নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

শুধু একটি রায়ের অপেক্ষা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮



অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সাভার ট্রাজেডী নিয়ে সরকার এখন বেসামাল অবস্থায় আছে। একদিকে ভবন মালিক যুবলীগের নেতা, অন্যদিকে তাদের চিরাচরিত নিয়মে নিজেদের লোক নয় অস্বীকার করা। আবার মখা আলমগীর বিবিসি'কে বলেছে- ভবনের কিছু স্তম্ভ নাড়াচাড়া ও ঝাকুনি দেবার কারনে নাকি ভবন ধ্বসের কারন! উদ্ধার কাজে সরকারী লোকদের নিরবতা প্রমান করে, অসংখ্য মানুষের লাশ তারা ধামাচাপা দেবার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। বেশিরভাগ উদ্ধার কাজ স্থানীয় মানুষদের দ্বারাই সম্ভব হয়েছে।



সবকিছু মিলিয়ে বুঝা যাচ্ছে সরকার খুব বেকায়দায় আছে। এবং এই থেকে পরিত্রান পাবার জন্য সরকার হয়ত যেকোন সময়, যেকোন দিন যুদ্ধাপরাধ অভিযোগে অভিযুক্ত একটি রায় দিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করে দিবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link




২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

ইউরো-বাংলা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

রাজ হাসান বলেছেন: আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় আমি বলতে পারি সাভার এর রানা প্লাজায় ৫০০০/-অধিক লোক থাকাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না দেখেন রাবিশ সরানোর নাম করে ট্রাকে করে লাশ পাচার হয় কিনা,যেই ভাবে নিরাপত্তা এবং অন্যান্য কথা বলে সাধারন মানুষদেরকে ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে তাতে লক্ষন ভাল মনে হচ্ছে না।সাধারণ দের সজাগ থাকতে হবে এবং নিহত প্রত্যেকের নিজ নিজ ধর্ম অনুযায়ী সকল ধর্মীয় অনুশাসণ মেনে দাফন কিংবা সৎকার কর্ম সম্পাদন করতে হবে।কোনো লাশ যেন কঙ্ক্রিট/রাবিশ এর ট্রাক এ করে যেন গুম না করা হয়।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

ইউরো-বাংলা বলেছেন: আপনার সাথে একমত, সবাইকে সতর্ক থাকতে হবে।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

আল-মুনতাজার বলেছেন: আপনি কি সামিম-শ্যমল সাহেবের ইউরো-বাংলার লোক নাকি?উনারা তো আওয়ামী লীগের সাচ্চা গোলাম।কুড ইউ প্লিজ কিক অন ব্যাক অব মিঃ সামিম আন্ড মিঃ শ্যামল , আই উইল বি হ্যাপি।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

ইউরো-বাংলা বলেছেন: নারে ভাই, আমি সামিম-শ্যমল নামক কোন গোলামরে চিনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.