![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৩ সালের নিবাচনে জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১০৭৮ জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল ১৪টি। মহা কারচুপির ওই নির্বাচনে আওয়ামী লীগ ২৮৯টি আসনের মধ্যে ২৮২টি লাভ করে। অবশিষ্ট ৭টি আসনের মধ্যে জাসদ ১টি, জাতীয় লীগ ১টি এবং নির্দলীয় প্রার্থীগণ ৫টি আসন লাভ করেন।
ওই নির্বাচনের ৪০ বছর পর এবার আরেকটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। তবে এবারের রেকর্ডগুলো অন্যরকম! বিরোধীদলগুলো অংশ না নেয়া এবং সরকারের শরীক দল জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এবার এরইমধ্যে ১০৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংখ্যা ১৭০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার প্রার্থীর সংখ্যা মাত্র সাতশ'র মত। দল রয়েছে ১০টি। কয়েকটি আবার নৌকা ছাড়া জিততে পারে না! যেমন : ইনু, মেনন, বাদল ইত্যাদি।
প্রশ্ন হচ্ছে- এই নির্বাচন কি দেশ-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে? যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাই কি খুব খুশি? এতদিন যারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সমালোচনা করেছেন তারা কি এখন জাতির কাছে ক্ষমা চাইবেন?
কেউ কেউ বলছেন, একতরফা নির্বাচনের ভোট গ্রহণ না করে তিনশ আসনেই মহাজোট তথা আওয়ামীলীগের একক প্রার্থী দিয়ে নির্বাচনী ব্যয়ের টাকাগুলো নির্বাচন কমিশন ও এমপিদের মধ্যে বণ্টন করে দিলে কিছু লোকের ক্ষুধা হয়তো মিটবে। দেখা যাক-সরকার এ সুযোগ গ্রহণ করে কিনা।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
ইউরো-বাংলা বলেছেন: ভাই নির্বাচনের দরকার নাই, শেখ হাসিনারে প্রধানমন্ত্রী করে কেয়ামত পর্যন্ত আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে চাই
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
মেমননীয় বলেছেন: ১২৭আসন দেখলাম প্রথম আলোতে।
ফলাফল বিকৃতি করছেন কেন?
ফাঁকা মাঠে
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ইউরো-বাংলা বলেছেন: আপনি পুরো পোষ্ট টি পড়েন নাই, আমি লিখেছি - ''এরইমধ্যে ১০৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংখ্যা ১৭০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ''
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
ইনফা_অল বলেছেন: তথ্য অনুযায়ী ১২৮ আসনে একক প্রার্থীর বিষয়টি নিশ্চিত করে। এদের মধ্যে জাতীয় পার্টির ৫ জন, জেপি ২ আর ওয়ার্কার্স পার্টির ১ জন। এছাড়া বাকি সবাই আওয়ামী লীগের। কমিশনের হিসাব মতে, আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ১১৭ জন।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
ইউরো-বাংলা বলেছেন: এ সংখ্যা ১৭০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
মদন বলেছেন: ১৫১ হইলেই তো কেল্লা ফতেহ আর নির্বাচনই লাগে না। দেশের কোটি কোটি টাকা বাচে।
গনতন্ত্রের মানসকন্যার গনতন্ত্রের স্বরূপ এইটা
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ইউরো-বাংলা বলেছেন: একমত
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ইনফা_অল বলেছেন: Click This Link
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশ্ন হচ্ছে- এই নির্বাচন কি দেশ-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে? যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাই কি খুব খুশি? এতদিন যারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সমালোচনা করেছেন তারা কি এখন জাতির কাছে ক্ষমা চাইবেন?
হু কেয়ারস!!!
তারা মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানানোর অপচেষ্টায় জাতি গত ষংঘাত বাড়ছৈই। তাদের সবকিছূ শূধূই নিজের চাই!!! গণতন্ত্র তাদের মূখৈ তেমন বুলী বারবণীতার মূকে সতীত্বের বানী যেমন!!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
ইউরো-বাংলা বলেছেন: তারা মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানানোর অপচেষ্টায় লিপ্ত। তাদের সবকিছূ শূধূই নিজের চাই!!! গণতন্ত্র তাদের মূখৈ তেমন বুলী বারবণীতার মূকে সতীত্বের বানী যেমন!!!!
একমত
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
উপপাদ্য বলেছেন: কিছু বিবেক বর্জিত মানুষ কি যে এক অদ্ভুত মনোষ্কামনা থেকে আওয়ামীলীগের প্রতিদ্বন্দিতায় গুটি কয়েক জায়গায় এখনো প্রার্থীতা বহাল রেখেছে তা ভেবে আশ্চার্যান্বিত হচ্ছি।
দেশ ও চেতনার আড়ৎদার ভারতলীগের প্রতি কি এই সব মানুষের কোন শ্রদ্ধা নেই।
তো বাবা শ্রদ্ধা না থাকলে এটলিস্ট শ্রাদ্ধ'র ব্যবস্থা করতে পারিস!!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
ইউরো-বাংলা বলেছেন: ভাই কমেন্টের জন্য যদি কখনো পুরষ্কার ঘোষনা করা হয়, আপনাকে যেনো প্রথম পুরষ্কারটি দেওয়া হয়, ঘোষনা করছি।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বন্দুকের নল দিয়ে যদি ক্ষমতায় থাকা যেত , তাহলে ইয়াহিয়া, এরশাদ, হিটলার কেউ কোনদিন ক্ষমতাচ্যুত হত না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়?
জেগে উঠ বাংলার মানুষ, আমরা এই অসুস্থ সরকার চাই না ?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
ইউরো-বাংলা বলেছেন: জেগে উঠ বাংলার মানুষ, আমরা এই অসুস্থ সরকার চাই না ।
একমত
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
পথহারা সৈকত বলেছেন: নির্বাচনী উত্তাপে কাপছে দেশ,
কে জিতে কে হারে এ নিয়ে টেনশনের নেই শেষ
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
ইউরো-বাংলা বলেছেন: ভাই আপনে কি দেশের খবর রাখেন না ? হাম্বালীগের সদস্যরা বিনা প্রতিদ্বন্ধিতায় সারা দেশে পাশ! এখন তারা সরকার গঠন করবে !
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
চাঁন মিঞা সরদার বলেছেন: ১১৭ টি আসনে একক ভাবে আওয়ামী জয়। ১২৮ টাতে যৌথ ভাবে জয়।
Click This Link
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
ইউরো-বাংলা বলেছেন: সংখ্যা আরো বাড়বে ১৭০ এ গিয়ে উন্নিত হবে আশাকরি !
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
পদ্মা_েমঘনা বলেছেন: বিজয়ী প্রার্থীদের আগাম অভিনন্দন!!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
ইউরো-বাংলা বলেছেন: সহমত
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
ম্যাংগো পিপল বলেছেন: ''বাল''বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় দল, ''বালেরা'' মনে করে তারা ভোটে দারালে এমনিতেই পাশ করবে। তাই পাশ যেহেতু করবেই শুধু, শুধু নির্বাচন দিয়া ট্যেকা পয়সা নস্ট করে লাভ কি ?
তাই তত্বাবধায়ক সরকার বাতিল করে এবং বিরোধীদলের নেতা দের জেলে দিয়ে তারা একলা একলা পাশ করইরা দেশের জনগনরে ভোট দিওনের কষ্ট থেইকা বাচাইতেছে )
)
)
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
ইউরো-বাংলা বলেছেন: ভাই এই কমেন্টের জন্য আপনাকে পুরষ্কিত করা উচিৎ
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
সাইবার অভিযত্রী বলেছেন: পদ্মা_েমঘনা বলেছেন: বিজয়ী প্রার্থীদের আগাম অভিনন্দন!!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
ইউরো-বাংলা বলেছেন:
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
puronodin বলেছেন: বলেছেন: আওয়ামী লীগ দেউলিয়ার পথে.......
এরশাদকে নিয়ে যা করতেছে.... হাস্যকর
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
ইউরো-বাংলা বলেছেন: একমত
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মুদ্দাকির বলেছেন:
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: হাঁসতে হাঁসতে ভিজাইলাম
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
খন্দকার আরাফাত বলেছেন: আপ্নেওতো দেহি খালি মাঠে গোল দিতাছেন কোন হাম্বাতো আইলোনা
কয়েকটি আবার নৌকা ছাড়া জিততে পারে না! যেমন : ইনু, মেনন, বাদল ইত্যাদি।
ব্যপুক বিনুদন
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
ইউরো-বাংলা বলেছেন: হাম্বা না আইলে কি করুম কন ? ওরা যে মাইনক্যা চিপায় আছে তা নিশ্চিত।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: কাদের মোল্লার ফাঁসিতে সরকারের ভাবমূর্তি ও জনপ্রিয়তা এতই বেশি বৃদ্ধি পেয়েছে যে ১০৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাডভান্স জয়লাভ করেছে