![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে সম্ভাব্য কারনগুলো -
১। নির্বাচন হবে হাছিনা সরকারের নিয়ন্ত্রনে, পাবলিক যাকেই ভোট দেক না কেনো ফলাফল উপর থেকে ঠিক করা থাকবে।
২। সেই ফলাফল যদি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে সাপোর্ট পাওয়া যায়, তাহলেতো সোনায় সোহাগা। ইতিমধ্যে তারা উক্ত দুই দেশেই বীজ বপন করেছে।
আপনার কাছে সম্ভাব্য কারনগুলো শেয়ার করার অনুরোধ করছি-
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
ইউরো-বাংলা বলেছেন: জয় বাংলা, ঠেলা সামলা
২| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
কোলাহল নির্জনে বলেছেন: পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
ইউরো-বাংলা বলেছেন: হা হা হাাাাাাাাাা
৩| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মা-কা বেটা। সম্ভবত বি এন পি কে ছাড়া নির্বাচন করবে। তাই বলছে এমন কথা। তবে যাই হোক, এতদিন তো অতিকথন ছিল আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে মন্ত্রী, এম পি দের মুখে। এবার হবু সভাপতি’র মুখ থেকেও বের হলো লাগামহীন কথা। বি এন পি আরেকটা গরম ইস্যু পেল। হাহাহা
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
ইউরো-বাংলা বলেছেন: একমত ।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
চাঁন মিঞা সরদার বলেছেন:
পাগলে কি না কয় ?
তার ছিড়া গেলে যা তা কয়।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
জাহাজ ব্যাপারী বলেছেন: ৩। ইভিএম-এ এমন প্রোগ্রাম করা থাকবে, যে প্রতীকেই ভোট দেন তা অটোম্যাটিক্যালি নৌকায় কাস্ট হয়ে যাবে।
"আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে"। তাহলে ইলেকশনের কী দরকার আর নির্বাচন কমিশনেরই বা কী দরকার!
সংখ্যাগরিষ্টতার জোরে "আজীবন ক্ষমতা" আইন পাশ করলেই তো ল্যাঠা চুকে যায়!
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত তথ্যনির্ভর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
৬| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫২
রাকি২০১১ বলেছেন: গমের শীষের নাম শুনছেন?
প্রোগ্রাম সেটআপ:
লীগ=০; বিএনপি=০; গমের_শীষ=০;
ডু
{
ইফ(ভোট ==ধানের শীষ) বিএনপি++;
ইফ(ভোট ==গমের শীষ) লীগ++;
ইফ(ভোট ==নৌকা) লীগ++;
}হোয়াইল (ভোট)
এবার কারন এবং তথ্যটা বুইজা লন।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
ইউরো-বাংলা বলেছেন: হুমমমমমমমমম, চিন্তার বিষয়
৭| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮
হাসানুর বলেছেন: পুরান পাগলে(তারেক) ভাত পায় না, নতুন পাগলের(জয়) আমদানি !
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
ইউরো-বাংলা বলেছেন: ঠিক বলেছেন। আর এই পাগল-ছাগলরা আমাদেরকে বলদ বানিয়ে রাখতে চায়।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
মাইন রানা বলেছেন: হা হা হা হা হা
৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হাসানুর বলেছেন: পুরান পাগলে(তারেক) ভাত পায় না, নতুন পাগলের(জয়) আমদানি !
১০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
জহির উদদীন বলেছেন: মায়ের মত ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে মশকরা করা, চাপাবাজি, নির্লজ্জ মিথ্যা কথা বলা, কুটবুদ্ধিসহ সকল গুনাবলীই জতীয় নাতিতে বিদ্যমান।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫
ইউরো-বাংলা বলেছেন:
১১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
সাহাদাত উদরাজী বলেছেন: দেশের মানুষের সাথে সম্পর্ক নাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭
জগ বলেছেন: ইত্তেফাকের আজকের জরিপ:
