![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আমার মতো থাকতে দাও।।
শাহবাগ মোড় (প্রজন্ম স্কয়ার) থেকে রংমহল চত্বর।বিক্ষোভ ছড়িয়েছে পরেছে সবখানে।কবিতায়,গানে,স্লোগানে,ঝাঁঝালো বক্তব্যে মুখরিত এখন রঙ মহল প্রাঙ্গন। নরঘাতক কসাই মোল্লার ফাঁসীর দাবীতে কিশোরগঞ্জে চলছে লাগাতার অবস্থান ধর্মঘট।অংশ গ্রহণ করছে সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,পথচারী,রাজনৈতিক-সামাজিক কর্মী সহ সর্বস্তরের মানুষ।একটু পর পর হচ্ছে কবিতা আবৃত্তি আর গণ সংগীত।সব মিলিয়ে বিকেল থেকে রংমহল চত্বর এক সাবলীল আন্দোলন স্থল।যতক্ষণ না পর্যন্ত কসাই মোল্লার ফাঁসির রায় না দেয়া হয় ততক্ষণ চলবে এই আন্দোলন।
রুদ্র কাল বোশেখের মতো জাগো তারুন্য।আজ তারুণ্য জেগেছে।আপনিও আপনার অবস্থান থেকে অংশ নিন এই আন্দোলনে।
জাগো তারুণ্য,জাগো বাঙ্গালী জাগো..................
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
জাহিন হাসান বিএসইউ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
হাবিব০৪২০০২ বলেছেন: আগামীকালের মহাসমাবেশএ রাজনৈতিক ব্যানার-বক্তব্য নিষিদ্ধ ।
সাবাস আন্দোলনরত ভাই বোনেরা! এগিয়ে যাও, জনতার জয় হবেই হবে।