নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
মধ্য দুপুরে আমি ভেবেছি একটি পূর্ণ দিনের কথা
শুধু একটি দিন নিজের মনে মনে কাটিয়ে দিতে চাই
অসহায় পিতা নিজ সন্তানের হাত কামড়ে খাওয়ার আগে,
আমাদের কথা ফুরিয়ে যাওয়ার আগে
জমিয়ে রেখে কিছুটা পরবর্তী প্রজন্মের জন্য,
মনোপ্যাথি, তুমি আমায় একটি পূর্ণদৈর্ঘ্য দিন দাও
মনোপ্যাথি - ছুটি দেবেনা আমায় তুমি?
কবিতার বইয়ের উৎসর্গপত্রটি লিখে ফেলার আগে
শোবার ঘরে মিথ্যে কথায় গুমট বাতাসে দম বন্ধ হবার আগেই
ক্ষিপ্ত আঙুলে কপালে সিঁথির দাগ মুছে যাবার আগেই
শিথিল দেহে এনে দিও প্রাণের ঝুমুর ঝুমরি।
প্রেমিকার নাম প্রাক্তন হওয়ার আগেই
মনোপ্যাথি তুমি এনে দিও স্বর্ণ-লতিকার কোমল সন্ধ্যা,
গ্রীষ্মের উত্তাপ শেষে না হয় জীবন
তুমি আমি হয়ে যাব পর্ণমোচী বৃক্ষ।
ভেজা বেলেমাটির উপরে দাঁড়িয়ে ভাবি,
একবার আকাশ থেকে নিচুটা দেখতে পেলে ভালো হত,
হয়ত ঘুচে যেত যত সব সংকীর্ণতা আমার।
বেলেমাটি! বেলেমাটি !
পা দু'টোকে রেখো না ধরে;
পা'য়ের উপরে শরীরই থাকে মনের কোন পা থাকে না।
কপালের তাপ কমাতে রয়েছে হোমোপ্যাথি-এ্যলোপ্যাথি
মনের জ্বর কমাতে আছে কি কোন মনোপ্যাথি ?
******* মনোপ্যাথি, শব্দটি কেমন লাগছে আপনাদের কাছে জানালে কৃতজ্ঞ থাকব।
ছবিটি আমার তোলা। প্রিন্টারের কালি সিরিঞ্চ দিয়ে দেয়ালে ছুড়ে দেয়ার পর এই হাল।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৬
জাহিদ অনিক বলেছেন:
জীবন মরন মাঝে, এসো গো বধুর সাজে
সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার। ধন্যবাদ কবি ভাইয়া
২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২
রাকু হাসান বলেছেন: নাম চয়ন যর্থাথ মনে হয়েছে । ভাবনাগুলো চমৎকার ..
‘‘ক্ষিপ্ত আঙুলে কপালে সিঁদুর মুছে যাওয়ার আগেই
শিথিল দেহে এনে দিও প্রাণের ঝমুর ঝুমরি ’’
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৫
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই রাকু হাসান
৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮
সিগন্যাস বলেছেন: কি দরকার।সব কিছু একদিন প্রাক্তন হয়ে যাবে।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৫
জাহিদ অনিক বলেছেন:
একদিন্ তো ----------
৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: সুন্দর। আমাদের বৌ'মার কাছে আছে মনোপ্যাথি..........সো আপেক্ষা....
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৪
জাহিদ অনিক বলেছেন:
নেই নেই, বৌ'মাটি নেই সমন দা
ধন্যবাদ
৫| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫
সাইন বোর্ড বলেছেন: কবির অাবেগ কবিতায় সরাসরি চলে এসেছে, অারেকটু অাড়াল থাকলে পাঠক অারো গভীর করে ভাবার অবকাশ পেতো । কবির জন্য শুভ কামনা রইল ।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৩
জাহিদ অনিক বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাইন বোর্ড
৬| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১০
নাহিদ০৯ বলেছেন: “দেখলে ভালো নারীর চোখে জল।
পুরুষের চোখের জলে আছে অমঙ্গল।
কহেন কবি কালিদাস
ব্যাভিচারীর চোখের জলে আছে সর্বনাশ।”
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বাহ !
ধন্যবাদ ভাই নাহীহ০৯
৭| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনোপ্যাথি কবিতা দারুণ লিখেছেন! শব্দটা কি আপনার নিজস্ব আবিষ্কার?
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ কবি, কেমন হয়েছে শব্দটা ?
৮| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৪২
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
একেবারেই অনন্য একটা শব্দ মনোপ্যাথি
কবিতা জুড়ে'ই শব্দে শব্দে আকুতি।
ভালোলাগা!
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩
জাহিদ অনিক বলেছেন:
শব্দটা কেমন হয়েছে এটা নিয়ে একটু চিন্তায় আছি। দুই একজনকে বললাম যে আমি একটা শব্দ লিখেছি নতুন।
তারা বলল, শব্দটা ডাক্তারদের কাজে লাগবে, কবিতায় নয়। (বিদ্রুপ)
যাক, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ হে কবি
৯| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭
মনিরা সুলতানা বলেছেন: আহা সবার কি সবে মন লাগে!!
কেউ কেউ হয়ত, তুমি জানতে চাইলে বলবে ঠিকঠাক তারমানে তো এই না যে নিজের লেখায় ভরসা কমে যাবে!!
তবে পাঠক প্রিয়’তা নি:সন্দেহে কবির লেখার উৎসাহ।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ সেটা ঠিক বলেছনে।
সত্যি বলতে কে কি বলল, সেটা এখন আর তেমন ইফেক্ট ফেলে না।
আবারও আসার জন্য ধন্যবাদ
১০| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো লিখতে পারতাম !!!
০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৫৯
জাহিদ অনিক বলেছেন:
আমারও হয়ত কিছু আক্ষেপ আছে, আমি যদি আপনার মত কিছু করতে পারতাম !
১১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮
তারেক ফাহিম বলেছেন: এত সুন্দর ভাবনা।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০০
জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্যটিও ভারী সুন্দর তারেক ভাই।
অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা
১২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১২
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কবি
১৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! মনোপ্যাথি। আমি লোভাতুর হয়ে এমপ্যাথিটিক্যালি মনোপ্যাথির স্বাদ নিলাম। কবিতা ভালো লাগলো প্রিয় কবি।
অনেক শুভেচ্চা রইল
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো পদাতিক চৌধুরি। ভালো থাকবেন
১৪| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৫২
শিখা রহমান বলেছেন: বাহ!! অনেকদিন পরে ব্লগে এসেই আপনার কবিতা যথারীতি মনকাড়া।
শুভকামনা কবি। ভালো আছেন আশাকরি মনোপ্যাথি ছাড়াই।
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
জাহিদ অনিক বলেছেন:
হা হা, হ্যাঁ মনোপ্যাথি ছাড়াই ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
অনেক ধন্যবাদ শিখা রহমান
১৫| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমারও হয়ত কিছু আক্ষেপ আছে, আমি যদি আপনার মত কিছু করতে পারতাম !
শান্ত্বনা পেলাম।
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
জাহিদ অনিক বলেছেন:
হা হা, ধন্যবাদ ভাইয়া
১৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনোপ্যাথি শব্দটি ভালো লেগেছে। তবে এর অর্থ যদি হয় মানুষিক প্রশান্তি তাহলে ঠিক আছে। মনোপ্যাথির মতো আরেকটি শব্দ আছে সেটি হলো টেলিপ্যাথি। টেলিপ্যাথি মানে সাধারণ বা শারীরিক মাধ্যম ছাড়া এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে বার্তা প্রেরণ করা। এটা সাধারণত মা ছেলের মধ্যে বেশি ঘটে।
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন: মনোপ্যাথি শব্দটি ভালো লেগেছে। জেনে আনন্দিত হলাম।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই
১৭| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
সময়ের বেলে মাটিতে পা দেবে যাবার আগেই বলে যেতে চাই ---- সুন্দর ।
"প্যাথি : শব্দটি এসেছে " প্যাথোলজী" শব্দ থেকে । আর প্যাথোলজী সংক্ষেপে হলো, রোগ বিষয়ক । তাই "মনোপ্যাথি" কে সহজেই মনরোগ বলা যাবে । কবিতায় সেই মনের রোগের কথাই ধরা পরেছে । "মনোপ্যাথি" তো জ্বর-রোগ কমাবেনা বরং মনের জ্বর আরও ১৩৪ ডিগ্রীতে তুলে দেবে । এ রোগ থেকে যে একদিনের জন্যেও রেহাই মিলবেনা ।
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:২৯
জাহিদ অনিক বলেছেন:
"মনোপ্যাথি" তো জ্বর-রোগ কমাবেনা বরং মনের জ্বর আরও ১৩৪ ডিগ্রীতে তুলে দেবে । এ রোগ থেকে যে একদিনের জন্যেও রেহাই মিলবেনা । -- কবিতার মর্মবেদনা যেন কবিরাই বুঝতে পারে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি
১৮| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
আখেনাটেন বলেছেন: কবি ভালো শব্দ আবিস্কার করেছে। চমৎকার কবিতাতেও ভালোলাগা রইল।
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩১
জাহিদ অনিক বলেছেন:
শব্দটা ভালো লেগেছে শুনে সত্যিই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ প্রিয় আখেনাটেন
১৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৩৬
মিথী_মারজান বলেছেন: মনোপ্যাথি শব্দটাই তো দারুণ মনকাড়া!
কবিতাটাও ঠিক তেমনই এর শিরোণামের মতই সুন্দর!
আর ছবিটাও হয়েছে ঠিক কবিতাটির মত সুন্দর।
সব কিছু মিলিয়ে একটু বেশি সুন্দর ভাইয়া।
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩২
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ মিথী আপু।
আপনার মন্তব্যটাও মনকাড়া
২০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: মনোপ্যাথি - বাংলা শব্দকোষে একটি নতুন সংযোজন। কবিতার সাথে মিলে গেছে।
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫
জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্যটা একজন কবির জন্য সত্যিই বেশ অনুপ্রেরণাদায়ক।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি।
২১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪১
নীলপরি বলেছেন: "মনোপ্যাথি" - শব্দটা আমার তো খুব ভালো লেগেছে ।বেশ মায়াময় । আর কবিতা তো অসাধরণ হয়েছে । +++++
আগেই পড়েছি । মন্তব্য করতে দেরী হোলো ।
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ নীলপরি।
আপনার মন্তব্যে প্রীত হলাম।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা এতো সহজ নয় কবি ! এক হয় জীবনটাকে কাটানো,আরেকটা হয় জীবনটাকে উপভোগ করা।
এই দুইয়ের মাঝে নিজেকেই বেছে নিয়ে হয়,কীভাবে জীবনটাকে চালাবো।
কবিতা ভালো হয়েছে+
শুভ কামনা রইলো।