![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলই এখন টক শো প্রচার করে। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে চ্যানেল আই-এর তৃতীয় মাত্রা, আরটিভি-র রাইন্ড টেবিল, একুশে টিভি'র - একুশের রাত অন্যতম। অবশ্য বাংলাভিশন, এস এ টিভি, চ্যানেল২৪ মাঝে মাঝে দারুন টকশো প্রচার করে থাকে।
কিন্তু সবচেয়ে ব্যতিক্রম টকশো হচ্ছে চ্যানেল আই-এর তৃতীয় মাত্রা, কারন তারাই একমাত্র যারা কিনা সারা পৃথিবীর সকল দর্শককে সম্পৃক্ত করেছে। আলোচকদের মধ্য থেকে কার আলোচনা আপনার কাছে গ্রহনযোগ্য লাগছে তাকে ভোট দেওয়া যায়।
এই ভোটের হিসাবে গত কয়েকমাস ধরেই তৃতীয় মাত্রায় দেখতে পাচ্ছি, আওয়ামীলীগ এবং তাদের সহযোগী বুদ্ধিজীবিরা অনেক পিছিয়ে আছে। যেমন আজকের তৃতীয় মাত্রায় দেখতে পেলাম আওয়ামীলীগের প্রথমশ্রেণীর নেতা ইসরাফিল আলম এম পি ৯% ভোট পেয়েছে, অন্যদিকে বিএনপি'র তৃয়শ্রেণীর নেতা নিলুফার চৌধুরী মনি এম পি ৯০% ভোট পেয়েছে, কেউ না ১% ভোট পেয়েছে।
তাদের এই ধ্বস নামার কারনেই আজকে সারা দেশে প্রার্থীবিহীন নির্বাচন করার পায়তারা করছে। যার ফলশ্রুতিতে এরশাদের সাথে লিয়াজো করে ইতিমধ্যে ১৫৪জন পাশ !!!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
ইউরো-বাংলা বলেছেন: ভাই লীগের কোন পোষ্টে আছেন ?
আমরা জানি, আপনারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য অধিক ব্যস্ত সময় পার করছেন।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
রাহুল বলেছেন: শুনেন, ব্লগে পোষ্ট দেইনা কারন পড়তে ভালোবাসি এর মানে এটা না যা বলবেন সব শুনে যাবো।আমি কোনো কালেই আও্য়ামি লীগ করিনা যদি কিছু করি তা হলো গনজাগরন মণ্চ তার মানে এন্ট্রি রাজাগার বলতে পারেন।আর কথা যদি বিএমপির এন্ট্রিতে যা্য় তো বুজবেন মন্দের ভালোর পক্ষে।
ভালো থাকবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ইউরো-বাংলা বলেছেন: গনজাগরন মণ্চ আর হাম্বালীগ একই কথা। ওরা একই বৃত্তে দু'টি ফুল।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
HHH বলেছেন: @রাহুল
গণজাগরণ মঞ্চের বিরানী, গাঞ্জা আর কন্ডম সাপ্লাই কেমন??
আপনার পরিবার ঠিক মত চালাতে পারছেন তো?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
ইউরো-বাংলা বলেছেন: গনজাগরন মণ্চ আর হাম্বালীগ একই কথা। ওরা একই বৃত্তে দু'টি ফুল।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
রাহুল বলেছেন: আও্য়ামি লীগ স্রোতার সময় নাই এসব শোনার তাই ভোট কম কিন্তু জামাত আর বিএমপি তো টেকনোডিপার্টমেন্ট খুলছে ভোট দেয়ার জন্য।এসবে এখন ভাত নাই।কদিন বাদে টক শো ঝাল শো হয়ে যাবেগা।