নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

লেভেল প্লেয়িং ফিল্ডের ফরমুলা

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

১) বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে।



২) দুই জোট থেকে মনোনীত ৫ জন করে দশজনের মন্ত্রীসভার অন্তর্বর্তীকালীন সরকার হবে।। এই মনোনীত ১০ জন দুইজোটের রাজনীতিবিদ, বর্তমানের সাংসদ, দফতরওয়ালা বা দফতরবিহীন মন্ত্রী, জোটের বাইরের সুশীল, সেলিব্রিটি বা অন্য যে কেউ হতে পারবেন, বাট, শর্ত একটাই, এই ১০ জন আগামি সংসদের কোনো আসনের জন্য কখনও ভোটে দাঁড়াবেননা।("কখনও" মানে হলো পরবর্তীতে উপনির্বাচনগুলোতেও অংশ নেবেননা)



৩) এই দশজন ও প্রেসিডেন্ট মিলে একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সিলেক্ট করবেন। তিনিও যে কেউই হতে পারেন, শুধু শর্ত হলো, তিনিও আগামি সংসদের কোনো আসনের জন্য কখনও ভোটে দাঁড়াবেননা।



৪) ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার (এইটা একটু টাফ হইতে পারে)



আমাদের ধারনা আওয়ামী লীগ এরকম একটা ফরমুলা মেনে নিলে সবগুলো দল নির্বাচনে যাবে এবং দেশ ও জাতি শান্তিতে থাকতে পারবে।



বিঃদ্রঃ ফেসবুক থেকে সংগ্রেহিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

হাসিব০৭ বলেছেন: সহমত

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ আপুমনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.