবিতা আরো দারুন হচ্ছে ।
তবে স্বাধীন জীবন ই ভালো ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ !
অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা
শুভ রাত্রি
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৭
কালীদাস বলেছেন: গুড, ভেরি গুড। এরকম কাব্যচর্চা থেকেই আস্তে আস্তে হার্ডরক এবং পরে মেটালের দিকে জাতি ডাইভার্ট হবে আই এম প্রাউড অফ ইউ, মাইটি পয়েট
পুরষ্কারস্বরুপ একখান থ্রাশ মেটাল রেখে গেলাম। এরা অনেক পুরান ব্যান্ড, থ্রাশ মেটালের মেইন চার ক্রিয়েটরের একটা। মেজাজ প্রচন্ড খারাপ থাকলে ট্রাই করবেন, এবং অবশ্যই একা
https://www.youtube.com/watch?v=Pa9qtZ92lrE
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১১
জাহিদ অনিক বলেছেন:
আহ ! দুর্দান্ত টাইমিং আপনার !
আজ আমার মন মেজাজ মুড সব তুংগে !
থ্রাশ মেটাল আজ শুনিয়াই ছাড়বোক !!!
ধন্যবাদ প্রিয় !!!!
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৫
মনিরা সুলতানা বলেছেন:
সে আর এমন কি !!!
প্রিয় কবি তো আমার নৈবদ্য ও পেলো না
তোমার তো আর প্রিয় না সে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৬
জাহিদ অনিক বলেছেন:
আপনার জন্য দুঃখ প্রকাশ !
১ মিনিট নিরবতা !
ধন্যবাদ
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৮
মনিরা সুলতানা বলেছেন: হায় রে থ্রাশ মেটাল শুনতে যাও ঠিক ঠাক ই
দেখতে তো পুরাই বিলা অবস্থা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৩
জাহিদ অনিক বলেছেন:
হায় রে থ্রাশ মেটাল শুনতে যাও ঠিক ঠাক ই ভালো সাজেশন ।
ধন্যবাদ
শুভ রাত্র কবি
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩১
অর্ক বলেছেন: আমি নিজেও ভারি আহামরি কিছু লিখি না। অনলাইনে সেভাবে সিরিয়াসলিও লিখি না। শুধু চর্চা চালিয়ে হাত পাকানো বলা যায়। নিরপেক্ষ পাঠক হিসেবে বলবো, কবিতা হিসেবে দুর্বল রচনা। রণিত করতে পারলো না। আগে আপনার বেশ ভালো লেখা পড়েছি। এক্ষেত্রে নিরাশ হলাম। জানি, সামনে আরও প্রচুর ভালো কবিতা পাবো। শুভেচ্ছা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। কিছুটা অনুপ্রেরণা পেলাম।
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২০
রাবেয়া রাহীম বলেছেন: শখ করে পরাধীনতা পাওয়া যে আজন্ম লালিত সাধ
নারি পুরুষ সবারই চাওয়া হ্যাচকা টানে জীবন গুছানো ।
কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায় যখন --মনের সাথে মন না মিললে মিল্বেনা ওজন ।
কবিতা খাসা লিখিয়াছেন ভাইজান ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২০
জাহিদ অনিক বলেছেন:
হুম ঠিকই বলেছেন বুবুজান, যত নষ্টের গোড়া ঐ মন।
ধন্যবাদ বুবু
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৮
সৈয়দ ইসলাম বলেছেন: ভাল লাগার মত কবিতা। শুভকামনা চিরন্তন
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
জাহিদ অনিক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য। মুগ্ধকর!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ কবি !
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: বাতাসে খোলাচুল অবাধ আর প্রেমে প্রেমিকা স্বাধীন।
এখানেই ভালবাসার সৌন্দর্য।
সাবলিল কবিতায় অনেক কিছু পেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ বিজন দা !
কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন শুধু শুধু পরাধীনতার শিকল পায়ে জড়াতে চান কবি? তবে কি আপনার মনের আকাশে কেউ উড়তে চাইছে?
কবিতা সুন্দর হয়েছে ভাই। প্লাস।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
জাহিদ অনিক বলেছেন:
আমার মনের আকাশে কেউ উড়তে চাইছে না মনে হয়।
কবিরাই বরং রোধ ছড়ায় অন্যের মনের উঠানে
অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
তারেক_মাহমুদ বলেছেন: ইহার নাম দিল্লিকা লাড্ডু খাইয়া দেখেন, খাইলেও পস্তাইবেন না খাইলেও তবে খেয়ে পস্তানো ভাল। এটা লেজকাটা শেয়ালদের পরামর্শ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
জাহিদ অনিক বলেছেন:
আমি লেজ কাটিয়েছি।
খেয়েছি বেজেতে কচু, এখন চুবনি গোড়া চুলকাইছে------------
ধন্যবাদ তারেক মাহমুদ ভাই
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: জীবনা গুছিয়ে নিতে চাইলেও কখনই হয়তো গুছি ওঠা হয় না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
জাহিদ অনিক বলেছেন:
হুম লাইফ গুছিয়ে দেয়া যায় না, নেয়াও যায় না। জীবন এলোমেলোই চলে যায়।
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো পরাধীনতা নয় বৎস
দুটো স্বাধীন স্বত্তার একিভূত করণ ইইউর মতন! জবর দখলে না স্বাধীনতা হরিত হইবে
হা হা হা
দুটো স্বত্ত্বা আপনাতেই এক স্বত্ত্বায় বিলিন হয়ে গেল স্বাধীনতা পূর্নতা পায়
( বাণী হিসেবে ঝাক্কাস! নাকি কন? হা হা হা)
কবিতায় +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
জাহিদ অনিক বলেছেন:
দুটো স্বত্ত্বা আপনাতেই এক স্বত্ত্বায় বিলিন হয়ে গেল স্বাধীনতা পূর্নতা পায় -- ঝাক্কাস বানী !!!!!!!!
আপনাকে উত্তম ঝাজা প্রদান করা হইল।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তিন দশে ত্রিশবার ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ --- গুণে গুণে নিবেন।
শুধু ধন্যবাদ দিলে হবে না। আমাকে চা খাওয়াতে হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
জাহিদ অনিক বলেছেন:
রাজীব ভাই, আগামী শুক্রবার বই মেলায় আসেন---------------- চা খাব
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪
সামিয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২
জাহিদ অনিক বলেছেন:
খুব খুব ধন্যবাদ সামিয়া আপু
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া আমি মুগ্ধ হইয়াছি কবি ভাইয়া।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
জাহিদ অনিক বলেছেন: বাদশা সাহেবকে অনেক ধন্যবাদ
৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
নিজে নিজে পরাধীন হয়ে যাওয়া ! মন্দ নয়, এও এক বিজয় !
কবিতা ভাল লেগেছে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়
৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অগ্রিম অভিনন্দন তবে,
কবিতা ভালো লাগলো, একেবারে ভাবনার কিছুক্ষণ তুলে ধরেছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
জাহিদ অনিক বলেছেন: অগ্রিম অভিনন্দন জানানোর কিছুই নেই --
কবিতায় যা যা হয় কবির জীবনে কি সব ঘটে!!
ধন্যবাদ কবি
৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
কালীদাস বলেছেন: শোনার পরের অনুভূতি কি? কালীদাস নামক ব্লগারের আসল নাম ঠিকানা বের করে দা-বটি নিয়ে দৌড়ানি দেয়ার ইচ্ছা করছে কিনা....?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৪
জাহিদ অনিক বলেছেন:
সর্যি সর্যি ----------
গানের ফিডব্যাক দিতে একটু দেরিই হয়ে গেল !!!!! গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যে ছিলাম না সেটা আপনি বলেই দিয়েছেন!!!!!!!
কালীদাস নামক ব্লগারের আসল নাম ঠিকানা বের করে দা-বটি নিয়ে দৌড়ানি দেয়ার ইচ্ছা করছে কিনা.... জ্বি জনাব, আক্ষরিক অর্থেই---------
আচ্ছা, শিরোনামহীনের জাদুকর গানের ফিডব্যাকটাও এখানেই দেই ?
তুহিন কি এখন আর গায় না ? আমি আশা করেছিলাম তুহিন গাইবে। তবে নতুন যে গেয়েছি সেও ভাল গেয়েছে। সে কি আসলেই নতুন ! নাকি আমার কাছে নতুন ! কি জানি !
শিরোনামহীন তাদের ধারা বজায় রেখেছে।
লিরিক খুব ভাল লেগেছে, সত্যিই।
গানের জন্য ধন্যবাদ প্রিয় থ্রাশ মেটাল !
৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
মলাসইলমুইনা বলেছেন: ঠিক, জাহিদ অনিক
প্রেমে শিকল টনিক |
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭
জাহিদ অনিক বলেছেন: প্রেমে শিকল টনিক !!
হা হা হা
ধন্যবাদ ম্যান অফ লস -------------
৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতার নামকরণটি মারাত্মক হয়েছে।
মাঝে মাঝে পরাধীনতাও পরম কাঙ্ক্ষিত হয়।
কালীদাস এর থ্রাশ মেটাল প্রীতি আমায় মুগ্ধ করে। বেচারা এত্ত উপভোগ করে এসব!
প্রিয় কবি আবুল হাসানের কবিতাংশ উদ্ধৃতির জন্য মনিরা সুলতানাকেও ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
কবিতার নামটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে বেশ।
অনুপ্রাণিত হলাম।
কালীদাস এর থ্রাস মেটাল প্রীতি আমাকেও মুগ্ধ করে। কি হয়ত এই থ্রাশ মেটালই মেঘদুতের মত সংগীতদূত হয়ে তার কাছে পৌঁছে দেয় কোন বার্তা!
মনিরা সুলতানা ও আপনাকে অনেক ধন্যবাদ
৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
কালীদাস বলেছেন:
না, তুহিন চলে গেছে পুরাপুরি। নতুন আরেকটা ব্যান্ড খুলেছে দেখলাম। নতুনজনের পারফরম্যান্স আমার খারাপ লাগেনি, শিবির মার্কা দাড়িটা ছাড়া
খায়রুল আহসান এবং আপনি, আপনারা দুইজনই আমাকে ভুল বুঝছেন। আমি প্রচুর কিসিমের গান শুনি (র্যাপ ছাড়া) এবং আমার প্লেলিস্টে সবসময় টপ প্রায়োরিটি পায় হার্ড রক আর অল্টারনেটিভ মেটাল। এক্সট্রিম মেটাল খানিকটা কমই শুনি কম্পারেটিভলি, যেটার কোর জাঁনরগুলোর একটা হচ্ছে থ্রাশ। তবে মিথ্যা বলব না, গত একসপ্তাহ ধরে ব্রুটাল ডেথ মেটাল বেশি শুনছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
জাহিদ অনিক বলেছেন:
যে ভদ্রলোক এক সপ্তাহ ধরে ব্রুটাল ডেথ মেটাল বেশি শুনছেন বলে দাবী করছেন, তিনি যদি বলেন আমাকে আপনারা ভুল বুঝেছেন আমি প্রচুর কিসিমের গান শুনি। ইহা আমি বিশ্বাস করিবো না। আপনি হাজার কিসিমের গান শুনলেও আমার মগজে গেঁথে গেছে আপনি কেবল ও একমাত্র থ্রাশ মেটালই শুনে থাকেন।
৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
কালীদাস বলেছেন: থ্রাশ মেটাল ব্রুটাল ডেথ মেটালের তুলনায় শিশুদের ছড়া
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা
মেটাল ইজ মেটাল-- আমার কাছে মোটা চালের টাও ভাত, চিনিগুড়া চালেরটাও ভাত
আমি ভাত খাই, আই ইট রাইস।
কালিদাস থ্রাশ মেটাল খায়- কালিদাস ইটস থ্রাশ মেটাল।
৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯
নীলপরি বলেছেন: বাহ ! ভাসিয়ে নিয়ে গেলো আপনার কবিতা ।
++++++++
শুভকামনা
০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ কবি !!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫
ধ্রুবক আলো বলেছেন: এমন পরাধীনতা ভালো, তবে সবসময় সতর্ক থাকতে হয়, কখন বাড়ি ফিরতে হবে।