নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

জয় হাছিনার জয় !

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০



খালেদা জিয়া শেষ পর্যন্ত হাছিনার প্রস্তাবই মেনে নিলেন। এতো আন্দলন, এতো হাক-ডাক, মনে করেছিলাম কি-না-কি ফরমূলা দিয়ে বসে। এখন দেখছি হাছিনার প্রস্তাবটিই মেনে নিলেন।



এটা কিভাবে সম্ভব হলো ?



আপনাদের মতামত জানতে চাচ্ছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

নিজাম বলেছেন: খালেদা জিয়া প্রস্তাব মেনে নিয়েছেন তা কেমন করে বুঝলেন? তাঁর বক্তব্য শুনে তো তা মনে হয় না।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

ইউরো-বাংলা বলেছেন: শেষের কয়েকটি লাইন, ভালোমতো শুনুন বা পড়ুন। একটু এদিক সেদিক জোড়া লাগালে একই কথা।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

মহিদুল বেস্ট বলেছেন: যত হাউ কাউ হয়; তত ঝাউ গাছ কমে না

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালেদা জীয়াতো আপনার তিনার মতো রং হেডেড না!

তাই খালেদা জিয়া গো ধরে না থেকে দেশ ও জনগণের কল্যানের দিকে চেয়ে একটি মধ্যম পন্থা মূলক সমাধানে পৌছাতে চাইছৈন।


এখন দেখা যাক- দেশ জনতাকে ভালবাসার পরীক্ষায় সরকার কত নম্বর পায়?????

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

ইউরো-বাংলা বলেছেন: তিনা বলতে কি হাছিনা কে বুঝিয়েছেন ?

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

েনাঙর বলেছেন: দু'জনার পথ এক হলেই ভালো, তাতে আমরা বাঁচি।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

ইউরো-বাংলা বলেছেন: একমত

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

হযবরল আমি বলেছেন: সময় বলে দিবে কে কোন পথে আছেন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

নেক্সাস বলেছেন: ভাইয়ের কানে কি সমস্যা আছে?

ডঃ প্রাণ গোপাল ভাল নাক কান গলার ডাক্তার। আশা করি উনার শরনাপন্ন হবেন

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

ইউরো-বাংলা বলেছেন: অনেকদিন পূর্বে উনার শরনাপন্ন হয়েছিলাম, কোন ঔষধ দেয় নাই। শুধু একটি পরামর্শ দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.