![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে এই খবর পাওয়ার পরে ছোট বেলার সরল অংক করতে বসলাম। অনেক ক্ষন অংক কষে বের করলাম 1mbps এর দাম বাংলাদেশী টাকায় মাত্র ৬২৬ টাকা। আমার কাছে মাদারচোদদের কাছে প্রশ্ন হইল ভারতে যদি 1 Mbps ৬২৬ টাকায় সেল করা হয় তাহলে আমরা কিজন্য সাড়ে চার হাজার টাকায় কিনবো। যেই খাঙ্কির পুলারা এই বিক্রির সিদ্ধন্ত নিছে, সেই খাঙ্কির পুলারা ভারতীয় স্পার্ম থেকে তৈরি হইছে।
আমাদের দেশে যদি ৬২৬ টাকায় 1mbps ব্যান্ড ইউথ বিক্রি হইত তাহলে আমরা আরো ২০০ জিবি ইউজ করতাম। এইটার সন্দেহ নাই।
আমার গালি খেয়ে সংশ্লিষ্ট কেউ মাইন্ড খাইলে নিজ দায়িত্বে খাইবেন।
কৃতজ্ঞতায় : শিপলু , ফেবু থেকে
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
ইউরো-বাংলা বলেছেন: চাটুগারগুলা দেশিগো হোগা মাইরা, ভারতীয়গো নমস্কার দেয়।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
হাসিব০৭ বলেছেন: সহমত লেখকের সাথে। এই আওয়ামিলীগ দেশটাকে সিকিমে পরিনত করবে
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ইউরো-বাংলা বলেছেন: অবস্থাদৃষ্টে তাইতো মনে হচ্ছে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: চাটুগারগুলা দেশিগো হোগা মাইরা, ভারতীয়গো নমস্কার দেয়।
একি বলচেন!!
দাদাদের মারা খেতে বড়ই আরাম
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ইউরো-বাংলা বলেছেন:
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
রেন বলেছেন: আমার মনে হয়না পশ্চিম বংগ গামী ঐ টেরিস্ট্রিয়াল কেবল বাংলাদেশের বিচ্ছু পোলাপাইন না কেটে আস্ত রাখবে!
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
রেন বলেছেন: আরেকটা ব্যপার, বাংলাদেশে টোটাল ৪০ জিবি bandwidth ইউজ করে। কেউ যদি আমাদের দেশের এই টোটাল ৪০ জিবি ব্যন্ডওইডত মনিটরিং করতে চায় তাহলে কিন্তু মিনিমাম ৪০+৪০=৮০ জিবি bandwidth দরকার হবে।
ভারতের নিজের সাবমেরিন ক্যাবল ও bandwidth এর অভাব নাই, তার পরও আমাদের দেশ থেকেই কেন এই bandwidth নিতে হবে তা সবাই ভেবে দেখতে পারেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ইউরো-বাংলা বলেছেন: একমত
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
দুরন্ত সাহসী বলেছেন: গাধার মত কতজা নলেন কেন? একটা দেশ যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকুি পে করবে এখানে অন্য দেশের কাছে বিক্রি করবে কিভাবে? বাংলাদেশ এখনো পর্যন্ত ৪৮ জিবি বেশি ব্যবহার করেনি
ভারতের নিজেদেরি ৫ টা লাইন আছে সেখানে তারা অন্যদেশ থেকে কেন নিবে ওদের প্রয়োজনের চেয়ে বেশি সংযোগ নেয়া আছে এই লাইন দিয়ে তারা নিজেদের প্রয়োজনিয় জিবি ব্যবহার করতে পারবে
সরকারের সমালোচনা করার আরো অনেক বাস্তব দিক আছে সেগুলো খুজে বের করুন অযথা ভুল তথ্য দিবেননা
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ইউরো-বাংলা বলেছেন: কথা কিন্তু মিথ্যা না, খোঁজ খবর নিয়ে দেখুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
আলোকন বলেছেন: কি কইতাম খানকির পোলাগোরে