![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা জয়,
পর সমাচার এই যে, আর নীরব থাকিতে না পারিয়া তোমাকে পত্র লিখিতে বাধ্য হৈলাম। তোমাদের বিরুদ্ধে কাজ করিবার জন্য ই ইউ-এর পরে কমনওয়েলথকে কিনিয়াছে বি এন পি। খুব দুশ্চিন্তায় আছি কখন না আবার দুষ্টু বি এন পি তোমাদের বায়না করা ইন্ডিয়াকে কিনিয়া ফেলে। আপাকে বিষয়টা খেয়াল রাখিতে বলিয়ো যেন বি এন পি হাজার চেষ্টা করিলেও তোমাদের ইন্ডিয়াকে কিনিতে না পারে। ভাবিয়া পাই না, তোমার মত শিক্ষিত আন্তর্জাতিক বিদ্যাসাগর থাকিতে বি এন পি কেমন করিয়া একে একে ই ইউ এবং কমনোয়েলথকে কিনিল!!
বাবা জয়, পত্রিকা মারফত জানিলাম তুমি দেশে আসিতেছো। পত্রিকায় তোমার দেশে আসিবার সংবাদ পাইলেও তুমি কখন দেশ ত্যাগ কর সেই সংবাদ পাই না বলিয়া ভীষন বেদনা বোধ করি। আশা করি এইবার দেশ ত্যাগ করিবার সংবাদ'টা তুমি তোমার মামা খালাদের জানাইয়া যাইবে।
বাবা জয়, অধিক আর কি বলিব! বুদ্ধি বাড়াইবার জন্য আয়োডিনযুক্ত লবন আর মলা ঢেলা মাছ খাইবে, মগজ ঠান্দা রাখিবার জন্য মাথায় নিয়মিত কদুর তৈল মাখিবে।
ইতি,
তোমার সাঈদ মামা
(তোমার ১৬ কোটি মামা খালার একজন)
বিঃদ্রঃ ফেবু থেকে সংগ্রেহিত।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
ইউরো-বাংলা বলেছেন: হা হা হাাাাাাাাাাা
চমৎকার হইছে
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
মদন বলেছেন:
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন:
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
ঢাকাবাসী বলেছেন:
সাহিত্য বটে
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
নীল ভোমরা বলেছেন: হরিপদ কেরানীর কমেন্টে লাইক!
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
মুদ্দাকির বলেছেন:
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: মদন বলেছেন:
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
ইউরো-বাংলা বলেছেন: আপনাদের সবার হাসি দেখে আমারো কেমন জানি হাসি পাচ্ছে
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
জ্যাক রুশো বলেছেন: ঝাতির ভাগিনা
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
ইউরো-বাংলা বলেছেন: হুমমমমমমমম
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
নষ্টমানব বলেছেন: ভ্যা হরিপদ কেরানী যাহা বলিয়াছ তাহা কি আয়ডিন মুক্ত মাথা তে ঢুকবে?? বড়ই চিন্তার বিষয়.। হুম
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
ইউরো-বাংলা বলেছেন: একমত
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
তিক্তভাষী বলেছেন: মজা পেলুম!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
হরিপদ কেরাণী বলেছেন: পুণশ্চ: খুব ভালো হয় যদি ইইউ এবং কমনওয়েলথ কে বিএনপি কত দিয়া কিনিলো তাহা জানিতো পারো। সেই অনুযায়ী আমরাও এখন হইতে টাকা জমাইতে থাকিবো। কারণ ৫/৬ বছর পর আমাদেরও তাহাদিগকে ক্রয় করিতে হইতে পারে। আর ভারতীয় দাদাদেরকে বলিও তাহারা যেন কিছুতেই তাহাদের মূল্যছাড় না দেয়। তাহারা বিক্রিত হইয়া গেলে আমাদের যে সবই যাইবে! আয়োডিনের প্রতি বিশেষ খেয়াল রাখিও। যুক্তরাষ্ট্রের আয়োডিনের মান লইয়া আমার কিণ্চিৎ সন্দেহ হইতেছে। কারণ এত বছরেও তোমার তেমন কোনও উন্নতি দেখি না। আমি অতি শিঘ্রই কিছু রংপুরী আয়োডিন পাঠাইবার ব্যাবস্থা লইতেছি।