![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতি-নাতনিদের অবাঙালি বিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলছে! প্রধানমন্ত্রী শেখ হাছিনা পরিবারের কেউই কোন বাঙ্গালীকে বিশ্বাস করতে পারছে না এবং আত্মীয়তা করতে সাহস পাচ্ছে না ?
প্রধানমন্ত্রী শেখ হাছিনা ৪৩ সদস্যের বহর নিয়ে লন্ডন সফরে রয়েছেন। রাষ্ট্রীয় খরচে এই সফর। সফরে তার বোন রেহানার মেয়ে টিউলিপের বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিবাহ-উত্তর অনুষ্ঠান উপলক্ষেই মূলত এই সফরের আয়োজন। এই বিয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বোনের পরিবারও বিধর্মীদের সঙ্গে আরও একটি আত্মীয়তায় প্রবেশ করল। শেখ রেহানার ছেলেও বিধর্মী মেয়েকে বিয়ে করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বিয়ে করেছেন একজন বিধর্মীকে। প্রধানমন্ত্রী মাত্র কয়েক দিন আগে তার ছেলের বউ খ্রিস্টান ধর্মাবলম্বী বলে জাতীয় সংসদে দেয়া ভাষণে উল্লেখ করেন। এই পুত্রবধূ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই গর্ববোধ করেন। তিনি ফতোয়া দিয়েছেন খ্রিস্টানরা আহলে কিতাবি। আহলে কিতাবিদের বিয়ে করা জায়েজ রয়েছে। হয়তো প্রধানমন্ত্রীর ছেলে বা বোনের মেয়ের জন্য উপযুক্ত বাঙালি কোনো বর, কনে খুঁজে পাননি ! এজন্য বিদেশি ও বিধর্মীদের বিয়ে করে আত্মীয়তার সম্পর্ক সম্প্রসারণ করছেন।
এখানে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় উল্লেখ্য, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে রাষ্ট্রীয় টেলিফোনে ব্যক্তিগত কথা বলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় খরচে ৪৩ জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফর করেন। এতকিছু ঘটে যাবার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন জবাবদিহি করতে হয় না! সত্যিই আজব এক দেশের নাম বাংলাদেশ!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: !!!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
ইউরো-বাংলা বলেছেন: আপনার সাথে আমরাও বিস্মিত !
৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আসলেই বিস্মিত ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে আমরাও বিস্মিত !
৪| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২
কান্টি টুটুল বলেছেন:
সংসদে এব্যাপারে প্রশ্ন তোলা উচিত
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
ইউরো-বাংলা বলেছেন: সংসদে প্রশ্ন অবশ্যই উঠবে, কিন্তু এ জাতি আবার এদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, হয়ত একদিন দেখবেন টিউলিপ'রা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সওয়ার করবে।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
ইসলাম রফিকুল বলেছেন: ইউরো -বাংলা কে বলছি, কোন ব্যাপারে ভালো ভাবে না জেনে মন্তব্য করা কোন মুসলমানের উচিত নয় । ভালো করে হাদীস শরীফ পড়ে দেখুন , আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিবাহে কোন বাধা নাই । সুতরাং এ বিষয়টিকে শেখ হাসিনার ফতোয়া বলে কটাক্ষ করা অনুচিত । ধর্মীয় ব্যাপারে কোন মন্তব্য বা সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে লেখক সহ আমাদের সকলের পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত । না হলে আমাদের গোমরাহে পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
ইউরো-বাংলা বলেছেন: হাছিনা, আওয়ামী লীগ ও সুযোগ সন্ধানী মুসলমানরা ইসলামের যতটুকু দরকার ততটুকু তাদের জন্য হালাল করে নিচ্ছে। তারা হয়ত খ্রীষ্টানদের মত একটি নিউ টেষ্টামেন্ট বানাতে চাচ্ছে।
আমার মূল বিষয় বস্তু ছিল -
১. হাছিনা পরিবারের কেউই কোন বাঙ্গালীকে বিশ্বাস করতে পারছে না এবং বাঙ্গালীদের সাথে আত্মীয়তা করতে সাহস পাচ্ছে না।
২. রাষ্ট্রীয় খরচে ৪৩ জনের যুক্তরাজ্য সফর।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০
ম্যানিলা নিশি বলেছেন:
টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক।
দেশের গরীব জনগনের রক্ত পানি করা টাকায় কি করে প্রধানমন্ত্রী একজন বিদেশী মহিলার বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দেন !!?
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০
ইউরো-বাংলা বলেছেন: জানতে চাই হাছিনা বুবু, জবাব তোমায় দিতে হবে।
৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
আশিকুর রহমান ১ বলেছেন: সবই জয় বাংলার ক্যারিশমা
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১
ইউরো-বাংলা বলেছেন:
৮| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
_উল্লাস_ বলেছেন: ভাইরে আপাতত করুন হাসি ছাড়া আর কিছু বলারও উপায় নাই। মনে হয় না কেউ সরকারের পক্ষ থেকে এর জবাব দেয়ারও প্রয়োজনীয়তা বোধ করবে। তবে নতুন জোড়ার জন্য শুভকামনা।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২
ইউরো-বাংলা বলেছেন: নতুন জোড়ার জন্য শুভকামনা
৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
বিডিআর বলেছেন: @ ইসলাম রফিকুল , মুসলিম পুরুষ আহলে কিতাব নারী বিবাহ করতে পারবে কিন্তু মুসলিম মহিলা আহলে কিতাব পুরুষ বিয়ে করতে পারবে না।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
ইউরো-বাংলা বলেছেন: সঠিক সময়ে সঠিক জবাবটি দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
১০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
টুনা বলেছেন: @ ইসলাম রফিকুল - ভাই, সজীব ওয়াজেদ জয় এর ব্যাপারটা ঠিক আছে। কারন মুসলমান ছেলের খ্রীস্টান বা ইহুদী মেয়ে বিয়ে করা জায়েয আছে। তবে মুসলমান মেয়েরা খ্রীস্টান বা ইহুদী ছেলেকে বিয়ে করতে পারবেনা যতক্ষন পর্যন্ত ধরমান্তরিত হয়ে মুসলমান হবে।
ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন ইনশাল্লাহ্।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
ইউরো-বাংলা বলেছেন: টিউলিপের স্বামী হয়ত নামকাওয়াস্তে মুসলমান হয়ে যাবে
১১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
মোমের মানুষ বলেছেন: তিনাদের জন্য সব বৈধ। জনগনের টেক্সের টাকায় আমোদ ভ্রমন, বিয়ে শাদী সবই সম্ভব। এ জন্যই সবাই রাজনীতি করতে চায়। কারন এতে মূফতে সব কিছু পাওয়া যায়।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১
ইউরো-বাংলা বলেছেন: ঠিক বলেছেন, আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
১২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
সবখানে সবাই আছে বলেছেন: কে কাকে বিয়ে করল সেটা নিয়া মাথা না ঘামালে কি চলে না???? বিয়ে যার যার স্বাধীন ব্যাপার। শেখ হাসিনা আর টিউলিপের জীবন আলাদা। উনি বাংলাদেশের প্রধান মন্ত্রী বলে টিউলিপের ভাল না লাগলেও বাঙালি বিয়ে করতে হবে নাকি???? এত যে এইসব ব্যাপারে বাল ফেলতেসেন, পারলে এইটা বলেনত, এত যে জামাত শিবির জিহাদ জিহাদ করে, কৈ নেতাদের ছেলে মেয়ে কোনটাইতো মাদ্রাসাতে পড়ে না। সব কয়টা তো থাকে বিদেশে আর পড়শোনা করতেসে ইংলিশ মিডিয়ামে। এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিলে ভাল হয়।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩
ইউরো-বাংলা বলেছেন: কছ কিরে কলিম, কুত্তা সামলা
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩
আম্মানসুরা বলেছেন: অরণ্য রোদন
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
যুবাইরআজাদ বলেছেন: ইসলাম রফিকুল বলেছেন: ইউরো -বাংলা কে বলছি, কোন ব্যাপারে ভালো ভাবে না জেনে মন্তব্য করা কোন মুসলমানের উচিত নয় । ভালো করে হাদীস শরীফ পড়ে দেখুন , আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিবাহে কোন বাধা নাই । সুতরাং এ বিষয়টিকে শেখ হাসিনার ফতোয়া বলে কটাক্ষ করা অনুচিত । ধর্মীয় ব্যাপারে কোন মন্তব্য বা সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে লেখক সহ আমাদের সকলের পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত । না হলে আমাদের গোমরাহে পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
আপনার কথার সাথে ১০০% একমত। কিন্তু ভাই রফিকুল ইসলাম, একটু বলবেন কি বাইবেল কোন রাসুলের উপর নাজিল হয়েছিল? আর বাইবেলের অনুসারীদের কে কি আহলে কিতাবী বলা যাবে? যদি যায় তবে সব ঠিক আছে।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫
ইউরো-বাংলা বলেছেন: আশাকরছি শেখ ইসলাম রফিকুল উত্তরটি পেশ করবেন।
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
মদন বলেছেন: আহলে কিতাব এবং একেশ্বরবাদী হতে হবে। যীশুকে ইশ্বর কিংবা যীশু ইশ্বরের পুত্র এমন বিশ্বাসীকে কোনোমতেই বিয়ে জায়েজ হবে না।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬
ইউরো-বাংলা বলেছেন: তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ মদন দা।
১৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০
বলাক০৪ বলেছেন: আমাদের দুই মহান দলের মহত্ব সম্পর্কে কোন মন্তব্য না করাই শ্রেয়, যেহেতু এরা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। তবে রোজ বাসায় যাওয়ার পথে ইস্টার্ণ প্লাজার উল্টোদিকে কিছু পরিবার ফুটপাথে থাকে, ওদের কথা এই মুহুর্তে মনে পড়ছে। ওই টাকায় কি ওদের কোন ভাগ আছে?
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮
ইউরো-বাংলা বলেছেন: ঐ টাকা আপনার, আমার, সকলের টাকা। ১৬ কোটি বাংলাদেশির টাকা।
১৭| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
গেস্টাপো বলেছেন:
১৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তারাকি কোটি কোটি যুবক/যুবতির মাঝ থেকে একজনও পেল না?
না তারা তা চায় না। তারা মুখে মূখে চেতনার কথা বরে
অন্তরে ভিনদেশী প্রেম, স্বার্থ আর লোভ!
তারা স্বাধীনতার চেতনার কথা বলে- মেয়ের বিয়ে বাংলাদেশৈ যদিবা দেয়- দেয় রাজাকারের ছেলের সাথে!!!
তাদের মূখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না।
তারা কি চিরদিন আওয়ামীলিগই থাকবে?
রবিঠাকুরের ভাষায়-
হে বঙ্গ জননী
রেখেছে আওয়ামীলীগ করে
মানুষ করো নি!!!!?
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আর কয়দিনগো সোনা......দিন আইতাচে......
ট্যাহা যা খাইচো পুটকি চিপ্পা বাইর করা অইবো
২০| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৪
লেজ কাটা শেয়াল বলেছেন: হাসিনা সেখানে তার বক্তব্যে বলেছে 'আমি শুধু এই কাজেই এসেছি' অথচ দেশের সংবাদ মাধ্যম গুলো প্রচার করছে তিনি নাকি রাষ্ট্রীয় সফরে গেছেন!
আর খ্রীস্টান বিয়ে করার ফতোয়া দান কারীদের জুতাপেটা করা উচিত।
২১| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৬
লেজ কাটা শেয়াল বলেছেন: Click This Link
২২| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: জয় কারে বিয়া করলো....বা জাতির নাতনী কার লগে শুইতে গেল.......সেইটা আমাদের কারেই বিবেচ্য বিষয় হতে পারেনা। যার যার জীবন তার.... আমরা যারা এগুলা নিয়া তর্ক করছি........তারা আগে নিজেদের ঈমানী শক্তি জোরদার করুন।
তবে হাসিনা কোন অধিকারে জনগনের পয়সায় বুনঝির বিয়া খাইতে যায়........বা এভাবে সরকারী টাকায় বিয়া খাওনের পরে তাগো কেন ডায়রিয়া হয়না, সে প্রশ্ন তোলা যেতে পারে
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
ইউরো-বাংলা বলেছেন: তবে হাসিনা কোন অধিকারে জনগনের পয়সায় বুনঝির বিয়া খাইতে যায়........বা এভাবে সরকারী টাকায় বিয়া খাওনের পরে তাগো কেন ডায়রিয়া হয়না, সে প্রশ্ন তোলা যেতে পারে
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
আিম এক যাযাবর বলেছেন: সত্যিই আজব এক দেশের নাম বাংলাদেশ! এতকিছু ঘটে যাবার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন জবাবদিহি করতে হয় না।