নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

যানজট নিরসনে সেনাবাহিনী নামানো হোক।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩



ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে যাত্রাবাড়ী-সায়েদাবাদ রোড। কিন্তু এই রাস্তাটি সবসময় যানজটে পরিপূর্ণ থাকে। রোজার মাসেতো বলা বাহুল্য পুরো ঢাকার শহরই যানজটের শহরে পরিনত হয়। এই থেকে পরিত্রানের উপায় কি ? আমার মতে পরিত্রানের উপায় একটাই তা হচ্ছে সেনাবাহিনী। রাজধানীর কুতুবখালী থেকে সায়েদাবাদ পর্যন্ত যদি ৪-৫জন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এই যানজট মোটেও থাকবে না। আমরা বিগত সময়েও দেখেছি, সেনাবাহিনী যখন রাস্তায় থকে তখন কোন যানজট থাকে না।



বর্তমান ঢাকা শহরে যে যানজট দেখছেন তা বেশিরভাগই ট্রাফিক পুলিশ দ্বারাই সংগঠিত। ঘুষ খাবার আশায় তাদের নজর থাকে মালবাহী গাড়ির দিকে, তারা মোটেও যানজট নিরসনে কাজ করে না। তাই ট্রাফিক পুলিশকে সংশোদনের জন্য হলেও সেনাবাহিনী নামানো উচিৎ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

সাইফুল বাতেন টিটো বলেছেন: মাল কি বেশি খেয়ে ফেলেছো ?

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২২

ইউরো-বাংলা বলেছেন: কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি ! এই লেখায় মাল খাবার কি আছে রে আবুলের বাচ্চা ।

২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

পরের তরে বলেছেন: আসলেই জানযট নিরসনে হয় স্পেশাল কোন বাহিনী বা আপাদত সেনাবাহিনী নামালে মন্দ হয় না।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

এস এম আর পি জুয়েল বলেছেন: বলদে কয় কি ? সেনা বাহিনী কি গাড়ি ঘাড়ে কইরা পার কইরা দিব ? নাকি রাস্তা টাইন্না চওড়া বানাইব ? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P :-P :-P :-P :> :> :> :> =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P =p~ =p~ =p~

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

ইউরো-বাংলা বলেছেন: আবুলের বাচ্চা, বুঝা গেছে তুমি ঢাকা শহরে থাকো না।
আমরা বিগত সময়ে দেখেছি সেনাবাহিনী দ্বারা ঢাকা শহর যানজট মুক্ত করা হয়েছিল। সেনাবাহিনী নামলে রাস্তার ট্রাফিক পুলিশও সোজা হয়ে যায়।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

বাংলার আকাশ বলেছেন: সেনাবাহিনী নামালে প্রবলেম কি ? ওনারা যদি সত্যি দেশ প্রেমিক হয় তবে আমাদের প্রয়োজনে মাঠে নামবে না কেন ??

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

হেডস্যার বলেছেন:
সহমত কইলেই ধন্যবাদ আর নাইলে আবুলের বাচ্চা।
গেট ওয়েল সুন X((

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

ইউরো-বাংলা বলেছেন: আবুলের বাচ্চারা কি ভালো মানুষ না ?

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

সাদা কলো বলেছেন: ব্রিজ বানাতে হবে- নামাও সেনাবাহিনী
ফ্লাইওভার বানাতে হবে- নামাও সেনাবাহিনী
অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে- নামাও সেনাবাহিনী
স্থানীয় সরকার নির্বাচন করতে হবে- নামাও সেনাবাহিনী
নদীতে বাস ডুবে গেছে- নামাও সেনাবাহিনী
বিল্ডিং ধস হইছে- নামাও সেনাবাহিনী
সব কিছু যদি সেনাবাহিনীই করে দেশের সিভিল প্রশাসন কি বাল ছিঁড়ার জন্য আছে?


সেনাবাহিনী খুব সস্তা হইয়া গেছে, না?

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

সাদা কলো বলেছেন: আর ঐ যে বললেন-''বর্তমান ঢাকা শহরে যে যানজট দেখছেন তা বেশিরভাগই ট্রাফিক পুলিশ দ্বারাই সংগঠিত। ঘুষ খাবার আশায় তাদের নজর থাকে মালবাহী গাড়ির দিকে, তারা মোটেও যানজট নিরসনে কাজ করে না'' , সেনাবাহিনী মাঠে নামলে এক সময় দেখবেন সেনাবাহিনীরও একই অবস্থা তখন কোন বাহিনীর জন্য দাবি জানাবেন?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

ইউরো-বাংলা বলেছেন: কিছু দিনের জন্য নামলে সেনাবাহিনী দুষিত হয়ে যাবে না। আমরা বিগত সময়ে দেশ ও জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে পাশে থাকতে দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.