![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Uk প্রধানমন্ত্রী ডেভিড কেমেরুন পাবলিক ট্রেন এ সীট না পেয়ে দাড়িয়ে যায় আর আমাদের দেশের রাজনৈতিক ব্যাক্তিরা Business Class ছাড়া চলতে পারে না...
এটাই হচ্ছে উন্নতি ও অবনতির একটা উদাহরন মাত্র...
ফেসবুকে আরো কয়েকটি ছবি দেখেছিলাম, বিদেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ও ছোট মন্ত্রীরা সবাই নরমাল ভাবেই চলাচল করে, কারো জন্যই ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকিয়ে রাখা হয় না। ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বললে তাদের গাড়িও থেমে যায়।
বাংলাদেশের বেলায় কি হয়, তা আর বলার অপেক্ষা রাখে না।
আমাদের দেশে কবে এমন নেতা পাবো ? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
ইউরো-বাংলা বলেছেন: পিএম হবার পর
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: হালারা বেয়াদপ, দেশের প্রধানরে দেইখা খারায় না!
বেদ্ডপের মত বইয়া থাহে
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯
ইউরো-বাংলা বলেছেন: ভাই উন্নত বিশ্বে সবাই রাজা, কেউ প্রজা নয়। ঐসব দেশে সবাই সবাইকে সন্মান করে কিন্তু তোষামদি করেনা।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের 'তেনারা' এভাবে দাঁড়িয়ে যেতে চাইলেও ''সাইবার অভিযত্রী'' টাইফের মানুষের জন্য পারবেন না , এ টাইফের মানুষেরা প্রয়োজনে পিঠ বিছিয়ে দেবেন 'তেনাদের' বসার জন্য ।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
ইউরো-বাংলা বলেছেন: ভাই এটা ভুল ধারনা, ৯০এর দশকে শেখ হাসিনাকে গোলাপবাগ থেকে গুলিস্তান শখানেক মানুষ নিয়ে মিছিল করতে দেখেছি। উৎসুক মানুষের কোন ভীড় দেখেনি।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষায় থাকলাম । অমন নেতা আসুক।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫
ইউরো-বাংলা বলেছেন: আমাদের যে আর কতকাল অপেক্ষায় থাকতেই হবে, খোদাই ভাল জানেন ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
কালীদাস বলেছেন: ব্যাপার না। হেতে বাস থুইয়া পেলেনে উঠলে মাশাল্লাহ ভালই পোষায়া দেন
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
ইউরো-বাংলা বলেছেন: হেতে বলতে কাকে বুঝিয়েছেন ?
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: খাপড়া দিয়ে একটারে তুইল্লা নিজে বসলেই তো হয়, প্রধান মন্ত্রী বইল্লা কথা
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশে প্রধানমন্ত্রীর চামচারা যেসব প্রোটকল নেয়, তাও বিশ্বের কাছে বিস্ময়।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
আল ইফরান বলেছেন: আমাদের দেশের অমানুষগুলার জন্য তো রাস্তাই বন্ধ করে দেয় ...
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
ইউরো-বাংলা বলেছেন: যেহেতু দেশটির নাম বাংলাদেশ।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই
Click This Link
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মহসিন৭১ বলেছেন: ছবিটা কি উনি পিএম হওয়ার আগের না পরের? জাতি জানতে চায়। আর যদি পরের হয় তাইলে আমাদের দেশের নেতাদের এটা দেখার ব্যবস্থা করা হোক।