নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

মহামান্য সরকার প্রধান আজ যাত্রাবাড়ীতে আসিতেছেন !

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫



বাংলাদেশের বহুল আলোচিত বিকল্প সরকার, রাজাকারের নাতি, সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকার আজ বিকাল ৩টায় যাত্রাবাড়ীতে আসিতেছেন।



তার এই শুভ আগমনে যাত্রাবাড়ী এলাকা ফুসে ফেপে উঠেছে। তাকে নিরাপত্তা দেবার জন্য ঢাকা শহরের ৯০% পুলিশ যাত্রাবাড়ী চৌরাস্তায় জড়ো করানো হয়েছে। ঢাকা শহরের অন্যান্য জায়গায় বিরোধীদলের হরতাল মোকাবেলায় রাজপথে থাকবেন ছাত্রলীগ ও যুবলীগ এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে RAB ও বিজিবি।



আজ যাত্রাবাড়ীতে যারা মহামান্য সরকারকে দেখতে আসিবেন, অবশ্যই মেটাল কোন কিছু আনিবেন না, যেমন : চাবির রিং, কয়েন ইত্যাদি নিষিদ্ধ। উল্লেখ্য সরকারের মঞ্চের চারিদিকে মেটাল ডিটেক্টর থাকবে এবং আপনাকে চেক করে ভিতরে ঢুকানো হবে। আপনার কপাল যদি না হয় ফাঁকা, নগদে ৫০০/১০০০ টাকা পেয়ে যেতে পারেন।



আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের বিকল্প সরকার ডা. ইমরান এইচ সরকারকে সাফল্য মন্ডিত করি।



বিঃদ্রঃ উপরোক্ত কাহিনী কাল্পনিক, যদি কোথাও কোন অংশ মিলে যায়, তা শুধু কাকতালীয় মাত্র।

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

রঁমাকান্তকামারঁ বলেছেন: আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের বিকল্প সরকার ডা. ইমরান এইচ সরকারকে সাফল্য মন্ডিত করি।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

িলপু_িসলেট বলেছেন: :D:D:D salkal asitese salkal asitese:D:D:D

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ইউরো-বাংলা বলেছেন: :-B

৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

নায়করাজ বলেছেন: ইউরো বাংলা হল লণ্ডন থেকে প্রকাশিত একটি জামাতী পত্রিকা, তাই না ?

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

ইউরো-বাংলা বলেছেন: না ভাই ঠিক হয় নাই, ঐটা আবুলীয় পত্রিকা। ;)

৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

ফার্ুক পারভেজ বলেছেন: আপনার কপাল যদি না হয় ফাঁকা, নগদে ৫০০/১০০০ টাকা পেয়ে যেতে পারেন

খিচূড়ি দিবোনা মাম্মা........।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

ইউরো-বাংলা বলেছেন: ঐ মিয়া ৩টা বাজে কি কেউ না খাইয়া আসবে :-*

৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

ডাইনোসর বলেছেন: আগুন দেখি অনেকের পাছায়ই লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

ইউরো-বাংলা বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম :)

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

আদম_ বলেছেন: শাহবাগীর আগমন
চুভেচ্ছার সাগতম.............।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ, দাওয়াত রইল ;)

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

ওই চোরা বলেছেন: =p~

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

ইউরো-বাংলা বলেছেন: =p~

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

s r jony বলেছেন: মহান ব্লগার "ফিউসন ফাইফ" এর একটি উক্তি আজো স্বরন করি, তিনি বলেছেনঃ লেঞ্জা ইজ ভেরি ডিফিক্যাল্ড টু হাইড"।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

ইউরো-বাংলা বলেছেন: ফিউসন ফাইফ, আমার আপন ভাটিজা, ও মা-বাবার অবাধ্য সন্তান। ওকে আমরা খুজিতেছি। আপনি যদি ওর অবস্থান জানেন, প্লিজ জানান।

৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

মো : সোহেল রানা বলেছেন: অদৃশ্য ব্লগ লেখক, ২য় প্রজন্মের সর্বাধিনায়ক ডা. ইমরান এইচ সরকার যাত্রাবাড়ীতে আজ কি লেদাইবেন????? ৩টায় তো ভাই রেডি বিরিয়ানী না হইয়ে যামু না??????? ব্যবস্থা থকলে আওয়াজ দেন

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

ইউরো-বাংলা বলেছেন: বিরিয়ানী পাবার গ্যারান্টি দিতে পারছি না। তবে, কপাল যদি না হয় ফাঁকা, নগদে ৫০০/১০০০ টাকা পেয়ে যেতে পারেন ;)

১০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

কে বা কারা বলেছেন: ওখানকার নেতা হারুনর রশীদ মুন্না অনেক আগেই স্থায়ী গেট বানিয়ে রেখেছে। গেটের ওপরের লেখা শুধু সময়ে সময়ে বদলায়। আজ কি সরকারের আগমনকে স্বাগতম জানানোর লেখা লাগানো হয়েছে? কেউ ওখানে থাকলে আওয়াজ দিয়েন।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

ইউরো-বাংলা বলেছেন: এই হারুনর রশীদ মুন্না'র ইতিহাস জানেন ? ও ৯০এর দশকে যাত্রাবাড়ী এলাকায় গাড়ি ও বাজার থেকে চান্দা উঠাতো এবং ঐ সময়ে চান্দা উঠতে গিয়ে পাবলিকের রোসানলে পড়ে মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। (ঐ সময়ের পত্র পত্রিকায় তার রক্তাত্ব ছবিসহ দৈনিক পত্রিকাগুলোতে এসেছিল) কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ উনি নাকি আওয়ামী লীগের বিশিষ্ঠ নেতা !

১১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

সমকালের গান বলেছেন: যারা নিজের দেশকে ভালবাসার আনন্দ পায় নাই, তাদের প্রতি আমার করুনা হয়।


জয় বাংলা।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

ইউরো-বাংলা বলেছেন: আর যারা সরকারী ছত্রছায়ায় সরকারকে খুশি করার আন্দোলন করে ?

১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

আদম_ বলেছেন: লেখক বলেছেন: ফিউসন ফাইফ, আমার আপন ভাটিজা, ও মা-বাবার অবাধ্য সন্তান। ওকে আমরা খুজিতেছি। আপনি যদি ওর অবস্থান জানেন, প্লিজ জানান।

মো : সোহেল রানা বলেছেন: অদৃশ্য ব্লগ লেখক, ২য় প্রজন্মের সর্বাধিনায়ক ডা. ইমরান এইচ সরকার যাত্রাবাড়ীতে আজ কি লেদাইবেন????? ৩টায় তো ভাই রেডি বিরিয়ানী না হইয়ে যামু না??????? ব্যবস্থা থকলে আওয়াজ দেন।

হা.......হা.........হা। ভালোই লাগচে।

আচ্ছা এই আমরা এই কজন তো জামাত-শিবির কিছুই করিনা তাহলেও এই শাহবাগীদের আমরা সমর্থন দিচ্ছিনা কেন?

আর সমকালের গান কাকে করুণা করলেন বুজলুমনা।

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

এম.ডি জামান বলেছেন: চ তে - চাদর বাবার আগমন, শাহবাগতম, শাহবাগতম।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

ইউরো-বাংলা বলেছেন: এই চাদর বাবা'টি আবার কে ?

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

সবুজ ভীমরুল বলেছেন: ইমরান কাক্কু তুমি দৌড়িয়ে চল, আমরা আসতেসি তোমার পিছে!!

বিরিয়ানী থাকবো না?? :#)

১৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

দেশপ্রেমিক পোলা বলেছেন: ডা ইমরান কি একালে বঙ্গবন্দু নাকি? আমার তো তাই মনে হচ্চে।

১৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

নাছি১২৩৪৫ বলেছেন: :-B B:-) :-& :-0 !:#P =p~

১৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

খাটাস বলেছেন: ভাই আপনি কি ডা? কোন দলের সমর্থক? কোন ধর্ম তা জানি না। জানবার ও চাই না। সাহাবাগের আন্দোলন এ প্রথম কয়েক দিন আমি ও গেছি। নিজের বিবেচনায় যদি ও মনে হয়েছে এ আন্দোলন সরকারের পূর্ব পরিকল্পিত, কিন্তু এখান কার সাধারণ মানুষ রা এত কিছু বুঝে ওখানে যায় নি। সবাই গেছে রাজাকারের ফাঁসির দাবিতে। শাহাবাগ পূর্ব পরিকল্পিত আন্দোলন হলে ও মানুষ এখান থেকে শিখেছে এক হতে। একটা কথা ঠিক , জামাত নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি লাভ হয় সরকারের। কিন্তু নিজ সেচ্ছাচারিতায় জামাত কে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হলে ও তারা তা করতে পারে না। কারন এতে তারা নানা প্রশ্নের সম্মুখীন হবে। তাই জনমত আদায়ের জন্য যদি শাহাবাগের পরিকল্পনা করে ও থাকে, তা এখন জনগনের ই আন্দোলন এ পরিণত হয়েছে। তার মানে এই না যে জামাতিরা ধোয়া তুলসি পাতা। তারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, এখন ও আছে। আমি কোন আওয়ামি রে চিনি না, বি এন পি রে চিনি না। সাধারণ বাঙালি রাজাকারের ফাঁসি চাই। বাঙালি যখন এক হউয়া শিখেই গেছে সকল দুর্নীতি বাজদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ্‌। তাদের ও হটিয়ে দিয়ে সোনার বাংলা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ্‌।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

ইউরো-বাংলা বলেছেন: লীগের ভিতর লুকিয়ে থাকা সকল যুদ্ধাপরাধীর বিচার সবার আগে হওয়া উচিৎ ছিল, তাহলে মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেত।

দাবি শুধু একটাই, রাজাকারের ফাঁসি চাই।

১৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

সম্রাট আকবর বলেছেন: মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যারা যারা নিয়েছিল তাদের সন্তান সন্ততি এবং নাতি নাত্নী বিভিন্ন সুযোগ সুবিধা পায়। তাহলে রাজাকারের নাতির ফাসি কেন চাইতে পারিনা আমরা? শুধু নেয়ার সময় "উপস্থিত স্যার" আর প্যাচে পরলেই আমি কেউ না!!! না কি শাহবাগী ভন্ড পীর ফাসীর উর্দ্ধে থাকা মানুষ।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

ইউরো-বাংলা বলেছেন: একমত

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

দুরন্ত-পথিক বলেছেন: চাদর ভাইয়ের আগমন,শুভেচ্ছা স্বাগতম।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ইউরো-বাংলা বলেছেন: এই চাদর বাবা'টি আবার কে ?

২০| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পথহারা সৈকত বলেছেন: এম.ডি জামান বলেছেন: চ তে - চাদর বাবার আগমন, শাহবাগতম, শাহবাগতম। :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ইউরো-বাংলা বলেছেন: এই চাদর বাবা'টি আবার কে ?

২১| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আই লাভ ইউ, ম্যান বলেছেন: পথহারা সৈকত বলেছেন: এম.ডি জামান বলেছেন: চ তে - চাদর বাবার আগমন, শাহবাগতম, শাহবাগতম। :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ইউরো-বাংলা বলেছেন: এই চাদর বাবা'টি আবার কে ?

২২| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বিভ্রান্ত মানুষ বলেছেন: ভাই আপনি কি ডা? কোন দলের সমর্থক? কোন ধর্ম তা জানি না। জানবার ও চাই না। সাহাবাগের আন্দোলন এ প্রথম কয়েক দিন আমি ও গেছি। নিজের বিবেচনায় যদি ও মনে হয়েছে এ আন্দোলন সরকারের পূর্ব পরিকল্পিত, কিন্তু এখান কার সাধারণ মানুষ রা এত কিছু বুঝে ওখানে যায় নি। সবাই গেছে রাজাকারের ফাঁসির দাবিতে। শাহাবাগ পূর্ব পরিকল্পিত আন্দোলন হলে ও মানুষ এখান থেকে শিখেছে এক হতে। একটা কথা ঠিক , জামাত নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি লাভ হয় সরকারের। কিন্তু নিজ সেচ্ছাচারিতায় জামাত কে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হলে ও তারা তা করতে পারে না। কারন এতে তারা নানা প্রশ্নের সম্মুখীন হবে। তাই জনমত আদায়ের জন্য যদি শাহাবাগের পরিকল্পনা করে ও থাকে, তা এখন জনগনের ই আন্দোলন এ পরিণত হয়েছে। তার মানে এই না যে জামাতিরা ধোয়া তুলসি পাতা। তারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, এখন ও আছে। আমি কোন আওয়ামি রে চিনি না, বি এন পি রে চিনি না। সাধারণ বাঙালি রাজাকারের ফাঁসি চাই। বাঙালি যখন এক হউয়া শিখেই গেছে সকল দুর্নীতি বাজদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ্‌। তাদের ও হটিয়ে দিয়ে সোনার বাংলা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ্‌। শহমত

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ইউরো-বাংলা বলেছেন: আপনার সাথে একমত, তবে আমি নিরপরাধ মানুষ হত্যার বিচার চাই এবং সকল যুদ্ধাপরাধীর বিচার চাই।

২৩| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: s r jony বলেছেন: মহান ব্লগার "ফিউসন ফাইফ" এর একটি উক্তি আজো স্বরন করি, তিনি বলেছেনঃ লেঞ্জা ইজ ভেরি ডিফিক্যাল্ড টু হাইড"।

সমকালের গান বলেছেন: যারা নিজের দেশকে ভালবাসার আনন্দ পায় নাই, তাদের প্রতি আমার করুনা হয়।


জয় বাংলা।

স হ ম ত......

ইমরান এইচ কে তা দিয়ে কি হবে ........ আসল উদ্দেশ্য রাজাকারের ফাসি চাই ..... যদি আপনি ও চান(ছাগু না হয়ে থাকেন) তাহলে চলে আসুন এটা সবার জন্য উন্মুক্ত, তবে পবিত্র মনে আসবেন......

ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ইউরো-বাংলা বলেছেন: ছাগু = ছাত্রলীগ গুন্ডাদেরকেই বুঝি। যারা দিনে দুপুরে পুলিশ ও মিডিয়ার সামনে নিরপরাধ বিশ্বজিৎ কে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে।

২৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

এই আমি সেই আমি বলেছেন: বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ।(এই কথাটি কোলা ব্যাঙের মত গোলা ফুলিয়ে বলতে হবে) ।এই দল অবশ্যই রাজাকারদের বিচার চায় তবে যদি , কিন্তু , স্বচ্ছ , নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি ।

আমরা আর শাহ বাগের সাথে নাই । আমরা আর একটা মঞ্চ বানিয়ে আওয়াজ তুলি মখা , সাজেদা , হাসিনার বেয়াই ,ইমরানের দাদার ফাসি চাই । গোয়াজম , নিজামির মুক্তি চাই । তৌহিদি জনতার দাবী মানতে হবে । গোয়াজমরে প্রেসিডেন্ট বানাতে হবে । নিজামি, মুজাহিদের গাড়িতে আবার পতাকা দিতে হবে । তবে পোড়া বাংলাদেশী পতাকা নয় , চাঁদ তারা মার্কা পতাকা চাই ।
মখার ফাসির আদি ও অকৃত্রিম দাবীদার বাঘা সিদ্দিকি সেই মঞ্চে দিগন্ত টিভির প্রোগ্রাম সেরেই রওয়ানা দিবেন বলে জানা গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.