নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্তমানে পদ্মা অয়েল কোম্পানীতে কর্মরত আছি । কিন্তু ব্যবসায়ীক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা রয়েছে।উদ্দেগ্যতা জন্য আমি তৈরি কিন্তু ব্যবসায় কেমন জানি গোছানো না ! \n\nসামাজিক ভাবে সংগঠনিক ভাবে মানুষের কাছে পৌছানোর জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিকভাবে স

জহির আববাস কাদেরী

আলহামদুল্লীহ

জহির আববাস কাদেরী › বিস্তারিত পোস্টঃ

৬ ই September

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

"You are now Culprit. You are with Military .You are responsible. You ought to be asked yourself. "

এই হত্যাযজ্ঞ কেন???

মায়ানমার সরকার মনে করে রোহিঙ্গারা আমাদের দেশের।

কিন্তু এইটি তাদের নিজস্বতা, যারা তাদের নিজ রাজ্যে রাখাইন অধিবাসী সুখ,কান্না লুটিয়ে নিয়েছে।

উত্তর রাখাইন রাজ্যে গত শুক্রবার রোহিঙ্গা বিদ্রোহীরা ছুরি ও বাসায় বানানো বোমা দিয়ে মায়ানমারের ৩০ জন মানুষ হত্যা করে।(বিবিসি নিউজ)

satellite এর মাধ্যমে রাখাইন রাজ্যের প্রায় ১০টি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ছবি পরিলক্ষিত হয়েছে।( হিউম্যান রাইটস)

বর্তমানে রাখাইন রাজ্যে সাংবাদিকের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

UN এর হিসেব মতে বাংলাদেশে ২৭ হাজারের অধিক রাখাইন শরনারথি অবস্থান করছে।কিন্তু বাস্তবে এই সংখ্যা ৫০ হাজারের ও অধিক।
২০১৬ সালে র দিকে Arakan Rohingya Salvation Army(ARSA) আবির্ভাব ঘটে। গত শুক্রবার এই হামলার দায় নিয়েছে।

ভারতের ভূমিকা...

"আমরা সাহায্য করব কিন্তু মায়ানমারের এজেন্ডা বাস্তবায়ন আমদের কাজ নয়।"
"ভারত চায়, মায়ানমার এর বাস্তব অবকাঠামো উন্নয়নে সাহায্য করতে।"
ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরী মায়ানমারের এক অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রথম ধাপে ভারত কালাদান মুলতি মডেল প্রোজেক্ট, বন্দর,সামুদ্রিক, যোগাযোগব্যবস্থা উন্নয়নে ঐক্যমত হয়েছে।

১০৯ কি মি Paletwa নদী টার্মিনাল হতে মায়ানমার Border জরিনপুর হয়ে ভারতে যুক্ত হচ্ছে।

আগামী ৬ই September এ BRICS সামিট যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী মায়ানমার সফরে যাচ্ছেন।

গত ২৯-০৮-২০১৭ ইং জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘ সদরদপ্তরে উত্তর কোরিয়ার সাথে আলোচনা করে।
(১) মায়ানমার নিরাপত্তা সংস্থা ১৮৫০০ রোহিঙ্গা বাংলাদেশ Border প্রেরণ করা হয়েছে।
২)১১ টি রাজ্যে ১১০ জন সরকারি অফিসার রাখান বিদ্রোহী দের হাতে মারা যায়।
৩)সভায় নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন বিষয়ক আলোচনা হয়েছে।

মালেশিয়ার জনগণ এর অবস্থান।।।।

"যদি তোমরা কিছু করতে না পার,তাহলে এই দেশ থেকে চলে যাও,আমাদের কোন সমস্যা হবে না"
MAPIM নামক একটি ইসলামিক বেসরকারি সংস্থাপন তাদের দেশে মায়ানমার Ambassador কে স্মারক লিপি দিয়েছেন।
তারা Aung Sun Suiksi এর নোবেল বাতিল করার আহবান করেছে।

মালেশিয়ায় UN এর সহযোগীতায় ৫০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে।

আমারা কি করতে পারি?
১.ঢাকায় অবস্তিত মায়ানমার Ambassador এর মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারি।
২.ভারতীয় হাই কমিশনে ৬ ই September ভারত প্রধানমন্ত্রী সফর বাতিলসহ এই অবস্থার হস্থক্ষেপ করার জন্য ভারতীয় হাইকমিশন বরাবর স্মারকলিপি দিতে পারি।
৩.২০০০ সালে বিডিআর মায়ানমার সীমান্তে বাধ তৈরি কে কেন্দ্র করে ৩ দিন ধরে যুদ্ধ সংঘটিত হয় যেখানে মায়েনমার এর ৬০০ আর্মি নিহিত হয়, বাংলাদেশ কোন প্রকার ক্ষতি ছাড়া মায়েনমার পিছু হাটতে বাধ্য হয়।

তাই আমাদের দেশ চাইলে, মায়ানমার কে উচিত শিক্ষা দিতে পারে, কিন্তু আমাদের প্রশাসন, আর্মি, তাদের চেয়ে ১০০০% ভদ্র।

তাই সংঘাতময় সংকট এড়াতে যারা রোহিঙ্গা দের সত্যিকার সাহায্য করতে চান,তাহলে বিষয়ী টি মায়নমার ও ভারতে হাইকমিশনার প্রতিবাদি কন্ঠ দিয়ে আপনার অবস্থান জানাতে পারেন।

...........

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

ইরিবাসের রাত বলেছেন: ভাল লিখেছেন। প্রতিবাদের মাধ্যমে একাট্টা হতে হবে আমাদের।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


গতবারের ও এবারের অবস্হার জন্য Arakan Rohingya Salvation Army(ARSA) দায়ী; এদের কারণে, রোহিংগারা আরাকান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


"তাই আমাদের দেশ চাইলে, মায়ানমার কে উচিত শিক্ষা দিতে পারে, কিন্তু আমাদের প্রশাসন, আর্মি, তাদের চেয়ে ১০০০% ভদ্র। "

-এসব ব্যাপারে আপনার সঠিক ধারণা নেই; বর্ডারে উদ্ভুত সমস্যা ও দেশের বিপক্ষে দেশের যুদ্ধ এক নয়; আপনার ভাবনাশক্তি রোহিনগা লেভেলের।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
কিন্তু আমাদের সরকার রাজি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.