নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ চত্বর

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

এতোদিন কিছু কিছু মিডিয়ায় শুনে এসেছিলাম শাহবাগ চত্বর শিক্ষিত, ভদ্র ও কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত ।



দেখুন ঐখানকার কৃতি সন্তানরা ফেসবুকে ওদের পেজগুলোতে কিভাবে সরকার বিরোধী পক্ষকে উস্কানী দিচ্ছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

বলশেভিক বলেছেন: শাহবাগি জারজদের দিন শেষ।বাংলার মাটিতে বাকশালের ঘেটুপুত্রদের জায়গা নাই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

নুরুল অমিন বলেছেন: চকলেটও খায় নাকি ডলি

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

এস এইচ খান বলেছেন: ওদের ভাষা বলে দেয় ওরা শাহাবাগী গণ প্রজনন চত্তরের ঘেঁটু X( X(( X((

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পোস্ট আর পোস্টের কমেন্ট পড়ে কিলিয়ার হইলো ম্যালা কুছ!
সব দুষ শাহাবাগের তাই না?

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

রিমন রনবীর বলেছেন: লাঠিসোটা নিয়ে আপনার উপর হামলা চালালে তাতক্ষনিক প্রতিক্রিয়ার আপনার মুখ থেকেও এরকম শব্দগুচ্ছই বেরিয়ে আসবে সেটা বলার অপেক্ষা রাখেনা।
তবে কথা সেটা না। গালাগালি না করেও বক্তব্য অনেক কঠোরভাবে ফুটিয়ে তোলা যায়। আমার জানা মতে শাহবাগে সাইবার যুদ্ধ নামের পেইজটাই মুলত গনজাগরন মঞ্চের আনিষ্ঠানিক মুখপাত্র,এই পেইজটা কিনা জানা নেই। হলে আমিও এহেন গালাগালির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গালাগালি করে মূলত গনজাগরন মঞ্চে যারা উপস্থিত ছিল এবং এখনো আছে তাদের সবারই নাম ডোবানো হচ্ছে।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

ইউরো-বাংলা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.