নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

আদালত চত্বরে চাপাতি শাকিল : ‘আমার কিছু অইবো না’

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

‘আমার জন্য চিন্তা কইরেন না, আমার কিছুই অইবো না।’ আদালত থেকে বের হয়ে এভাবে উচ্চস্বরে আত্মীয়-স্বজনকে বলছিলো, বিশ্বজিৎ হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিল। তাকে চাপাতি দিয়ে কোপাতে দেখা গেছে বিশ্বজিৎকে। তার সেই চাপাতি হাতে ছবি ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায়। টেলিভিশনে দেখানো হয়েছে তার সেই ভয়ঙ্কর রূপ। বুধবার আদালত চত্ত্বরে ভাইকে উদ্দেশ্য করে শাকিল বলেছে, ‘জজ কোর্টের ওপর হাইকোর্ট আছে। সেখানে কিছু করার চেষ্টা কইরেন। আর আমার লাইগা চিন্তা কইরেন না। আমার কিছুই অইব না।’



একই সময় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কারণেই আমাদের এই বিপদ। রায়ে আপনারা খুশি তো? আপনারা খুশি হলেই আমরা খুশি।’ এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

হেডস্যার বলেছেন:
কাদের মোল্লা ও দুই আঙ্গুল দেখাইয়া সবার আগে ঝুইলা পড়ছিলো....

ওর ও একই অবস্থা হবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

ইউরো-বাংলা বলেছেন: আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চাই।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

হাসিব০৭ বলেছেন: যত মরবো তত জনসংখ্যা কমবো =p~ =p~ =p~ =p~ ওগো মত শত্রুর প্রয়োজন নাই এই দেশের

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

abdullah al masud বলেছেন: এখন তো প্রমাণিত হল যে ছাএ লীগ সন্ত্রাসী সংগঠন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

ইউরো-বাংলা বলেছেন: ছাত্রলীগ এর পূর্বেও অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু কোন হত্যাকান্ডেরই আজ পর্যন্ত কোন ফাঁসি কার্যকর হয় নাই। এখন দেখা যাক প্রেসিডেন্ট ওদেরকে ক্ষমা করে দেয় নাকি !

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

সোহানী বলেছেন: এখন দেখা যাক প্রেসিডেন্ট ওদেরকে ক্ষমা করে দেয় নাকি ! !!!!!!!!!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশের পেক্ষাপটে অস্বাভাবিক কিছু না।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

গেন্না বয় বলেছেন: ভাল কাজের প্রশংসা এবং মন্দ কাজের নিন্দা করা শিখুন।

অহেতুক সব কাজের ভিতর খারাপ দিক খোজা সুস্থ মানসিকতার পরিচয় না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

ইউরো-বাংলা বলেছেন: ঐ মিয়া এখানে খারাপের কি দেখলেন ? যেটা সত্য সেটাই তুলে ধরা হয়েছে।

সত্যি কথা শুনলে লজ্জা লাগে নাকি ? আপনাদের মতো হাম্বালীগরা যে কি চান, তা শয়তান ছাড়া কেউ জানে না।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

রাতুল রেজা বলেছেন: এর যদি ফাসি না হয়, তাহলে বলবো যে বাকি যুদ্ধাপরাধিগুলাকেও ফাসি দেয়ার কোনো দরকার নাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

ইউরো-বাংলা বলেছেন: আমরা দ্রুত ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.