![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে শীতের সকালের ঠান্ডা সবকিছু ঠিকঠাক মতই চলছিল, অবরোধের কারনে দূরপাল্লার কোন গাড়ি এবং প্রাইভেট কার রাস্তায় নাই। তাই নেই কোন যানজট। হঠাৎ অবরোধকারীদের একটি মিছিলের আওয়াজ শুনছিলাম এবং দেখছিলাম তারা চৌরাস্তার দিকে শান্তিপূর্নভাবে এগিয়ে আসছিল।
কিন্তু পুলিশ কেন জানি অতি আগ্রহী হয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করল। এই অবস্থাতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল, মিছিল কারীরা এদিক-সেদিক ছুটাছুটি শুরু করল, কেউ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করল। পুলিশ বাহিনী দেদারছে লাঠিচার্জ শুরু করল, চৌরাস্তার আশেপাশে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে। আমি একটি মার্কেটের ছাদ থেকে দৃশ্যগুলো দেখছিলাম। কাদানে গ্যাসের ঝাঝ সহ্য করতে না পেড়ে স্থান ত্যাগ করার সময়, এক লোকের অকথ্য ভাষায় গালি শুনছিলাম। সে দুই নেত্রীকেই অকথ্য ভাষায় গালি দিচ্ছিলেন এবং অভিশাপ দিচ্ছিলেন।
উনাকে জিজ্ঞাস করলাম ভাই কি হয়েছে- উনি বলল ভাই আমি কোন দলের নেতা নই। হরতাল- অবরোধ হলেও জীবন-যিবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় এবং কর্মস্থলে যেতে হয়। আমাদের কথা কেউ চিন্তা করে না। উল্টা পুলিশের হাতে পিটানি খেলাম।
আমি বললাম এই জগদ্দল পাথড়তো আমরাই ক্ষমতায় বসিয়েছি, তাই না। উনি বলল-ঠিক বলেছেন গতবার নৌকায় ভোট দিয়েছিলাম। আমি বললাম এবার তাহলে ধানের শীষে দিবেন, তাই নয় কি ? আমরাতো মার্কা চিনে নিয়েছি। ভালো মানুষ দাড়ালে আমরা ভোট দেই না। একবার ধানের শীষ, আরেকবার নৌকা! উনি বলল- ভাই আর না আর না, আমি তওবা করেছি, আমি নিজেও আর এই দুই মার্কায় ভোট দিব না এবং আত্মীয়স্বজন কাউকেও এই দুই মার্কায় ভোট দিতে দিব না। যোগ্য লোককে ভোট দিব, পাশ করুক আর না করুক।
বিঃদ্রঃ ফটো দু'টি আমার তোলা নয়, গুগল মামা থেকে ধার করে নিয়েছি।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
ঢাকাবাসী বলেছেন: যেভাবে মহিলাটিকে পিটাচ্ছে সিউর এই পুলিশগুলো সব ছাত্রলীগের মাস্তান, জাস্ট পোষাক পড়িয়ে নামিয়ে দেয়া হল । দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট অশিক্ষিত প্রশিক্ষনহীন লোভী মহা দুর্ণীতিবাজ দুশ্চরিত্র পু..শ হল বাংপু।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
দূর আকাশের নীল তারা বলেছেন: হাসিনার গোর্য়াতুমি যেমন ভাল লাগছে না, তেমনি খালেদার ডাকা হরতালে মানুষ পুড়িয়ে মারাও কোনভাবেই সমর্থন করতে পারছি না।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
ইউরো-বাংলা বলেছেন: দোষ আমাদেরই, আমরাই ওদের জিইয়ে রেখেছি। ভাল মানুষকে ভোট দেই না।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
সেমিবস বলেছেন: ঢাকাবাসী বলেছেন: যেভাবে মহিলাটিকে পিটাচ্ছে সিউর এই পুলিশগুলো সব ছাত্রলীগের মাস্তান, জাস্ট পোষাক পড়িয়ে নামিয়ে দেয়া হল । দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট অশিক্ষিত প্রশিক্ষনহীন লোভী মহা দুর্ণীতিবাজ দুশ্চরিত্র পু..শ হল বাংপু।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: