![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থাদৃষ্টে মনে হয়েছিল কাদের মোল্লাকে জোড় করে হলেও রাতেই ফাঁসী দিয়ে দিবে। সস্তা টিভি চ্যানেলগুলোও লাইভ দেখানো শুরু করেছিল। অন্যদিকে সরকারও যুদ্ধের প্রস্ততি নিচ্ছিল। সাধারন মানুষ ভয়ে ভয়ে সন্ধা ৭ টার মধ্যেই যার যার ঘরে ফিরেছে, রাস্তাগুলো হয়ে গিয়েছিল ফাঁকা, মনে হচ্ছিল ঢাকা শহরে কার্ফু চলছে।
অন্যদিকে ঢাকার বাহিরে গন্ডগল ততক্ষনে শুরু হয়ে গেছে, হম্বালীগের নেতা-কর্মীরা যখন সর্বত্রই মার খাওয়া শুরু করেছে, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী আওয়ামী সরকারের শেষ সময়ে রাতের অভিযানে গিয়ে বিতর্কিত হতে নারাজ, তখন লীগ সরকারের টনক নড়ল এবং জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে নতুন নাটক শুরু হল।
জয় বাংলা - ঠেলা সামলা।
মুজিব গেছে যে পথে - হাসিনাও যাচ্ছে সেপথে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ইউরো-বাংলা বলেছেন: নৌকা - লাঙ্গল - পাল্লা - শীষ
সব সাপেরই একই বিষ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন:
আইন মন্ত্রী কি ফাসির আইন বুঝেন না ? যেমন শুনেছিলাম অর্থমন্ত্রী শেয়ার বাজার বুঝেন না!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
অরি বলেছেন: চলো বদলে যাই . . . আর কতো বদলাবো? শুরুতে বদল হলাম রাত ১১টায় দেশের ১২টা বাজালাম আবার বদলে এলাম আগের জায়গায়। মনের মত করে সংবিধান বদলালাম, খালেদার বাড়ি বদলালাম, জিয়া ও বিডিআর-এর নাম বদলালাম, ভেস বদলালাম, দেশ (মন্ত্রী) বদলালাম শুধু নিজেকে বদলাতে পারলাম না। ঠেলা সামলাতে না পারলে সেটাও ভেবে দেখব কারণ এবার জনতার রায় বদলের ডাক শেনা যায়-----
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
ঢাকাবাসী বলেছেন: হাসিনা সেপথে গেলে দেশের কি হপে?
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
ইউরো-বাংলা বলেছেন: ৭৫ এর পরে যা হয়েছিল, তাই হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
রাহুল বলেছেন: বিএমপি-জামাত ভাই ভাই
আম জনতার ঘুম নাই।