![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখুন আপনাদের বেশিরভাগ শীর্ষ নেতারা ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধিতা করেছে। তবে সেই সময় এটা উনাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিলো এটা আমিও মানি। যাই হোক তাদের বিচার করা হচ্ছে আর এই বিচার এর রায় এর আগে- পরে আপনারা মিছিল করতেছেন আর সরকার গুলি চালাচ্ছে। এতে আপনারা মারা যাচ্ছেন আর মনে করতেছেন আল্লাহর পথে শহিদ হচ্ছেন!
একবার চিন্তা করুন, আপনার বাবা মা আপনাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। আপনাদের প্রতিষ্ঠিত করানোর জন্য নিজের মেহনতের অর্থ ব্যয় করেছে। তাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফলে আপনি একটি পজিশনে এসেছেন।
এছাড়া আপনারা যারা বিবাহিত- আপনার বউ, ছেলে মেয়ের কথা চিন্তা করেন। তারা এতিম আর বিধবা হচ্ছে। এতে করে তারা অসিম বিপদে পরতেছে।
জামাতের শীর্ষ বিতর্কিত নেতাদের বাঁচানোর নামে একটি রায় ঘোষনার পরে অসংখ্য নেতা-কর্মী, আহত/নিহত হচ্ছে। আজ পর্যন্ত কি দেখেছেন এই আহত /নিহতের তালিকায় ঐ সকল বিতর্কিত নেতাদের পরিবারের কেউ আছে ?
আপনারা যাদের জন্য মারা যাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশাল বিশাল লবিং । তাদের পিছনে এমনো মানুষ আছে যারা আমেরিকার সংসদের বিল চেঞ্জ করার ক্ষমতা রাখে। সূতরাং তাদের যতই ফাঁসির রায় হোক না কেন, তা কক্ষনই কার্যকর করতে পারবে না। সূতরাং আপনারা শুধু শুধু মরে গিয়ে আপনাদের ছেলে মেয়ে বউ বাবা মা'কে কেন কষ্টে ফেলতেছেন?
দেখুন আপনারা মারা গেলে কারো কিচ্ছু হবে না, আপনারা মারা গেলে নিজামির রায় এর ফলাফল চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমেরিকার একটা ফোনে সব হবে। সেই লবিং তো করতেছে আপনাদের শীর্ষ নেতারা। সূতরাং কেন মারা যাচ্ছেন? রোজা রমজানের দিনে অস্বাভাবিক মৃত্যু ভালো লাগে না।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬
ইউরো-বাংলা বলেছেন:
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১
নিষ্কর্মা বলেছেন: আল্লাহর নামে ব্যতিত অন্য কারো নামে জবাই করা পশুর মাংস যেমন হারাম, তেমনি আল্লাহর পথে নিহত না হলে কেউই শহীদ না। রাজাকারদের জন্য যারা প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব, তাদের জানা উচিৎ যে তারা রাজনৈতিক ডামাডোলে মারা যাচ্ছেন, ব্যক্তির ইচ্ছার কাছে নিজেকে সমর্পন করে নিজেই শীরকের অংশিদার হচ্ছেন।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
সেফানুয়েল বলেছেন: নিষ্কর্মা বলেছেন: আল্লাহর নামে ব্যতিত অন্য কারো নামে জবাই করা পশুর মাংস যেমন হারাম, তেমনি আল্লাহর পথে নিহত না হলে কেউই শহীদ না। রাজাকারদের জন্য যারা প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব, তাদের জানা উচিৎ যে তারা রাজনৈতিক ডামাডোলে মারা যাচ্ছেন, ব্যক্তির ইচ্ছার কাছে নিজেকে সমর্পন করে নিজেই শীরকের অংশিদার হচ্ছেন। -সহমত
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
নিয়ামুল ইসলাম বলেছেন: