নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

৭১টিভি কি BAL(Bangladesh Awami League)-এর মালিকানাধীন টিভি চ্যানেল ?

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০



সামিয়া জামানের উপস্থাপনায় ৭১টিভিতে একাত্তর মঞ্চ দেখছিলাম। আওয়ামী একঝাক রাজনীতিবিদ, আইনজীবি, বুদ্ধিজীবি, সাংবাদিকের বিপরীতে বিএনপির শুধু রেদোয়ান আহমেদ এবং একজন ডানপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজী'কে দেখছিলাম। বিষয় ছিল, জামাতের রাজনীতি নিষিদ্ধকরন। সামিয়া জামান ও আলোচকদের মূখে শুনা যাচ্ছিল -জামাত খুব খারাপ সংগঠন, এই ৪২ বছর ধরে যত অপকর্ম সবকিছুর মূলে জামাত, দেশে আর কোন সমস্যা তারা খুজে পাচ্ছে না।



কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য এই চ্যানেলটি জামাতকে নিয়ে হাজার হাজার ঘন্টা টক শো করে, একদিনও তারা জামাত সম্পর্কিত জবাবের জন্য কোন জামাত নেতাকে হাজির করেনি। বা হাজির করে থাকলেও আমার চোখে পড়েনি।

৭১টিভি জামাত বিষয়ক প্রশ্নগুলো সাধারনত বিএনপি-র প্রতিনিধিদের করে থাকে এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চালায়।

আরো আশ্চর্যের বিষয় হচ্ছে মুরগী শাহরিয়ারদের পর্যাপ্ত সময় দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। আজকে দেখলাম রুহুল আমিন গাজীকে থ্রেট করার জন্য একজনকে তরিগরি করে টেলিফোনে নিয়ে এলো এবং সে বলে উঠল গাজী সাহেব নাকি আদালত অবমাননা করেছে :D তারপর পরই রুহুল আমিন গাজিকে সমালোচনা করে মাহবুবুল আলম হানিফ, মুরগি শাহরিয়ার যথেষ্ট সমালোচনা করলেন। কিন্তু সামিয়া জামান উনাদের বিতর্কের উপর বেচারা গাজী সাহেবকে কোন জবাব দেবার সময় দিলেন না, তাদের সময় শেষ হয়ে গেছে বলে অনুষ্ঠান শেষ করে দিলেন !

বিগত সময়েও দেখেছি এই চ্যানেলটি বিরোধী দলের নেতা ও ডানপন্থী সাংবাদিকদের নানা ভাবে অপমান করেছে। তাদের এই হীন প্রচেষ্টার কারনে- হান্নান শাহ, মাহী বি চৌধুরী, আন্দালিব পার্থ, মোয়াজ্জেম হোসেন আলাল, এডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক শওকত মাহমুদ প্রমূখ একরকম ঘোষনা দিয়েই এই চ্যানেলটি পরিত্যাগ করেছে।



তাই আমার মনে প্রশ্ন জেগেছে - ৭১টিভি কি BAL(Bangladesh Awami League)-এর মালিকানাধীন টিভি চ্যানেল ? কারো জানা থাকলে জানাবেন প্লিজ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

জগ বলেছেন: বালের টিভি = ৭১ টিভি

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

কথা সত্য বলেছেন: ৭১ টিভি বালের অফিসিয়াল মুখপত্র

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

ঢাকাবাসী বলেছেন: এটা বালের মুখপাত্র, বেতনভুক গোলাম।

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

মতিউর রহমান মিঠু বলেছেন: লাইসেন্স অনুযায়ী মালিক হলেন মি.মোজাম্মেল বাবু, যিনি একসময় ছাত্রলীগ করতেন। এখন আওয়ামী সাংঘাতিক নামে পরিচিত।
৭১ টিভির প্রথম অনুমতি চেয়েছিলেন প্রবীন সাংবাদিক এ বি এম মূসা সাহেব, তবে তাকে দেয়া হয়নি। শোনা যায় যে মুসা সাহেব নাকি এখন আওয়ামী লীগ করেন না বা লীগের আদর্শের সাথে একমত নয়, তাই ৭১ তাকে দেয়া হয়নি।
পরবর্তীতে মি.মোজাম্মেল বাবু একই নামে আবেদন করেন এবং অনুমতি পেয়ে যান। যদিও কারো আবেদন কৃত প্রতিষ্ঠান অন্যকে দেয়া হলে প্রথম ব্যক্তির সম্মতি থাকতে হয়, এক্ষেত্রে মুসা সাহেবের কাছ থেকে কোন সম্মতি নেয়ার প্রয়োজন মনে করেননি সরকার বা বাবু সাহেব।মূসা সাহেব এখনো এ বিষয় কথা উঠলে সরাসরি এমন অভিযোগ করেন তা হোক টক শো বা অন্য কোন মাধ্যম।
স্বভাবতই ৭১ বা বাবু সাহেব BAL এর প্রতি কৃতজ্ঞ থাকবেন এটাই স্বাভাবিক তাই না??

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

ইউরো-বাংলা বলেছেন: আপনার মন্তব্যর মাধ্যমে অনেক অজানা তথ্য প্রকাশ পেয়েছে।

এই চ্যানেলটিতে অর্থ বিনিয়োগ করেছেন কারা কারা তা কি জানেন ?

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩

প্রভাষ প্রদৌত বলেছেন: জামাত এর নেতাদের আনতে হবে কেন ???????????????? তোর জামাতী বাবারা বাংলাদেশের কেমন ভাল ছায় এটা সবাই জানে ।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

ইউরো-বাংলা বলেছেন: দূরে গিয়া মর, ছাগুর বাচ্চা। উল্লেখ্য ছাগু=ছাত্রলীগ গুন্ডা।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

নোমান১৯৯২ বলেছেন: একাত্তর টিভিকে অনেকেই বেসরকারি বিটিভি বলে। :( :( :( :( :( :( :(

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

ইউরো-বাংলা বলেছেন: :D

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৬

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: "৭১" এখানেও চেতনা লইয়া ব্যবসা । চেত্নার সোল এজেন্ট শুদু তেনারা :#)

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১

ইউরো-বাংলা বলেছেন: চেতনা বেইচা ভাত খাওয়ার দিন বাংলাদেশে শেষ হয়ে আসছে। তেনাদের নতুন কিছু আবিষ্কার করার উচিৎ ;)

৮| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০

পাইলট ভয়েচ বলেছেন: ৭১ টিভি=বিটিভি HD

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.