নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

পূর্বাভাস

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১






ঝিলমিল,
তোমার বৃদ্ধকাল কেটে যাবে অনায়াসেই-
আমার যৌবন বিনাশ করে তোমার জন্য লিখে যাচ্ছি সহস্র সঞ্জীবনী মহাকাব্য।

ঝিলমিল,
আমি বেঁচে থাকবো আমি জানি-
আমাকে বাঁচিয়ে রাখবে তুমি তোমার নাভিমূলে;
নারীত্বের পবিত্র জলে ধুয়ে মুছে যতন করে -
আমাকে তুমি বাঁচিয়ে রাখবে ফি-মাসে।
আমি জানি, আমাকে তুমি দেবে না বিদায় -
দেব না আমিও;
বিদায়ের অনুমতি কেউই আমরা চাইতে পারি না সমস্বরে।

আগমন ও বিদায় মধ্যবর্তী সময়ের নামঃ জীবন-সংক্ষেপ;
আমার আত্মজীবনী আমি লিখে যাচ্ছি তোমার আঙ্গুলে-
অতি সংক্ষেপ- খুব ছোট ছোট শব্দে-
সাংকেতিক কিছু ভাষা- কিছু লেখাজোকা;
শিখে নিও, শিখে নিও তুমি নির্ভুল সাঁটলিপি।

ঝিলমিল,
আমাকে জানতে জানতে আর নিজেকে খুঁজতে খুঁজতে
তোমার যখন খুব ইচ্ছে হবে আমাকে একবার ছুঁয়ে দেখবার-
তোমার যখন খুব ইচ্ছে হবে আমাকে একবার স্বচক্ষে দেখবার;
দেখতে আমাকে পাবে না তুমি- চোখের তারায় আমি আর নেই।
আমাকে আরও আরও পড়বার নেশা তোমাকে যখন পেয়ে বসেছে
আবার যখন পড়তে যাবে আমাকে - পারবে না।
আমার সুন্দর মুখটি দেখতে না পেয়ে-
চোখের ত্রিসীমানায় আমাকে না পেয়ে-
ততদিনে তুমি খুইয়ে ফেলেছ চোখের জ্যোতি।

চোখে চুমু খেয়ে বলি, ভয় নেই ঝিলমিল-
এই পর্যায়ের ভিতর দিয়ে আমাকেও হয়েছে যেতে-
অন্ধ আমিও হয়েছি বহুবার;
আলোর দেখা আমিও পাইনি বহুবছর।
চোখ ছাড়াও আমাকে তুমি পড়তে পাবে।

ঝিলমিল,
এই পর্যায়ে তুমি শিখে গেছো একটি বিশেষ পদ্ধতি-
পর্যায়ের নাম অনোপসিয়া, পদ্ধতির নাম ব্রেইল।
তুমি শিখে গেছো সাঁটলিপি- তুমি শিখে গেছো ব্রেইল;
এসো প্রিয়, এবার পড়ো আমাকে,
এসো প্রিয়, এবার আমাকে তুমি অভ্যেস করে নাও।
এসো প্রিয়, এবার আমার বুকে এসে পড়ো তুমি,
তোমার বৃদ্ধকাল কেটে যাচ্ছে অনায়াসেই-
বিশ্বাস করো ঝিলমিল,
আমার যৌবনও হয়ত এতটা মসৃণ ছিল না।


@জাহিদ অনিক

(ছবিঃ গুগল)
(২৩ শে অক্টোবর, ২০১৮)

মন্তব্য ৪৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ঝিলমিল দের এভাবে বাঁচানোর মধ্যে দিয়েও আমরা একটা সত্য কথা খুঁজে পাই । খুঁজে পাই আমরা নিজেদের জীবন কেও । বরাবরের ন্যায় কবিতা সুন্দর হয়েছে । ++++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবিকে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

জাহিদ অনিক বলেছেন: সত্যি বলতে আপনি ঠিকই বলেছেন, এভাবে আসলে আমরা নিজেদেরকেই খুঁজে ফিরি, নিজেদের অস্তিত্ব যাতে হারিয়ে না যায়; সেজন্য অন্য কারও অভ্যন্তরে আমরা বাঁচিয়ে রাখি নিজেদের।

চমৎকার মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় ব্রাদার পদাতিক চৌধুরি

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: কে এই ঝিলমিল------ জাতি জানতে চায়।
সুন্দর কবিতা।

আমাকে কবিতা লেখা শিখিয়ে দেন ভাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

জাহিদ অনিক বলেছেন:
ঝিলমিল কে? -- অনেক ক্রুশিয়াল প্রশ্ন। আমি আজও জানতে পারিনি কে এই ঝিলমিল। কি তাঁর পরিচয়। জানতে পেলে অবশ্যই আপনাকে জানাবো।
আর কবিতা লেখা শিখিয়ে দিতে হয় না, আপনি যেদিন অনুভব করবেন যে আপনার একটি কবিতা লেখা খুব জরুরী সেদিন আপনার হাতের আঙ্গুলগুলো নিজ থেকেই খেলে উঠবে, দেখবেন আপনার কলম থেকে বেড়িয়ে আসবে একদম আপনার মনের ভিতরে জমে থাকা কথাগুলো; যেগুলো এতদিন বলতে চেয়েছেন কিন্তু পারেননি।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রাজীব নূর ভাই। শুভ দুপুর

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এ কি ভারফির ঝিলমিল?

না! ভারফির ঝিলমিল এমনটা পাওয়ার প্রাপ্য না! এ আমাদের অনিক বাবুর ঝিলমিল ;)

কবিতা অসম্ভব সুন্দর হয়েছে!

সকাল বেলা শুরু হয়েছে আপনার কবিতা দিয়ে, আশাকরি পুরো দিন ভালই যাবে।

ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

জাহিদ অনিক বলেছেন: বারফি'র ঝিলমিল এতটা শান্ত দৃঢ় নয়; সে খুব চঞ্চল।


আমার কবিতা পড়ে আপনার দিন শুরু হলো, তথ্যটি জেনে খুব ভালো লাগলো। আশা করি আপনার দিনটি খারাপ যায় নি- যাচ্ছে না।
শুভ কামনা ও শুভেচ্ছা

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে, হাজার কবিতার লাইন পড়ে রবে অচোঁয়া পুস্তকে, বিকেলের সংকীর্ণ আলোকের মত শুধু স্মৃতিগুলো উঁকি দিয়ে যাবে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ সেটা তো ঠিকই; সময়ের আস্তরণে সবকিছুই ফ্যাকাসে হয়ে যায়-- কেবল স্মৃতিই রয়ে যায়।
আপনি কবিতাটির মূল থিম নিয়েই আলকপাত করেছেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা জনাব।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: সকালে আপনার কবিতা পড়বো না অন্য কাজ করবো।
আপনারা এমন এমন কবিতা লেখেন যে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু এত কথারা এসে ভীড় করে যে আর কিছুই বলা হয় না।
তাই হয় বলতে হয় না হয় চুপ থাকতে হয়।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

জাহিদ অনিক বলেছেন:



ঠাকুরের একটা গান মনে আসলো-
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
--- না বিজন দা, আপনার কথা ভাষা বোঝার আশা জলাঞ্জলি দেই নাই। কবিদের অনেক কথা না বললেও বোঝা যায়।

অনেক ধন্যবাদ - শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

সাগর শরীফ বলেছেন: আরেকটু সকালে আসলে সুন্দর এই কবিতাটা পড়ে দিন শুরু করতে পারতাম। আফসোস!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

জাহিদ অনিক বলেছেন: আহা ! আপনার মন্তব্যে আমার মন ভালো হয়ে গেল।
ধন্যবাদ সাগর শরীফ, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ভাল লাগলো কবিতা ! অসাধারন !!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

জাহিদ অনিক বলেছেন: সেজুতি_শিপু,
আপনার মন্তব্য ভালো লাগলো। ছোট কিন্তু প্রেরণাদায়ক।
ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল প্রিয় কবি।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন:
মোস্তফা সোহেল ভাই,
আশা করি ভালো আছেন। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শুভেচ্ছা ও শুভ কামনা সতত।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

লাবণ্য ২ বলেছেন: কবিতায় মুগ্ধতা!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

জাহিদ অনিক বলেছেন: লাবণ্য ২,
ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মন্তব্যে ভালোলাগা ও কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছান্তে

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

শিখা রহমান বলেছেন: জাহিদ তোমার গত কয়েকদিনের মধ্যে দেয়া কবিতাগুলোর মাঝে এটাই সবচেয়ে ভালো লেগেছে।

কবিতাটা পড়ে সুনীলের "এখনো সময় আছে" কবিতার লাইন মনে পড়ে গেলো।
"এখনও তার নাম হয়নি, বদনামটাই বেশি
সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং মতিচ্ছন্ন
লেখার হাত ছিল খানিক, কিন্তু কিছুই হলো না ।

তাই তো বলি, আজও সময় আছে
দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে
সোনার মতো তোমার ঐ হাত দু’খানি যেন ম্যাজিক দন্ড
বলা যায় না, তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সে হতেও পারে
দ্বিতীয় রবিঠাকুর!"

তুমি ব্লগের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ কবি আর শক্তিশালী তো বটেই। তোমার লেখা সেজন্যেই সবসময়েই বিখ্যাত কোন কবিতা মনে করিয়ে দেয়।

ভালো থেকো। কবিতাটা অনেক ভালো লেগেছে। শুভকামনা প্রিয় কবি।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

জাহিদ অনিক বলেছেন: সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং মতিচ্ছন্ন
লেখার হাত ছিল খানিক, কিন্তু কিছুই হলো না ।
হা হা, আমার তো মনে হয় এই কথাগুলো সুনীল আমাকেই লিখেছেন।

শিখা আপু, আমার গত কয়েকটি কবিতার মধ্যে এই কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই পুলকিত হলাম। সত্যি বলতে সব কবিতা ভালো করে লিখতে পারি না। মনে হয় লেখার পরে একজন কবি নিজেও বুঝতে পারেন তাঁর কোন লেখাটি অপেক্ষাকৃত বেশী ভালো অথবা কম ভালো হয়েছে।
আপনার বলার পরে আশ্বস্ত হলাম, আমারও এমনটাই মনে হচ্ছিলো যে, আজকের এই কবিতায় নিজেকে কিছুটা খুঁজে পেয়েছি।

আমার কবিতা পড়ে আপনার সুনীলের এই কবিতাটি মনে পড়ে গেল, এটা নিশ্চয়ই আমার জন্য বিরাট বড় প্রাপ্তি।
অনেক অনেক ভালো থাকুন প্রিয় কবি শিখা আপু। আপনার মন্তব্যেও মন ভালো হয়ে যায়।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

মিথী_মারজান বলেছেন: মন আবিষ্ট করা চমৎকার একটি কবিতা , মায়ায় ঘেরা এর প্রতিটা অক্ষর।
অসম্ভব সুন্দর!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন:
একটু আগে আপনার কবিতাটা পড়ে এলাম। সেখানেও মন ভালো না থাকার উপজীব্য খুঁজে পেলাম।
ভালো থাকুন মিথী আপু।
শুভ কামনা ও শুভেচ্ছা

১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

শামছুল ইসলাম বলেছেন: কবিতাটা মনের মধ্যে ঝিলমিল ঝিলমিল করছে।

ব্রেইল শেখা যায়, শেখা যায় আরও কত কী?
ঝিলমিলরা কী পড়তে পারবে তাঁর সাথীর মনের কথা?

কবিতায় ++++ । চারটে দিলাম, ২৫ দিয়ে গুণ করে নিয়েন।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯

জাহিদ অনিক বলেছেন:


পঁচিশ চারে একশ? বেশ বেশ। নিলাম একশ'টা প্লাস

ঝিলমিল'রা পড়তে পারবে - নিশ্চয়ই পারবে।
ধন্যবাদ শামছুল ইসলাম
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

এ.এস বাশার বলেছেন: খুব খুব ভালো লাগলো কবিতা অনিক ভাই..... মনে হচ্ছে এইসব আমার মনের কথা,,,,,,,,,
কেউ লিখে আমাকে উপহার দিচ্ছে,,,,,,,, কি প্রকাশ ভঙ্গি..... ++

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এ.এস বাশার ভাই
কবিতা সার্বজনীন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছান্তে

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, খারাপ যাচ্ছে না, তবে অফিসে কাজের চাপে যা যায় আরকি!

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

জাহিদ অনিক বলেছেন:
অফিসের চাপ - ব্যস্তাত-- এইসব মিলিয়েই তো জীবন
ভালো থাকুন- সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শায়মা বলেছেন: শিখা আপুনির মন্তব্যে লাইকু!!!!!!


আর তোমার কবিতা পড়ে তো ফেইন্ট হয়ে গেলাম ভাইয়ু!!!! :)

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

জাহিদ অনিক বলেছেন:
শিখা আপুর মন্তব্য সবসময়েই ভালো লাগে। কবিদের মন্তব্য ভাল লাগে খুব।
তুমি ফেইন্ট খেয়েছো কেন?
এতক্ষনে জ্ঞান ফিরেছে আশা করি !

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুর্দান্ত কাব্য!

পদতিকদার মন্তব্য প্রতিমন্তব্যের সত্যে বলতে হয়-
সত্যিই তাই- মানুষ যা কছিু করে কেবলই নিজের জন্য
তার প্রেম, ভালবাসা, দ্রোহ, আনুগত্য, সিজদা, প্রকাশ
সবই প্রকৃতির নিত্যতারই প্রচ্ছায়া - - -

অবচেতনের প্রকৃতির অংশই তাড়িত করে আত্মাকে।

মুগ্ধ পাঠ কবি। অভিনন্দন দারুন কাব্যে।
+++++

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

জাহিদ অনিক বলেছেন:
মানুষ বাঁচে নিজের জন্য
মানুষ ভালোবাসে নিজেকে
মানুষ কাঁদে নিজের জন্য-------------------

অথচ মনে হয়,
যেটুকু জীবন আমার বাঁচি হন্যে হয়ে অন্য কারও জন্যে

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৪

বাকপ্রবাস বলেছেন: দুপুরে পড়ে কমেন্টও করলাম এখন দেখি নাই। খুব সুন্দর ভাইযান। খুব সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

জাহিদ অনিক বলেছেন:
মন্তব্য হাপিস হল কেন ?
মনে হয় হয়ত কোনো কারিগরি ত্রুটি।

পুনরায় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইযান।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: খুবই স্পর্শকাতর একটি কবিতা।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

জাহিদ অনিক বলেছেন: কবিতাটি আপনার কাছে স্পর্শকাতর লেগেছে আশ্বস্ত হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা মাহমুদুর রহমান

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

স্বপ্ন কুহক বলেছেন: অনেক দিন পর মন কেমন করা কবিতা লিখেছো । তোমার এই লেখাটি পড়ে বুকের কোন জায়গাটি যেন খালি হয়ে গেলো । উদাস ছিলাম অনেকক্ষণ । কি উত্তর করবো বুঝতে পারিনি ।



বড় একটা দীর্ঘশ্বাস ফেলে জীবনের আড়ালের গল্পটিকে
মনের গহীনে চাপা দিয়ে এগিয়ে যাই,
খুব সাধারন একটা জীবন, পাশে তুমি--
খসড়া পাতায় অগোছালো কিছু পংতিমালা
আর আলুথালু একটি সন্ধ্যা,
বিশ্বাস করো আর ঝগড়া করবো না---
আঁচলে জড়িয়ে নেবো সব ভুল গুলো
হারিকেনের অবুঝ ক্ষীণ আলোয়,
বয়ে যাবে আমাদের চিরশান্তির অফুরন্ত প্রহর
তারপর একদিন দুজনে বুড়ো বুড়ি হব--
হালকা পাক ধরা চুল, সিগারেটে পোড়া ঠোঁট,
সাথে সেই ভীষণ চেনা দুর্বোধ্য চাহনি!
শীতের কুয়াশামাখা সকালে মিষ্টি রোদে
বারান্দার বেতের চেয়ারটায় হালকা ওম জড়ানো ছোঁয়ায়
তুমি চা খাবে-
আর আমি মায়াজালে বিভোর হয়ে বকবক করতেই থাকবো,
অনেক বছরের না বলা কথা জমা হয়ে থাকবে যে
তুমি মুচকি হেসে খসড়া পাতায় ব্যাস্ত ---
কি লিখছ? কতোটা লিখেছ...!!! ওমা তেমন কিছুই তো না,
ঝরে পড়া শিশিরের স্নিগ্ধ ছোঁয়ায় লিখে দেব জমা থাকা এক জীবনের পূর্নতা
চকচকে রোদের আলোয় দুজনের হাসি আলো ছড়াবে
ওটাই যে বুড়ো বুড়ির না বলা প্রেম!! কেউ বুঝতে পারবেনা--
শুধু আমিই জেনে যাবো,
বহুদিন, বহুদিন ঘুম কেড়ে নেয়া শিরশিরে হাওয়া
কারণে অকারণে অপেক্ষায় ছল ছল চোখের জল শুকিয়ে
কতটা ভালোবাসা জমা করে রেখেছে শোকাতুর দুটি হৃদয়।।

———

—-অনেক আগে লিখছিলাম কথাগুলো । আজ মলে পড়লো তোমার অসাধারন কবিতা পড়ে ।

সৃষ্টি করো কবি এমন আরও অসাধারন কিছু অমর কাব্য ।
শুভকামনা অহর্নিশ

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার কবিতাটাও বেশ চমৎকার।
শেষ বয়স কিভাবে কাটবে সেই জল্পনা কল্পনা --

কারণে অকারণে অপেক্ষায় ছল ছল চোখের জল শুকিয়ে
কতটা ভালোবাসা জমা করে রেখেছে শোকাতুর দুটি হৃদয়।।
- ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বপ্ন কুহক। ভালো থাকুন সুস্থ থাকুন

২০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: কবিতা যেন ঝিলমিল করে হেসে উঠছে..............

+।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন: হা হা হা-- কবিতা তো হাসে---
কবি কেন কাঁদে!


ধন্যবাদ সুমন দা
ভালো থাকুন

২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: কথারা যখন যখন মায়ার চাদর জড়িয়ে কবিতায় এসে বসে তখন এমন একটা কবিতা হয় । অনবদ্য লাগলো কবি ।
++++++
শুভকামনা

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৯

জাহিদ অনিক বলেছেন: মায়া বড্ড খারাপ - যা জড়িয়ে থাকে কবিতায়
প্লাস ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছান্তে

২২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: ঝিলমিল আবার হয়তো মনের কোন কোণায় ঝিলিক দিয়ে গেল, তাই তো এত সুন্দর একটা কবিতার জন্ম হলো।
"চোখ ছাড়াও আমাকে তুমি পড়তে পাবে" - চমৎকার বলেছেন।
মায়াময় কবিতায় ভাল লাগা + +

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

জাহিদ অনিক বলেছেন: ঝিলমিল আবার হয়তো মনের কোন কোণায় ঝিলিক দিয়ে গেল সে যেন একফালি রোদ, বারেবারে উঁকি দিয়ে যায়।

ধন্যবাদ প্রিয় কবি, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন। শ্রদ্ধা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.